26/09/2025
দোকানে গেলে যখন সুতা কিনি, তখন আমার খুব একটা উদ্দেশ্য থাকে না যে, এটা দিয়ে কি তৈরি করব । কারণ । একটা সুতা দিয়ে অনেকগুলো জিনিস এর প্র্যাকটিস করি এরপরে ভিডিও দেখতে দেখতে যে কোন একটা কাজ পছন্দ হয়। তখন সে কাজটা করা শুরু করি ।এরপর যখন সুতার প্রয়োজন হয় ,দোকানে আবার কিনতে যাই, তখন সেইম কালার আর পাওয়া যায় না ।
ছবিতে আমার কাজের সুতা হচ্ছে হালকা গোলাপি কালারের গোলাপি । আর দোকানে গিয়ে পেলাম কাছাকাছি মিষ্টি কালার । একেবারে ১৯/২০ তো হয়নি ,১৫/ ২০ হয়ে গেছে🥹🥹 ।
কি আর করার !! শেষ করার তাগিদে কিনে নিয়ে আসলাম । কারণ দোকানে আবার কবে নতুন সুতা আসবে সেটা দোকানী নিজেও জানেনা ।😢😢