Our Hatiya

Our Hatiya মানুষ মানুষের জন্য।
(1)

09/10/2025

জাহাজমারায় তানবীর ভাইয়ের প্রোগ্রামে মারামারি
আমরা হাতিয়াবাসী আউক বা গেন্ডারির বিক্রেতার পক্ষ থেকে তিব্র নিন্দা জানাই!

09/10/2025

নোয়াখালী বিভাগ চাই
এখানে কোনো আপোষ নাই!

08/10/2025

নলেরচর চানন্দী ইউনিয়ন।

08/10/2025

আব্দুল হান্নান মাসউদ ভাইকে নিয়ে গান গাইলেন

08/10/2025

৫ লক্ষ টাকা চাঁদা দাবি করে নকিব রাকিব দুই ভাইসহ আরো অনেকে।

08/10/2025

ইনশাআল্লাহ,, একদিন হাতিয়ার প্রত্যেক অঞ্চলের মানুষ কে আজাদী করা হবে।

08/10/2025

জাহাজমারা বিএনপির রাকিব কিভাবে মানুষ কে জিম্মি করে চাঁদা নেয় দেখেন,

নিঝুম দ্বীপের সাধারণ মানুষের স্বাধীনতা বলতে কিছুই নেই,,, 😥তারা যেনো একটি পরাধীন রাষ্ট্রে বসবাস করে।মনে হচ্ছে পুরো নিঝুম...
07/10/2025

নিঝুম দ্বীপের সাধারণ মানুষের স্বাধীনতা বলতে কিছুই নেই,,, 😥তারা যেনো একটি পরাধীন রাষ্ট্রে বসবাস করে।মনে হচ্ছে পুরো নিঝুম দ্বীপ বিএনপির নেতারা ক্রয় করে নিয়েছে। তারা আওয়ামী লীগের মতো পুরো নিঝুম দ্বীপকে জিম্মি করে রেখেছে। নিঝুম দ্বীপের মানুষ তাদের থেকে মুক্তি চায় এবং তারা অসহায়ের মতো নিরব একটা বিপ্লব করে যাচ্ছে।
নিঝুম দ্বীপে বিএনপির বাহিরে কেউ অন্য দল করতে পারবে না। যদি করে তাকে পেশী শক্তির আওতায় পড়তে হবে। শুরু হবে তার উপর জুলুম, অত্যাচার, নির্যাতন। এই অত্যাচার থেকে ভিক্টিমের পরিবার পর্যন্ত রেহাই পায় না,,,।

আপনারা ছবিতে যাকে দেখতে পাচ্ছেন সে নিঝুম দ্বীপের একজন সাধারণ মানুষ। তার অপরাধ, সে গতকাল আবদুল হান্নান মাসুদ এর প্রোগ্রামে গিয়েছে।
আজকে এশার পরে নিঝুম দ্বীপের ছাত্রদলের সভাপতি সমির এবং যুবদল নেতা বাবলুর নেতৃত্বে ১০-১২ জন বিএনপির সন্ত্রাসী তার উপর হামলা চালায়।আর এদেরকে শেল্টার দেয় নিঝুম দ্বীপ যুবদলের সভাপতি আশ্রাফ উদ্দিন এবং সাহেদ মেম্বার। তার মতো এইভাবে অনেককেই হুমকি ধামকি দিচ্ছে নিঝুম দ্বীপ বিএনপির নেতারা। এমনকি দোকান ব্যবসায়ীরা পর্যন্ত ছাড় পাচ্ছে না।এদের শুধু অপরাধ, এরা আবদুল হান্নান মাসুদ এর প্রোগ্রামে গিয়েছে এবং তার সাথে কথা বলেছে।

বিএনপির নেতাকর্মীরা কি শুধু মারামারি ছাড়া আর কিছুই বুঝে না,,,,,? বিএনপি কি মারামারিকেই রাজনীতি হিসেবে বেচে নিয়েছে,,,,? এই বিষয়ে বিএনপির নেটিজেনদের, সুশীলদের দেখতে চাই,,,,। আপনাদের মতামত কামনা করছি।

#তিলোত্তোমাহাতিয়া

07/10/2025

তমরদ্দি ইউনিয়নের কোরালিয়ার একটা অংশ।

07/10/2025

তমরদ্দি কোরালিয়ায় আব্দুল হান্নান মাসউদ

07/10/2025

গোলামী না আজাদী
আজাদী আজাদী।

07/10/2025

আব্দুল হান্নান মাসউদ নিঝুম দ্বীপ কে আজাদী করা হলো।

Address

Hatiya
Noakhali

Website

Alerts

Be the first to know and let us send you an email when Our Hatiya posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share