Freelancer Abdul Hakim

Freelancer Abdul Hakim I am freelancer and Student . I work on digital marketing at Fiber. I provide all social media service.

জরুরী ভিত্তিতে মাসিক 𝟭𝟬𝟬𝟬 থেকে 𝟱𝟬𝟬𝟬 Taka চুক্তিতে কিছু LinkedIn একাউন্ট ভাড়া নেওয়া হচ্ছে।--আগ্রহীরা ইনবক্সে যোগাযোগ কর...
14/03/2025

জরুরী ভিত্তিতে মাসিক 𝟭𝟬𝟬𝟬 থেকে 𝟱𝟬𝟬𝟬 Taka চুক্তিতে কিছু LinkedIn একাউন্ট ভাড়া নেওয়া হচ্ছে।
--আগ্রহীরা ইনবক্সে যোগাযোগ করুন 📥

বিঃ দ্রঃ এ্যকাউন্ট এর বয়স কমপক্ষে ১ বছর হতে হবে হতে হবে এবং একাউন্টে 200/ 500 কানেকশন থাকতে হবে।

জরুরী ভিত্তিতে মাসিক ৫০০ থেকে ৩০০০ Taka চুক্তিতে কিছু Linkedin একাউন্ট ভাড়া নেওয়া হচ্ছে।--আগ্রহীরা ইনবক্সে যোগাযোগ করু...
14/02/2025

জরুরী ভিত্তিতে মাসিক ৫০০ থেকে ৩০০০ Taka চুক্তিতে কিছু Linkedin একাউন্ট ভাড়া নেওয়া হচ্ছে।
--আগ্রহীরা ইনবক্সে যোগাযোগ করুন 📥

বিঃ দ্রঃ এ্যকাউন্ট এর বয়স কমপক্ষে ১ বছর হতে হবে হতে হবে এবং একাউন্টে 100+ কানেকশন থাকতে হবে।

20/05/2024

যুগ কত এগিয়ে আর আপনি শুধু রিল দেখে সময় পার করছেন!

দেখেন তো ভিড়িও প্রতিদিন আপনার চোখে পরে কিনা। কিন্তু আপনি জানেন না এটা দিয়ে ইনকাম করা যাই!

ব্যানার চোখে পড়ে!
এটাকে দিয়ে ডিজাইন করে ইনকাম করে মানুষ।

ডাটা অন করেন বাবার পকেট থেকে টাকা নিয়ে। কিন্তু অনেকে তা দিয়ে ইনকাম করছে।

প্রতিদিন নিউজপিড দেখে অন্যের সফলতা দেখে কি লাভ নিজের জন্য সময়টা ব্যায় করুন।

আপনার সময় যাক দক্ষতা অর্জনে আপনার স্কিল হোক আপনার স্বপ্ন পূরণের হাতিয়ার।

@ফ্রিলান্সার।
মার্কেটার....
ডিজাইনার/ডিজিটাল মার্কেটার।


💸৫ টি জনপ্রিয় অনলাইন আয়ের মাধ্যম:১. ফ্রিল্যান্সিং: আপনার যদি কোনো দক্ষতা থাকে, যেমন লেখা, ডিজাইন, ডেভেলপমেন্ট, মার্কেটি...
06/05/2024

💸৫ টি জনপ্রিয় অনলাইন আয়ের মাধ্যম:

১. ফ্রিল্যান্সিং: আপনার যদি কোনো দক্ষতা থাকে, যেমন লেখা, ডিজাইন, ডেভেলপমেন্ট, মার্কেটিং, বা অন্য কিছু, তাহলে আপনি ফ্রিল্যান্সিং করে অনলাইনে আয় করতে পারেন। অনেক ওয়েবসাইট আছে যেখানে আপনি ক্লায়েন্ট খুঁজে পেতে পারেন, যেমন Upwork, Fiverr, Freelancer. com ইত্যাদি।

২. ব্লগিং এবং অ্যাফিলিয়েট মার্কেটিং: আপনি যদি লেখালেখি পছন্দ করেন, তাহলে আপনি একটি ব্লগ শুরু করতে পারেন এবং অ্যাফিলিয়েট মার্কেটিং এর মাধ্যমে আয় করতে পারেন। অ্যাফিলিয়েট মার্কেটিং এ, আপনি অন্য কোম্পানির পণ্য বা পরিষেবার প্রচার করেন এবং প্রতিটি বিক্রির জন্য একটি কমিশন পান।

