নোয়াখালী

নোয়াখালী Royel district, this is richest also among other district of Bangladesh.

24/08/2025
নোয়াখালীর গ্রাম গুলো এমনই, ইচ্ছা করলে শহরের মানুষ গিয়ে থাকতে পারেন।
24/08/2025

নোয়াখালীর গ্রাম গুলো এমনই, ইচ্ছা করলে শহরের মানুষ গিয়ে থাকতে পারেন।

১. নোয়াখালী জেলা জামে মসজিদ২. নোয়াখালী কেন্দ্রীয় শহীদ মিনার৩. মুছাপুর ক্লোজার৪. বীরশ্রেষ্ঠ রুহুল আমিন গ্রন্থাগার ও স্মৃত...
24/08/2025

১. নোয়াখালী জেলা জামে মসজিদ

২. নোয়াখালী কেন্দ্রীয় শহীদ মিনার

৩. মুছাপুর ক্লোজার

৪. বীরশ্রেষ্ঠ রুহুল আমিন গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর

৫. ড্রিম ওয়ার্ল্ড পার্ক

৬. কল্যান্দি জমিদার বাড়ী

৭. গান্ধী আশ্রম

৮. বজরা শাহী মসজিদ

৯. নিঝুম দ্বীপ

১০. কমলার দীঘি

১১. কেশারপাড় দীঘি

১২. লালচর

১৩. নিমতলী সি-বিচ

১৪. চেয়ারম্যান ঘাট

১৫. সোনাপুরে লুর্দের রানীর গির্জা

১৬. মাইজদী বড় দীঘি

১৭. গ্রীন পার্ক, চাতারপাইয়া বাজার সংলগ্ন, সোনাইমুড়ী

১৮. দ্বীপ উন্নয়ন সংস্থা পার্ক, হাতিয়া

১৯. শাহ আবদুল আজিজ (রঃ) মাজার শরীফ

২০. গাজী এয়াকুব আলী (রঃ) মাজার শরীফ

২১. নলুয়া মিঞা বাড়ি জামে মসজিদ

২২. দ্বীপ উন্নয়ন সংস্থা পার্ক, হাতিয়া

২৩. এয়াকুব আলী ব্যাপারী জামে মসজিদ

২৪. নিঝুম দ্বীপ জাতীয় উদ্যান

২৫. পুলিশ ট্রেনিং সেন্টার

২৬. ফকির ছাড়ু মিজি (রহ.) সাহেবের দরগাহ

২৭. সোনাইমুড়ী কালিবাড়ী

২৮. নোয়াখালী দেবালয় মাইজদী

২৯. মহাত্মা গান্ধী জাদুঘর,

৩০. মাইজদী কোর্ট বিল্ডিং দীঘি

৩১. ম্যানগ্রোভ বনাঞ্চল, চর বাটা

৩২. শহীদ ভুলু স্টেডিয়াম

৩৩. স্বর্ণ দ্বীপ, হাতিয়া উপজেলা

৩৪. ঠাকুর রামচন্দ্র দেবের সমাধি আশ্রম

৩৫. গোয়ালখালী বিচ

৩৬. চৌমুহনী পৌর পার্ক

৩৭. চৌমুহনী পৌর মহাশ্মশান

৩৮. প্রতাপপুর রাজবাড়ী

৩৯. কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট

৪০.শিরিন গার্ডেন

আমার নোয়াখালীর সন্তানদেরকে আবেদন করতে আহ্বান জানাচ্ছি।
24/08/2025

আমার নোয়াখালীর সন্তানদেরকে আবেদন করতে আহ্বান জানাচ্ছি।

বাংলাদেশে বাইক এক্সিডেন্টের একটা বড় কারণ বেওয়ারিশ কুকুর।এখন সেই সমস্যা সড়ক থেকে বিমানের রানওয়েতে পৌছেছে। পৃথিবীর কোন সভ্...
08/08/2025

বাংলাদেশে বাইক এক্সিডেন্টের একটা বড় কারণ বেওয়ারিশ কুকুর।
এখন সেই সমস্যা সড়ক থেকে বিমানের রানওয়েতে পৌছেছে।
পৃথিবীর কোন সভ্য দেশের রাস্তায় বেওয়ারিশ কুকুর থাকে না।
কিন্তু ডেমো ব্লকের এনজিওদের কারণে বাংলাদেশে সেই বেওয়ারিশ কুকুর নিধন করা যায় না।
ফলে রাস্তায় যত্র-তত্র প্রচুর কুকুর হয়েছে, যা এখন বিমানের রানওয়েতে পৌছেছে।

