Mim's creation

Mim's creation Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Mim's creation, Digital creator, Noakhali Sadar Upazila.

09/08/2025

১৫ ই আগস্ট মানে
মারিয়াহ ইসলাম মীম

১৫ ই আগস্ট মানে
বাঙালি জাতি শোকাহত।
১৫ ই আগস্ট মানে
বাঙালি জাতি মর্মাহত।
১৫ ই আগস্ট মানে
গৌরবময় এক ইতিহাসের আবির্ভাব।
১৫ ই আগস্ট মানে
এক বুক শোকের প্রাদুর্ভাব।
মনে পড়ে ৭৫ এর ১৫ ই আগস্টের
সেই নির্মম হত্যাকাণ্ডের কথা।
মনে পড়া মাত্রই কেঁপে ওঠে
বাঙালি জাতির হৃদয়ের পাতা।
কী হয়েছিল সেই ভয়াবহ কাল রাত্রিতে?
কী হয়েছিল সেদিন ধানমন্ডির ৩২ নম্বর বাড়িতে?
নিস্তব্ধ নিঝুম রাতে হঠাৎ
ভেসে উঠলো আর্তনাদ।
লাল রক্তে রঞ্জিত হলো
পুরো শেষ প্রাসাদ।
ক্ষুধার্ত ব্যাঘ্রের মতো কুখ্যাত হায়না
ছুটে এসেছিল ৩২ নম্বর বাড়িতে।
শেখ পরিবার নিহত হলো
সেই কুখ্যাত হায়নাদের হাতে।
হায়নারা তাদেরকে খুন করলো
সবাই মিলে হেসে হেসে।
এমন ভয়াবহ কাল রাত্রি
নেই কোন ইতিহাসে।
১৫ ই আগস্ট মানে
সারা দেশের পতাকা হয়ে যায় নত।
১৫ ই আগস্ট মানে
বিনম্র শ্রদ্ধা আর সম্মান বুকে আছে যত।

09/08/2025

My poem no.5

করোনা ভাইরাস
মারিয়াহ্ ইসলাম মীম

হে করোনা ! তুমি এতো নিষ্ঠুর কেন?🤔
তোমার ভয়ে পুরো পৃথিবী কাঁপছে এখনো।

তোমার করণে সারা বিশ্বে ছিল লকডাউন।
বন্ধ ছিল দোকানপাট,
অফিস-আদালত, স্কুল-কলেজ।
তোমার কারণে সারা বিশ্বে ছিল শাটডাউন।
জোরালোভাবে বন্ধ হলো দোকানপাট,
অফিস-আদালত, স্কুল-কলেজ।

তুমি কেড়ে নিলে
আমাদের জীবনের দুটি বছর।
তখন পাইনি আমরা শিক্ষকদের আদর।
বুঝিনি তখন আমরা লেখাপড়ার কদর।

তোমার কারণে দুই বছর আমরা
বন্দী ছিলাম আপন নীড়ে।
এই দুই বছর ছিলাম আমরা
লেখাপড়া থেকে অনেক দূরে।
তোমার কারণে হয়েছে
আমাদের অনেক ক্ষতি।
ধীরে ধীরে কমতে শুরু করেছে
আমাদের লেখাপড়ার গতি।
তুমি কেড়ে নিলে
কোটি কোটি মানুষের জীবন।
তোমার কারণে দুই বছর
থমকে ছিল আমাদের জীবন।
তোমার কারণে দুই বছর
ছিলাম আমরা দিশেহারা।
দিনরাত, শহরে-গ্রামে
শুধু পুলিশ দিত পাহারা।
মাস্ক ছাড়া কাউকেই
‌ বাইরে যেতে দিত না তারা।
কাজ করতে না পেরে
কষ্টের প্রহর গুনছিলো গরীবরা।
তোমার কারণে গরীবের জীবনে
নেমে এসেছে অন্ধকার।
ক্ষুধার কষ্টে, যন্ত্রণায় তারা
করেছে শুধু হাহাকার।
"২০২০" এবং "২০২১" সালে
ছিল তোমার রাজত্ব।
গরীব হয়েছে আরও গরীব
আর ধনীকে দিয়েছ তুমি শ্রেষ্ঠত্ব।

তোমার কাছে মিনতি করি হে করোনা।🙏
তুমি আর কারো কোন ক্ষতি করিওনা।

হে করোনা!
তুমি আমাদের সবার শিক্ষক।
তুমি সবাইকে বুঝিয়েছ
আল্লাহ ছাড়া নেই কোনো রক্ষক।

তুমি মানুষকে শিখিয়েছ পরিবারকে সময় দিতে।
তুমি মানুষকে শিখিয়েছ আল্লাহর ইবাদত করতে।
তুমি বেনামাজী কে বানিয়েছো নামাজী,
বেরোজদারি কে বানিয়েছ রোজাদার।
আল্লাহর ইবাদত করতে শুরু করেছে
বিশ্বের অধিকাংশ ইমানদার।

