
17/07/2022
Confession No. : 002
Confession :
From : সেটা না জানাই থাক
To : Arifin Adnan
Class : Inter 1st Year
Session : 2021-22
Group : Science
প্রিয়, তোমাকে প্রথম দেখেছিলাম অর্ধবার্ষিক পরীক্ষার সময়। তোমার হাসিটা তো জাস্ট সেই। সত্যি বলতে সেদিন তোমার হাসিটা দেখেই তোমার দিকে চোখ পড়েছিল। আর তারপর.................🙈🙈🙈
I fall in love with you😍😍
অনেকদিন তোমায় দেখি না।
আমি সাধারণত কলেজে কম যাই।
কিন্তু এখন আর মিস দেওয়ার প্রশ্নই ওঠে না।
এই দুই দিনও গিয়েছি।
আগামীকালও যাবো।
পারলে কালকে সকালে ১ম ক্লাসের পরে কলেজ গেইটের সামনে একটু অপেক্ষা করো।
তোমার সামনে গিয়ে তোমাকে বলতে পারবো না ভালোবাসি তোমাকে কিন্তু দূর থেকে হলেও তোমাকে আর তোমার সেই হাসিটাকে তো দেখতে পারবো।
ইতি,
তোমার প্রিন্সেস👰