এনজিওদের বেওয়ারিশ কুকুরের প্রতি অতি-প্রেমের কারণ- বিদেশী ফান্ডিং।
বিদেশী ফান্ডিং আসে, যেন বাংলাদেশে বেওয়ারিশ কুকুরের গায়ে হাত নেয়া দেয়া হয়।
এমনকি বেওয়ারিশ কুকুর মারলে জেল হবে, এমন আইনও তারা করার চেষ্টা করে।
এই বিদেশী ফান্ডের রহস্য খুজতে পাওয়া যায়- ভ্যাকসিন কোম্পানির ব্যবসা।
মানে- বেওয়ারিশ কুকুর যখন না মা*রা হবে, তখন সেই সব কুকুর প্রচুর পরিমাণে মানুষকে কামড়াবে। আর সেই কামড়ের কারণে জলা*তঙ্ক থেকে বাচতে মানুষ ভ্যাকসিন দিবে। সরকারীভাবে ভ্যাকসিন কেনা হবে, আবার বেসরকারিভাবে ভ্যাকসিন কেনা হবে। পাশাপাশি মানুষ ছাড়া কুকুরকেও জলাতঙ্কের ভ্যাকসিন দেয়া হয়। ফলে কুকুর বেচে থাকলে ভ্যাকসিনের ব্যবসা হবে রমরমা। তাই সেই ভ্যাকসিন কোম্পানিগুলো যদি তাদের লাভের সিকি ভাগ বাংলাদেশের এনজিওদের কুকুর প্রেম দেখানোর জন্য দেয়, তবে তাদের লাভই হবে।
তাছাড়া কুকুরকে কেন্দ্র এনজিওগুলো সরকার থেকে বিভিন্ন ফান্ড ও সুযোগ সুবিধা পায়। যেমন- কুকুরের প্রজনন ক্ষমতা নষ্ট করতে মোটা ফান্ড পায়।
সোজা ভাষায়, বেওয়ারিশ কুকুর বাচলে এনজিও বাচবে, কিন্তু মানুষ ম*রবে।

বাংলাদেশের অধিকাংশ মানুষ দরিদ্র।
কুকুর কামড় দিলে- জলতাঙ্কের মত প্রা*ণঘাতি রোগ হয়।
কিন্তু দরিদ্র মানুষ অধিকাংশ সময় ভ্যাকসিন দেয় না।
ফলে অনেকের মৃ*ত্যু হয়।
আমি একবার মহাখালীর কুকুর কা*মড় দেয়ার হাসপাতলে গিয়ে ভয়াবহ অবস্থা দেখেছিলাম,
রাস্তায় বেওয়ারিশ কুকুর বৃদ্ধি পেয়ে মানুষকে ছিড়ে ভিড়ে খাচ্ছে,
মানুষ জলা*তঙ্ক হয়ে অনেকে মা*রা যাচ্ছে,
কিন্তু কোনটাই মিডিয়ায় তেমন আসে না।
কারণ- এর পেছনে ডেমো ব্লকের এনজিও গ্রুপ কাজ করছে।

মজার ব্যাপার হচ্ছে, কুকুরের কামড়ে ক্ষ*তিগ্রস্ত অধিকাংশ মানুষ হচ্ছে দরিদ্র ও মধ্যবিত্ত পথচারি। অপরদিকে কুকুরের পক্ষে একবার ধানমন্ডিতে এক মানববন্ধনে দেখিছলাম, অধিকাংশ হচ্ছে গাড়িওয়ালা বড়লোক। তারা রাস্তার কুকুর চায়। অথচ গাড়িতে চড়া লোক জানেই না, রাস্তার কুকুর পায়ে হেটে চলা লোকদের জন্য কতটা ভয়ঙ্কর।

এখন থেকে ৫০ বছর আগে, গেরস্ত বাড়িতে বাইরে থেকে খুব কমই পন্য কিনতে হত ।সুশিক্ষিত কর্পোরেটরা যাকে সাস্টেইনেবল বলে ।আমার নান...
05/08/2025

এখন থেকে ৫০ বছর আগে, গেরস্ত বাড়িতে বাইরে থেকে খুব কমই পন্য কিনতে হত ।
সুশিক্ষিত কর্পোরেটরা যাকে সাস্টেইনেবল বলে ।

আমার নানা, বড় গেরস্ত ছিলেন ।
বাড়িতে ১০/১৫ টা গরু ছিল, গরুর গোয়ালের উপরে সিলিং এ বাঁশের টুকরিতে ছিল ৫০/৬০ জোরা কবুতর ।
২ জোড়া মহিষ ছিল মোষের গাড়িতে মালামাল আনা নেয়ার জন্য, সাথে সেটা দিয়ে হাল চাষ ত হতই । গরুর দুধ সবসময় থাকত, ঘি নিজেই বানাতেন । আমরা গেলে ইচ্ছেমত কবুতর এর মাংস খেতাম ।

৫টা ধানের গোলা ছিল, কতশত মণ ধান সেখানে থাকত সেটা মনে নেই, তবে প্রতি হাটে ২০/২৫ মণ ধান বিক্রির জন্য নিয়ে যেতেন খরচ করার জন্য । সেটা বেচে সপ্তাহের জরুরি জিনিস কিনে নিয়ে আসতেন । কামলাদের জন্য বিড়ি লাগত অনেক, লবণ, ইলিশ মাছ, গরুর গোশত, মসলা এসব কিনতে হত ।

মাছ, চাল, সবজি, আলু থেকে বেশিরভাগ জিনিসই বাড়িতেই থাকত । বর্ষাকালে মাছ কেনার ত প্রশ্নই ওঠে না, খরার সময়ে মাগুর শিং কই ধরে ড্রামে রেখে দিতেন ।

ধান চাষ থেকে ধানের খড় আসত, গরুর খাবার ছিল ফ্রি ।
এদিকে বছর বছর গরু বিক্রি ত ছিলই ।

সত্যিকার এর সাস্টেইনেবল মডেল ছিল ।

এরপরে এল, সবুজ বিপ্লব ।

মোষের বদলে এল পাওয়ার টিলার, মাটির তিন তলা বাড়ি ভেঙ্গে ইটের ডূপ্লেক্স হল । বড় মামা ওকালতির সুবিধার্থে শহরে চলে গেলেন । ছোট মামা শহরে গেলেন মামাত ভাই এর পড়াশোনার সুবিধার জন্য ।
সম্ভ্রান্ত গেরস্ত বাড়ি পরে রইলো একলা ।
এখন সেখানে কেউ থাকে না ।

সভ্যতা এগিয়ে যাচ্ছে,
এগিয়ে যাচ্ছে টা কোথায় ?

খাদ্যে স্বয়ং সম্পুর্ন একটা পরিবার এখন খাবারের জন্য অন্যের উপর নির্ভরশীল । তেলের জন্য সিন্ডিকেট উপর, পেয়াজের জন্য, মরিচের জন্য প্রায় সকল খাবারের জন্য অন্যের মুখাপেক্ষী ।

-------------

আমরা দাত মাজার জন্য টুথপেস্ট ব্যাবহার শুরু করলাম,
এখন টুথপেস্ট এ অভ্যস্ত হবার পরে কর্পোরেটরা বলা শুরু করেছে কয়লাযুক্ত টুথপেস্ট ব্যাবহার করতে - কিন্তু সেটা তাদের কাছে থেকে কিনে !

কর্পোরেটরা উন্নয়নের নামে এভাবেই সব চাপিয়ে দেয়, বদলে দেয় ।
এরপরে শোষন করে ।

আগে দেশ দখল করে শোষণ করা হত, এখন করা হয় অর্থনিতি দখল ।
খাদ্য নিরাপত্তার নামে, সব খাদ্য তারাই কিনে নেয় ।
এরপরে সেটা বেশিদামে আমাদের কাছেই বেচে তাদের নির্ধারিত দামে ।

এ খাচা ভাংবো আমি কেমন করে ??

Mujahidul Islam Jahid

09/07/2025

নোয়াখালীর চৌমুহনীকে সারা বাংলাদেশে চিনতো কিছু নাম করা শিল্প প্রতিষ্ঠানের কারনে যা আজ বিলুপ্তির পথে।

