নোয়াখালী

  • Home
  • নোয়াখালী

নোয়াখালী Royel district, this is richest also among other district of Bangladesh.

09/07/2025

নোয়াখালীর চৌমুহনীকে সারা বাংলাদেশে চিনতো কিছু নাম করা শিল্প প্রতিষ্ঠানের কারনে যা আজ বিলুপ্তির পথে।

১- ডেল্টা জুট মিলস লিঃ
২- পুথিঘর যার প্রতিষ্ঠাতা চিত্ত রঞ্জন সাহা, যিনি বাংলা বইমেলা তথা বাংলা একাডেমির প্রতিষ্ঠাতা।
৩- নুর বিড়ি- নুর কোম্পানি
৪- রশিদ বিড়ি- রশিদ কোম্পানি
৫- আবুল বিড়ি - আবুল খায়ের গ্রুপ
৬- হাশেম বিড়ি - পারটেক্স গ্রুপ
৭- মুদ্রন শিল্প
৮- মদীনা অফসেট প্রেস
৯- মিনার প্রকাশনী
১০- রেখা প্রকাশনী
১১- আশরাফিয়া প্রেস,আশরাফিয়া লাইব্রেরী,আশরাফিয়া প্রকাশনী
১২- আবদুল্লাহ এন্ড সন্স
১৩ আজিজিয়া বুক ডিপো
১৪- কথাকলি প্রকাশনী কথাকলি প্রিন্টার্স
১৫- বাংলাদেশ প্রকাশনী
১৬- নবযুগ অয়েল মিল
১৮- ডালিয়া অয়েল মিল
১৯- লাড্ডু অয়েল মিল
২০- আজমীর অয়েল মিল
২১- রুপভারতী সিনেমা হল
২২- রুপসা সিনেমা হল
২৩- জনতা হোটেল এন্ড রেষ্টুরেন্ট।
২৪- বাবুল রেডিও হাউজ যেখান থেকে বাংলাদেশের অনেক নামি দামি কন্ঠশিল্পী ও নায়ক নায়িকা সৃষ্টি হয়েছেন
২৫- তাজ লাইব্রেরী
২৬- তাজ এলুমুনিয়াম।
২৭- মোস্তফা বেকারী
২৮- হক বেকারী
২৯- খাজা বেকারী
৩০- গাউসিয়া বেকারী
৩১- মিতালী বেকারী
৩২- জনতা বেকারী।
৩৩- কামাল প্রেস।
৩৫ মিতালী প্রেস।
৩৬- ক্যপমা ফার্মাসিউটিক্যলস লিঃ
৩৭- জোনাকী স্টুডিও
৩৮- রেজ্জাকিয়া লাইব্রেরী
৩৯- গনি আট প্রেস।
৪০- আজাদ প্রেস
৪১- শ্রী কৃষ্ণ মিষ্টান্ন ভাণ্ডার
৪২- লক্ষীনারায়ন মিষ্টান্ন ভাণ্ডার।
৪৩- বাদাম ব্যাপারীর চা দোকান
৪৪- পপুলার বিস্কুট ফ্যাক্টরি।
৪৫- নোয়াখালী আট প্রেস।
৪৬- সাহা ফার্মেসি
৪৯- ডে নাইট ফার্মেসি
৫০- চৌধুরী মেডিকেল হল
৫১- বিজয় ফার্মেসি।
৫২- চৌমুহনী টেক্সটাইল মিলস
৫৩- আজিজ সুপার মার্কেট।
৫৪- সাব বিড়ি
৫৫- জাহাজ বিড়ি
৫৬- মাসুমা হোটেল
৫৭-আলমাস হোটেল।
৫৮- ইউনিক ল্যাবরেটরিজ
৫৯- তাসমীর ল্যাবরেটরিজ
৬০- দোস্তি হোটেল
৬১- জামান হোটেল
৬২- নবি হোটেল
৬৩- চৌরোঙ্গী হোটেল
৬৪- হালিম কোম্পানির পেট্রল পাম্প
৬৫- দিগন্ত প্রকাশনী ও দিগন্ত গাইড
৬৬- অনুপম লাইব্রেরী ও অনুপম গাইড
সহ অনেক কিছু বিলুপ্তি হয়ে গেছে আরো কিছু বিলুপ্তির পথে।

