Kazi Amir Hossain Riponッ

Kazi Amir Hossain Riponッ এসেছেন যখন খালি মুখে যাবেন না,
একটা কবিতা পাঠ করে যান।

.         সপ্তাহে সোমবার             গ্রামের হাটবার।   গিন্নি হাতে দিয়ে ব্যাগ             বলে আনেন বাজার।    জিনিসের বাজ...
27/12/2024

. সপ্তাহে সোমবার গ্রামের হাটবার।
গিন্নি হাতে দিয়ে ব্যাগ বলে আনেন বাজার।
জিনিসের বাজারদর নয় খুব সস্তা।
ব্যাগ ভর্তি বাজারে লাগে টাকার বস্তা।
সবজির কড়া দাম মাছের দাম আগুন,
মাংসের দাম শুনে বলি ডাল নিয়ে ভাগুন।
তেলের কথা বাদ দেন দামে আসে কান্না,
গিন্নিকে শিখতে বলবো তেল ছাড়া রান্না।
ছোট মাছ, ডাল নেবো আর নেবো সবজি,
তা দিয়েই খাবো আজ ডুবিয়ে কব্জি।
মধ্যবিত্ত সংসার টানাটানি থাকবে,
তার মাঝেই রাখি খবর গিন্নির কি লাগবে।
আর কিছু থাক না থাক ভালোবাসা থাকবে।

মধ্যবিত্ত সংসার
~ কাজী রিপন

কাব্যগ্রন্থঃ ❝অবেলায়❞

15/11/2024

প্রি-অর্ডারের প্রতিটি বইয়ের সাথে চলে যাবে আমার হাতে লিখা চিঠি। আপনার ঠিকানায়।🌸

আলহামদুলিল্লাহ। প্রি-অর্ডার! প্রি-অর্ডার!! প্রি-অর্ডার!!!চলে এসেছে আমার পঞ্চম বই, ৩য় কাব্যগ্রন্থ “বর্ষা বিরহের ঋতু”র প্র...
01/11/2024

আলহামদুলিল্লাহ।
প্রি-অর্ডার! প্রি-অর্ডার!! প্রি-অর্ডার!!!
চলে এসেছে আমার পঞ্চম বই, ৩য় কাব্যগ্রন্থ “বর্ষা বিরহের ঋতু”র প্রি-অর্ডার।

প্রি-অর্ডারে অটোগ্রাফ ও আমার হাতে লেখা চিঠি সহ বইটি অর্ডার করার জন্য নক করুন।

এছাড়াও বইটি প্রি-অর্ডার করতে পারেনঃ
এশিয়া পাবলিকেশনস/অনুজ প্রকাশনীতে। এবং
রকমারি || বইফেরী || বই বাজার || বইপরী || দূরবীণ ||
হক বুকশপ সহ অন্যান্য অনলাইন বুকশপ গুলোতে।

ডেলিভারীসহ প্রি-অর্ডার মূল্য মাত্র ২০০৳
দেয়া হবে ফ্রি হোম ডেলিভারী। (স্থান বিশেষে)
এই সব কিছু কেবল প্রি-অর্ডার করলে পাবেন।

ঘর বসে অর্ডার করতে পাঠিয়ে দিন আপনার:
নামঃ
ঠিকানাঃ
মোবাইলঃ
প্রি-অর্ডার চলবে ২০ নভেম্বর পর্যন্ত।
অর্ডার কনর্ফাম করতে বিকাশ করে নক দিয়ে রাখতে পারেন। বিকাশঃ 01828071197 (পারসোনাল)

কাব্যগ্রন্থ: “বর্ষা বিরহের ঋতু”
কবি: কাজী আমির হোসেন রিপন
প্রচ্ছদ: সাদিতউজজামান
প্রকাশকঃ আশরাফুল ইসলাম তুষার
প্রকাশনীঃ অনুজ প্রকাশনের (এশিয়া পাবলিকেশনস)
কলকাতা পরিবেশক: বই বাংলা

★★★বইটি যারা একাধিক কপি প্রিয়জনদের উপহার দিতে চান, তাদের জন্য দারুণ অফার মাত্র ১৫০০ টাকায় আপনি পেয়ে যাবেন ১০টি বই!
অনেকেই আছেন বই উপহার দিতে পছন্দ করেন, তাদের জন্য এটা কিন্তু বেস্ট অফার। ১০টি বই!
যাদের বুকশপ আছে তারাও এই অফার নিতে পারেন।
(এই অফার শুধুমাত্র প্রি-অর্ডার চলাকালীন সময়ের)

বর্ষা বিরহের ঋতু — দুঃখ বিলাসীদের কাব্য।

ভালোবাসতে হবে না। তোমাকে ভালোবাসার অনুমতি দিয়ো। ~ Kazi Riponッ
21/05/2024

ভালোবাসতে হবে না।
তোমাকে ভালোবাসার অনুমতি দিয়ো।

~ Kazi Riponッ

এই মিথ্যে কথার শহরে, একটা সত্যি কথা শুনে যাও; ভালোবাসি ভালোবাসি এবং ভালোবাসি। ~ Kazi Riponッ
20/05/2024

এই মিথ্যে কথার শহরে, একটা সত্যি কথা শুনে যাও;
ভালোবাসি ভালোবাসি এবং ভালোবাসি।

~ Kazi Riponッ

Address

Kazir Khil, Senbag
Noakhali

Alerts

Be the first to know and let us send you an email when Kazi Amir Hossain Riponッ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Kazi Amir Hossain Riponッ:

Share