১- ডেল্টা জুট মিলস লিঃ
২- পুথিঘর যার প্রতিষ্ঠাতা চিত্ত রঞ্জন সাহা, যিনি বাংলা বইমেলা তথা বাংলা একাডেমির প্রতিষ্ঠাতা।
৩- নুর বিড়ি- নুর কোম্পানি
৪- রশিদ বিড়ি- রশিদ কোম্পানি
৫- আবুল বিড়ি - আবুল খায়ের গ্রুপ
৬- হাশেম বিড়ি - পারটেক্স গ্রুপ
৭- মুদ্রন শিল্প
৮- মদীনা অফসেট প্রেস
৯- মিনার প্রকাশনী
১০- রেখা প্রকাশনী
১১- আশরাফিয়া প্রেস,আশরাফিয়া লাইব্রেরী,আশরাফিয়া প্রকাশনী
১২- আবদুল্লাহ এন্ড সন্স
১৩ আজিজিয়া বুক ডিপো
১৪- কথাকলি প্রকাশনী কথাকলি প্রিন্টার্স
১৫- বাংলাদেশ প্রকাশনী
১৬- নবযুগ অয়েল মিল
১৮- ডালিয়া অয়েল মিল
১৯- লাড্ডু অয়েল মিল
২০- আজমীর অয়েল মিল
২১- রুপভারতী সিনেমা হল
২২- রুপসা সিনেমা হল
২৩- জনতা হোটেল এন্ড রেষ্টুরেন্ট।
২৪- বাবুল রেডিও হাউজ যেখান থেকে বাংলাদেশের অনেক নামি দামি কন্ঠশিল্পী ও নায়ক নায়িকা সৃষ্টি হয়েছেন
২৫- তাজ লাইব্রেরী
২৬- তাজ এলুমুনিয়াম।
২৭- মোস্তফা বেকারী
২৮- হক বেকারী
২৯- খাজা বেকারী
৩০- গাউসিয়া বেকারী
৩১- মিতালী বেকারী
৩২- জনতা বেকারী।
৩৩- কামাল প্রেস।
৩৫ মিতালী প্রেস।
৩৬- ক্যপমা ফার্মাসিউটিক্যলস লিঃ
৩৭- জোনাকী স্টুডিও
৩৮- রেজ্জাকিয়া লাইব্রেরী
৩৯- গনি আট প্রেস।
৪০- আজাদ প্রেস
৪১- শ্রী কৃষ্ণ মিষ্টান্ন ভাণ্ডার
৪২- লক্ষীনারায়ন মিষ্টান্ন ভাণ্ডার।
৪৩- বাদাম ব্যাপারীর চা দোকান
৪৪- পপুলার বিস্কুট ফ্যাক্টরি।
৪৫- নোয়াখালী আট প্রেস।
৪৬- সাহা ফার্মেসি
৪৯- ডে নাইট ফার্মেসি
৫০- চৌধুরী মেডিকেল হল
৫১- বিজয় ফার্মেসি।
৫২- চৌমুহনী টেক্সটাইল মিলস
৫৩- আজিজ সুপার মার্কেট।
৫৪- সাব বিড়ি
৫৫- জাহাজ বিড়ি
৫৬- মাসুমা হোটেল
৫৭-আলমাস হোটেল।
৫৮- ইউনিক ল্যাবরেটরিজ
৫৯- তাসমীর ল্যাবরেটরিজ
৬০- দোস্তি হোটেল
৬১- জামান হোটেল
৬২- নবি হোটেল
৬৩- চৌরোঙ্গী হোটেল
৬৪- হালিম কোম্পানির পেট্রল পাম্প
৬৫- দিগন্ত প্রকাশনী ও দিগন্ত গাইড
৬৬- অনুপম লাইব্রেরী ও অনুপম গাইড
সহ অনেক কিছু বিলুপ্তি হয়ে গেছে আরো কিছু বিলুপ্তির পথে।

Collected কিছু বাদ পড়লে যোগ করে নিবো, কমেন্ট করুন।।

16/06/2025

কাপল ব্লগারদের জন্য সুখবর।

আলহামদুলিল্লাহ, সবার জন্য আবাসন এই স্লোগানে আমাদের অ্যাপার্টমেন্ট প্রজেক্টে আপনাদেরকে স্বাগতম। আর মাত্র ৫ টি শেয়ার পাচ্...
09/06/2025

আলহামদুলিল্লাহ,
সবার জন্য আবাসন এই স্লোগানে আমাদের অ্যাপার্টমেন্ট প্রজেক্টে আপনাদেরকে স্বাগতম।

আর মাত্র ৫ টি শেয়ার পাচ্ছেন মাত্র ৯ লক্ষ টাকা করে।

ফ্ল্যাটের শেয়ার বিক্রি 🏠 (মক্কা পিস স্কয়ার)
✓যাত্রাবাড়ী চৌরাস্তা থেকে পাঁচ মিনিটের দূরত্বে,
✓ সামসুল হক খান স্কুল এবং DMRC কলেজ থেকে ১.৫ কিলোমিটারের ভেতরে।
✓প্রকল্পের 2 কিমি. এর মধ্যে ইসলামী ইউনিভার্সিটি, ও defodil ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাস।
✓ প্রকল্পের নিকটেই প্রস্তাবিত মেট্রোরেল স্টেশন।
✓ঢাকা ডেমরা এলিভেটেড এক্সপ্রেস থেকে 2 মিনিট দূরত্বে।
✓ ৩০ ফিট সরকারী রাস্তার সাথে।

