নিরাপদ নোয়াখালী চাই সংগঠন

নিরাপদ নোয়াখালী চাই সংগঠন নিনোচা একটি অরাজনৈতিক, সামাজিক, সম্প্রীতিমুলক স্বেচ্ছাসেবী সংগঠন, যা বৃহত্তর নোয়াখালীর ১ কোটি মানুষের বন্ধুপ্রতীম প্ল্যাটফর্ম।

“সুপ্রিয় আসসালামুআলাইকুম”

ভালোবাসা, বিশ্বাস, মানবতা জেগে উঠুক প্রতিটি মানুষের ধর্মে, কর্মে ও প্রার্থনায় এই নৈতিক প্রত্যাশায় প্রিয় জেলাবাসীকে শ্বশ্রদ্ধ সালাম, নিরন্তর শুভেচ্ছা ও পুস্পিত অভিনন্দন।

“নিরাপদ নোয়াখালী চাই” সংগঠনটি নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী জেলার সমন্বয়ে গঠিত একটি অরাজনৈতিক, অলাভজনক, সামাজিক, সম্প্রীতিমুলক স্বেচ্ছাসেবী সংগঠন, যা বৃহত্তর নোয়াখালীর অসহায় ও শোষিতের কথা বলে।

“ গনপ্রজাতন

্ত্রী বাংলাদেশ সরকারের কাছে নিরাপদ নোয়াখালী চাই” সংগঠনের এর প্রস্তাবিত ৭দফা যৌক্তিক দাবি সমূহ :

প্রধান দাবি : নোয়াখালী, লক্ষ্মীপুর ও ফেনী জেলার সমন্বয়ে নোয়াখালীর বিভিন্ন উপজেলাকে বিভক্ত করে আরো ৭টি থানা ও উপজেলা গঠনের মাধ্যমে বীরশ্রেষ্ঠ রুহুল আমিনের প্রানের জেলা “নোয়াখালী”কে ৯ম প্রশাসনিক বিভাগ হিসেবে ঘোষনা ও দ্রুত বাস্তবায়ন চাই।

দ্বিতীয় দাবি : ১৪৫ বছরের পুরনো ঐতিহ্যবাহী নোয়াখালী পৌরসভা ও পাশ্ববর্তী চৌমুহনী পৌরসভাকে একত্রিত করে অবিলম্বে নোয়াখালী সিটি কর্পোরেশন ঘোষনা ও বাস্তবায়ন চাই।

তৃতীয় দাবি : অবিলম্বে বৃহত্তর নোয়াখালীতে একটি আন্তর্জাতিক বিমান বন্দর ও সমুদ্রবন্দর স্থাপন প্রকল্প একনেকে পাশসহ বাস্তবায়ন চাই।

চতুর্থ দাবি : চিকিৎসা সেবায় হয়রানি বন্ধে অনুমোদনহীন হাসপাতাল ও ক্লিনিকগুলোকে স্থায়ীভাবে বন্ধ ঘোষনা, সার্জারী ডাক্তারবিহীন অপারেশন বন্ধে ব্যবস্থা গ্রহন,পরীক্ষার নামে নিবন্ধিত ও অনিবন্ধিত ডায়াগনস্টিক সেন্টারগুলোতে বিবেকবর্জিত রক্তচোষা চিকিৎসা বাণিজ্য স্থায়ীভাবে বন্ধ ঘোষনা করার মাধ্যমে অসহায় চিকিৎসা প্রত্যাশী মানুষকে সঠিক চিকিৎসা সেবা প্রদানের উন্নততর ব্যবস্থা গ্রহন করতে হবে।

৫ম দাবি : নোয়াখালীতে একটি সরকারী ইঞ্জিনিয়ারিং কলেজ, একটি সরকারী ক্যাডেট কলেজ ও একটি কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপন প্রকল্প একনেকে পাস ও বাস্তবায়ন চাই।

