06/08/2025
২০ % প্রচেষ্টায় ৮০ % ফল পাবেন যেভাবে
মো . আশিকুর রহমান
আমরা জানি , কাজ বা পড়াশোনা জীবনের অবিচ্ছেদ্য অংশ । কিন্তু অধিকাংশ সময় মনে হয় , দিন শেষে অনেক কাজ করার পরও আমরা যথেষ্ট ফল অর্জন করতে পারছি না ।
এই ২০ শতাংশ কীভাবে চিহ্নিত করবেন ? হ্যাঁ , এটি হলো ৮০/২০ নিয়ম বা প্যারেটো প্রিন্সিপল , যা আমাদের দৈনন্দিন জীবনের ক্ষেত্রে অমূল্য গাইডলাইন হয়ে উঠতে পারে । ৮০/২০ নিয়ম এই ধারণা প্রথম বিশ্বখ্যাত অর্থনীতিবিদ ভিলফ্রেডো প্যারেটো উপস্থাপন করেন । তিনি লক্ষ করেন , ইতালির সম্পদের ৮০ শতাংশ ছিল কেবল ২০ শতাংশ মানুষের হাতে । পরে এই ধারণা বিভিন্ন ক্ষেত্রে প্রযোজ্য হতে শুরু করে ; বিশেষত ব্যবসা , পড়াশোনা এবং ব্যক্তিগত উন্নয়নে । এর অর্থ হলো আপনার কাজের মধ্যে কিছু নির্দিষ্ট কার্যকলাপ এমন থাকে , যা সবচেয়ে বেশি ফল দেয় এবং সেগুলো খুঁজে বের করা হলো ৮০/২০ নিয়মের মূল উদ্দেশ্য । প্রভাবশালী কাজের দিকে মনোযোগ দিন আপনার কাজের মধ্যে এমন কিছু কাজ থাকে , যেগুলো সাফল্যের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ । উদাহরণস্বরূপ , একটি পরীক্ষার
প্রস্তুতির সময় , কিছু বিশেষ অধ্যায় বা বিষয় থাকতে পারে , যেগুলো পরীক্ষায় বেশি আসবে । সুতরাং আপনি যদি ২০ শতাংশ সময় ওই বিশেষ অধ্যায়গুলোর ওপর ব্যয় করেন , তবে আপনি ৮০ শতাংশ ফল পেতে পারবেন । অন্যদিকে , যদি আপনি পড়াশোনার ছোটখাটো অংশগুলোর ওপর একাধিক সময় ব্যয় করেন , যা পরীক্ষার ফলে তেমন প্রভাব ফেলবে না , তবে আপনি আসলে অপ্রয়োজনীয় সময় ব্যয় করছেন । তাই নিজের কাজ বা পড়াশোনায় এমন কর্মপন্থা অনুসরণ করুন , যা আপনাকে সবচেয়ে বেশি ফল এনে দেবে ।
কম মূল্যবান কাজ কমিয়ে দিন একটি বড় চ্যালেঞ্জ হলো , যে সব কার্যকলাপ সত্যিই আমাদের কাজের জন্য গুরুত্বপূর্ণ নয় , সেগুলো থেকে দূরে থাকুন । আমাদের মধ্যে অনেকে অতিরিক্ত সময় ব্যয় করেন সোশ্যাল
মিডিয়ায় , অপ্রয়োজনীয় আলাপচারিতায় কিংবা ছোটখাটো কাজে । এসব কাজের ফল কম হলেও এগুলো আমাদের সময় নষ্ট করে । যদি আপনার সময় এবং শক্তি ৮০ শতাংশ ফল পাওয়ার দিকে মনোনিবেশ করেন , তাহলে এসব কম ফলপ্রসূ কাজ কমিয়ে দিতে হবে । যেমন সোশ্যাল মিডিয়া ব্রাউজিং বা সময় নষ্টকারী অন্যান্য কার্যকলাপ বাদ দিতে হবে । এভাবেই আপনার মূল্যবান সময় সঠিক কাজে ব্যবহার করতে পারবেন । আপনার আগ্রহের এবং গুরুত্বপূর্ণ কাজগুলোতেই বেশি মনোযোগ দিন । এটা নিশ্চিত করবে যে আপনি