ফ্ল্যাটের আকার ও ধরণ 🏠
✔ প্রতি শেয়ার/ফ্ল্যাটের জমির পরিমাণ 34 অযুতাংশ (+/-)
✔ 3 বেড, 1 ড্রইং, 1 ডাইনিং, 1 কিচেন, 3 বাথরুম, 2 বেলকনি, 6 টি লিফট এবং 6 টি সিড়ি।
54 কাঠা প্লটের বিশাল বড় প্রজেক্ট।
বিবরন:

🏠 জমির পরিমাণ 54 কাঠা।
🏠 ভবন 01 (এক) টি। জি +10 বা গ্রাউন্ড ফ্লোর + 10 তলা।
🏠মোট শেয়ার ২৪০ টি।
🏠 প্রতি শেয়ার জমির পরিমাণ 34 (+/-) অযুতাংশ।
🏠 ফ্ল্যাটের আয়তন 1471 (+/-) বর্গফুট।
🏡 শেয়ার মূল্য ও মূল্য পরিশোধের বিবরণঃ
🏠 প্রতি শেয়ারের মূল্যঃ 9,00,000/ (নয় লক্ষ) টাকা (এক কালিন )।
🏠 বুকিং মানি 1,00,000/- ( এক লক্ষ) টাকা।

যোগাযোগ: 01682-881156 what's up
অথবা ইনবক্সে।

আজ, ৩ জুন ২০২৫, নোয়াখালীর উল্লেখযোগ্য খবরগুলো:- ১. মেঘনায় ট্রলারডুবি ও নিখোঁজ: * হাতিয়া উপকূলে মেঘনা নদীতে ট্রলারডুবি...
02/06/2025

আজ, ৩ জুন ২০২৫, নোয়াখালীর উল্লেখযোগ্য খবরগুলো:-
১. মেঘনায় ট্রলারডুবি ও নিখোঁজ:
* হাতিয়া উপকূলে মেঘনা নদীতে ট্রলারডুবির ঘটনায় এখনো একজন পুলিশ সদস্যসহ দুজন নিখোঁজ রয়েছেন। ৩১ মে ৩৯ জন যাত্রী নিয়ে ট্রলারটি ডুবে গিয়েছিল, যার ফলে একজনের মৃত্যু এবং আটজন নিখোঁজ হন। পরবর্তীতে একজন রোহিঙ্গা নারীর লাশ উদ্ধার করা হয়েছে।
২. বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু:
* নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজন বৃদ্ধের মৃত্যু হয়েছে, যিনি নামাজ পড়ে বাড়ি ফিরছিলেন। এর আগে ৩০ মে ছেঁড়া তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যানের মৃত্যু হয়।
৩. মারধরে বৃদ্ধের মৃত্যু:
* ৩১ মে নোয়াখালীর চাটখিল উপজেলায় প্রতিবেশীদের মারধরে কৃষ্ণধন দেবনাথ (৬৫) নামের এক বৃদ্ধের মৃত্যুর অভিযোগ উঠেছে। বাড়ির উঠানে জমে থাকা পানিনিষ্কাশন নিয়ে ঝগড়ার একপর্যায়ে তাকে মারধর করা হয় বলে জানা গেছে।
৪. জলাবদ্ধতা ও সড়ক ধস:
* নোয়াখালীতে ভারী বৃষ্টিপাতের কারণে জলাবদ্ধতা পরিস্থিতির অবনতি হয়েছে। নিঝুম দ্বীপে জোয়ারের প্রভাবে একমাত্র সড়ক ধসে পড়েছে, যার ফলে বাসিন্দাদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। কিছু এলাকায় বেড়িবাঁধ ভেঙে যাওয়ায় প্রায় ১০ হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়েছে।
৫. অন্যান্য খবর:
* নোয়াখালী সদর হাসপাতালের জরুরি বিভাগের পাশে আগুন লাগার ঘটনা ঘটেছে, এতে বিদ্যুত সরবরাহ বন্ধ হয়ে যায়।
* নিঝুমদ্বীপে জোয়ারের পানিতে দুটি ডলফিন ভেসে এসেছে।
* সেনবাগে কামারপাড়ায় ঈদের প্রস্তুতি চলছে।
* সুবর্ণচরে অস্ত্র ও গুলিসহ ১০ মামলার এক আসামি গ্রেপ্তার হয়েছে।
এই খবরগুলো বিভিন্ন স্থানীয় ও জাতীয় গণমাধ্যমে প্রকাশিত হয়েছে।

Address

Noakhali Sadar Upazila
3800

Website

Alerts

Be the first to know and let us send you an email when নোয়াখালী posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share