UncLe NaHyan 彡

UncLe NaHyan 彡

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from UncLe NaHyan 彡

, Digital creator, Ayubpur, sadar, Noakhali.

আসুন পবিত্র রমজান মাসে নিজ দেশের সম্পদ ব্যয় করি ভিনদেশের সম্পদ প্রত্যাখ্যান করি।দেশকে স্বনির্ভর করতে বিদেশী পণ্য বাদ দি...
23/03/2024

আসুন পবিত্র রমজান মাসে নিজ দেশের সম্পদ ব্যয় করি ভিনদেশের সম্পদ প্রত্যাখ্যান করি।

দেশকে স্বনির্ভর করতে বিদেশী পণ্য বাদ দিয়ে স্বদেশী পণ্য কিনুন পণ্য কিনলেই মান বাড়বে, কোম্পানী বাড়বে, প্রতিযোগীতা বাড়বে
নিচে এগুলো দেশি পণ্য।
সাবান - মেরিল, কেয়া, সেপনিল, তিব্বত, তিব্বত ৭৭৭, Lifeguard, Cute

বাথরুম পরিষ্কার – Shakti, Clean Master, Finis, Amana, Xtreme

টুথপেষ্ট - Magic Harbal, White Plus, Cute, Active Toothpaste

চুলের তৈল - জুঁই, মায়া, কলম্বো, মেরিল অলিভ অয়েল, Cute

গুড়োদুধ – Pusti, ACI, Pure Milk, AMA, Mars, Starship

ডিটারজেন্ট - কেয়া, তিব্বত, White Plus, Chaka, Jet

চা-ইস্পাহানি, Bengal, Kazi, Cylon (আবুল খায়ের)

শ্যাম্পু-কেয়া, Cute, Revive, Meril, Select Plus

সয়াবিন তৈল – পুষ্টি, বসুন্ধরা, সেনা, Teer, Fresh

Petrolium Jelly - Meril, Tibet, Cute, SMC,

মশা নিরোধ সামগ্রী – Xpel, Sepnil, Xtreme -

Room Freshner - Spring, Basundhara

ময়দা, আটা – Teer, Basundhara, Fresh

নুডলস - কোকোলা, বসুন্ধরা, Foodi

চাল - পুষ্টি, চাষী, চিনিগুড়া, Teer

চিনি - Teer, Fresh, আখের চিনি

সরিষার তৈল - রাধুনি, পুষ্টি, Teer

বিস্কুট - Radisho, Olympic

লবণ- Teer, ACI, Fresh

পানি - Jibon, MUM

টিস্যু - বসুন্ধরা, Fresh

ভারতীয় ও ইসরায়েলিপণ্য বর্জন করিস্বনির্ভর বাংলাদেশ গড়ি।                     সফল ও স্বার্থক হোক ✊
18/03/2024

ভারতীয় ও ইসরায়েলিপণ্য বর্জন করি
স্বনির্ভর বাংলাদেশ গড়ি।













সফল ও স্বার্থক হোক ✊

29/01/2024

নারীর লজ্জা হচ্ছে লজ্জাবতী গাছের মতো।
হাত লাগলেই শেষ। সেটা স্বামীর হাত হোক বা অন্য কোন পুরুষের। এই হাত লাগা মানে শুধুই শারীরিক স্পর্শ না, একজন পুরুষের সঙ্গতায় ও নারীর লজ্জা কেটে যায়।

যে মেয়ে যত বেশি পুরুষের সংস্পর্শে যাবে, তার লজ্জা তত কমবে। যেমন চিত্র নায়িকারা, ওরা শুধু ব্রা-পেন্টি পরে অর্ধনগ্ন দেহ নিয়েও পুরুষের সামনে ঘুরতে দ্বিধা করে না। কারন- পুরুষের মাঝ থেকে চক্ষু লজ্জা উঠে গেছে তাদের। অথচ কনজারভেটিভ ফ্যামিলির একটা মেয়েকে ওড়না ছাড়া দাঁড়াতে বললেও সে লজ্জায় মরে যাবে।

আর ইদানীং ফেসবুক এই লজ্জা নিবারণের বড় মূখ্য ভূমিকা পালন করছে।

উদাহরণঃ
ফেসবুকে বন্ধু বেশি। আর অতি আধুনিক মেয়েরা ছেলে বন্ধুদেরর সঙ্গে পিরিয়ড নিয়ে কথা বলে। ফ্ল্যার্ট করতে গিয়ে শরীর নিয়ে নগ্ন কথা বলে। আর মাইন্ড করলে বলে ''জাস্ট কিডিং, টেক ইট ইজি"।
এই ইজিলি নিতে নিতে সেসব অশালীন বিষয় আর
অশালীন লাগে না। মানে লজ্জা শেষ!

