Tahmina Akter - তাহমিনা আক্তার

Tahmina Akter - তাহমিনা আক্তার Confidence is my accessory

ডিজিটাল মার্কেটিং – ছোট বিজনেসের জন্য বড় সুযোগ!ছোট বিজনেস মানেই সীমিত বাজেট, সীমিত লোকবল। কিন্তু ডিজিটাল মার্কেটিং সেই স...
19/05/2025

ডিজিটাল মার্কেটিং – ছোট বিজনেসের জন্য বড় সুযোগ!

ছোট বিজনেস মানেই সীমিত বাজেট, সীমিত লোকবল। কিন্তু ডিজিটাল মার্কেটিং সেই সীমাবদ্ধতাকে সুযোগে পরিণত করতে পারে।
জেনে নাও, কীভাবে ডিজিটাল মার্কেটিং তোমার বিজনেসকে বড় করে তুলতে পারে—

১. টার্গেটেড অডিয়েন্স:
তোমার পণ্য কাদের জন্য? ডিজিটাল মার্কেটিং সেই নির্দিষ্ট গ্রুপের কাছেই বার্তা পৌঁছে দেয়।

২. কম খরচে প্রচার:
পত্রিকা বা টিভির মতো ব্যয়বহুল নয়। সামান্য খরচেই হাজার হাজার মানুষের কাছে পৌঁছানো সম্ভব।

৩. ব্র্যান্ড সচেতনতা তৈরি:
একটা ভালো ডিজাইন, স্মার্ট কনটেন্ট আর নিয়মিত পোস্টে ধীরে ধীরে মানুষ তোমার ব্র্যান্ডকে চিনতে শুরু করে।

৪. বিক্রি বাড়ায়:
সঠিক কনটেন্ট + সঠিক প্ল্যাটফর্ম = বিক্রি বাড়ার সম্ভাবনা কয়েকগুণ বেড়ে যায়।

৫. রেজাল্ট মাপা যায়:
ফেসবুক বা গুগল তোমাকে রিপোর্ট দেখায় – কতজন দেখেছে, লাইক করেছে, কিনেছে। এনালাইসিস সহজ হয়।

“তোমার বিজনেসের জন্য কোন মার্কেটিং প্ল্যাটফর্ম সবচেয়ে কাজ করছে? নিচে কমেন্টে জানাও।”

13/05/2025

""What is digital marketing?""

Digital marketing is the use of digital channels, platforms, and technologies to promote products or services to consumers. Unlike traditional marketing, which uses print, radio, or TV, digital marketing leverages the internet and electronic devices to reach a wider or more targeted audience.

Key Components of Digital Marketing:
Search Engine Optimization (SEO):
Optimizing websites and content to rank higher in search engine results (e.g., Google) to increase organic (unpaid) traffic.

Content Marketing:
Creating and distributing valuable, relevant content (blogs, videos, infographics) to attract and engage a target audience.

Social Media Marketing:
Using platforms like Facebook, Instagram, LinkedIn, and TikTok to promote brands, engage with followers, and drive traffic or sales.

Email Marketing:
Sending targeted messages or newsletters to a list of subscribers to nurture leads and maintain customer relationships.

Pay-Per-Click Advertising (PPC):
Running paid ads on platforms like Google Ads or Facebook Ads, where advertisers pay each time someone clicks on their ad.

Affiliate Marketing:
Partnering with individuals or companies (affiliates) who promote your products for a commission on each sale made through their referral.

Influencer Marketing:
Collaborating with social media influencers or online personalities to promote products to their followers.

Mobile Marketing:
Targeting users on smartphones and tablets through SMS, apps, mobile-optimized websites, or push notifications.

Analytics and Data:
Using tools like Google Analytics to track and measure the performance of marketing campaigns, understand customer behavior, and make data-driven decisions.

Why Digital Marketing Matters:
Global reach at a relatively low cost

Targeted advertising with measurable results

Interactivity and engagement with audiences

Real-time performance tracking and adaptability

10/05/2025

🔹ফেসবুক বিজনেজ পেজ সেটআপ করুন সম্পূর্ণ প্রফেশনালভাবে!!
🔸ফেসবুকের মাধ্যমে বিজনেস করেন কিন্তু আপনার ফেসবুক পেজকে আপনি বিজনেস উপযোগী সেটআপ করলেন না, বিজনেস পেজের জন্য একটা লোগো করলেন না, আকর্ষণীয় কভার ফটোও রাখলেন না পেজে, তাহলে আপনি কিভাবে অনলাইন বিজনেস থেকে সফলতা আশা করেন?
আপনার ফেসবুক পেজ যা আপনার অনলাইন বিজনেসের দোকান, সেই দোকানকে অগোছালো রেখে ব্যবসায় সফলতা লাভের আশা করাটা অযৌক্তিক নয় কি?
☘️প্রফেশনালি ফেসবুক পেজ সেটআপ করলে একদিকে যেমন আপনার পেজকে নানান সমস্যা থেকে সুরক্ষিত রাখা সম্ভব, পাশাপাশি একটি বিজনেস উপযোগী সেটআপ পেজ কাস্টমারকে আকৃষ্ট করতে সক্ষম। যার ফলে অনলাইন বিজনেসে সফল হওয়ার সম্ভাবনাটা অনেক বেড়ে যায় কয়েকগুণ।
👉আমার সার্ভিসসমূহে পাচ্ছেন :
১. প্রফেশনাল ফেসবুক বিজনেস পেজ সেটআপ
২. লোগো ডিজাইন
৩. কভার ফটো/ব্যানার ডিজাইন
৪. অর্গানিক ফলোয়ার গ্রো
৫. এড ক্যাম্পেইন, বুস্ট,প্রমোট
📩বিস্তারিত জানতে ইনবক্স করুন।

Address

New College Road
Noakhali Sadar Upazila
3800

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tahmina Akter - তাহমিনা আক্তার posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share