Riazul Ayon

Riazul Ayon যদি তোমার সমালোচনা করার জন্য কেউ না থাকে😥
তবে তোমার সফল হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে😣😣 Assalamulaikum warahmatullahi wabarakatoh, this is Riazul Islam Ayon.
(1)

I'm from Noakhali.. I study in Chittagong Hathazari arabic University.. I also a student.. My aim is to be a success Freelancer insha-allah...
That's why I pray to all of you...।

যে এডুকেশন সিস্টেম ক্রিয়েটিভিটি তৈরী করতে বাঁধা দেয়,ক্রিয়েটিভ চিন্তা -চেতনাকে ক্ষতিগ্রস্ত  করে,তা দিয়ে আর যাই হোক সামনে ...
06/11/2024

যে এডুকেশন সিস্টেম ক্রিয়েটিভিটি তৈরী করতে বাঁধা দেয়,ক্রিয়েটিভ চিন্তা -চেতনাকে ক্ষতিগ্রস্ত করে,তা দিয়ে আর যাই হোক সামনে এগোনো সম্ভব না বলে আমি মনে করি☝️

আপনিও কি একমত??

04/11/2024

#ম্যানার_কখনো_ব্যানার_দিয়ে_শেখানো_যায়_না

আমরা কর্মক্ষেত্রে বা অফিসে কাজ করছি আর 'অফিস ম্যানার' সম্পর্কে জানবো না তা কেমন করে হয়? অফিস ম্যানার এমন অলিখিত কিছু নিয়ম বা বিধান যা কর্মক্ষেত্রে সুষ্ঠু পরিবেশ বজায় রাখার ক্ষেত্রে অবশ্যই প্রয়োজন।

ফিটফাট পোশাক, সুন্দর বাচন ভঙ্গী, স্মার্ট গেট-আপ, নিয়মনুবর্তিতা, ধৈর্য্য ইত্যাদির কথা আমরা সবাই জানি; অনেকেই আবার মেনেও চলি। কেউ বা মেনে/মানিয়ে চলতে পারি না। তবে কিছু ভুলের কারণে আপনার সব পরিশ্রম বৃথা হয়ে যায়।

কিছু ছোট বিষয় রয়েছে যা তেমন উল্লেখযোগ্য না হলেও অন্যের কাজের ক্ষেত্রে হতে পারে বিরক্তির কারণ।

তাই আমাদের উচিত কমনসেন্স এর নূন্যতম ইতিবাচক ব্যবহার করে ব্যাক্তিত্ববান হয়ে কাজ করে প্রগতিশীল ইতিহাস তৈরী করা।

মনে রাখা উচিত...Common sense বলতে পৃথিবীতে কিছু একটা আছে। শুধু নিজেকে প্রশ্ন করা উচিত আমার নিজের মধ্যে এটা আছে কিনা!

একটি সফল SEO স্ট্র্যাটেজি তৈরির জন্য ধাপে ধাপে একটি পরিকল্পনা অনুসরণ করতে হয়। নিচে ১২টি গুরুত্বপূর্ণ ধাপ আলোচনা করা হলো:...
03/11/2024