তুমি মানুষকে বুঝিয়েছ
চাকরি জীবনই আসল জীবন নয়।
চাকরির পাশাপাশি
পরিবারকেও সময় দিতে হয়।
তুমি মানুষকে বুঝিয়েছ
দুনিয়ার জীবনই আসল জীবন নয়।
আল্লাহর ইবাদতের পাশাপাশি
দুনিয়ার কাজ করতে হয়।

আমরা সবাই তোমাকে সম্মান জানাই হে করোনা।
তোমার মতো শিক্ষক ভাইরাস আর কোনো কালে ছিল না।

💞(সমাপ্ত)💞

09/08/2025

ঈদ মানে
মারিয়াহ্ ইসলাম

ঈদ মানে খুশি, ঈদ মানে হাসি।
ঈদ মানে শুভেচ্ছা রাশি রাশি।
ঈদ মানে উৎসবে মুখরিত।
ঈদ মানে আনন্দ প্রসারিত।
ঈদ মানে নতুন স্বপ্ন,নতুন আশা।
ঈদ মানে ভুলে যাওয়া সব হতাশা।
ঈদ মানে ঈদগাহে একত্রিত হওয়া।
ঈদ মানে শত্রুতা ভুলে যাওয়া।
ঈদ মানে পুলকিত মন।
ঈদ মানে আলোকিত জীবন।

ঈদ মানে নতুন জামা পরে
সালাম দেওয়া আর সালামি অর্জন।
সালামি না পেলে কেউ কেউ
‌‌ শুরু করে বাঘের মতো গর্জন।
ঈদ মানে মুসলিমদের
জীবনের বিশেষ দিন।
ঈদ মানে সবার মুখে
পুলকদীপ্তির চিন।
ঈদ মানে ভুলে যাওয়া
‌‌ হিংসা আর বিদ্বেষ।
ঈদ মানে মুখে দেওয়া
মিষ্টান্ন আর সন্দেশ।
ঈদ মানে মুসলিমদের
শ্রেষ্ঠতম অনুষ্ঠান।
ঈদের দিন মুছে যায়
সবার মনের মান-অভীমান।
ঈদের দিন সবার মাঝে
থাকে শুধু আনন্দের বন্যা।
সেদিন সবাই ভুলে যায়
দুঃখ-বেদনা আর কান্না।
অন্য কোনো উৎসবে পাওয়া যায় না
ঈদের মতো শান্তি।
ঈদ মানুষের জীবনে নিয়ে আসে
অন্য রকম প্রশান্তি।
ঈদ আসে সবার মাঝে
খুশির বার্তা নিয়ে।
ঈদের খুশি শুরু হয়
'ঈদ মোবারক'জানিয়ে।
বছরে দুইবার মানুষের দুয়ারে
কড়া নাড়ে ঈদ এসে।
ঈদের আনন্দে সবাই
'ঈদ মোবারক' বলে হেসে হেসে।

💞(সমাপ্ত)💞

সবাইকে ঈদের শুভেচ্ছা।
ঈদ মোবারক।

09/08/2025

I got over 100 reactions on my posts last week! Thanks everyone for your support! 🎉

27/07/2025

My third poem....📓

গৌরীপুর বালিকা উচ্চ বিদ্যালয়
মারিয়াহ্ ইসলাম মীম

গৌরীপুর বালিকা উচ্চ বিদ্যালয়
আমার বিদ্যার আলয়।
গৌরীপুর বালিকা উচ্চ বিদ্যালয়
আমার জ্ঞানের আলয়।

গৌরীপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষকমন্ডলি
আমার জীবনের পথপ্রদর্শক।
আমার উজ্জ্বল ভবিষ্যতের
দিকনির্দেশক।
আমার জীবনের ভাল-মন্দের বিচারক।
পিতা-মাতার পাশাপাশি আমার অভিভাবক।

গৌরীপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের লাইব্রেরির বইগুলি
আমার জ্ঞানের বিকাশক।
আমার উচ্চ শিক্ষা অর্জনের সহায়ক।

গৌরীপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের আঙিনা
পুলকিত করে আমার মন।
গৌরীপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষাব্যবস্থা
আলোকিত করে আমার জীবন।

এই স্কুলে পড়ার আগে জানতাম না কত কিছু
এই স্কুলে পড়তে এসে শিখেছি অনেক কিছু।

গৌরীপুর বালিকা উচ্চ বিদ্যালয়
আমার জীবনের ২য় স্কুল।
এখানেই আমি শুধরেছি
আমার জীবনের অধিকাংশ ভুল।

