diyan hossain

diyan hossain ‍Hasbunallahu wa ni'maal wakeel. Ni'maal maula wani'man naseer.
🧚‍♀️

19/08/2025

💤

07/08/2025

আল্লাহ্ যদি আমাকে কষ্ট দিয়ে সন্তুষ্ট থাকেন।
তবে আমার মত সৌভাগ্যবান আর কে হতে পারে।
যকে এই সাত আসমানের মালিক নিজেই কষ্ট দেন।
ইয়া রব আমিও সন্তুষ্ট।

28/07/2025

ইয়া রব,
আমি আমার সকল পাপের বিনিময়ে আপনার নিকট ক্ষমা চাই।
আর আমার সকল পুন্যের বিনিময় আপনাকে চাই।

18/06/2025

তোমাদের উপর লড়াইয়ের বিধান দেয়া হয়েছে, অথচ তা তোমাদের কাছে অপছন্দনীয় এবং হতে পারে কোনো বিষয় তোমরা অপছন্দ করছ অথচ তা তোমাদের জন্য কল্যানকর।
আর হতে পারে কোনো বিষয় তোমরা পছন্দ করছ অথচ তা তোমাদের জন্য অকল্যানকর।
আর আল্লাহ্ জানেন তোমরা জান না।

সূরা :- আল বাকারা
আয়াত:- ২১৭

নিশ্চয় আল্লাহ্ তাদেরকে ভালোবাসেন, যারা আল্লাহর পথে সারিবদ্ধ হয়ে যুদ্ধ করে যেন তারা সীসা ঢালা প্রাচীর।

সূরা :- আস সাফ
আয়াত:- ৪

আল্লাহ আমাদেরকে তার সন্তুষ্টি অর্জন করার তৌফিক দিন আমিন।

13/06/2025

দিয়ান অনুমান করেছেন।
অনুমান নং:- ০২

ঈমাম মাহদী:- ২০৪০ সালে ঈমাম মাহদী (আ:)এর আত্মপ্রকাশ ঘটবে। এবং ৪১ সালের দিকে পুরো পৃথিবী তিনি নেতৃত্ব দিবেন। তার শাসনকাল ২০৪৭/৪৮ পর্যন্ত স্থায়ী হবে।

পূর্বে আমাদের করনীয় :- খাবার ও খাবারের বীজ মজুদ করা, প্রত্যেক ব্যক্তি নিজের জান ও মাল রক্ষার্থে নিজের সাথে অ*স্ত্র রাখা। মাটির গভীরে ঘর তৈরি করা।

বি: দ্র:- কোরআনের কোনো আয়তের সাথে অনুমান না মিললে অনুমান অযোগ্য বলে বিবেচিত হইবে।

শুক্রবার
১৩/০৬/২০২৫

04/06/2025

দিয়ান অনুমান করেছেন।
অনুমান নাম্বার (১)

চাঁদ :- পূর্বে চাঁদের ভূপৃষ্ঠ ছিলো পানি দ্বারা আবৃত, সেখানে সাগর ও ছোট ছোট নদীর পানির উৎস ছিলো।

-পৃথিবীতে পানির উৎসের আগে চাঁদ পানি দ্বারা আবৃত ছিলো, চাঁদ থেকেই পানি প্রথম পৃথিবীতে এসেছে।

বি:দ্র: কোরআনের কোনো আয়াতের সাথে অনুমান না মিললে সেটি অযোগ্য বলে বিবেচিত হবে।

০৪/৬/২০২৫
রোজ :- বুধবার

05/05/2025

"If Allah making you wait, He is preparing something great"

- Close to Allah in Sujood ❤️
04/04/2025

- Close to Allah in Sujood ❤️

Ya rabb, I don't know what you plan for me But nevertheless, I will always choose to trust you. Even in pain, even in te...
21/03/2025

Ya rabb, I don't know what you plan for me But nevertheless, I will always choose to trust you. Even in pain, even in tears, even in uncertainties, I completely trust your plans for me. Give me tawfia and hidayah to get through it all..Ameen🖤

Over 400 killed and counting in Israel’s bombing of Gaza last night. Over 130 of the murdered were children.Just imagine...
18/03/2025

Over 400 killed and counting in Israel’s bombing of Gaza last night. Over 130 of the murdered were children.

Just imagine the headlines if 130 Israeli children were killed.

The world watched Israel shut down all aid and starve them to death over the last 2 weeks, and now this.

