21/07/2025
যে আকাশে ওরা উড়তে চেয়েছিল, সেখানেই ঝরে গেল জীবন:
উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের কোমলমতি শিক্ষার্থীদের উপর যে ভয়াবহ দুর্যোগ নেমে এসেছে, এ যেন জাতির বুকের উপর বজ্রাঘাত। বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিদ্যালয় প্রাঙ্গণে বিধ্বস্ত হয়ে যে ভয়াবহ প্রাণহানি ঘটিয়েছে, তা কোনো ভাষায় প্রকাশ করা যায় না।
নিষ্পাপ ছোট ছোট শিশুদের কান্না, রক্তাক্ত ক্লাসরুম, পোড়া খাতা-পেন্সিল আর অসহায় অভিভাবকদের আর্তনাদ, আমার বুক ছেঁড়ে কাঁদায়। তারা তো স্বপ্ন দেখতে এসেছিল! আজ সেই স্বপ্নগুলো মাটির নিচে চলে গেলো।
আমি ব্যক্তিগতভাবে বাংলাদেশ বিমানবাহিনীর চিফ অফ এয়ার স্টাফ মহোদয়ের সাথে কথা বলেছি, যিনি বহুদিন ধরে আমার একজন সম্মানিত শুভাকাঙ্ক্ষী ও সুদীর্ঘকালীন ঘনিষ্ঠ সহযোগী তিনি, একটি সরকারি সফরে বিদেশে অবস্থান করছিলেন, কিন্তু দেশের এই শোকাবহ পরিস্থিতির কথা শুনেই একটি মুহূর্তও দেরি না করে আজই বাংলাদেশে ফিরে আসছেন। তাঁর এই দায়িত্ববোধ ও অনুভব সত্যিই প্রশংসনীয়।
আমি ও আমার “ফাহিম আল চৌধুরী ট্রাস্ট” এর পক্ষ থেকে ইতোমধ্যেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়েছি, যদি কোথাও আমাদের সামান্য সহায়তা প্রয়োজন হয়, আমি পাশে থাকবো ইনশাআল্লাহ। রক্তদান, চিকিৎসা সহায়তা কিংবা দাফন-কাফন থেকে শুরু করে যা কিছু সম্ভব, আমরা প্রস্তুত।
সাথে অনুরোধ করছি সকল ভাই-বোনদের প্রতি, এই মর্মান্তিক ঘটনাকে নিয়ে গুজব ছড়াবেন না, দয়া করে রা-জ-নী*তির প্ল্যাটফর্মে টেনে আনবেন না। আজ আমরা দ-লমত নির্বিশেষে কেবল “মানুষ” হয়ে একে অপরের পাশে দাঁড়াই।
আজ যারা চলে গেছে, তাদের জন্য বুকভরা দোয়া করছি।
আল্লাহ যেন সকল শহিদ শিশুদের জান্নাতুল ফেরদৌস দান করেন।
আল্লাহ যেন আহতদের দ্রুত সুস্থতা দেন।
আল্লাহ যেন অভিভাবকদের এই বেদনা সহ্য করার শক্তি দেন।
আজ বাংলাদেশ কাঁদছে…
আজ আকাশও নীরব…
কারণ তার বুক চিরে পড়ে গেছে আমাদের সন্তানেরা…
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
হে আল্লাহ, আমাদের রক্ষা করুন… আমাদের সন্তানেরা যেন আর এভাবে না ঝরে পড়ে।😞