Ismail Hossain Sujan

Ismail Hossain Sujan I'm Simple.

দেখেন অবস্থা। একটা মেয়েকে ধ র্ষ/ ণ  করে মে/ *রেই ফেলা হলো। অথচ চিন্তাধারাটা দেখেন। হাইরে চেতনা! চেতনার জন্য নিজের ধর্ম ম...
28/06/2025

দেখেন অবস্থা। একটা মেয়েকে ধ র্ষ/ ণ করে মে/ *রেই ফেলা হলো। অথচ চিন্তাধারাটা দেখেন। হাইরে চেতনা! চেতনার জন্য নিজের ধর্ম মানবতা সব ছুড়ে ফেলে দেয়।
আর এই ছেলেটারে যদি কেউ গাড়ায়, সুশীলরা তখন সং্খ্যালঘু নির্যাতন বলে চিল্লাবে।

ধরেন, আমিই যদি গাড়াইতে যাই ওরে। আমার মুখে দাঁড়ি আছে। কেউ একজন ছবি তুইলা প্রচার করবে, একজন নিরীহ এর উপর জ ঙি হামলা করছে।

এই হলো মেন্টালিটি...।

"ঔষধের" নামে বিষ! আমরা যখন গিনিপিগ!  ___________________________________________"ছয়মাস আগে প্রিয়াঙ্কা নামে দুই আড়াই বছরে...
11/06/2025

"ঔষধের" নামে বিষ! আমরা যখন গিনিপিগ!
___________________________________________

"ছয়মাস আগে প্রিয়াঙ্কা নামে দুই আড়াই বছরের ফুটফুটে একটা বাচ্চা মেয়েকে আমার কাছে নিয়ে আসে।বাচ্চার পিতা মাতার অভিযোগ,একমাস হচ্ছে ছোট্ট মেয়েটার ব্রেস্ট বড় হয়ে যাচ্ছে। আসলে সত্যি। বাচ্চাটার ব্রেস্ট বড় হয়ে যাচ্ছে।চিকিৎসা বিজ্ঞানে এটাকে বলে Gynecomastia.

আমি বাচ্চাটার হিস্ট্রি নেওয়ার চেষ্টা করি।বাচ্চা কিছু খেতে চায়না।এই কারণে মাস দুয়েক আগে শহরের এক বড় চিকিৎসক দেখিয়েছেন। চিকিৎসক ঔষধ দিয়েছেন।এখন বাচ্চা খাবার খায়।কিন্তু বাচ্চার অন্য সমস্যাটি ই দেখা যাচ্ছে।আমি ডাক্তারবাবুর প্রেসক্রিপশনটা দেখি।মেডিসিনে, সিরাপ মেজেস্টল লিখা।এক চামচ করে তিনবার।বাচ্চার পেরেন্টস'কে জিজ্ঞেস করি "এই সিরাপটা কয়টা খাওয়াইছেন? পিতা বলল,তিন চারটে হবে,এখনো চলছে।আমি সিরাপটা "না খাওয়ানোর" জন্য অনুরোধ করি।কয়েকটি হরমোনাল পরীক্ষা দেয়।বাচ্চার মেয়েলি হরমোন বেড়ে গিয়েছে।

একবছর ধরে ইয়াং ছেলেদের মধ্যে বিয়ের আগে ডাক্তার দেখানোর একটা প্রচলন দেখা যায়।প্রায় ইয়াং ছেলেগুলো আসে একটাই প্রবলেম নিয়ে,"তাদের জৈবিক চাহিদা কমে গেছে"।কাম উত্তেজনা হয়না বললেই চলে।অনেকের আবার দ্রুতপতন,স্থায়িত্ব কম,( Erectile dysfunction, premature ej*******on) ইত্যাদি রোগও দেখা যায়।আমি তাদের হিস্ট্রি জানার চেষ্টা করি।এই সব স্মার্ট, সুদর্শন,ছেলে গুলো এপেটিজ সিরাপ অথবা মেজেস্টল সিরাপ চিকিৎসকের পরামর্শে অথবা বিনাপরামর্শে স্বাস্থ্যবান হওয়ার জন্য দীর্ঘদিন সেবন করছে।তাই আজ তাদের এই অবস্থা।