আবার এখন ফেসবুকে প্রেমিক বেশি! কেউ প্রেমে পড়েছে তো প্রেমিক রোমান্সের ছলে অশ্লীল কথা বলে।
একদম স্বামীর মতো। এরপর ব্রেকআপ হয়। আবারও কারও প্রেমে পড়ে। আর আবারও চুম্মা-চাটি আরও কত কী করে! অতঃপর আবারও ব্রেকাপ! তখন লজ্জা-শরমের মাথা খেয়ে মেয়েটা এক সময় নির্লজ্জ হয়ে যায়। অশ্লীল প্রেম নারীর লজ্জাশীলতাকে গ্রাস
করে, ফলে নির্দিষ্ট একজন পুরুষের প্রতি আকর্ষণটা বিলীন হয়ে যায়। জাগে বহু পুরুষের সানিধ্য পাওয়ার ইচ্ছা।

একজন নারীর কাছে পুরুষের উপস্থিতি হচ্ছে ইয়াবার মত। প্রথমে একটা খেলেই পিনিক আসে। পরে ২০-২৫টা খেলেও কাজ হয় না।
ব্যাস! এক সময় পুরুষের প্রতি তার আর ফিলিংস কাজ করে না। প্রেমিকের ভালোবাসা তার কাছে পানসে লাগে। একটার পর একটা পুরুষ বদল করে। কিন্তু স্থির হতে পারে না কোনোটাতেই। জানা-শোনা শেষ হলেই আর ভালো লাগে না কাউকে। বোরিং লাগে। কারণ, ডিফারেন্ট টেস্ট নিতে নিতেই তার ভালোবাসার অনুভূতিই শেষ। তখন বর্তমান হয়ে যায় এক্স। তারপর আবারও খোঁজা শুরু নতুন মুখ, নতুন প্রেমিক।

আগে মুরব্বীরা বলতেন, বিয়ের পরে মেয়েদের লজ্জা
কমে। বাচ্চা হওয়ার পরে আরও কমে যায়। তখন আমি বুঝতাম না। ভাবতাম লজ্জা 'ফোঁড়ার' মতো কিছু।
বিয়ের পরে গলে যায়।
কিন্তু এখন বুঝি। আগে মেয়েদের কাছে স্বামীই ছিল পুরুষ। তাই বিয়ের পরের কথা এসেছে। এখন বিয়ে লাগে না, পুরুষের কাছে আসতে ফেসবুক হলেই চলে। এখন ফেসবুক-ই সেই স্বামীর ভূমিকা পালন করে।
যাইহোক, সবশেষে নারীদের মাথায় রাখা উচিতঃ
এভাবে বাসা বদলের মতো প্রেমিক বদলের খেলাটা
নিজেকে খুবই সহজলভ্য করে দেয়। আর যে জিনিস সহজে পাওয়া যায় তার কদর থাকে না।

লেখাটি না বুঝলে আরেকবার পড়ুন। তবুও না বুঝলে মাথা খাটিয়ে একটু ভাবুন, তারপর মন্তব্য করুন।

বিঃদ্রঃ কথালগুলো নারীদের উদ্দেশ্য হলেও, নারী পুরুষ উভয়ের জন্যই শিক্ষণীয়।
©️

Our Last vehicle 🖤😞
14/09/2023

Our Last vehicle 🖤😞

That time is 3:20 am🌸🥀
05/09/2023

That time is 3:20 am🌸🥀

একদম ঠিক আছে সামনের বার ও পরতে পারবি।😊_বাণীতে মা 😒🫡
30/08/2023

একদম ঠিক আছে সামনের বার ও পরতে পারবি।😊

_বাণীতে মা 😒🫡

😕☹️
23/08/2023

😕☹️

গলা জড়িয়ে ধরলেই সবাই বন্ধু হয় না.!'😑শত্রু কখনো পর মানুষ হয় না নিজের আপন মানুষেরাই হয়।😞
22/08/2023

গলা জড়িয়ে ধরলেই সবাই বন্ধু হয় না.!'😑
শত্রু কখনো পর মানুষ হয় না নিজের আপন মানুষেরাই হয়।
😞

19/08/2023

I need that one person📍 🌸🥀

08/08/2023

জাস্টিন ট্রুডো, বিল গেইটস, ঋত্মিক রোশন, তাহসান ভাই কেউই পারলো না নিজেদের বৌ ধরে রাখতে।
শাকিব খান লাত্থায়া খেদায়েও বিদায় করতে পারেনা তার দুই বৌকে।
সালমান খানই ঠিক আছে - নারী কি, সেটা সে বুঝতে পারে নাই, তাই ধরার চেষ্টাও করে নাই।🥲🥲

07/08/2023

- সত্যকে আশ্রয় দাও মিথ্যাকে নয়~
- ফুলকে ভালোবাসো তার সুভাসকে নয়~

- মানুষের চরিত্রকে ভালবাসো তার সৌন্দর্যকে নয়_
- তার জীবনকে ভালবাসো যৌবনকে নয়~

🥀🌸

07/08/2023

-মাটির দেহ নিয়ে কখনো করিওনা বড়াই।
- হ চোখ বন্ধ হলে পাশে কেউ নেই _

- যাকে তুমি আপন ভাবো সে হবে পর~
-আপন হবে আমল আর অন্ধকার কবর😑🌸
😓😑

Address

Ayubpur, Sadar
Noakhali

Telephone

+8801568268701

Website

Alerts

Be the first to know and let us send you an email when UncLe NaHyan 彡 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share