Collected কিছু বাদ পড়লে যোগ করে নিবো, কমেন্ট করুন।।

16/06/2025
16/06/2025

কাপল ব্লগারদের জন্য সুখবর।

আলহামদুলিল্লাহ, সবার জন্য আবাসন এই স্লোগানে আমাদের অ্যাপার্টমেন্ট প্রজেক্টে আপনাদেরকে স্বাগতম। আর মাত্র ৫ টি শেয়ার পাচ্...
09/06/2025

আলহামদুলিল্লাহ,
সবার জন্য আবাসন এই স্লোগানে আমাদের অ্যাপার্টমেন্ট প্রজেক্টে আপনাদেরকে স্বাগতম।

আর মাত্র ৫ টি শেয়ার পাচ্ছেন মাত্র ৯ লক্ষ টাকা করে।

ফ্ল্যাটের শেয়ার বিক্রি 🏠 (মক্কা পিস স্কয়ার)
✓যাত্রাবাড়ী চৌরাস্তা থেকে পাঁচ মিনিটের দূরত্বে,
✓ সামসুল হক খান স্কুল এবং DMRC কলেজ থেকে ১.৫ কিলোমিটারের ভেতরে।
✓প্রকল্পের 2 কিমি. এর মধ্যে ইসলামী ইউনিভার্সিটি, ও defodil ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাস।
✓ প্রকল্পের নিকটেই প্রস্তাবিত মেট্রোরেল স্টেশন।
✓ঢাকা ডেমরা এলিভেটেড এক্সপ্রেস থেকে 2 মিনিট দূরত্বে।
✓ ৩০ ফিট সরকারী রাস্তার সাথে।

ফ্ল্যাটের আকার ও ধরণ 🏠
✔ প্রতি শেয়ার/ফ্ল্যাটের জমির পরিমাণ 34 অযুতাংশ (+/-)
✔ 3 বেড, 1 ড্রইং, 1 ডাইনিং, 1 কিচেন, 3 বাথরুম, 2 বেলকনি, 6 টি লিফট এবং 6 টি সিড়ি।
54 কাঠা প্লটের বিশাল বড় প্রজেক্ট।
বিবরন:

🏠 জমির পরিমাণ 54 কাঠা।
🏠 ভবন 01 (এক) টি। জি +10 বা গ্রাউন্ড ফ্লোর + 10 তলা।
🏠মোট শেয়ার ২৪০ টি।
🏠 প্রতি শেয়ার জমির পরিমাণ 34 (+/-) অযুতাংশ।
🏠 ফ্ল্যাটের আয়তন 1471 (+/-) বর্গফুট।
🏡 শেয়ার মূল্য ও মূল্য পরিশোধের বিবরণঃ
🏠 প্রতি শেয়ারের মূল্যঃ 9,00,000/ (নয় লক্ষ) টাকা (এক কালিন )।
🏠 বুকিং মানি 1,00,000/- ( এক লক্ষ) টাকা।

যোগাযোগ: 01682-881156 what's up
অথবা ইনবক্সে।

আজ, ৩ জুন ২০২৫, নোয়াখালীর উল্লেখযোগ্য খবরগুলো:- ১. মেঘনায় ট্রলারডুবি ও নিখোঁজ: * হাতিয়া উপকূলে মেঘনা নদীতে ট্রলারডুবি...
02/06/2025