একটি সফল SEO স্ট্র্যাটেজি তৈরির জন্য ধাপে ধাপে একটি পরিকল্পনা অনুসরণ করতে হয়। নিচে ১২টি গুরুত্বপূর্ণ ধাপ আলোচনা করা হলো:
1. ব্যবসার লক্ষ্য নির্ধারণ করুন: আপনার SEO স্ট্র্যাটেজি যেন ব্যবসার মূল লক্ষ্যগুলির সাথে সঙ্গতিপূর্ণ হয় তা নিশ্চিত করুন। এটি আপনার প্রচেষ্টাকে ফোকাস করতে সাহায্য করবে।
2. KPIs (key performance indicator) সেট করুন: সফলতার মাপকাঠি নির্ধারণ করার জন্য গুরুত্বপূর্ণ পারফরম্যান্স সূচকগুলি (KPIs) নির্বাচন করুন, যেমন অর্গানিক ট্রাফিক, কনভার্সন রেট ইত্যাদি।
3. SEO অডিট করুন: আপনার ওয়েবসাইটের বর্তমান SEO অবস্থা চিহ্নিত করুন। টেকনিক্যাল সমস্যা চিহ্নিত করতে এটি গুরুত্বপূর্ণ।
4. কিওয়ার্ড রিসার্চ করুন: আপনার টার্গেট অডিয়েন্স কী ধরনের কিওয়ার্ড সার্চ করছে তা নির্ধারণ করে কনটেন্টের জন্য সঠিক কিওয়ার্ড বেছে নিন।
5. কম্পিটিটর এনালাইসিস করুন: আপনার প্রধান কম্পিটিটরা কী ধরনের কনটেন্ট ব্যবহার করছে, কোন কিওয়ার্ড ব্যবহার করছে তা এনালাইসিস করুন।
6. ভালো মানের কনটেন্ট তৈরি করুন: SEO সফল করার মূল কৌশলগুলোর একটি হলো উচ্চমানের, দরকারী এবং তথ্যবহুল কনটেন্ট তৈরি করা যা ব্যবহারকারীদের আকর্ষণ করে।
7. অন-পেজ SEO অপ্টিমাইজ করুন: কিওয়ার্ড ব্যবহার করে টাইটেল, মেটা ট্যাগ, হেডিং এবং কনটেন্টকে অপ্টিমাইজ করুন যাতে সার্চ ইঞ্জিন সহজে আপনার পেজ বুঝতে পারে।
8. টেকনিক্যাল SEO নিশ্চিত করুন: ওয়েবসাইটের টেকনিক্যাল বিষয় যেমন সাইট স্পিড, মোবাইল ফ্রেন্ডলিনেস, SSL সার্টিফিকেট ইত্যাদি সঠিক আছে কিনা তা নিশ্চিত করুন।
9. লিঙ্ক বিল্ডিং: আপনার ওয়েবসাইটের অথরিটি বাড়াতে বিশ্বস্ত ওয়েবসাইট থেকে ব্যাকলিঙ্ক তৈরি করুন। এটি গুগলকে দেখায় যে আপনার কনটেন্ট বিশ্বাসযোগ্য।
10. মোবাইল ফ্রেন্ডলি ওয়েবসাইট তৈরি করুন: সার্চ ইঞ্জিন মোবাইল ফ্রেন্ডলি সাইটগুলোকে বেশি প্রাধান্য দেয়, তাই আপনার ওয়েবসাইট মোবাইলে ঠিকমতো কাজ করছে কিনা তা নিশ্চিত করুন।
11. নিয়মিত পারফরম্যান্স এনালাইসিস করুন: Google Analytics এবং Search Console এর মাধ্যমে নিয়মিত আপনার ওয়েবসাইটের পারফরম্যান্স চেক করুন।
12. ফলাফল অনুযায়ী কৌশল পরিবর্তন করুন: বিশ্লেষণের ফলাফল অনুযায়ী আপনার SEO কৌশলগুলোর প্রয়োজনীয় পরিবর্তন বা সমন্বয় করুন, যাতে এটি সর্বদা সর্বোচ্চ কার্যকর হয়।
এই ধাপগুলো অনুসরণ করলে আপনি আপনার SEO স্ট্র্যাটেজিকে আরও সফলভাবে পরিচালনা করতে পারবেন। ফলে আপনার ট্রাফিক এবং রাঙ্কিং আগের তুলনায় অনেক বাড়বে।

SEO is Dead Is the new SEO being born?🙂Search Engine Optimization or Ask Engine Optimization now? 😋 Don't worry!!  Seo i...
02/11/2024

SEO is Dead Is the new SEO being born?🙂
Search Engine Optimization or Ask Engine Optimization now? 😋

Don't worry!! Seo is still Alive 🤗
Just Change the Process method.
Seo is not now for beginner!!
It’s going on to Advanced 🤍

👉Copy From:- Pijush Chandra Sir💗


বছরের প্রতিটা মাসেই আমাদের জন্য গুরুত্বপূর্ণ! বছরের ক্যালেন্ডার টা মাস শেষেই চেঞ্জ হবে! ঠিক তেমনিই জীবনের ক্ষেত্রে যদি ন...
31/10/2024

বছরের প্রতিটা মাসেই আমাদের জন্য গুরুত্বপূর্ণ!

