SA Creation

SA Creation SA Creation
(1)

19/06/2025

আমাকে যদি জিজ্ঞেস করেন দুনিয়ার সবথেকে কঠিন কাজ কি?
আমি বলবো মানুষকে খুশি করা 🙂
মানুষের চাহিদা পূরণ করতে করতে দেখবেন নিজের আনন্দ খুশি সব বিসর্জন দিয়ে দিবেন কিন্তু দিনশেষে আপনি শূন্য 🙂

03/06/2025

Hi everyone! 🌟 You can support me by sending Stars – they help me earn money to keep making content that you love.

Whenever you see the Stars icon, you can send me Stars.

প্রচন্ড ভালোবাসার পরেও আপনি যাকে পেলেন না,তার জন্য মন খারাপ করা কিংবা আফসোস করা নিছক বোকামি বৈকি!আফসোস তো সে করবে,যে আপন...
02/06/2025

প্রচন্ড ভালোবাসার পরেও আপনি যাকে পেলেন না,তার জন্য মন খারাপ করা কিংবা আফসোস করা নিছক বোকামি বৈকি!

আফসোস তো সে করবে,যে আপনার কাছ থেকে এত ভালোবাসা,যত্ন,আদর পাওয়ার পরেও আরেকটু ভালো থাকার জন্য অন্য কাউকে বেছে নিয়েছে!

ভালোবাসার মানুষটাকে মুক্ত করে দিতে হয়।যাতে মানুষটা অন্তত দেখতে পারে;পৃথিবীর আর কেউ তাকে ঠিক আপনার মতো করে ভালোবাসতে পারে কিনা,বুঝতে পারে কিনা।

আর যখন সেই মানুষটা পুরো পৃথিবী ঘুরেও আপনার মতো কাউকে পাবে না,ঠিক তখন চরম আফসোস করবে!নিজেকে সান্ত্বনা দেয়ার ভাষা হারিয়ে ফেলবে।

আপনাকে কষ্ট দিয়ে অন্য কোথাও সুখ সে কোনোদিনও পাবে না এটা নিশ্চিত থাকুন।হয়তোবা আপনার সামনে নিজেকে সুখী উপস্থাপন করার জন্য নানা কৌশল অবলম্বন করবে ঠিকই কিন্তু ভেতরে ভেতরে সে প্রচন্ড আফসোস করবে আপনার জন্য।

পৃথিবীতে আজকাল প্রকৃত ভালোবাসা যে বড্ড দুর্লভ!যে মানুষ সামান্য একটু সুখের লোভে কারো ভালোবাসাকে অবজ্ঞা করে,সে মানুষ আর কোনোদিনও ভালোবাসা পায় না! কেননা ভালোবাসার মাঝেই যে প্রকৃত সুখ,তা অনেক মানুষেরই অজানা।

যাকে মন-প্রাণ দিয়ে ভালোবাসতেন,যত্ন নিতেন,আগলে রাখতেন;তাকে না পাওয়াটাই বেশ ভালো!
নিজের ভালো যে না বুঝে আপনাকে তীব্র আঘাত দিয়ে নিজের সুখের লোভে অন্য কাউকে বেছে নেয়,তার কাছে আপনি অন্তত কখনোই ভালো থাকার আশা রাখতে পারেন না,ভালো থাকতে পারেন না,ভালো থাকার কথাও না!

মনে রাখবেনঃ
যাকে প্রচন্ড ভালোবাসা যায়,তার থেকে–যে প্রচন্ড ভালোবাসে;তাকে হারানোর বেদনা অধিক কষ্টের এবং যন্ত্রণাদায়কও বটে!

আজ ভালোবাসার মানুষটাকে না পেয়ে আপনি যে আঘাত পাচ্ছেন,নিজেকে তীলে তীলে শেষ করে দিচ্ছেন;সেই মানুষটাও একটা সময় ঠিক আপনার থেকে দ্বিগুণ কষ্ট পাবে কেবল আপনার থেকে পাওয়া প্রচন্ড ভালোবাসা,যত্ন এবং আদরের কথা মনে করে।
বিশ্বাস করুন,অবশ্যই পাবে!

ভালোবাসা আর সময়;কখনোই কারো কাছে তার দেনা-পাওনা বাকি রাখে না।সময় মতো সুদে-আসলে সব শোধ করে দেয়!

অতঃপর আপনি?
একটা সময় ঠিকই তার স্বার্থপরতার কথা ভেবে নিজেকে বদলে নিবেন,গুছিয়ে নিবেন।কষ্টকে জয় করে নিজে ভালো থাকা শিখে নিবেন!

আফসোস কিংবা আক্ষেপ আপনার জন্য নয়,বরং তার জন্য-যে আপনার অসীম ভালোবাসাকে মূল্যহীন মনে করে নিজেকে বিকিয়ে দিয়েছে অন্য কারো কাম-বাসনায় আর নয়তো চাহিদায়!

আজকে মেয়েটার ( mass Allah apu ) লাইভটা সম্পূর্ণ দেখলাম।মেয়েটা যখন লাইভে কান্না করে বলতেছিলো,একের পর এক ওনার চিট করার ঘটন...
02/06/2025

আজকে মেয়েটার ( mass Allah apu ) লাইভটা সম্পূর্ণ দেখলাম।
মেয়েটা যখন লাইভে কান্না করে বলতেছিলো,একের পর এক ওনার চিট করার ঘটনা গুলো যখন সামনে আসতেছিলো,আমি ওনাকে জিজ্ঞেস করছিলাম আমার মাঝে কি এমন কমতি আছে? বলো আমি কেমন হইলে তুমি আর চিট করবানা? তুমি যেমন চাও আমি তেমনই হবো।এটা দেখে এত খারাপ লাগছে!
আসলে এমন কড়ায় গন্ডায় হিসেব করে একটা মানুষের মনমতো গড়ে তোলার চেষ্টায় কি কোনো সম্পর্ক টেকে?
আসলে লয়াল হাসবেন্ড পেতে আহামরী সুন্দরী, শিক্ষিত, ধনী, রূপেগুণে ১০/১০ পারফেক্ট হওয়া লাগেনা।
এখানে 'পারফেকশন' কোনো গ্যারান্টিইনা।
কপাল লাগে শুধু। 🙂💔

01/06/2025

মনের যে ভাঙাচোরা অবস্থা বিয়ে করলে ইঞ্জিনিয়ার- ই বিয়ে করমু!!🙂

Address

Noakhali
Noakhali Sadar Upazila

Website

Alerts

Be the first to know and let us send you an email when SA Creation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category