Noakhali All-Rounder

Noakhali All-Rounder বৃহত্তর নোয়াখালীর ইতিহাস-ঐতিহ্য ও সংস্কৃতিকে বিশ্বদরবারে তুলে ধরতে আমরা বদ্ধপরিকর

07/09/2025

নোয়াখালীর সূবর্ণচর উপজেলার খাসের হাট রাস্তার মাথার দক্ষিণ পাশে নজির উল্ল্যা সারেং বাড়ি থেকে গতকাল(০৬/০৯/২০২৫ ইং) থেকে একটি গাভী ও বাচুর এবং একটি ষাঁড় গরু চুরি হয়েছে। গাভীটির গায়ের রং খয়রি এবং বাছুর ও ষাঁড়ের রং কালো। কেউ সন্ধান দিলে তাকে উপযুক্ত সম্মান করা হবে। +8801869071961

06/09/2025

পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবীর শুভেচ্ছা

ঈদ-ই-মিলাদুন্নবী হলো একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ইসলামিক উৎসব যা বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও ওফাত দিবস স্মরণে পালিত হয়। এটি প্রতি বছর আরবি মাস রবিউল আউয়াল-এর ১২ তারিখ পালিত হয়। 'ঈদ' শব্দের অর্থ আনন্দ বা উৎসব, 'মিলাদ' অর্থ জন্ম, এবং 'নবী' অর্থ রাসূল বা বার্তাবাহক। তাই, ঈদ-ই-মিলাদুন্নবীর আক্ষরিক অর্থ হলো নবীর জন্মদিন বা জন্মোৎসব।
এই দিনটি মুসলিম উম্মাহর জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণৃময় দিন।

06/09/2025

চন্দ্রগঞ্জ কলেজ গেটে আনন্দ বাস খালে পড়ে এখন পর্যন্ত অনেক মানুষ নিখোঁজ। খালে পানির গভীরতা ও স্রোত বেশি থাকায় বাস পানির নিচে তলিয়ে যায়। উদ্ধার কাজ চলমান।

04/09/2025

নোয়াখালী প্রধান সড়কে রং সাইডে গাড়ি চালানোর প্রবণতা বেড়েছে এতে করে প্রতিনিয়ত দুর্ঘ"টনায় নি''হত ও আ'হতের সংখ্যা বাড়ছে।

তীব্র তাপদাহের পরে নোয়াখালীতে স্বস্তির বৃষ্টি।
01/09/2025

তীব্র তাপদাহের পরে নোয়াখালীতে স্বস্তির বৃষ্টি।

মিথ্যার কারখানা পরিদর্শনউপজেলা নির্বাহী অফিসার, বেগমগঞ্জ, নোয়াখালী একটি প্রতিষ্ঠান প্রধান ও কিছু অসাধু শিক্ষক কিভাবে এক...
01/09/2025

মিথ্যার কারখানা পরিদর্শন
উপজেলা নির্বাহী অফিসার, বেগমগঞ্জ, নোয়াখালী

একটি প্রতিষ্ঠান প্রধান ও কিছু অসাধু শিক্ষক কিভাবে একটি প্রতিষ্ঠান ধ্বংস করতে পারে তা শরীফপুর ইউনিয়ন এর দারুল ফালাহ দাখিল বালিকা মাদ্রাসায় গেলে দেখতে পারবেন। প্রতিষ্ঠানটিতে ১৫ জন এমপিও ভুক্ত শিক্ষক ও কর্মচারী রয়েছে। গতবছর এই প্রতিষ্ঠান থেকে ৪ জন শিক্ষার্থী দাখিল পরীক্ষায় অংশগ্রহণ করে সবাই ফেল করে।