৬ষ্ঠ দাবি : নোয়াখালীতে “নিঝুম দ্বীপ” নামে দুটি নতুন আন্ত:নগর টেন সংযোজনসহ একটি আইটি পার্ক, একটি শিশু পার্ক ও একটি উন্নতমানের চিড়িয়াখানা স্থাপন চাই।

৭ম দাবি : বৃহত্তর নোয়াখালীর প্রধান বানিজ্যিক শহর চৌমুহনী, জেলা শহর মাইজদী ও সোনাপুর জিরো পয়েন্টের যানজট নিরসনে একটি ফ্লাইওভার ও বাইপাস সড়ক নির্মাণ চাই।

সর্বোপরি বৃহত্তর নোয়াখালীর প্রত্যেকটি শ্রেণী পেশার, ধর্মের ও বর্ণের মানুষের মধ্যে মানবিক মুল্যবোধ সৃষ্টির মাধ্যমে আগামী প্রজম্মের জন্য একটি সুখী, সমৃদ্ধ ও সকলের বাসযোগ্য সুস্থ্য, সুন্দর, পরিচ্ছন্ন ও নিরাপদ নোয়াখালী নির্মাণ করাই আমাদের মুল লক্ষ্য ও উদ্দেশ্য।

তাই আসুন সকল দল, মত, ধর্ম, বর্ণ ভুলে প্রাণের জেলার আর্থ-সামাজিক ও অবকাঠামোগত উন্নয়নে ঐক্যবদ্ধ হয়ে শান্তিপূর্ণ আন্দোলন করি, আগামী প্রজম্মের জন্য সুস্থ, সুন্দর ও নিরাপদ নোয়াখালী গড়ি।

সাইফুর রহমান রাসেল
লেখক ও সাংবাদিক

প্রতিষ্ঠাতা চেয়ারম্যান , নিরাপদ নোয়াখালী চাই সংগঠন।
সাবেক সিনিয়র নির্বাহী কর্মকর্তা ও সিনিয়র সংবাদ সমন্বয়ক ,আরটিভি।
মোবা : ০১৭২৫-৩৮৩৩৭৯

Address

Begumgonj-Noakhali
Dhaka
3821

Alerts

Be the first to know and let us send you an email when নিরাপদ নোয়াখালী চাই সংগঠন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to নিরাপদ নোয়াখালী চাই সংগঠন:

Share

বিবিসি জার্নাল টোয়েন্টিফোর ডটকম এর সংবাদ দেখুন, তথ্যের সাথে থাকুন,বিশ্বকে জানুন।

প্রতি মিনিটের সর্ব শেষ সংবাদ দেখতে আমাদের ফেইসবুক পেজে লাইক দিন, আমাদের সাথেই থাকুন।

’’সম্মানিত পাঠকমহল - আসসালামুআলাইকুম’’

’’বিবিসি জার্নাল টোয়েন্টিফোর ডটকম’’ স্বাধীন বাংলার একটি তথ্যবহুল জাতীয় অনলাইন নিউজ পোর্টাল। একঝাঁক উদ্যমী ও অনুসন্ধানী মুলধারার তরুন সাংবাদিক-দের চৌকস অন্বেষনের এক অনন্য প্রয়াস ’’বিবিসি জার্নাল টোয়েন্টিফোর ডটকম’’। সূচনালগ্ন ২০১৮ইং সনের ২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবস থেকেই সর্বাধিক আধুনিক প্রযুক্তি ব্যবহার করে সম্পূর্ণ রিয়েল নিউজ আপডেট শুরু করেছি আমরা । দেশ বিদেশের সর্বশেষ সংবাদ গনতান্ত্রিক, রাজনৈতি, অর্থনৈতিক, শিক্ষা, স্বাস্থ্য, সংস্কৃতি, খেলাধুলা , বিনোদন ও তথ্যপ্রযুক্তি সহ সকল আধুনিক ভার্সন অন্তভুক্ত করা হয়েছে এতে।

’’সত্যতে তুলে আনি গহীন অন্ধকার থেকে’’