16/06/2025
Update: গতকাল রাতে ই*জ্রাইলের অবস্থা খারাপ করে দিল ইরা*ন
সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়েছে, ইসরা #য়েল প্রথম দিনেই ই*রানের প্রতিরক্ষা ব্যবস্থা হ্যাক করে একটি বড় ধরনের বিমান হামলা চালায়। এই সময় ইরা*নের আকাশ প্রতিরক্ষা কার্যত অকার্যকর হয়ে পড়ে—কোনো এয়ার ডিফেন্স সিস্টেম কাজ করেনি। ইস*রায়েল প্রায় নির্বিঘ্নেই তাদের লক্ষ্যবস্তুতে আঘাত হানে।
তবে পরিস্থিতি দ্রুত পাল্টে যায়। মাত্র ১৮ ঘণ্টার মধ্যে চীন ও রাশিয়ার কারিগরি সহায়তায় ইরা*ন তাদের প্রায় আড়াই হাজার এয়ার ডিফেন্স ব্যাটারি পুনরায় সচল করতে সক্ষম হয়। এরপর শুরু হয় পাল্টা অভিযান।
পরদিন ইসরায়ে #ল যখন আবার বিমান হামলার চেষ্টা করে, তখন তাদের বিমানগুলো ইরানের শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থার মুখে পড়ে। ৬ ঘণ্টার লড়াইয়ে ইরা*ন ৮টি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করে। যদিও ইস*রায়েল আনুষ্ঠানিকভাবে ২টি বিমান ক্ষতিগ্রস্ত হওয়ার কথা স্বীকার করেছে, আল জাজিরা জানিয়েছে, প্রকৃত সংখ্যা ৮টি।
ইসরায়ে*ল সাধারণত তাদের ক্ষয়ক্ষতির বিষয় প্রকাশ করে না। এমনকি তারা নাগরিকদের ই #রানের পাল্টা হামলার ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতেও নিষেধ করেছে।
বর্তমানে রাশিয়া ও চীনের অন্তত ১৫০ জন সামরিক বিশেষজ্ঞ ইরা*নে অবস্থান করছেন এবং তারা সরাসরি প্রতিরক্ষা কার্যক্রমে সহায়তা করছেন। অন্যদিকে আমেরিকা, ফ্রান্স ও ব্রিটেন ইসরা*য়েলের পাশে থাকার ঘোষণা দিয়েছে।
রাশিয়া ইতোমধ্যে ইরানের একটি গুরুত্বপূর্ণ বন্দরের কাছে তিনটি ডেস্ট্রয়ার মোতায়েনের নির্দেশ দিয়েছে। যুক্তরাষ্ট্রও মধ্যপ্রাচ্যে তাদের বিমানবাহী রণতরী পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে।
সব মিলিয়ে, এই সংঘাত যে কোনো মুহূর্তে একটি পূর্ণাঙ্গ আঞ্চলিক যুদ্ধে রূপ নিতে পারে। এমনকি বিশ্বযুদ্ধে রূপ নেওয়ার আশঙ্কাও একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
— Defence Update