09/08/2025
১৫ ই আগস্ট মানে
মারিয়াহ ইসলাম মীম
১৫ ই আগস্ট মানে
বাঙালি জাতি শোকাহত।
১৫ ই আগস্ট মানে
বাঙালি জাতি মর্মাহত।
১৫ ই আগস্ট মানে
গৌরবময় এক ইতিহাসের আবির্ভাব।
১৫ ই আগস্ট মানে
এক বুক শোকের প্রাদুর্ভাব।
মনে পড়ে ৭৫ এর ১৫ ই আগস্টের
সেই নির্মম হত্যাকাণ্ডের কথা।
মনে পড়া মাত্রই কেঁপে ওঠে
বাঙালি জাতির হৃদয়ের পাতা।
কী হয়েছিল সেই ভয়াবহ কাল রাত্রিতে?
কী হয়েছিল সেদিন ধানমন্ডির ৩২ নম্বর বাড়িতে?
নিস্তব্ধ নিঝুম রাতে হঠাৎ
ভেসে উঠলো আর্তনাদ।
লাল রক্তে রঞ্জিত হলো
পুরো শেষ প্রাসাদ।
ক্ষুধার্ত ব্যাঘ্রের মতো কুখ্যাত হায়না
ছুটে এসেছিল ৩২ নম্বর বাড়িতে।
শেখ পরিবার নিহত হলো
সেই কুখ্যাত হায়নাদের হাতে।
হায়নারা তাদেরকে খুন করলো
সবাই মিলে হেসে হেসে।
এমন ভয়াবহ কাল রাত্রি
নেই কোন ইতিহাসে।
১৫ ই আগস্ট মানে
সারা দেশের পতাকা হয়ে যায় নত।
১৫ ই আগস্ট মানে
বিনম্র শ্রদ্ধা আর সম্মান বুকে আছে যত।