চলুন,এই নীরব ঘাতক মেজেস্টল ও এপেটিজ সিরাপ সম্পর্কে সংক্ষেপে জেনে আসি...
____________________________________________
"সিরাপ দুটোর জেনেরিক নাম মেজেস্ট্রল এসিটেট।এটা একধরনের হাইড্রক্সিপ্রজেস্টেরন হরমোন।স্টেরয়েড জাতীয়।এটা ব্রেস্ট ক্যান্সারে নির্দেশিত তবে কিছুক্ষেত্রে এইডস রিলেটেড কিংবা কেমোথেরাপি রিলেটেড ক্ষুধামন্দায় নির্দেশিত।"

কিন্তু চিকিৎসক, কোম্পানির মেডিকেল রিপ্রেজেনটেটিভদের কথায় বিশ্বাস রেখে যে কোন ধরনের ক্ষুধামন্দায়,ভিটামিন হিসেবে যেকোন বয়সী মানুষকে দিয়ে দিচ্ছে।যদিও মেডিসিনটি ৬৫ বছরের উর্ধ্বে বয়স্কদের জন্য এবং ১২ বছরে নিচে
কোন ভাবেই ব্যবহার করার যাবেনা।

কিন্তু চিকিৎসকগন এসব না ভেবে, যাচ্ছেতাই ভাবে রোগিদেরকে ভিটামিন হিসেবে যেকোন ক্ষুধামন্দায় দিয়ে দিচ্ছে।"এই সিরাপ খেলে মোটা হয়" কথাটি একজন থেকে আরেকজন শুনে শুনে, মানুষ, "মারাত্মক" এই ঔষধটি খাচ্ছে।ফলে ঔষধের সাইডইফেক্ট ও মিসইউজ এর শিকার হচ্ছে।

যেসব সাইড ইফেক্ট হয়
___________________________________________
যেহেতু ঔষধটি হাইড্রক্সি প্রজেস্টোরন (একধরনের মেয়েলি হরমোন)তাই এই ঔষধ ব্যবহারে ৪৫ বছরের কম বয়সী মেয়েদের মেন্স সার্কেল অনিয়মিত হয়ে যায়।
দীর্ঘদিন মেন্স(ঋতু) না হওয়ায় জরায়ুতে Endometriosis হতে পারে।
এলবুমিনুরিয়া, লিউকোরিয়াও হতে পারে।

সবচেয়ে বেশি ক্ষতি হয় ছেলেদের।তাদের সেক্সুয়াল আসক্তি কমে যায়।উত্থান হয়না।দ্রুত আউট হয়ে যায়।এটা মেয়েলি হরমোন হওয়ার কারণে,অনেক ছেলেদের মেয়েলি স্বভাব চলে আসতে পারে,কন্ঠ মেয়েলি মেয়েলি হয়ে যেতে পারে,স্তন বড় হয়ে যেতে পারে,এমনকি! ইম্পোটেন্স impotence (বন্ধা) হয়ে যাওয়ার সম্ভাবনাও থাকে।

তাছাড়া মাথায় টাক হতে পারে,আবার চামড়া সাদা সাদা (আংশিক শ্বেতী) হতে পারে,চর্মরোগও হতে পারে,

আর যদি ঔষধ খাওয়া ছেড়ে দেওয়া হয়,
পূর্বের ন্যায় আবারও ক্ষুধামন্দা দেখা দেয়।যেটুকু স্বাস্থ্যবান হয়েছিল তার চেয়ে বেশি ওজন কমে যায়,শরীরের ভেতর জ্বর লেগেই থাকে,কলিজা কাপা বেশি হতে পারে(Tachycardia)

কলিজা ধুপধাপ করে, চোখ মুখ অন্ধকার হয়ে, নিশ্বাস স্লো হয়ে যেতে পারে।মনে হবে এই বুঝি প্রাণ বের হয়ে যাবে,অন্যরকম চটপটানি হবে,(Panic disorder)..
দিনে অনেকবার এই রকম ছটপটানি হবে।

চিকিৎসকরা রোগ নির্ণয়ে বার বার ব্যর্থ হবেন।
এটাই "মেজেসট্রল এসিটেট" সাইডইফেক্ট। ঠিক স্টেরয়েড খাওয়ার মতন। ছেলেদের ক্ষেত্রে তার চেয়ে অনেক বেশি।

