18/10/2023
ফিলিস্তিন সংকট সমাধানে মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ প্রচেষ্টা চালানোর আহ্বান জানিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের নীতি অনুসরণ করে অতীতের মত ফিলিস্তিনিদের প্রতি বাংলাদেশ তার সমর্থন অব্যাহত রাখবে।
এ সময় শেখ হাসিনা আরও বলেন, ফিলিস্তিনিদের জন্য আগামী শুক্রবার সারা দেশের মসজিদসমূহে জুম্মার নামাজের পর বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হবে।
আজ সন্ধ্যায় গণভবনে অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশন(ওআইসি) সদস্যভুক্ত সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ইরাক, ইরান, তুরস্ক, ইন্দোনেশিয়া, মিশর, ওমান, কাতার, ফিলিস্তিন, মরক্কো, আলজেরিয়া, লিবিয়া ও ব্রুনাইয়ের রাষ্ট্রদূতগণের সঙ্গে বৈঠকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন।