22/10/2025
যারা নন-ইউরোপীয়ান পাসপোর্ট হোল্ডার, তাদের সব সময় ইউরোপের সেনজেন জোনে প্রবেশের ক্ষেত্রে ইমিগ্রেশন লাইনে দাঁড়িয়ে পাসপোর্ট এন্ট্রি-এক্সিট সিল নিতে হয়। ইইউ আর ব্রিটিশ পাসপোর্ট হোল্ডাররা জাস্ট হেঁটে চলে যেতো। কিন্তু ১০ অক্টোবর থেকে ব্রিটিশ পাসপোর্ট হোল্ডারদের জন্য ইইউ অর্থাৎ সেনজেন জোনে এই সুবিধা বাতিল করা হয়েছে। এখন থেকে তাদেরও লাইনে দাঁড়িয়ে এন্ট্রি-এক্সিট করতে হবে।