৩. সোশ্যাল মিডিয়া মার্কেটিং: অনেক ব্যবসা এখন তাদের সোশ্যাল মিডিয়া প্রচারণা পরিচালনা করতে সাহায্য করার জন্য ফ্রিল্যান্সার বা এজেন্সি নিয়োগ করে। আপনি যদি সোশ্যাল মিডিয়ায় দক্ষ হন, তাহলে এই কাজটি করতে পারেন।

৪. ইউটিউব: আপনি যদি ভিডিও তৈরি করতে ভালোবাসেন, তাহলে আপনি একটি ইউটিউব চ্যানেল শুরু করে আয় করতে পারেন। আপনি বিজ্ঞাপন, স্পনসরশিপ, এবং অ্যাফিলিয়েট মার্কেটিং এর মাধ্যমে আয় করতে পারেন।

৫. ই-কমার্স: আপনি নিজস্ব পণ্য বিক্রি করে একটি অনলাইন স্টোর শুরু করতে পারেন, অথবা আপনি ড্রপশিপিং করতে পারেন। ড্রপশিপিং এ, আপনি কোনো পণ্য স্টক না করেই অন্য কোম্পানির পণ্য বিক্রি করেন।

এই তালিকা ছাড়াও আরও অনেক অনলাইন আয়ের মাধ্যম আছে। আপনার দক্ষতা ও আগ্রহ অনুযায়ী উপযুক্ত মাধ্যম বেছে নিলে ভালো করা সম্ভব।

📍কিছু টিপস:
• দক্ষতা অর্জন: আপনার পছন্দের ক্ষেত্রে দক্ষতা অর্জন করুন। অনলাইনে অনেক ফ্রি ও পেইড কোর্স আছে যেগুলো থেকে শিখতে পারেন।
• পোর্টফোলিও তৈরি: আপনার কাজের নমুনা দিয়ে একটি পোর্টফোলিও তৈরি করুন।
• মার্কেটিং: নিজেকে মার্কেটিং করুন। বিভিন্ন ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মে যোগ দিন এবং সোশ্যাল মিডিয়ায় নিজেকে প্রচার করুন।
• ধৈর্য ধরুন: অনলাইনে আয় শুরু করতে কিছু সময় লাগতে পারে। ধৈর্য ধরুন এবং কঠোর পরিশ্রম করুন।

25/04/2024

#ঘরে বসে আয়ের লোভে নিঃস্ব হচ্ছে তরুণ সমাজ 😥
এগুলোতে পা না দিয়ে নিজের স্কিল ডেভেলপ করুন


Admission Going OnFor More Information Plz Inbox OR What's app :01867003968
22/04/2024

Admission Going On
For More Information
Plz Inbox OR What's app :01867003968

Admission Going OnFor More Information Plz Inbox OR What's app :
17/03/2024

Admission Going On
For More Information
Plz Inbox OR What's app :

ফাইভার এ নতুন মোবাইল অ্যাপ সংস্করণে লেভেল সিস্টেম আপডেট চালু হচ্ছে।আপনি আপনার অ্যাপ আপডেট না করা পর্যন্ত কিছু প্রযুক্তিগ...
14/03/2024

ফাইভার এ নতুন মোবাইল অ্যাপ সংস্করণে লেভেল সিস্টেম আপডেট চালু হচ্ছে।
আপনি আপনার অ্যাপ আপডেট না করা পর্যন্ত কিছু প্রযুক্তিগত সমস্যার সম্মুখীন হতে পারেন।
আপডেট করা অ্যাপ সংস্করণটি সমস্ত সিস্টেম ক্লায়েন্টের জন্য চালু হচ্ছে। ধৈর্য ধরুন এবং ROCK করার জন্য প্রস্তুত হন।