আজ, ৩ জুন ২০২৫, নোয়াখালীর উল্লেখযোগ্য খবরগুলো:-
১. মেঘনায় ট্রলারডুবি ও নিখোঁজ:
* হাতিয়া উপকূলে মেঘনা নদীতে ট্রলারডুবির ঘটনায় এখনো একজন পুলিশ সদস্যসহ দুজন নিখোঁজ রয়েছেন। ৩১ মে ৩৯ জন যাত্রী নিয়ে ট্রলারটি ডুবে গিয়েছিল, যার ফলে একজনের মৃত্যু এবং আটজন নিখোঁজ হন। পরবর্তীতে একজন রোহিঙ্গা নারীর লাশ উদ্ধার করা হয়েছে।
২. বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু:
* নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজন বৃদ্ধের মৃত্যু হয়েছে, যিনি নামাজ পড়ে বাড়ি ফিরছিলেন। এর আগে ৩০ মে ছেঁড়া তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যানের মৃত্যু হয়।
৩. মারধরে বৃদ্ধের মৃত্যু:
* ৩১ মে নোয়াখালীর চাটখিল উপজেলায় প্রতিবেশীদের মারধরে কৃষ্ণধন দেবনাথ (৬৫) নামের এক বৃদ্ধের মৃত্যুর অভিযোগ উঠেছে। বাড়ির উঠানে জমে থাকা পানিনিষ্কাশন নিয়ে ঝগড়ার একপর্যায়ে তাকে মারধর করা হয় বলে জানা গেছে।
৪. জলাবদ্ধতা ও সড়ক ধস:
* নোয়াখালীতে ভারী বৃষ্টিপাতের কারণে জলাবদ্ধতা পরিস্থিতির অবনতি হয়েছে। নিঝুম দ্বীপে জোয়ারের প্রভাবে একমাত্র সড়ক ধসে পড়েছে, যার ফলে বাসিন্দাদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। কিছু এলাকায় বেড়িবাঁধ ভেঙে যাওয়ায় প্রায় ১০ হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়েছে।
৫. অন্যান্য খবর:
* নোয়াখালী সদর হাসপাতালের জরুরি বিভাগের পাশে আগুন লাগার ঘটনা ঘটেছে, এতে বিদ্যুত সরবরাহ বন্ধ হয়ে যায়।
* নিঝুমদ্বীপে জোয়ারের পানিতে দুটি ডলফিন ভেসে এসেছে।
* সেনবাগে কামারপাড়ায় ঈদের প্রস্তুতি চলছে।
* সুবর্ণচরে অস্ত্র ও গুলিসহ ১০ মামলার এক আসামি গ্রেপ্তার হয়েছে।
এই খবরগুলো বিভিন্ন স্থানীয় ও জাতীয় গণমাধ্যমে প্রকাশিত হয়েছে।

Shout out to my newest followers! Excited to have you onboard! মোহাম্মদ রাসেল মোহাম্মদ রাসেল, Lovlye Begom
08/05/2025

Shout out to my newest followers! Excited to have you onboard! মোহাম্মদ রাসেল মোহাম্মদ রাসেল, Lovlye Begom

04/05/2025

নোয়াখালীর সংবাদ:-

রেলপথ অবরোধ: নোয়াখালীতে নতুন আন্তঃনগর ট্রেনের দাবিতে সাধারণ জনগণ মাইজদী রেল স্টেশনে রেলপথ অবরোধ করে। এতে চট্টগ্রাম-ঢাকা রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। অবরোধকারীরা ২০২৩ সালে বরাদ্দকৃত 'সুবর্ণচর এক্সপ্রেস' ট্রেন চালুর দাবি জানায় এবং ৪৮ ঘণ্টার মধ্যে কোনো আশ্বাস না পেলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেয়।

মাদক উদ্ধার: নোয়াখালী সদর উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে কার্তুজ ও গুলি উদ্ধার করা হয়েছে এবং একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
শিক্ষার্থীর মৃত্যু: একটি মাদ্রাসার শিক্ষার্থীর মৃত্যু নিয়ে পরিবার হত্যার অভিযোগ করেছে।

নোবিপ্রবির পুকুরে গোসল: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) পুকুরে ছাত্র-ছাত্রীদের গোসলের ছবি ভাইরাল হলে প্রশাসন সতর্কতা জারি করেছে।

হত্যা মামলায় গ্রেপ্তার: নোয়াখালীতে একটি হত্যা মামলায় বিএডিসির এক গুদামরক্ষককে গ্রেপ্তার করা হয়েছে।

বলুনতো মসজিদটি রাজকীয় জেলার কোথায় অবস্থিত?
29/04/2025

বলুনতো মসজিদটি রাজকীয় জেলার কোথায় অবস্থিত?