বছরের ক্যালেন্ডার টা মাস শেষেই চেঞ্জ হবে!
ঠিক তেমনিই জীবনের ক্ষেত্রে যদি নিজের মধ্যে চেঞ্জ না আসে তাহলে জীবনকে নিয়ে সামনে বিপদ আছে! 😓

মাস শেষে যদি দেখি আগের মাসের মতোই রয়ে গেছি চেঞ্জ হয়নাই কোন কিছুই!
তাহলে ভেবে নিতে হবে আমাদেরকে আরো অনেক পরিশ্রমি হতে হবে।

২৪ এর ১০তম মাসটি অনেক ভালো গিয়েছে আলহামদুলিল্লাহ! 🤍✌️
আপনার কেমন গিয়েছে? 🙋‍♂️

30/10/2024

🔰Freelancing-এ কিছু High Sounding Low Grade শব্দ -

১. কোর্স করা অবস্থায় অথবা শুরু করার ২-৩ মাসের মধ্যে ইনকাম শুরু করতে পারবেন।
২. প্রতিদিন দুই বেলা Live সাপোর্ট।
৩. কাজ পাওয়ার আগ পর্যন্ত আমরা আপনার সাথে থাকবো।
৪. যে কেউ ভর্তি হতে পারবে - একদম বেসিক থেকে শেখানো হবে অথচ যে শিখবে সে ল্যাপটপও ও চালাতে পারে না।
৫. Fiverr ও Upwork-কে কাজ পাওয়ার সিক্রেট টিপস।
৬. মার্কেটপ্লেসের Pro-দের কাছ থেকে শিখতে পারবেন।
নিশ্চয় এই কথা গুলো শোনা মাত্রই আপনার পিটুইটারি গ্রন্থি থেকে হরমোন নিঃসৃত হয়ে আপনার শরীরের সমস্ত কোষে পৌঁছে গেছে এবং আপনি এখন অনেকটা স্বস্তি বোধ করছেন ।

এবার একটু ভাবুন - ☝️
আপনি যদি ডিরেক্ট জাকার বার্গের কাছ থেকে ট্রেনিং নেন তাহলে কি আপনি কি আরেকটা ফেইসবুক বানাতে পারবেন ?
ধরেন জাকার বার্গ প্রতিদিন ২ বেলা zoom-এ এসে সাপোর্ট দিবে - তাও কি পারবেন ?

অথবা জাকার বার্গ আপনাকে অভয় দিলো তুমি যত দিন ফেইসবুক না বানাতে পারো আমি তোমার সাথে আছি ? - তাও কি পারবেন ?
পারবেন না ….

আরে ভাই আপনার জাকার বার্গ হওয়ার দরকার নেই ! জাকার বার্গ যেভাবে সাকসেস হয়েছে ওই ভাবে করলে যে আপনিও সাকসেস হবেন না বিষয়টা এমন না । আপনাকে মূল বিষয়টা জানতে হবে, শিখতে হবে, এক্সপ্লোর করতে হবে এবং আপনাকে "আপনিই" হতে হবে নট জাকার বার্গ ।

এর জন্য আপনার লাগবে প্রবল আগ্রহ, কাজের মধ্যে প্যাশন খুঁজে পাওয়া, একটা এনালিটিক্যাল ও এক্সপ্লোরিং মাইন্ড, সাথে শক্ত মনোবল । দ্যাটস ইট !
কোনটা আছে আপনার মধ্যে ?☝️

Understanding SEO in 3 Seconds
29/10/2024

Understanding SEO in 3 Seconds

সম্প্রতি Google এর "জন মুলার" নিশ্চিত করেছেন যে থার্ড পার্টি স্প্যাম স্কোরগুলির প্রতি মনোযোগ দেওয়া প্রয়োজন নেই।এই ধরনে...
25/10/2024

সম্প্রতি Google এর "জন মুলার" নিশ্চিত করেছেন যে থার্ড পার্টি স্প্যাম স্কোরগুলির প্রতি মনোযোগ দেওয়া প্রয়োজন নেই।
এই ধরনের স্কোর গুগল সার্চে প্রভাব ফেলে না, কারণ, গুগল এই স্কোরগুলিকে র‍্যাঙ্কিংয়ের জন্য ব্যবহার করে না।
This is the question:
“My site is less than 6 months old with less than 60 blog posts.
I was checking with some tool it says I have 302 links and 52 referring domains. My worry is on the spam score.
How should I go about reducing the score or how much is the bad spam score?”
Google’s John Mueller answered:
“I wouldn’t worry about that spam score.
The real troubles in your life are apt to be things that never crossed your worried mind, the kind that blindside you at 4 p.m. on some idle Tuesday.”

