Rakib

Rakib Daily Life Activities, Blog, Vlog & more...
(12)

23/09/2025

নিউইয়র্কে আমলিকের পুণরুত্থান আমাদের জন্য একটি শিক্ষা। অনেক রাজনৈতিক দল এখনই সরাসরি বা ইনডিরেক্টলি এই নিষিদ্ধ দলের রাজনৈতিক কর্মকান্ডের বৈধতা দিতে চাইছে। এই দল সুযোগ পেলে কতটা ভয়ঙ্কর হবে, তার একটা সিগন্যাল আজ দেশের মানুষ পেয়ে গেল। এদের প্রতিহত না করলে সামনে আরো ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি হবে।

22/09/2025

একটা ছোট ভুল কিভাবে পুরো জীবন পাল্টে দিতে পারে জানেন? আমরা অনেক সময় দেরি করে বুঝি, কিন্তু তখন আর ফেরার পথ থাকে না।

সবাই এক পাকিস্তানি হানিয়া আমিরকে নিয়ে পড়ে আছেন। অথচ কালো ড্রেস পরলে আমাদের দেশের কিছু মহিলাকে হানিয়া আমিরের চাইতে ১ ...
22/09/2025

সবাই এক পাকিস্তানি হানিয়া আমিরকে নিয়ে পড়ে আছেন। অথচ কালো ড্রেস পরলে আমাদের দেশের কিছু মহিলাকে হানিয়া আমিরের চাইতে ১ হাজার গুন বেশি সুন্দর লাগে 🐸🤡

বিস্তীর্ন সবুজের সমারোহ, এরই মাঝে নেমে এসেছে বিকেল ♥
22/09/2025

বিস্তীর্ন সবুজের সমারোহ, এরই মাঝে নেমে এসেছে বিকেল ♥

22/09/2025

লেবু বেশি চিপলে তিতা হয়। যার আরো একটা প্রমাণ তামিম ইকবাল। গণঅভ্যূথানের পর মোটামুটি তামিমের প্রতি সবারই একটু সিম্প্যাথি ছিলো, পজিটিভ ছিলো। কিন্তু সম্প্রতি বিসিবি প্রধান হওয়ার জন্য বিএনপি'র ইশরাককে নিয়ে যে কাহিনীটা করলো, তা অপ্রত্যাশিত। এখন শুনতেছি আগস্টের ৩ তারিখ তামিম ইকবাল নানুর সাথে দেখা করার জন্য গণভবনে গেছে!

22/09/2025

মানুষকে কমপ্লিমেন্ট দেওয়া একটা সুন্দর অভ্যাস, যা প্রতিটি সম্পর্ককে আরও উষ্ণ করে তোলে। একটি আন্তরিক প্রশংসা কখনো কারো জন্য ছোট নয়- বরং সেটাই অনেক সময় তার সারাদিনের সবচেয়ে বড় আনন্দ হয়ে দাঁড়ায়।

আমি সুযোগ পেলেই কাউকে কমপ্লিমেন্ট দিই। কারণ জানি, আমাদের একটি সাধারণ প্রশংসার শব্দ অন্য কারো মন থেকে ভয়ংকর দুঃখ কিংবা হতাশা মুহূর্তেই দূর করতে পারে। হয়তো আমরা বুঝতেও পারি না, কিন্তু আমাদের বলা কয়েকটা ইতিবাচক কথা কারো জন্য জীবন বদলে দেওয়ার মতো শক্তি রাখে।

তাই কৃপণ হবেন না প্রশংসায়। সৎভাবে, আন্তরিকভাবে মানুষের ভালো দিকগুলোকে স্বীকার করুন। দেখবেন, এতে শুধু অন্যের মনই ভালো হবে না, বরং আপনার নিজের ভেতরও জন্ম নেবে এক অসাধারণ প্রশান্তি।

যারা ফেসবুকে কাজ করতে চান, চলে আসুন। বাপ-দাদা'র ভিটা মাটি বিক্রি করে হলেও একটা আইফোন, একটা গিম্বল, একটা ট্রাইপড কিনে নেন...
22/09/2025

যারা ফেসবুকে কাজ করতে চান, চলে আসুন। বাপ-দাদা'র ভিটা মাটি বিক্রি করে হলেও একটা আইফোন, একটা গিম্বল, একটা ট্রাইপড কিনে নেন। ফেসবুকে ভিডিও বানালেই কুটি কুটি টাকার মালিক হয়ে যাবেন মুহূর্তে। এই দেখেন, আমার একটা ভিডিও তে ১০৭৭৩ টাকা দিছে। এত টাকা আমি কী করবো!?

আমি জানি এটা আমি না, কিন্তু এটাই আমি। আটিফিশিয়াল ইন্টেলিজেন্স এর সহায়তায় নিজেকে একটু ফর্মাল লুকে নিয়ে এলাম। খারাপ লাগছে ...
22/09/2025

আমি জানি এটা আমি না, কিন্তু এটাই আমি। আটিফিশিয়াল ইন্টেলিজেন্স এর সহায়তায় নিজেকে একটু ফর্মাল লুকে নিয়ে এলাম। খারাপ লাগছে না বোধহয়।

22/09/2025

আলহামদুলিল্লাহ্‌! আরো একটি নতুন দিন, নতুন সকাল দেখার সৌভাগ্য হলো। আল্লাহ্ আমাদের মনের নেক আশাগুলো পূরণ করুণ🌅

21/09/2025

জীবন সব সময় আপনার মতো করে চলবে না। কিন্তু এই সত্যিটা মেনে নিতে না পারাই অনেক কষ্টের কারণ।

এশিয়া কাপ সুপার ফোরের ২য় ম্যাচে আজ ভারতের মুখোমুখি হবে পাকিস্তান। এক সময় এই ম্যাচ যতটা হাইপ ক্রিয়েট করতো, ততোটাই উপভোগ্য...
21/09/2025

এশিয়া কাপ সুপার ফোরের ২য় ম্যাচে আজ ভারতের মুখোমুখি হবে পাকিস্তান। এক সময় এই ম্যাচ যতটা হাইপ ক্রিয়েট করতো, ততোটাই উপভোগ্য হতো। এখন কেবল হাইপ আছে, উপভোগ করার মতো কিছু নেই। ভারতের কাছে পাকিস্তান বরাবরই দেখি নাস্তানাবুদ হয়। আজ সমীকরণে কিছুটা পরিবর্তন আসুক।

Address

Sadar
Noakhali
3802

Opening Hours

Monday 09:00 - 15:00
Tuesday 09:00 - 15:00
Wednesday 09:00 - 15:00
Thursday 09:00 - 15:00
Saturday 09:00 - 15:00
Sunday 09:00 - 15:00

Telephone

+8801540016234

Website

Alerts

Be the first to know and let us send you an email when Rakib posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category