
27/12/2024
. সপ্তাহে সোমবার গ্রামের হাটবার।
গিন্নি হাতে দিয়ে ব্যাগ বলে আনেন বাজার।
জিনিসের বাজারদর নয় খুব সস্তা।
ব্যাগ ভর্তি বাজারে লাগে টাকার বস্তা।
সবজির কড়া দাম মাছের দাম আগুন,
মাংসের দাম শুনে বলি ডাল নিয়ে ভাগুন।
তেলের কথা বাদ দেন দামে আসে কান্না,
গিন্নিকে শিখতে বলবো তেল ছাড়া রান্না।
ছোট মাছ, ডাল নেবো আর নেবো সবজি,
তা দিয়েই খাবো আজ ডুবিয়ে কব্জি।
মধ্যবিত্ত সংসার টানাটানি থাকবে,
তার মাঝেই রাখি খবর গিন্নির কি লাগবে।
আর কিছু থাক না থাক ভালোবাসা থাকবে।
মধ্যবিত্ত সংসার
~ কাজী রিপন
কাব্যগ্রন্থঃ ❝অবেলায়❞