14/03/2024

HSC পরিক্ষা শেষ হওয়ার পরে কারা ফ্রিল্যান্সিং এর কাজ শিখতে আগ্রহী।

তাদেরকে দেখতে চাই? ✋

🔰 (১) ফ্রিল্যান্সিং কী❓
উ: ফ্রিল্যান্সিং হলো স্বাধীন বা মুক্তপেশা। যদি নিজের মনের ভাষায় বলতে চাই তাহলে এর অর্থ দাড়ায়:- আমরা কোনো প্রতিষ্ঠানের আওতায় না থেকে নিজের ইচ্ছে মতো যেকোনো সময় অর্থের বিনিময়ে যে কাজ করি তাকেই মুলত ফ্রিল্যান্সিং বলে।
🔰 (২)ফ্রিল্যান্সিং কেনো করব❓
উ: আমাদের জীবনে চলার পথে অর্থের💸প্রয়োজন। আর অর্থ আয়ের জন্য ফ্রিল্যান্সিং হতে পারে খুব ভালো একটি সুযোগ।
🔰 (৩)ফ্রিল্যান্সিং করতে কি কি প্রয়োজন❓
উ: ফ্রিল্যান্সিং করার জন্য লাগে ল্যাপটপ 💻 অথবা একটি স্মার্ট ফোন📱।
🔰 (৪)ফোন দিয়ে কী ফ্রিল্যান্সিং করতে পারব❓
উ: হ্যাঁ, অবশ্যই পারবেন। আপনার হাতে থাকা স্মার্ট ফোন দিয়ে কাজ করতে পারবেন।
🔰 (৫) আমি কি ফ্রিল্যান্সিং করতে পারব❓
উ: হ্যাঁ, অবশ্যই পারবেন। কেনো পারবেন না একজন চটপটি বিক্রেতা যদি সফল ফ্রিলান্সার হতে পারে তাহলে আপনি কেনো পারবেন না☹️। আপনিও পারবেন। তাহলে আর দেড়ি কেনো। শুরু করে দিন আজকে এখনই। কারন আজ আপনি বসে কিছু আনন্দ পওয়ার জন্য সময় নষ্ট করবেন আর আপনার বন্ধু সেই সময়টা কাজে লাগিয়ে এগিয়ে যাবে।

বিস্তারিত জানতে ইনবক্স করুন।

“Don’t waste your time. Let’s start your freelancing life”





Everyone

আলহামদুলিল্লাহ 🥰 আলহামদুলিল্লাহ🥰সম্পূর্ণ ফ্রিতে ৩৫ জন কোরআন হাফেজ ভাইদের নিয়ে ফ্রিল্যান্সিং যাএা শুরু করেছি সবাই দোয়া কর...
14/03/2024

আলহামদুলিল্লাহ 🥰 আলহামদুলিল্লাহ🥰
সম্পূর্ণ ফ্রিতে ৩৫ জন কোরআন হাফেজ ভাইদের নিয়ে ফ্রিল্যান্সিং যাএা শুরু করেছি সবাই দোয়া করবেন।
ইনশাআল্লাহ একদিন এই হাফেজ ভাইয়েরা অনলাইন সেক্টরে রাজত্ব করবে ফ্রিল্যান্সিং এর মাধ্যমে
#কোরআন #হাফেজ #মাদ্রাসা

আসসালামু আলাইকুম❣️সকল  #কুরআনের হাফেজ ভাইদের জন্য সুখবর 📢পবিত্র মাহে  #রমজান উপলক্ষে ২০ জন কুরআনের  #হাফেজদেরকে সম্পুর্ন...
11/03/2024

আসসালামু আলাইকুম❣️
সকল #কুরআনের হাফেজ ভাইদের জন্য সুখবর 📢

পবিত্র মাহে #রমজান উপলক্ষে ২০ জন কুরআনের #হাফেজদেরকে সম্পুর্ন ফ্রিতে (Basic to Advanced) পর্যন্ত ফ্রিল্যান্সিং শিখানো হবে।
যারা #ফ্রিল্যান্সিং করতে চাচ্ছেন কিন্তু টাকার সমস্যার কারণে করতে পারছেন না শুধু তাদেরকে সুযোগ দেওয়া হবে।

✅ ফ্রিল্যান্সিং করার জন্য যা প্রয়োজন :
১/ স্মার্ট ডিভাইস / ল্যাপটপ/ডেক্সটপ
২/ইন্টারনেট কানেকশন
৩/ইচ্ছা শক্তি

🗓️ ১২ মার্চ থেকে ১৩ মার্চের মধ্যে যারা আগে রেজিষ্ট্রেশন করবেন তাদেরকে সুযোগ দেওয়া হবে।

#রেজিষ্ট্রেশন করতে নিচের দেওয়া নিয়মে সকল তথ্য দিয়ে কমেন্ট করুন👇👇

নাম:
মোবাইল :
মাদ্রাসা নাম:
অভিভাবকের নাম্বার :
ঠিকানা :

বিঃ দ্রঃ যারা হাফেজ তারা যেন সুযোগ পায় বেশি বেশি করে শেয়ার করেন।

08/03/2024

Address

Noakhali

Telephone

+8801867003968

Website

Alerts

Be the first to know and let us send you an email when Freelancer Abdul Hakim posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Freelancer Abdul Hakim:

Share