13/04/2024
আপনি নিজের অজান্তেই সমকামীতাকে সমর্থন করছেন!!
হ্যাঁ,,কথাটা সত্যি। আজ বিকেলে মাঠে খেলতে গিয়েছিলাম। সেখানে দেখতে পেলাম আমার দুইজন বন্ধুর গায়ে সমকামিতার চিহ্নওয়ালা দুইটা গেঞ্জি। আমি দেখেই হতভম্ব হয়ে গেলাম!তারা কিভাবে এই গেঞ্জি কিনতে পারে?
তাদেরকে জিজ্ঞেস করলাম কিরে তোরা জানিস না এটা সমকামিতার লোগো , এইটা কিনলি কেন?
কথাটা শুনে তারা আমার দিকে থ হয়ে দাঁড়িয়ে রইলো।
আসলে তারা যদি জানতো লুত আলাইহিস সালামের কওমকে আল্লাহ পাক রব্বুল আলামীন এই সমকামিতার জন্যই ধ্বংস করেছেন। তাহলে কখনোই তারা নিজের টাকা দিয়ে এইসব কিনতো না । তাদের মত এইরকম হাজার হাজার মুসলমান অজ্ঞতাবশত নিজেদের টাকায় এই জাতি ধ্বংসী লোগো ওয়ালা জিনিস কিনে। নিজেদের ধ্বংস ডেকে আনছে। তাই সকল মুসলমান ভাই বোনের প্রতি আমার অনুরোধ। দয়া করে রংধনুর সাত রং ওয়ালা(এটি হলো সমকামীদের প্রতীক/লোগো/চিহ্ন) পন্য কিনবেন না। আপনি এসব পণ্য কিনছেন মানে তাদের সমর্থন করেছেন।
কমেন্টে সমকামীতা কি, সমকামিতা সমাজের জন্য কতটা ভয়ংকর; সমকামিতা কতটা অযৌক্তিক এবং সমকামিতা থেকে বাঁচার উপায় দেওয়া হয়েছে।
পোস্টটি শেয়ার করে মানুষদের সতর্ক করুন। নিজে ধ্বংসের হাত থেকে বাঁচুন জাতীকে ধ্বংসের হাত থেকে বাঁচান। ধন্যবাদ।