26/07/2025
My poem....📓
বসে আছি
মারিয়াহ্ ইসলাম মীম
খোলা আকাশের নিচে
বসে আছি সমুদ্রের কাছে।
খোলা আকাশের নিচে
বসে আছি পাহাড়ের পাশে।
বিকেলের স্নিগ্ধ বাতাসে
বসে আছি উঠানের ঘাসে।
শঙ্খচিল শালিকের বেশে
বসে আছি বাংলার কোল ঘেঁষে।
ভোরের কাক সেজে
বসে আছি কার্তিকের নবান্নের দেশে।
কলমির গন্ধভরা জলে ভেসে
বসে আছি বাংলার নদীর মাঝে।
নীল গগনের বসনে শীতের শেষে
বসে আছি রাত জাগা চাঁদের কাছে।
বাংলাকে ভালোবেসে
বসে আছি বাংলার প্রকৃতির মাঝে।
লেখা নাই ইতিহাসে
বসে আছি বাংলার প্রকৃতির মাঝে।
জন্মভূমি মা আমার-
রেখো মোরে ইতিহাসে
শহীদের স্মৃতিস্তম্ভের পাশে
এই মিনতি করি তোমার কাছে
এতে যে আমার অমরত্ব আছে।
The poet of this poem is Mariah Islam Mim.I wrote the poem when I was class 8.