এই ঔষধ, মেজেস্টল নামে জিসকা ফার্মার,এপেটিজ নামে এরিস্টোফার্মার,মেজেস্ট নামে বিকন ফার্মার,এপিট নামে ড্রাগ ইন্টারন্যাশনাল, মেজোক্সিয়া নামে এভারেস্ট ফার্মার পাওয়া যায়।

মনে রাখবেন,এটা ক্ষুধাবৃদ্ধির ভিটামিন নই।এই মেডিসিন এড়িয়ে চলুন।নিজে সচেতন হউন।অন্যকে সচেতন করুন।
©

,,আপনারা যারা  কিছু হলেই এন্টিবায়োটিক ছাড়া কিছু বুঝেন না তাদের জন্য এই পোষ্ট ,,কারন রেজিস্ট্রার ডাঃ ছাড়া এন্টিবায়োটিকের ...
11/06/2025

,,আপনারা যারা কিছু হলেই এন্টিবায়োটিক ছাড়া কিছু বুঝেন না তাদের জন্য এই পোষ্ট ,,কারন রেজিস্ট্রার ডাঃ ছাড়া এন্টিবায়োটিকের কার্যক্ষমতা কেউ বুজতে পারবে না।
তাই অযথা ফার্মেসী গিয়ে ওনাদের পরামর্শে ঔষধ খাবেন না,,,১ দিন জ্বর হলেই এন্টিবায়োটিক খাবেন না,,,
তা হলে পরবর্তী এন্টিবায়োটিক কাজ করবে না।।আপনারা রুগীরাও রেজিস্ট্রার ডাঃ দের সাহায্য করতে পারেন ,,,ওনাদের উপদেশ মেনে

এই ছেলের উপর বিশ্বের কোনো এন্টিবায়োটিক এখন আর কাজ করবে না। এর বড় কারণ এন্টিবায়োটিক পুরো না খাওয়া ‼️ নরমাল পেট খারাপেও এই ছেলে মা/রা যেতে পারে বিনা ওষুধে‼️ কারণ ওষুধ বাকি নেই আর!

তোমরা যে একটু পেট খারাপ হলেই Flagyl, Filmet, Dirozyl, Metryl (Metronidazole) খাও। একটু জ্বর হলেই Zimax, Azithrocin, Azimex (Azithromycin) খাও। ৭ দিন ডাক্তার খেতে বললে ৩ দিন খেলে পেট-জ্বর একটু ভালো হলে আর খাও না।

দেখো, এভাবেই এই ছেলের দেহ দুনিয়ার সকল এন্টিবায়োটিকের প্রতি প্রতিরোধী হয়ে গেছে। ফলে সামান্য ডায়রিয়া, কাশিতেও এই ছেলে বিনা ওষুধে মা/রা যাবে কারণ কোনো ওষুধ কাজ করবে না।

🎯 কীভাবে হলো⁉️

এন্টিবায়োটিক সোজা বাংলায় ব্যাকটেরিয়া মা/রে। রোগ ঘটাতে একটা নির্দিষ্ট পরিমাণ ব্যাকটেরিয়া লাগে। ধরো,
১ কোটি। এন্টিবায়োটিক একবার-দুইবার খেলে কিছু ব্যাকটেরিয়া মা/রা যায় (ধরি ২০ লাখ), ফলে মোট ব্যাকটেরিয়া ১ কোটির চেয়ে কমে যায়। যেহেতু ১ কোটির কম হলে আমরা ফিল করবো না, তাই আমাদের মনে হয় রোগ সেরে গেছে কিন্ত ৮০ লাখ ব্যাকটেরিয়া কিন্ত দেহেই রয়ে গেছে। এবার যেহেতু ওষুধ আর খাচ্ছো না, ওই ৮০ লাখ ব্যাকটেরিয়াগুলো এই এন্টিবায়োটিক নিয়ে গবেষণা করে এবং এই এন্টিবায়োটিক যাতে আর ওদের উপর কাজ না করে সেই ব্যবস্থা করে। ফলে দেখা যায়, এরপর সারাজীবন এই ৮০ লাখ ব্যাকটেরিয়াকে এন্টিবায়োটিক দিয়ে মা/রা যায় না।

শুধু তাই না, এই ব্যাকটেরিয়াগুলো শুধু তোমার শরীরেই থাকবে না, তোমার বাসা,এলাকা, এমনকি দেশ, মহাদেশেও তোমার শরীর থেকে ছড়াবে। ফলে তোমার দেশের কারো উপরই এন্টিবায়োটিক কাজ করবে না। মানে পুরো দেশেই আর এন্টিবায়োটিক কাজ করবে না।

