MD:Sumon

MD:Sumon মানুষ মানুষের জন্য।
(1)

আপনি কাকে চান??আমি উন্নয়ন কে বেছে নিলাম।
05/11/2025

আপনি কাকে চান??
আমি উন্নয়ন কে বেছে নিলাম।

04/11/2025

আমাদের হাতিয়ায় বহিরাগতের থাই নাই।
এই শ্লোগান যারা দিছে বা যারা শামীম সাহেব কে হাতিয়ায় অবানচিত করেছে,
তারা কি এখন শামীম সাহেবের নির্বাচন করবে???

নমিনেশন কিংবা বহিরাগত কেউ এসে কি আব্দুল হান্নান মাসউদ ভাইয়ের জনপ্রিয়তা কমাতে পারবে,হাতিয়ার উন্নয়নের চলমান দ্বারা কি বন্ধ...
04/11/2025

নমিনেশন কিংবা বহিরাগত কেউ এসে কি আব্দুল হান্নান মাসউদ ভাইয়ের জনপ্রিয়তা কমাতে পারবে,হাতিয়ার উন্নয়নের চলমান দ্বারা কি বন্ধ করতে পারবে?
উত্তর একটাই না।
বরণ এখন তার জনপ্রিয়তা আরো বেড়ে যাবে ইনশাআল্লাহ, আমরা হাতিয়ার মানুষ আপনাকে পেয়েছি, হাতিয়ার যোগ্য কর্নধার পেয়েছি, আমরা আপনাকে হারাতে দিবো না,
জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলোও আপনাকে জয়যুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ ✌️✌️✌️

গঠিত হয়েছে জাতীয় নাগরিক পার্টি - এনসিপি হাতিয়া উপজেলা শাখার ১১নং নিঝুমদ্বীপ ইউনিয়নের আহ্বায়ক কমিটি।
04/11/2025

গঠিত হয়েছে জাতীয় নাগরিক পার্টি - এনসিপি হাতিয়া উপজেলা শাখার ১১নং নিঝুমদ্বীপ ইউনিয়নের আহ্বায়ক কমিটি।

বিএনপির কোন আসনে কাকে নমিনেশন দিছে একনজরে দেখে নিন।
03/11/2025

বিএনপির কোন আসনে কাকে নমিনেশন দিছে একনজরে দেখে নিন।

বিএনপি থেকে হাতিয়া আসনে নমিনেশন প্রাপ্ত  মাহবুবের রহমান শামিম সে হাতিয়ার সন্তান নই।সে একজন বহিরাগত নেতা। সে আজও হাতিয়ার ...
03/11/2025

বিএনপি থেকে হাতিয়া আসনে নমিনেশন প্রাপ্ত মাহবুবের রহমান শামিম সে হাতিয়ার সন্তান নই।
সে একজন বহিরাগত নেতা। সে আজও হাতিয়ার ভোটার না। বিএনপি হাতিয়ার আসনের ত্যাগী নেতাদের অবমূল্যায়ন করে বহিরাগত একজনকে নমিনেশন দিয়েছে। এটা হাতিয়ার অনেক ত্যাগী নেতাদের মনঃক্ষুণ্ন করেছে। ত্যাগী নেতারা হতাশ। তারা এটা মেনে নিতে পারছেন না। হাতিয়ার সাধারণ মানুষও তাকে বয়কট করে হাতিয়ার যোগ্য সন্তানদের হাতে হাতিয়াকে নতুনভাবে বিনির্মানের জন্য তাদের হাতে তুলে দিবেন।

#তিলোত্তোমাহাতিয়া #চেয়ারম্যানঘাট

03/11/2025

আলহামদুলিল্লাহ

02/11/2025

জনগণ বলে আমরাও বলি
জিতবে এবার শাপলা কলি✌️

02/11/2025

এগুলো শুধু জিওব্যাগ নয়…
এগুলো হাতিয়ার মানুষের **কান্না থামানোর দেয়াল,
জীবনের সব সঞ্চয় দিয়ে গড়ে তোলা **শেষ আশ্রয়ের ঢাল।
যে নদী শত ঘর কেড়ে নিয়েছে,
যে নদী বুকের ভেতর হাজার স্বপ্ন ডুবিয়েছে—
সেই নদীর সামনে আজ দাঁড়িয়েছে মানুষের সাহসের প্রাচীর।

হাজারো নির্ঘুম রাতের আর্তনাদ,
বাড়িঘর হারানোর শোক, সন্তানদের ভবিষ্যৎ বাঁচানোর লড়াই—
এই জিওব্যাগগুলোয় জমে আছে অগণিত অশ্রু আর আশা।

ধন্যবাদ তরুণ রাজনীতিবিদ,
হাতিয়ার গর্ব আব্দুল হান্নান মাসউদ ভাই।
আপনার দৃঢ় প্রচেষ্টায় আর উন্নয়নযুদ্ধে
হাতিয়ার মানুষ আজ নতুন করে স্বপ্ন দেখে—
বাড়ি থাকবে, ফসল থাকবে, পরিবার থাকবে
বাঁচবে এই দ্বীপ, বাঁচবে ভবিষ্যৎ।
এই প্রাচীর শুধু নদী থামাবে না—
অবহেলা আর অন্ধকারকেও থামিয়ে দেবে।

01/11/2025

ওগো হান্নান ভাই আল্লাহ যদি জয় করে তোমায়,
হাতিয়ার ঘরে ঘরে দুই হাত তুলি দোয়া করে শুধু তোমার লাই, ওগো হান্নান ভাই। Abdul Hannan Masud

শাপলা ✅ আজকের বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ খেলায় বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামের গ্য...
31/10/2025

শাপলা ✅ আজকের বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ খেলায় বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামের গ্যালারিতে শাপলা প্রতীক হাতে এনসিপি সমর্থকদের উচ্ছ্বাস প্রমাণ করে—এই প্রতীক শুধু একটি রাজনৈতিক চিহ্ন নয়, এটি জনগণের আশা, ঐক্য ও পরিবর্তনের প্রতীক। ক্রীড়াঙ্গনেও তারা প্রকাশ করেছেন সেই উচ্ছ্বাস, যে স্পৃহা নতুন বাংলাদেশ গঠনের স্বপ্নকে বহন করে।

শুভ সকাল
31/10/2025

শুভ সকাল

Address

Noakhali

Website

Alerts

Be the first to know and let us send you an email when MD:Sumon posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share