মহিলাটাকে দেখলেই আমার দুঃখ লাগে। অসম্ভব প্রতিভা ছিল ভালো কিছু হওয়ার, কিন্তু সমস্ত প্রতিভা বিসর্জন দিয়ে  এক না"স্তিক গন্ধ...
05/04/2025

মহিলাটাকে দেখলেই আমার দুঃখ লাগে। অসম্ভব প্রতিভা ছিল ভালো কিছু হওয়ার, কিন্তু সমস্ত প্রতিভা বিসর্জন দিয়ে এক না"স্তিক গন্ধযুক্ত শাহবাগী হলেন। ধার্মিক একজন মায়ের কন্যা তিনি, অথচ কাউয়ার মাথার চেয়ে কম সংখ্যক চুলগুলো মেলে রাখেন ডাটা শাকের মতোন, এমনকি সেন্টু গেঞ্জির মতো ব্লাউজ পরেন। সারাদিন থাকেন বেডাগো লগে। মনে হচ্ছে নিজের রুচি, সৌন্দর্যবোধ, নীতি, আদর্শ বিসর্জন দিয়ে মামলা ব্যবসায়ী ইসলা*মোপোবিকদের আদেশ মেনে চলছেন। থ্রীসাম, ফোরসাম উন্মুক্ত যৌ'নতার খোঁজ করতে গিয়ে অন্য লেখকরা তাকে পতি"তা পর্যন্ত ট্যাগ দিয়েছেন

এভাবে যে কত লক্ষ গুণী প্রতিভাময়ীকে এই শাহবাগী সমাজ বুবস আর ভ্যাজাইনা দেখানোর লোভে রিডিউস করেছে!

কমেন্ট বক্সে দেওয়া আছে, দয়া করে চেক করে নিবেন। কারো ব্যক্তিগত পোশাক-আশাক নিয়ে কথা বলার ইচ্ছা আমার কখনোই নাই। আমি শুধু তার রিপ্লাই দিলাম। 🙅🙅

যারা tiktok করে এমন সুন্দরী দেখলেই প্রেমে পড়ে যান তাদের জন্য:-এক আপুর দেয়াল থেকে। এই মেয়েটার নাম সুমাইয়া।আমার বাসায় দু...
02/04/2025

যারা tiktok করে এমন সুন্দরী দেখলেই প্রেমে পড়ে যান তাদের জন্য:-
এক আপুর দেয়াল থেকে।

এই মেয়েটার নাম সুমাইয়া।আমার বাসায় দুইবছর যাবৎ ছিলো।যেহেতু আমাকে বার বার বাইরে কাজ করতে বাসা থেকে বের হতে হয়।বাসা বেশীরভাগ খালি থাকতো।ওরা একা থাকতো।এই দুর্বলতার সুযোগ নিয়ে এরা আমার জামা কাপড় গয়না গাটি সব চুরী করতো।বাড়ী গেলে তারা ভোর ৫ টায় বের হইতো বিভিন্ন অযুহাত দেখায় যাতে আমি তাদের ব‍্যাগ চেক করতে না পারি।হুট করে একজন বাড়ী যাওয়ার পর আমি তাদের রুমে ঢুকে ভাত খেতে যাওয়ার জন‍্যে ডাকতে গিয়ে দেখি ৪ টা ডিম সিদ্ধ করে সে তাদের রুমে রেখে দিসে।এর আগের দিন রাতে আমার ব‍্যাগ থেকে ১ হাজার টাকা পাচ্ছিলাম না।তার আগের দিন ৫ শ টাকা।সেই জের ধরে আমি তাদের রুমে থাকা আলমারি চেক করতে গিয়ে দেখলাম আমার হুডা বিউটির প‍্যালেট , প্রাইমার, কনসিলার, ফাউন্ডেশন, লিপিস্টিক , মাস্ক এবং আমার আর আব্রুর জন‍্যে কেনা এক ই রকম ম‍্যাচিং করা জামা সব সেখানে লুকায় রেখে সেগুলো গুছায় রাখসে কিছু জিনিস যেগুলো তারা বাড়ী নিয়ে যাবে আর কিছু রাখসে নিজেরা ব‍্যাবহার করছিলো।এর পর আরো ঘাটা দিতেই বের হলো কানের দুল আমার ইনার ক‍্যাপ হিজাব ।মানে হেনো কিছু নাই যে সে নেয় নাই।আমি যখন তাকে ডেকে পুলিশের ভয় দেখিয়ে জিঙ্গেস করলাম তখন সে বললো যে বুয়া দুইদিন আগে বাসা থেকে বাড়ী গেছে সে নাকি আমার বাসার অর্ধেক জিনিস চুরী করে নিয়ে গেসে এমনকি প্লেট থেকে পাতিল পর্যন্ত।