SEO টুলগুলো থেকে পাওয়া স্প্যাম স্কোর শুধুমাত্র নির্দেশিকা হিসেবে কাজ করে, তবে গুগল ওয়েবসাইটের কনটেন্ট, লিংক প্রোফাইল এবং অন্যান্য গুণগত উপাদানগুলোকে বেশি গুরুত্ব দেয়।
তাই, ওয়েবসাইটের গুণমান উন্নত করতে কনটেন্ট এবং লিংক প্রোফাইলের ওপর বেশি মনোযোগ দেয়া জরুরি।

২০২৪ সালের শুরুতে যে পরিকল্পনা নিয়েছিলাম তা হয়তো অনেকে ৯০% কেউ ৮০% কিংবা কেউ ৫০% সম্পন্ন করতে পেরেছি। 🙂আবার কেউ হয়তো প...
24/10/2024

২০২৪ সালের শুরুতে যে পরিকল্পনা নিয়েছিলাম তা হয়তো অনেকে ৯০% কেউ ৮০% কিংবা কেউ ৫০% সম্পন্ন করতে পেরেছি। 🙂
আবার কেউ হয়তো পারিই নাই। 😓
কিন্তু সময় ও স্রোত কারো জন্য অপেক্ষা করে না।☝️
তাই যে সময়টুকু আছে, একটু বেশি পরিশ্রম করে লক্ষ্যটা অর্জন করা লাগবে। ✌️
নিজের ক্যারিয়ার ও দক্ষতা অর্জনের পিছনে ইনভেস্ট করা লাগবে। 📈
আসুন ক্যারিয়ার গঠনে ফোকাস দিই।📊
তারই ধারাবাহিকতায় "আজ রাত ৮:০০ টায়" ক্যারিয়ার গাইডলাইনমূলক ও ফ্রিল্যান্সিং এর বেসিক বিষয়ের উপরে চমৎকার একটি ফ্রি ক্লাস আয়োজন করতে যাচ্ছে "HARBOUR IT INSTITUTE" আসুন বিভিন্ন নিয়মকানুন মেনে ক্লাসটি করে নিজের ক্যারিয়ার গঠনের একটি চমৎকার প্লাটফর্ম তৈরি করি।

📈এই গিগে আহামরি আপনি কি দেখছেন?খুবই সাধারণ একটা গিগ,অথচ এই গিগ দিয়ে উনার ২৩৭ টা কাজ কমপ্লিট, বর্তমানে আরো ৯ টা অর্ডার রা...
11/10/2024

📈এই গিগে আহামরি আপনি কি দেখছেন?

খুবই সাধারণ একটা গিগ,অথচ এই গিগ দিয়ে উনার ২৩৭ টা কাজ কমপ্লিট, বর্তমানে আরো ৯ টা অর্ডার রানিং,৪.৯ রেটিং.বলতে গেলে ৫ রেটিং।
প্রতিটা কাজ প্রিমিয়ামে উনি ২০০ ডলার করে চার্জ করে থাকেন। ডলার রেট ১১৯ করে হিসেব করেন।সর্বনিম্ন ১০ ডলার থেকে শুরু।

সো, বুঝতেই পারছেন স্কীলের ডিমান্ড কোন লেভেলের।

☝ফ্রীল্যান্সিং শেখার আগ্রহ যদি আদৌ হয়,তাহলে প্রথমত কমিটমেন্ট হোক আগে নিজের সাথে, স্কীল অর্জনের উপর📈

SEO Tips!আপনি কি জানেন কোন ধরনের SEO কনটেন্ট আপনার ওয়েবসাইটে ব্যবহার করবেন?কিছু কনটেন্ট ট্রাফিক নিয়ে আসে, আবার কিছু কনটে...
10/10/2024

SEO Tips!

আপনি কি জানেন কোন ধরনের SEO কনটেন্ট আপনার ওয়েবসাইটে ব্যবহার করবেন?
কিছু কনটেন্ট ট্রাফিক নিয়ে আসে, আবার কিছু কনটেন্ট কনভার্শন বাড়ায়। নিচের এই ২৩ ধরনের কনটেন্ট ব্যবহারে আপনি আপনার ওয়েবসাইটের কনটেন্ট প্ল্যানকে প্রাধান্য দিতে পারেন। এটি শুধু আপনার অথরিটি বাড়াবে না, আপনার ওয়েবসাইটে ভালো সেল/ট্রাফিক আনতে সাহায্য করবে।
এই পোস্টটি পড়ে নতুন কিছু শিখতে পারলে অবশ্যই কমেন্ট করবেন। আমি চেষ্টা করব এমন আরো রিসোর্স শেয়ার করার জন্য।

