Noakhali All-Rounder

  • Home
  • Noakhali All-Rounder

Noakhali All-Rounder বৃহত্তর নোয়াখালীর ইতিহাস-ঐতিহ্য ও সংস্কৃতিকে বিশ্বদরবারে তুলে ধরতে আমরা বদ্ধপরিকর

ঢাকার মালিবাগ থেকে যুবক নিখোঁজ, সন্ধান চেয়ে পরিবারের আকুতি।রাজধানীর মালিবাগ এলাকা থেকে নাইমুর রহমান সিফাত (২৯) নামের এক ...
20/07/2025

ঢাকার মালিবাগ থেকে যুবক নিখোঁজ, সন্ধান চেয়ে পরিবারের আকুতি।

রাজধানীর মালিবাগ এলাকা থেকে নাইমুর রহমান সিফাত (২৯) নামের এক যুবক নিখোঁজ হয়েছেন। গত ১৯ জুলাই ২০২৫, শুক্রবার সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে তিনি নিখোঁজ হন বলে জানিয়েছেন তার স্ত্রী।

নিখোঁজ সিফাত ল্যাপটপ সার্ভিসিং দোকানে (মাল্টিপ্লান মার্কেট) যান ল্যাপটপ মেরামতের জন্য। দোকান থেকে বেরিয়ে বাসায় ফেরার কথা থাকলেও তিনি আর বাড়ি ফেরেননি। সন্ধ্যার কিছুক্ষণ পর তার স্ত্রীকে ফোন করে জানান, “আমি এখন মালিবাগে আছি।” সেটাই ছিল তার শেষ কথোপকথন। এরপর থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছে এবং পরিবারের পক্ষ থেকে তাকে আর খুঁজে পাওয়া যায়নি।

নিখোঁজ সিফাতের সাথে ছিল: ১ টি মোবাইল ফোন,২ টি ল্যাপটপ,কিছু নগদ অর্থ।

সিফাত নোয়াখালীর চাটখিল উপজেলার খিলপাড়া ইউনিয়নের ৮নং ওয়ার্ড বাদুলী মোল্লা পওন খাস বাড়ির নুর নবী সন্তান ।বর্তমানে তিনি স্ত্রীসহ ঢাকার খিলগাঁওয়ের তিলপাপাড়ায় বসবাস করতেন।

তার স্ত্রী তানজিলা আক্তার (আনঞ্জুমান জারা) জানিয়েছেন, তারা নিকটস্থ থানা ও পরিচিত জায়গাগুলো খুঁজে দেখেছেন, তবে এখন পর্যন্ত তার কোনো খোঁজ পাওয়া যায়নি। ঘটনায় উদ্বিগ্ন স্বজনরা তার সন্ধান পেতে সাধারণ মানুষের সহায়তা কামনা করেছেন।

যদি কেউ নাইমুর রহমান সিফাতকে দেখে থাকেন বা তার সম্পর্কে কোনো তথ্য পান,নিম্নোক্ত নম্বর দুটিতে যোগাযোগ করতে অনুরোধ করা যাচ্ছে: ০১৭৪৩০৪২৭৫২, ০১৭১৬২৩২৪৭৩

পরিবার বলছে, “সিফাতের মতো একজন শান্ত ও দায়িত্ববান মানুষ হঠাৎ করে এভাবে নিখোঁজ হয়ে যাওয়ায় আমরা চরমভাবে আতঙ্কিত ও দুশ্চিন্তায় আছি।

19/07/2025

এখনো নোয়াখালীর কোন এলাকাগুলো জলাবদ্ধতায় নিমজ্জিত?
যেখানে এখনো প্রশাসন কোন ব্যবস্থা নেয়নি অবৈধ বাঁধ বা দখলদারির বিরুদ্ধে।

ছবিটা নোয়াখালী সদর উপজেলার সেনাপুর বাজারের সোনাপুর টু নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সড়কের। ছবিতে ক্লিয়ার ...
19/07/2025

ছবিটা নোয়াখালী সদর উপজেলার সেনাপুর বাজারের সোনাপুর টু নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সড়কের। ছবিতে ক্লিয়ার দেখা যাচ্ছে রাস্তার ৫০ শতাংশ সিএনজি আর হকারদের দখলে। পাশের খাল যেন অফিসিয়াল ডাস্টবিন! একটি ভার্সিটি রোড এবং আরেক উপজেলায় পৌঁছানোর জনগুরুত্বপূর্ণ সড়কের এমন অবস্থা মানা যায়না। এই সড়ক দিয়ে যাতায়াতকারীদের যাওয়ার সময় নাক বন্ধ করে রাখতে হয়। তার উপর জ্যাম তো নিত্যদিনের সঙ্গী। অথচ প্রশাসন যেন নির্বিকার!