আমার সব দামী দামী জামা আমার সেলের জন‍্যে রাখা কসমেটিকস ।ডায়ামন্ডের নাকফুল সব সব সব নিয়ে গেছে।

আমি জানি আপনারা বলবেন তালা লাগাইনি কেনো !! যেহেতু আমি প্রতিদিন অফিস করতাম এরা আমার বিশ্বাসের চরম লেভেলে পৌঁছে গিয়েছিলো।ইচ্ছা না থাকলেও এদের হাতে আমাকে অনেক কিছু ছাড়তে হতো।

এই সেই দুইজনের একজন যার নাম সুমাইয়া।তার পরনে যে জামাটা দেখতে পাচ্ছেন সেটা আমার মেয়ের।তার টিকটক আইডির ফলোয়ার ১৮ হাজার ।সে বিভিন্ন ছেলের সাথে কথা বলতো এবং কখনোই বলতো না সে বাসায় কাজ করে সে বলতো এইটা ওর বাসা।আমার জামা পড়ে পড়ে প্রোফাইল পিকচার দিয়ে দিয়ে ছেলেদের ফাঁসাতো।

কিছুক্ষন আগে তার ফেইসবুক আইডি টা আমার সাজেশন লিস্টে আসে।তখন দেখতে পাই তার এই রুপ।

যেহেতু আমার মতো অনেক কর্মজীবি আছেন যাদের কে ঘরের হেল্পিং হ‍্যান্ড এর উপর নির্ভর করতে হয় তারা যাতে এমন মুখে মধু অন্তরে বিষ মানুষের হাত থেকেসাবধানে থাকেন। ঘরে কাজ করে এমন কাউকে অন্ধ বিশ্বাস করবেন না।এমন কি ড্রাইভার বা দোকানের কর্মচারী কেও।

আমি তার প্রোফাইল পিকচার দেখে আবার ট্রমাটাইজ হয়ে গেলাম।আমার মনে হয় আমার কোনও পাপের ফল এইটা যাতে এমন মানুষ জুটসিলো আমার কপালে।সবাই সাবধানে থাকবেন।কাউকেই বিশ্বাস করবেন না।আমাকে সবাই বলসে পুলিশে দিতে।কিন্তু পুলিশের ঝামেলায় যেতে চাই নাই।এখন আফসোস লাগছে।এমন ঘটলে কখনো ছাড় দিবেন না।আমি আল্লাহর উপর ছেড়ে দিয়েছিলাম।

এই তার আইডি

https://www.facebook.com/share/18t4JXrGKK/?mibextid=wwXIfr

23/03/2025

অভিনেত্রী শবনম ফারিয়ার এক পোস্টে এসে এক বদমাইশ কমেন্টে তারে 'বেশ্যা' ডাকছে। ফারিয়া তার ফেসবুকে স্ক্রিনশটসহ পোস্ট দিছে আবার।

তাতে ওই বদমাইশ যেই প্রতিষ্ঠানে চাকরি করে, সাজিদা ফাউন্ডেশন, তাকেও জানাইছে ট্যাগ করে।

সাজিদা ফাউন্ডেশন এখন ওই বদমাইশের চাকরি খেয়ে দিতে যাইতেছে। ব্যাপারটাকে আমি এক্সেমপ্লেরি হিসেবে দেখলাম। সমাজে এটা একটা নজির হয়ে থাকলো।

অনলাইনে উত্যক্ত করা আর আপত্তিকর মন্তব্য করা কমেন্ট সন্ত্রাসীদের শিক্ষা দেয়া উচিত। চাকরিতে ব্ল্যাকলিস্ট করা উচিত।

তারপর পথেপথে ভিক্ষা কর, বদমাইশ। আজকে এরকম একটাকে আমি ধরতে চাচ্ছিলাম। বাট তাকে সুযোগ দেয়া হলো।

নিয়াজ মোর্শেদ

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when নোয়াখালী posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share