সরেজমিনে গিয়ে দেখা যায় একটি মুরগি/গরুর খামারে ক্লাস চলছে। প্রতি শ্রেণীর জন্য বরাদ্দ ১ টি বা সর্বোচ্চ ২ টি বেঞ্চ। এই প্রতিষ্ঠানের শিক্ষকরা কয়েকমাস আগে উপজেলায় দেখা করতে আসলে তাদের কতজন শিক্ষার্থী রয়েছে তার তথ্য দিতে বললে কেউ বলতে পারে নি। পরীক্ষার রেজাল্ট খারাপ হওয়ার পর তাদের কোন ক্লাসে কতজন শিক্ষার্থী রয়েছে তার তালিকা জমা দিতে বললে তারা প্রায় ২৪০ জনের তালিকা দেয়। সরেজমিনে গিয়ে তৃতীয় শ্রেনী থেকে ১০ ম শ্রেণী পর্যন্ত মাত্র ২৭ জন শিক্ষার্থীকে পাওয়া যায়। শিক্ষার্থীদের শিক্ষকরা মিথ্যা বলা শিখিয়েছে। শিক্ষক ও শিক্ষার্থী রা সকলে অবলিলায় মিথ্যা বলে। তাদের প্রতিটি কথাই মিথ্যা।

এই প্রতিষ্ঠান প্রধান প্রতিষ্ঠানটি এমপিও ভুক্তির সময় মিথ্যার আশ্রয় নিয়েছিল। টাকার বিনিময়ে যারা প্রতিষ্ঠাকালীন ছিল তাদের বাদ দিয়ে অন্যদের নিয়োগ দেয়। নিজস্ব জায়গা নিয়েও সমস্যা আছে। এলাকার মানুষের সাথেও সম্পর্ক খারাপ।

একটি ধর্মীয় প্রতিষ্ঠান মিথ্যার উপর ভর করে কখনো চলা উচিত নয়। এধরনের প্রতিষ্ঠানের কারণে অন্যদের বদনাম হয়। এমপিও নীতিমালা অনুযায়ী দায়ী সকলের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেয়া হবে।

নোয়াখালী মাইজদী পৌর বাজার ভ্রাম্যমাণ আদালতের গাড়ি ভাং''চুর করে ও সড়ক অবরোধ করে উত্তেজিত জনতা।বিস্তারিত আসছে
01/09/2025

নোয়াখালী মাইজদী পৌর বাজার ভ্রাম্যমাণ আদালতের গাড়ি ভাং''চুর করে ও সড়ক অবরোধ করে উত্তেজিত জনতা।
বিস্তারিত আসছে

31/08/2025

কোলাহল মুক্ত প্রাকৃতিক পরিবেশে কেয়ার রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টার, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সড়ক সোনাপুর নোয়াখালী। Restaurant And Party Center | Sonapur

29/08/2025

দিনের নোয়াখালী যতটা না সুন্দর, রাতের নোয়াখালী তার চেয়ে বেশি সুন্দর! 😯

কনটেন্ট নির্মাতা তৌহিদ আফ্রিদিকে গ্রে''ফতার করেছে সিআইডি
24/08/2025

কনটেন্ট নির্মাতা তৌহিদ আফ্রিদিকে গ্রে''ফতার করেছে সিআইডি

19/08/2025

#বেকার্স টাউন।
বেকার্স টাউনে রয়েছে ফাস্টফুড আইটেম, ডেজার্ট আইটেম, বেকারি আইটেম, মিষ্টি এবং নানান স্বাদের বার্থডে কেক!
টার্কিস ডেজার্ট আইটেম #মাহালাবিয়া খেয়ে অনেকে তুলেছেন তৃপ্তির ঢেঁকুর!
টাউন হল মোড়,মাইজদী কোর্ট, নোয়াখালী

18/08/2025

ভোজন রসিকদের কাছে জনপ্রিয় রেস্টুরেন্ট বার্গার স্টেশন
১৭ই আগস্ট থেকে বার্গার স্টেশন চালু করল পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার!

Address

Maijdee, Sadar, Noakhali
Noakhali Sadar Upazila
3800

Alerts

Be the first to know and let us send you an email when Noakhali All-Rounder posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Noakhali All-Rounder:

Share