নোয়াখালী চৌমুহনী গোলাবাড়িয়ায় মাছ বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ অ/ভি/যান পরিচালনা করে প্রশাসন।
18/07/2025

নোয়াখালী চৌমুহনী গোলাবাড়িয়ায় মাছ বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ অ/ভি/যান পরিচালনা করে প্রশাসন।

18/07/2025

নদী গর্ভে হারিয়ে যাওয়া প্রাচীন এক মসজিদ নোয়াখালী জেলা জামে মসজিদ।

১৮৪১ সালে পুরাতন নোয়াখালী শহরে মরহুম ইমাম উদ্দিন সওদাগর নিজের জমিতে এই জামে মসজিদটি স্থাপন করেছিলেন। মূল নোয়াখালী শহর মেঘনা নদীগর্ভে বিলীন হয়ে যাবার সময় সেই মসজিদটিও নদীগর্ভে চিরতরে হারিয়ে যায়। পুরাতন নোয়াখালী শহর নদীগর্ভে বিলীন হয়ে যাবার পরে মাইজদীতে নতুন শহর গড়ার সময়কালে ১৯৫০ সালে বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যাক্তিগত আর্থিক সহায়তায় নোয়াখালী জেলা জামে মসজিদ পুনঃনির্মাণ করা হয়।

17/07/2025

নোয়াখালীতে দিনে দুপুরে বাসায় চু*রি
ভিক্ষুকের ছদ্মবেশে চু*রি! চেনেন কেউ এই মহিলাকে? যদি কেউ এই মহিলাকে চিনে থাকেন বা কোথাও দেখেন, তাহলে তথ্য দিয়ে সহায়তা করুন: 📞 01884228663📝 বিষয়টি ইতোমধ্যে সদর থানায় সাধারণ ডায়েরিভুক্ত হয়েছে।

নোয়াখালী মাইজদী টাউন হল মোড়ে অবস্থিত স্পার্ক গিয়ারে কিছু সংখ্যক লোক নিয়োগ দিবে আগ্রহীরা যোগাযোগ করতে পারেন।
15/07/2025

নোয়াখালী মাইজদী টাউন হল মোড়ে অবস্থিত স্পার্ক গিয়ারে কিছু সংখ্যক লোক নিয়োগ দিবে আগ্রহীরা যোগাযোগ করতে পারেন।

14/07/2025

প্রবল বর্ষণে জলাবদ্ধতায় নোয়াখালীর লাখো মানুষ। চলমান এই দুর্ভোগ-দুর্দশা লাগোবে নোয়াখালীর প্রশাসনের তত্ত্বাবধানে চলছে অবৈধ বাঁধ কাটা ও খাল দখল মুক্ত করণ কার্যক্রম।
স্থান : কালাদরাপ-চরমটুয়ার সীমানায়, ১৪ জুলাই ২০২৫
ভিডিও: মোহাম্মদ সাইফুজ্জামান।

উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় লঘু চাপ সৃষ্টি হয়েছে। ফলে সমুদ্র বন্দর সমূহে ০৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দ...
14/07/2025

উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় লঘু চাপ সৃষ্টি হয়েছে। ফলে সমুদ্র বন্দর সমূহে ০৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

নোয়াখালি বিপিএলে দল পাক সেটা চান ফরচুন বরিশালের মালিক মিজানুর রহমান..নোয়াখালিকে বিপিএলে ওয়েলকাম জানিয়েছেন ফরচুন বরিশালে...
13/07/2025

নোয়াখালি বিপিএলে দল পাক সেটা চান ফরচুন বরিশালের মালিক মিজানুর রহমান..

নোয়াখালিকে বিপিএলে ওয়েলকাম জানিয়েছেন ফরচুন বরিশালের মালিক মিজানুর রহমান। তার বিশ্বাস নোয়াখালি দল পেলে বিপিএল আরো জমজমাট হয়ে উঠবে। কথার লড়াই চলবে মাঠে ও বাহিরে৷

আপনিও কি চান নোয়াখালি দল পাক..?
জানিয়ে দিন আপনার মতামত।

নোয়াখালীর খাল গুলো অ/বৈধ দ/খল মুক্ত করার পর আবার যেন দখল না হয়, সে জন্য প্রশাসন ও স্থানীয়দের সমন্বয়ে শ/ক্তি শালী মনিটরিং...
13/07/2025

নোয়াখালীর খাল গুলো অ/বৈধ দ/খল মুক্ত করার পর আবার যেন দখল না হয়, সে জন্য প্রশাসন ও স্থানীয়দের সমন্বয়ে শ/ক্তি শালী মনিটরিং সে/ল গঠন করার দাবী নোয়াখালীবাসীর।

জলাবদ্ধতায় নোয়াখালীবাসীর দুর্ভোগ-দূর্দশা লাগবে খাল অবৈধ দখল মুক্ত করার জন্য প্রস্তুত সেনাবাহিনীর সদস্যরা। যে কোন সময় অভ...
13/07/2025

জলাবদ্ধতায় নোয়াখালীবাসীর দুর্ভোগ-দূর্দশা লাগবে খাল অবৈধ দখল মুক্ত করার জন্য প্রস্তুত সেনাবাহিনীর সদস্যরা। যে কোন সময় অভিযান!

Address


Alerts

Be the first to know and let us send you an email when Noakhali All-Rounder posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Noakhali All-Rounder:

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share