22/09/2025
মানুষকে কমপ্লিমেন্ট দেওয়া একটা সুন্দর অভ্যাস, যা প্রতিটি সম্পর্ককে আরও উষ্ণ করে তোলে। একটি আন্তরিক প্রশংসা কখনো কারো জন্য ছোট নয়- বরং সেটাই অনেক সময় তার সারাদিনের সবচেয়ে বড় আনন্দ হয়ে দাঁড়ায়।
আমি সুযোগ পেলেই কাউকে কমপ্লিমেন্ট দিই। কারণ জানি, আমাদের একটি সাধারণ প্রশংসার শব্দ অন্য কারো মন থেকে ভয়ংকর দুঃখ কিংবা হতাশা মুহূর্তেই দূর করতে পারে। হয়তো আমরা বুঝতেও পারি না, কিন্তু আমাদের বলা কয়েকটা ইতিবাচক কথা কারো জন্য জীবন বদলে দেওয়ার মতো শক্তি রাখে।
তাই কৃপণ হবেন না প্রশংসায়। সৎভাবে, আন্তরিকভাবে মানুষের ভালো দিকগুলোকে স্বীকার করুন। দেখবেন, এতে শুধু অন্যের মনই ভালো হবে না, বরং আপনার নিজের ভেতরও জন্ম নেবে এক অসাধারণ প্রশান্তি।