এই স্কুল শিখিয়েছে আমায়
নম্রতা, ভদ্রতা আর শিষ্টাচার।
এই স্কুল সুন্দর করেছে
আমার আচার ব্যবহার।
এই স্কুল শিখিয়েছে আমায় ন্যায়নিষ্ঠা।
আমাকে মানুষ গড়ার তার দারুন প্রচেষ্টা।

শিক্ষক হলেন মানুষ গড়ার কারিগর।
বিদ্যালয় শিক্ষক আর শিক্ষার্থীর বাড়িঘর।
শিক্ষক আর শিক্ষার্থী মিলে তৈরি হয় একটি পরিবার।
আমাদের এই পরিবারটা বড়ই মজাদার।

গৌরীপুর বালিকা উচ্চ বিদ্যালয়
আমার জীবনের আরেকটি বাড়ি।
এই বাড়ি থেকে একদিন
অন্য কোথাও জমাতে হবে পাড়ি।

এই স্কুলে থাকবো না প্রতিবছর।
থাকবো আর মাত্র একটি বছর।
তারপর আর পাব না এই স্কুলের শিক্ষকদের আদর।

27/07/2025

My second poem....📓

আমরা ধন্য
মারিয়াহ্ ইসলাম মীম

আমরা মানব জাতি
আমরা শ্রেষ্ঠ জাতি।
আমরা মুসলিম জাতি
তাই আমাদের আছে অনেক খ্যাতি।

আমরা মুমিন, মুসলমান
ইসলামের মৌলিক ৭টি বিষয়ে
আমাদের আছে ইমান।
আমরা আশরাফুল মাখলুকাত
আমাদের উপর ফরজ হয়েছে
সালাত আর যাকাত।
আমরা মুসলিম কাওম
আমাদের উপর ফরজ হয়েছে
সাওম।
ইসলামের পঞ্চম রুকন হলো হজ
আর্থিক ও শারিরীক সামর্থ্যবানদের
জীবনে একবার হজ আদায় করা ফরজ।

ইমান, সালাত, সাওম, যাকাত, হজ
ইসলামের ৫টি রুকন।
মুসলিম হতে হলে এই ৫টি রুকন
করতে হবে অনুসরণ।

এই দুনিয়ায় আছে যত ধর্ম
ইসলাম তাদের শ্রেষ্ঠ ধর্ম।
এই দুনিয়ায় আছে যত গ্রন্থ
কুরআন তাদের শ্রেষ্ঠ গ্রন্থ।
এই দুনিয়ায় আছে যত বাণী
কালিমা সবার শ্রেষ্ঠ বাণী।
এই দুনিয়ায় আছে যত সুর
আযানের সুর সবচেয়ে মধুর।
এই দুনিয়ায় ছিল যত নবী ও রাসূল
মুহাম্মাদ (স.) তাদের শ্রেষ্ঠ নবী ও শ্রেষ্ঠ রাসূল।

ধন্য! আমরা ধন্য!
আল্লাহর গোলাম হওয়ার জন্য।
আমরা ধন্য
মুহাম্মাদ (স.) এর উম্মত হওয়ার জন্য।
আমরা ধন্য
ইসলাম ধর্মে জন্মগ্রহণ করার জন্য।
আমরা ধন্য
শ্রেষ্ঠ কিতাব আল-কুরআন পাওয়ার জন্য।

Written by Mariah Islam Mim.

26/07/2025

My poem....📓
বসে আছি
মারিয়াহ্ ইসলাম মীম

খোলা আকাশের নিচে
বসে আছি সমুদ্রের কাছে।
খোলা আকাশের নিচে
বসে আছি পাহাড়ের পাশে।

বিকেলের স্নিগ্ধ বাতাসে
বসে আছি উঠানের ঘাসে।
শঙ্খচিল শালিকের বেশে
বসে আছি বাংলার কোল ঘেঁষে।
ভোরের কাক সেজে
বসে আছি কার্তিকের নবান্নের দেশে।
কলমির গন্ধভরা জলে ভেসে
বসে আছি বাংলার নদীর মাঝে।
নীল গগনের বসনে শীতের শেষে
বসে আছি রাত জাগা চাঁদের কাছে।

বাংলাকে ভালোবেসে
বসে আছি বাংলার প্রকৃতির মাঝে।
লেখা নাই ইতিহাসে
বসে আছি বাংলার প্রকৃতির মাঝে।

জন্মভূমি মা আমার-
রেখো মোরে ইতিহাসে
শহীদের স্মৃতিস্তম্ভের পাশে
এই মিনতি করি তোমার কাছে
এতে যে আমার অমরত্ব আছে।

The poet of this poem is Mariah Islam Mim.I wrote the poem when I was class 8.

22/07/2025

Thank you all for supporting me 🥰🥰🥰

Address

Noakhali Sadar Upazila

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mim's creation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share