Armed and paid for by the United States. Coward Muslim and Arab leaders watching and doing nothing.

You may not see us but we certainly see you.

I’m sick.

আজকে এক থাবাতেই ৪০০ জন। অধিকাংশই নারী শিশু। মনে হচ্ছে লা*শ পড়ছেনা, এক ঝাঁকিতে টপাটপ গাছ থেকে কাচা পাকা শত শত বরই ঝড়ে পড়ছ...
18/03/2025

আজকে এক থাবাতেই ৪০০ জন। অধিকাংশই নারী শিশু। মনে হচ্ছে লা*শ পড়ছেনা, এক ঝাঁকিতে টপাটপ গাছ থেকে কাচা পাকা শত শত বরই ঝড়ে পড়ছে। এই ম্যা*সাকার থেকে তিনটি ঘটনা আবারো মনে পড়ে —
(১) শেষ যমানায় ইসা ইবনে মারিয়ামের বাহিনী এদের প্রত্যেককে ধরে ধরে মু*ন্ডুচ্ছেদ করবেন। সিভিলিয়ান থেকে মিলিটারি-সবাইকে। এমনকি পাথরের পেছনে কেউ লুকালে পাথরও বলে উঠবে, আমার পেছনে একটা লুকিয়ে আছে- একে ধরো।
(২) ২০১০ এর আগে এক শাইখের ফাতওয়া ছিলো। নির্দিষ্ট এক দেশের সকলকে যেখানে পাওয়া যাবে সেখানেই তাদের বধ করা বৈধ ও জরুরি। আগে এই মতামত বাড়াবাড়ি মনে হতো, কিন্তু দিনে দিনে এই ফাতওয়া যেন বাস্তব হয়ে উঠছে। রাহিমাহুল্লাহ।
(৩) রাসূল ﷺ বনু কুরাইযার গাদ্দারদের ৭০০ জনের ধড় প্রকাশ্যে উন্মুক্ত মাঠে ঘাড় থেকে আলাদা করে দিয়েছিলেন। কি দারুন সামরিক দূরদৃষ্টি! সাল্লাল্লাহু আ'লাইহি ওয়াসাল্লাম।
– আব্দুল্লাহ ফাহাদ

ইয়া আল্লাহ্, আমি দুনিয়াকে আখেরাতের কাছে বিক্রি করে দিতে চাই।এই দুনিয়ার কোনো কিছুই আমার পছন্দের না, আমার মত না।আমি শত কোল...
10/03/2025

ইয়া আল্লাহ্,

আমি দুনিয়াকে আখেরাতের কাছে বিক্রি করে দিতে চাই।
এই দুনিয়ার কোনো কিছুই আমার পছন্দের না, আমার মত না।
আমি শত কোলাহলের মাঝে শুধুই আপনাকে খুঁজি।
এ দুনিয়াতে আপনাকে ছাড়া আর এক মিনিট ও থাকার ইচ্ছে আমার নাই।

আমি যখন থেকে পড়েছি,
জান্নাতে আপনার পক্ষ হতে প্রত্যেক জান্নাতিদের সালাম দেয়া হবে। তবে থেকে আর দুনিয়ার কোনো কথাই আমার পছন্দ হচ্ছেনা।

যখন থেকে পড়েছি আপনি নিজে জান্নাতে সূরা আর -রহমান পড়ে শোনাবেন,
তবে থেকে অপেক্ষায় আছি আপনার পক্ষ হতে সূরা আর-রহমান তিলাওয়াত শোনার।
দুনিয়ার আর কোনো সুর আমাকে আনন্দ দিচ্ছেনা।

যবে থেকে পড়েছি জান্নাতিরা সবুজ রেশমী কাপড় পড়ে সোনার আসনে হেলান দিয়ে জান্নাতের সৌন্দর্য উপভোগ করবে।
তবে থেকে এই দুনিয়ার কোনো অট্টালিকা,বা রুপ লাভন্য আমাকে আকৃষ্ট করছেনা।

আমি জানিনা আমি জান্নাতের যোগ্য কিনা।
শুধু জানি আমি দুনিয়ায় থেকেই জান্নাত অনুভব করতে পারি।
আমি আশা রাখি জান্নাতে যাওয়ার,
শুধু জানি আপনি কখনো নিরাশ করেননি, করবেননা।

ইয়া রামানুর রাহিম

Address

Noakhali Sadar Upazila

Website

Alerts

Be the first to know and let us send you an email when diyan hossain posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to diyan hossain:

Share