09/10/2024

“টার্গেটিং ঠিক করতে হবে” 📈

সেল বাড়ানোর জন্য এটা খুব জরুরী কোন থিওরি না। বেশি জোর দেওয়া উচিত, টার্গেটিং কাস্টমারদের কনভার্ট করার জন্য তাদের রুচিকে টার্গেট করে কনটেন্ট তৈরি করে, তাদের বশ করা।

📈 টার্গেটিং ঠিক নাই, সেজন্য সেল নাই।

এরকম বলা ডিজিটাল মার্কেটারদের দিন শেষ সেটা নিয়ে ফেসবুকের আপডেট নিয়ে গতকাল থেকে আলোচিত হচ্ছে। META AI ক্রিয়েটিভ কনটেন্টকে জোর দিবে, এরকম কথা প্রচার হচ্ছে।
যাক, এখন তাহলে সবাই ক্রিয়েটিভ কনটেন্টটা যে আসল ডিজিটাল মার্কেটিং এটা উপলব্ধি করতে আর কোন বাধা থাকছেনা কারও।🙂

কিন্তু ফেসবুকের এই আপডেট যে আসতেছে, সেটা আমি জেনেছি এ বছরের মার্চ থেকে। ইন্ডিয়ার একজন বড় মার্কেটারের সাথে আড্ডাতে সে বলতেছিলো, জুন-জুলাই থেকে এই আপডেট আসা শুরু হবে। এ বছরের জুলাই থেকেই সেটাই শুরু হয়ে গেছে, সেটাও সে আমাকে ইনফর্ম করেছিলো অনেকগুলো মার্কেটিং রেজাল্ট এর উপর অ্যানালাইস করে। আমি নিজেও গত জুলাই থেকে টার্গেটিং করিনা, অটো টার্গেটিং করে দিই।👍
‼ তার বলা আরও কয়েকটা মূল্যবান কথাগুলো জানিয়ে রাখছি:
কনটেন্টের টপিকস দেখে, কনটেন্টের আলোচনা দেখে এবং CTA/কল টু অ্যাকশন দেখে ফেসবুকের META AI ঠিক করবে, সেই কনটেন্টের জন্য পারফেক্ট অডিয়েন্স কারা হবে? সেইখানে ফেসবুক নিজেই পৌছে দিবে।

ব্রান্ডিং তখন খুব জরুরী বিষয় হয়ে দাড়াবে। একটা ব্রান্ডের সাথে সম্পর্কটা শুধু সেলার বায়ার সম্পর্ক থাকবেনা, থাকবে আরও একটু গভীর সম্পর্ক, যার কারণে অডিয়েন্স সেই পেইজের সাথে, বা ব্রান্ডের সাথে যুক্ত থাকবে, সেই পেইজ এর পরবর্তী পোস্টের জন্য অডিয়েন্স অপেক্ষা করবে, এই সম্পর্কটা করতে হবে, তাহলে META AI শিখতে পারবে, কোন টাইপ অডিয়েন্স ওই পেইজের সাথে সম্পর্ক রাখতে পছন্দ করবে, সেই লার্ণিং থেকেই META AI পারফেক্ট অডিয়েন্স এর কাছে রিচ করাতে পারবে। অর্থাৎ META AI কে যতটা আপনি শিখিয়ে দিতে পারবেন, কোনটা আপনার পারফেক্ট অডিয়েন্স ততই আপনার জন্য রেজাল্ট সবচাইতে ভালো পাবেন।

🔴এ দুটো বিষয়ই কনটেন্ট কিং প্রফেশনাল কোর্সের সিলেবাসের পার্ট।

সো, আমি এখন বলতে পারবো, ফেসবুকের এই আপডেটের পর ডিজিটাল মার্কেটিং শিখার জন্য এখন সবচাইতে চাহিদাসম্পন্ন কোর্স হতে যাচ্ছে Content King Professional কোর্সটি, যা নিয়ে ইন্ডিয়ার মার্কেটার গত মার্চেই ভবিষ্যতবানী করেছিলো। এখন কোর্সের দামটাও বাড়িয়ে দিলে আর সমস্যা হবেনা, আশা করছি। ☝️☝️
সো,
। হতে হলে বিজনেস কিং
। হতে হবে কনটেন্ট কিং

Address

Noakhali Sadar Upazila

Alerts

Be the first to know and let us send you an email when Riazul Ayon posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Riazul Ayon:

Share