01/11/2025
৫ই আগস্টের পর থেকে দেশে কোনো নিরাপত্তা নাই
---
ইউনূসের মেটিকুলাস ডিজাইনে জুলাই ষড়যন্ত্র ও সরকার পতন বাংলাদেশকে একটি জল্লাদখানায় রুপান্তরিত করেছে। ৫ আগস্টের পর বাংলাদেশ বনে গিয়েছিলো কারবালার ময়দান, দেশে সবচেয়ে বেশি অনিরাপত্তায় ছিলো নারী সমাজ। বিশেষ করে সংখ্যালঘু নারীরা নিজেদের সম্ভ্রম রক্ষা নিয়ে ছিলেন প্রচন্ড আতঙ্কিত। হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের মতে ২০২৪ সালের, ৪ আগস্ট থেকে ২০ আগস্ট পর্যন্ত ২ হাজার ১০টি সাম্প্রদায়িক সহিংসতার ঘটনার মধ্যে ৪ টি ধর্ষণ/গণধর্ষণের মত ঘটনা ঘটেছে।এছাড়াও দেশব্যাপী আওয়ামী লীগ নেতা-কর্মী খুন, পুলিশ-ছাত্র-জনতা হত্যা, ধর্ষণ-চাঁদাবাজি, মব-সন্ত্রাস সহ বর্বরতার এমন কোন স্তর নেই যারা নিচে বাংলাদেশকে নামায়নি ইউনূস গং৷ ৩২০০ জন পুলিশ হত্যার বিচার তো দূরের কথা, এই সংখ্যাটিকেই অস্বীকার করেছে অবৈধ-ফ্যাসিস্ট ইউনূস গং।
দেশে মানুষের নিরাপত্তার পাশাপাশি সংকটে খাদ্যের অধিকারও। অর্থনীতি ধ্বংসের ফলে রোজগার কমেছে মেহেনতি নাগরিকদের, ফলে মানুষের মধ্যে বেড়েছে দারিদ্র্যতা, খাদ্যের অনিশ্চয়তা। এক কথায় বাংলাদেশটাকে ধ্বংস করে অচল করে দিয়েছে ইউনূস। এই নৈরাজ্যকর পরিস্থিতিতে দেশের জনগণের আশঙ্কা ভবিষ্যতে আরো ভয়াবহ পরিস্থিতি অপেক্ষা করছে? কি হতে যাচ্ছে সামনে? ফ্যাসিস্ট ইউনূসের অপশাসনে দেশে প্রতিদিন গড়ে খুন হচ্ছে ১১ জন করে, এই সংখ্যা বেড়ে আর কত তাজা প্রাণের বলি দিতে যাচ্ছে ইউনূসের অবৈধ-খুনি সরকার?