
29/08/2025
মানুষ আসলেই এক রহস্যময় সৃষ্টি।
তাদের ভেতরে এক অদ্ভুত দ্বন্দ্ব লুকিয়ে থাকে। একদিকে তারা ফুলের মতো-সুগন্ধি, কোমল আর মায়াবী। তাদের হাসি যেন সকালের সূর্যের মতো উজ্জ্বল, তাদের যত্ন যেন বসন্তের হাওয়ার মতো প্রশান্তি দেয়। তারা যখন ভালোবাসা ছড়িয়ে দেয়, তখন চারপাশের অন্ধকার গলে যায়, মন শান্ত হয়ে যায়, আর জীবনটাকে অর্থপূর্ণ মনে হয়।
কিন্তু মানুষ সর্বসময় শুধু ফুল হয়ে থাকে না। জীবনের এক পর্যায়ে সেই একই মানুষ কাঁটার মতো বিষাক্ত হয়ে ওঠে। তাদের কথার আঘাত কখনো অদৃশ্য ক্ষত তৈরি করে, যা চোখে দেখা যায় না কিন্তু ভেতরে ভেতরে রক্তক্ষরণ ঘটায়। যাদের হাত ধরা নির্ভরতা অনুভব করার কথা, কখনো কখনো তারাই সবচেয়ে গভীর ক্ষত তৈরি করে দেয়।
মানুষের এই দ্বিমুখী রূপটাই তাকে বিশেষ করে তোলে। কারণ ফুলের সৌন্দর্য যদি আমাদের মুগ্ধ করে, তবে কাঁটার আঘাত আমাদের শিক্ষা দেয়। সুখ-দুঃখ, ভালো-মন্দ, সৌন্দর্য আর বিষ-সব মিলিয়েই মানুষ আসলে পূর্ণতা পায়।
তাই কাউকে বিচার করার সময় কেবল বাইরের হাসি বা সৌন্দর্য দেখে থেমে যাওয়া ঠিক নয়। কারণ সৌন্দর্যের আড়ালে কখনো কখনো কাঁটার বিষও লুকিয়ে থাকে। আবার যে মানুষকে আমরা একসময় আঘাতকারী মনে করেছি, সেই মানুষই হয়তো অন্য সময়ে ফুল হয়ে আমাদের জীবনে শান্তি বয়ে আনে।
মানুষ তাই ফুলও, আবার কাঁটাও।