দিশারী

দিশারী সাথে আছি, পাশে থেকো।



একটি সামাজিক সেচ্ছাসেবী সংগঠন।

“পূর্ব রাজুরগাঁও নিবাসী”আব্দুল্ল্যাহ মিয়ারহাট উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধানশিক্ষক, দিশারী সমাজ কল্যাণ ফাউন্ডেশনের সম্ম...
27/05/2025

“পূর্ব রাজুরগাঁও নিবাসী”
আব্দুল্ল্যাহ মিয়ারহাট উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধানশিক্ষক, দিশারী সমাজ কল্যাণ ফাউন্ডেশনের সম্মানিত উপদেষ্টা Akram Rubel স্যারের পিতা মো: মুরশিদ আলম ( বি.এস.সি), আজ রাত ৯.৩০ টার সময় নোয়াখালী প্রাইম হসপিটালে ৮৫ বছর বয়সে ইন্তেকাল করেছেন।

ইন্না-লিল্লাহ ওয়াইন্না ইলাইহি রাজিঊন।

দিশারী সমাজ কল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা গভীরভাবে শোকাহত।
তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

মহান আল্লাহ রাব্বুল আলামীন তাঁকে জান্নাতুল ফেরদাউস নসীব করুন।
আমিন।

উনার জানাযা আগামীকাল ২৮ মে রোজ বুধবার, সকাল ১১.০০ টায় আব্দুল্ল্যাহ মিয়ারহাট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে।

“From the River to the Sea Palestine Will be Free”
07/04/2025

“From the River to the Sea Palestine Will be Free”









On this joyous occasion, may your home be filled with warmth and happiness. Eid Mubarak to you and your loved ones! 💫✨
30/03/2025

On this joyous occasion, may your home be filled with warmth and happiness. Eid Mubarak to you and your loved ones! 💫✨


সহমর্মিতা, দয়া এবং আত্মসংযমের মাস রমাদান। সেহরি ও ইফতারের আমেজ, সবর, তাকওয়া, তারাবিহ, যাকাত ও সদকা মিলেমিশে এক সৌহার্দ্য...
01/03/2025

সহমর্মিতা, দয়া এবং আত্মসংযমের মাস রমাদান।
সেহরি ও ইফতারের আমেজ, সবর, তাকওয়া, তারাবিহ, যাকাত ও সদকা মিলেমিশে এক সৌহার্দ্য ও সম্প্রীতির অনুভূতি সৃষ্টি করে। চলুন, এই পবিত্র মাসে একে অপরকে সহায়তা করি এবং মানবিক মানুষ হয়ে উঠি!

দিশারী সমাজ কল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে সকলকে রমাদানের শুভেচ্ছা! ☪️✨

✨💫

নতুন বইয়ের গন্ধ শুঁকে ফুলের মতো ফুটব, বর্ণমালার গরব নিয়ে আকাশ জুড়ে উঠব'— এই স্লোগানকে সামনে রেখে আজ বিপুল উৎসাহ-উদ্দী...
24/02/2025

নতুন বইয়ের গন্ধ শুঁকে ফুলের মতো ফুটব, বর্ণমালার গরব নিয়ে আকাশ জুড়ে উঠব'— এই স্লোগানকে সামনে রেখে আজ বিপুল উৎসাহ-উদ্দীপনা এবং আনন্দমুখর পরিবেশে দিশারী পক্ষ থেকে গাইড বিতরণ উৎসব পালিত হয়।

রক্তদান একটি মহৎ কাজ এবং মানবিক সহানুভূতির উদাহরণ। এটি অন্যের জীবন বাঁচাতে সাহায্য করে এবং সাধারণত এটি নিরাপদ ও সহজ একটি...
31/12/2024

রক্তদান একটি মহৎ কাজ এবং মানবিক সহানুভূতির উদাহরণ। এটি অন্যের জীবন বাঁচাতে সাহায্য করে এবং সাধারণত এটি নিরাপদ ও সহজ একটি প্রক্রিয়া। রক্তদান করলে একজন ব্যক্তি একদিকে নিজের শারীরিক সুস্থতা বজায় রেখে অন্যদিকে একজন রোগী বা দুর্ঘটনায় আহত ব্যক্তির জীবন রক্ষা করতে পারে। নিয়মিত রক্তদান করলে শরীরে নতুন রক্ত উৎপন্ন হয়, যা সারা শরীরের কোষগুলোকে পুনর্স্থান এবং পুনর্নির্মাণে সহায়তা করে। কিছু গবেষণায় দেখা গেছে যে, নিয়মিত রক্তদান হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করতে পারে।
রক্তদান শুধু চিকিৎসা ক্ষেত্রেই নয়, মানুষের মধ্যে সহযোগিতার মনোভাব গড়ে তুলতে সাহায্য করে। তাই এটি মানবিকতার এক অসীম দৃষ্টান্ত। তাই আমাদের উচিত নিয়মিত রক্ত দেওয়া এবং অন্যকে এই মহৎ কাজে উৎসাহী করা।।