তাই এন্টিবায়োটিক খেলে পুরো ডোজ খাবে, দুইদিন খেয়ে ফেলে দিবে না।
©

06/06/2025

"এপ্রিল ২০২৬ এর প্রথমার্ধে জাতীয় নির্বাচন- ড. ইউনুস।" ক্লিয়ার ডেইট ফিক্সড করার পরেও যদি কেউ বা কোন দল এটা মানতে রাজি না হয়, সেটার সিদ্ধান্ত জনগণ নিবে।

We stand with Prof. Dr. Yunus ❤️

Tanvir Ahmed Md Mostofa Md Mehedi Hasan Sufiyan Asik Md. Sultan Shahjalal S Sultan Sujan Karmakar Adil Md Ashraf Shohag ...
04/06/2025

Tanvir Ahmed Md Mostofa Md Mehedi Hasan Sufiyan Asik Md. Sultan Shahjalal S Sultan Sujan Karmakar Adil Md Ashraf Shohag জীবনে আর কি বাকি আছে দেখার🙂

পকেটে টাকা কম? ইয়ামাহার সাইকেল মেটাবে স্কুটির স্বাদYamaha Electric Cycle: পকেটে টাকা কম? নো টেনশন! ইয়ামাহার সাইকেল মেটাব...
03/06/2025

পকেটে টাকা কম? ইয়ামাহার সাইকেল মেটাবে স্কুটির স্বাদ

Yamaha Electric Cycle: পকেটে টাকা কম? নো টেনশন! ইয়ামাহার সাইকেল মেটাবে স্কুটির স্বাদ, এক চার্জে ছুটবে 200 কিমি।

ইয়ামাহার সাইকেলে অনেক বড় এবং শক্তিশালী ব্যাটারি ব্যবহার করা হয়েছে। যার সুবাদে আপনি কোন ঝামেলা ছাড়াই ভ্রমণ উপভোগ করতে পারবেন। এই সাইকেলটির ডিজাইনও বেশ আরামদায়ক করা হয়েছে। মোটর এবং ব্যাটারির কথা বলতে গেলে, এই ইয়ামাহা ইলেকট্রিক সাইকেলে আমরা PW- সিরিজের মোটর পাব। এই মোটরটি 250 ওয়াট থেকে 800 ওয়াট পর্যন্ত পাওয়ার সহ উপলব্ধ হতে পারে। এই ইলেকট্রিক সাইকেলের ব্যাটারি 3 ঘণ্টা থেকে 6 ঘণ্টার মধ্যে সম্পূর্ণ চার্জ হতে সক্ষম।

Yamaha Electric Cycle-এর রেঞ্জ:
রেঞ্জের কথা বলতে গেলে, এই ইলেকট্রিক সাইকেলে 40 কিলোমিটার থেকে 200 কিলোমিটার রেঞ্জ থাকবে। ব্যাটারি যত বড় হবে তত বেশি মাইলেজ হবে।

Yamaha Electric Cycle-এর ফিচার্স:
আমরা যদি ইয়ামাহা ইলেকট্রিক সাইকেলের ফিচার্স সম্পর্কে কথা বলি, এতে অনেক ফিচার থাকবে। এটি খুব শক্তিশালী মাউন্টেন সাইকেল। যা কঠিন রাস্তায় আরামে চালানো যায়। এছাড়াও ফিচার্স বেশ শক্তিশালী দেওয়া হয়েছে। এই ইলেকট্রিক সাইকেলে গিয়ার শিফট এবং সামনে হেডলাইট যুক্ত করেছে কোম্পানি। এছাড়াও এই সাইকেলে 3 বছর থেকে 4 বছরের ওয়ারেন্টি রয়েছে।

Yamaha Electric Cycle-এর দাম:
ইয়ামাহার ইলেকট্রিক সাইকেল খুব শীঘ্রই বাজারে আসতে চলেছে। এটির প্রারম্ভিক মূল্য প্রায় 1 লক্ষ টাকা বলা হয়েছে। এছাড়া এর ব্যাটারিতে 3 বছরের ওয়ারেন্টি উপলব্ধ থাকবে।

Address

Noakhali
Noakhali
3809

Telephone

+8801647139287

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ismail Hossain Sujan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ismail Hossain Sujan:

Share