সেন্টার মার্কেট শিক্ষা ও সমাজ উন্নয়ন সংস্থাকে অসংখ্য ধন্যবাদ, এতো সুন্দর আয়োজন সম্পূর্ণ  করার জন্য। খেলাধূলার আয়োজনের মধ...
22/12/2024

সেন্টার মার্কেট শিক্ষা ও সমাজ উন্নয়ন সংস্থাকে অসংখ্য ধন্যবাদ, এতো সুন্দর আয়োজন সম্পূর্ণ করার জন্য। খেলাধূলার আয়োজনের মধ্যেমেই যুব সমাজকে ধ্বংসের ধার প্রান্ত থেকে বাঁচানো সম্ভব হবে। একই সাথে Asif Mahmud Rafi ভাইকেও অসংখ্য ধন্যবাদ অনেক কষ্ট করে সব আয়োজন সম্পন্ন করার জন্য এবং শৃঙ্খলা রক্ষার মতো গুরুত্বপূর্ণ কাজ দিশারী সমাজ কল্যান ফাউন্ডেশনের সেচ্ছাসেবীদের হাতে অর্পন করার জন্য।
আমরা দিশারী সমাজ কল্যাণ ফাউন্ডেশন সব সময় কল্যাণ মূলক কাজে সবার পাশে থাকবে ইনশাআল্লাহ।
FILED : Center Market Cricket Ground-CMCG
#দিশারী

লক্ষ শহীদের রক্তের বিনিময়ে, পেয়েছি যে বিজয় নিশান। প্রয়োজনে আবার দেবো রক্ত ঢেলে বজায় রাখতে বিজয়ের মান। মোদের দেহে থাকতে র...
16/12/2024

লক্ষ শহীদের রক্তের বিনিময়ে, পেয়েছি যে বিজয় নিশান। প্রয়োজনে আবার দেবো রক্ত ঢেলে বজায় রাখতে বিজয়ের মান। মোদের দেহে থাকতে রক্ত,বৃথা যাবেনা শহীদদের দান।

মহান বিজয় দিবসের শুভেচ্ছা ।

১৪ ডিসেম্বর, সেই ভয়ানক  কালরাত্রিতেজাতি হারিয়েছে প্রকৌশলী ডাক্তার শিক্ষাবিদ আর দার্শনিক। দেশ জুড়ে উঠেছিলো গগনবিদারী চিৎক...
14/12/2024

১৪ ডিসেম্বর, সেই ভয়ানক কালরাত্রিতে
জাতি হারিয়েছে প্রকৌশলী ডাক্তার
শিক্ষাবিদ আর দার্শনিক।
দেশ জুড়ে উঠেছিলো গগনবিদারী চিৎকার আর
শোক ছড়িয়েছে দিগ্বিদিক।

রায়ের বাজার বধ্যভূমি আর
লাশে ভরা মিরপুর।
জাতি হয়েছিলো অভিভাবকশূণ্য
সে স্মৃতি বেদনা বিদুর।

বিনম্র শ্রদ্ধা শহীদদের প্রতি আর
রইলো অনেক শোক!
জাতির কৃতিসন্তানআর শহীদ বুদ্ধিজীবী দিবস
স্মৃতিতে অমর হোক।

#দিশারী

13/12/2024
টানা দ্বিতীয় বারের মতো অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ শিরোপা অর্জন করাই ,  বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ দলকে দিশারী সমাজ কল্যান ফাউন্ডেশন...
08/12/2024

টানা দ্বিতীয় বারের মতো অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ শিরোপা অর্জন করাই , বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ দলকে দিশারী সমাজ কল্যান ফাউন্ডেশনের উপদেষ্টা, শুভাকাঙ্ক্ষী ও সদস্যদের পক্ষ হতে শুভেচ্ছা ও অভিনন্দন।

আজ ৭ই ডিসেম্বর, নোয়াখালী মুক্ত দিবস।আজকের এইদিনে সেই বীর সন্তানদেরপ্রতি বিনম্র শ্রদ্ধা জানাই,যারা  নোয়াখালীকে পাকিস্তানি...
07/12/2024

আজ ৭ই ডিসেম্বর, নোয়াখালী মুক্ত দিবস।

আজকের এইদিনে সেই বীর সন্তানদের
প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই,যারা নোয়াখালীকে পাকিস্তানি হানাদার বাহিনীর থেকে মুক্ত করেছেন ।
নোয়াখালীর সকল মুক্তি যোদ্ধাদের প্রতি রইলো বিনম্র শ্রদ্ধা।।
#দিশারী

Address

Noakhali
Noakhali Sadar Upazila
3807

Website

Alerts

Be the first to know and let us send you an email when দিশারী posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share