Rakib

Rakib Daily Life Activities, Blog, Vlog & more...
(12)

29/11/2025

রাস্তার পাশ থেকে ছিঁড়ে একটি বুনো ফুল হঠাৎ প্রেমিকার সামনে ধরলে সে খুব সানন্দে সারপ্রাইজ হবে- এমন দৃশ্যপট কি সত্যিই সম্ভব? মোটেও না। বাস্তবে ইহাকে বলে ঢং 🤣

প্রকৃত সত্য তুলে ধরার জন্য উনাকে ধন্যবাদ।
29/11/2025

প্রকৃত সত্য তুলে ধরার জন্য উনাকে ধন্যবাদ।

ভারতে গিয়ে সার্জারি করে নিজের গায়ের রং বদলে ফেলেছেন ওবায়দুল কাদের। শোনা যাচ্ছে শীগ্রই বর্ডার দিয়ে দেশে ঢুকবেন।
29/11/2025

ভারতে গিয়ে সার্জারি করে নিজের গায়ের রং বদলে ফেলেছেন ওবায়দুল কাদের। শোনা যাচ্ছে শীগ্রই বর্ডার দিয়ে দেশে ঢুকবেন।

দোষ করলে সবাই একসাথে করছে। এখানে প্রেক্ষাপট আসলেই জাতীয় পতাকা কিনা সেটা ভেবে দেখা দরকার। জামায়াত এই ডিজাইন করলে যদি সমস্...
28/11/2025

দোষ করলে সবাই একসাথে করছে। এখানে প্রেক্ষাপট আসলেই জাতীয় পতাকা কিনা সেটা ভেবে দেখা দরকার। জামায়াত এই ডিজাইন করলে যদি সমস্যা হয়, তবে বাকিদের বেলায় কোনো প্রশ্ন নেই কেন?

"দশে মিলে করি কাজ, হার জিতে নাহি লাজ....."

একটা তেরেনাম কাটিং দিলাম বন্ধুরা
26/11/2025

একটা তেরেনাম কাটিং দিলাম বন্ধুরা

সম্প্রতি আবুল সরকার নামক এক বাউল আল্লাহকে নিয়ে কটু মন্তব্য করার কারণে মুসলিম সমাজে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। তার এই কটু...
25/11/2025

সম্প্রতি আবুল সরকার নামক এক বাউল আল্লাহকে নিয়ে কটু মন্তব্য করার কারণে মুসলিম সমাজে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। তার এই কটু বক্তব্য লক্ষ লক্ষ ধর্মপ্রাণ মানুষের অনুভূতিতে গভীরভাবে আঘাত হেনেছে। মুসলিম সমাজের জোরালো প্রতিবাদের মুখেই প্রশাসন তাকে দ্রুত গ্রেপ্তার করতে বাধ্য হয়, যা এই পরিস্থিতিতে একটি অপরিহার্য পদক্ষেপ ছিল।

তবে এই ঘটনাকে ঘিরে কিছু নামধারী মুসলমান ও শাহবাগী গোষ্ঠী ওই বাউলের পক্ষে অবস্থান নিয়েছেন। তারা শুধু তার কাজের সাফাই গেয়েই ক্ষান্ত হননি, বরং প্রকাশ্যে তার মুক্তির দাবিতে স্লোগান দিচ্ছেন, যা অত্যন্ত দুঃখজনক। ধর্মীয় বিশ্বাসে আঘাতকারী ব্যক্তির প্রতি এমন সমর্থন সমাজে ভুল বার্তা দিচ্ছে এবং মানুষের মধ্যে গভীর হতাশার সৃষ্টি করছে।

আল্লাহকে নিয়ে সরাসরি কটু মন্তব্য করার মতো গুরুতর অপরাধের জন্য অবিলম্বে কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা উচিত। যদি এ ধরনের ব্যক্তিদের এখনই উপযুক্ত শাস্তি না দেওয়া হয়, তবে বাকিরাও ভবিষ্যতে একই ধরনের ধৃষ্টতা দেখানোর সাহস পাবে। সামাজিক সম্প্রীতি ও শৃঙ্খলার জন্য এই অপরাধীর বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া অপরিহার্য।

গত ৪৮ ঘন্টায় ৪ বার ভূমিকম্প! কিসের ইঙ্গিত আল্লাহ্ জানেন।
22/11/2025

গত ৪৮ ঘন্টায় ৪ বার ভূমিকম্প! কিসের ইঙ্গিত আল্লাহ্ জানেন।

সিঁড়িতে একটা ফোন পড়ে আছে, অথচ কেউ ফিরেও তাকাচ্ছে না। কারো মাঝেই ফোনটি তুলে নেয়ার আগ্রহ নেই। কারণ তখন সবাই দৌড়ে নিচে নামছ...
21/11/2025

সিঁড়িতে একটা ফোন পড়ে আছে, অথচ কেউ ফিরেও তাকাচ্ছে না। কারো মাঝেই ফোনটি তুলে নেয়ার আগ্রহ নেই। কারণ তখন সবাই দৌড়ে নিচে নামছে। ভূমিকম্প এসে মনে করিয়ে দিলো, এ পৃথিবীতে সবই তুচ্ছ!

21/11/2025

সারাদেশে মাঝারি মানের ভূমিকম্প অনুভূত হয়েছে। পুরো ঘর কেঁপে উঠেছে। আল্লাহ্ আমাদের সবাইকে হেফাজত করুন।

ছবির ভদ্রমহিলার নাম হেলেন।সেদিন পুরো আদালত নিস্তব্ধ হয়ে গিয়েছিল যখন হেলেন টলতে টলতে ভেতরে ঢুকলেন।বয়স ৯১, উচ্চতা পাঁচ ফ...
20/11/2025

ছবির ভদ্রমহিলার নাম হেলেন।

সেদিন পুরো আদালত নিস্তব্ধ হয়ে গিয়েছিল যখন হেলেন টলতে টলতে ভেতরে ঢুকলেন।
বয়স ৯১, উচ্চতা পাঁচ ফুটের সামান্য বেশি, কাঁপা হাত—বয়সের ছাপে মুহ্যমান এক দুঃখিনী মুখ।
পরনে হাসপাতালের গাউন ও হাতকড়া। অপরাধীর চেয়ে তাকে বরং বেশি দেখাচ্ছিল পথভোলা এক অশীতিপর বৃদ্ধার মতো।

বিচারক মার্কাস ফাইল উল্টে দেখলেন: গুরুতর চুরির অভিযোগ!
কিন্তু মাথা তুলতেই তাঁর মনে হলো—কিছু যেন ঠিক মিলছে না।

হেলেন ও তাঁর স্বামী জর্জ (৮৮) কাটিয়েছেন দীর্ঘ ৬৫ বছরের সাধারণ এক দাম্পত্য জীবন।
এই ৬৫ বছরে হেলেনের প্রথম অগ্রাধিকার ছিল জর্জের হার্টের ওষুধ—দিনে বারোটি বড়ি, যা তাঁর শ্বাস নিতে সাহায্য করত।

কিন্তু এক সপ্তাহ আগে একটি মূল্যপরিশোধ জনিত ভুলের কারণে তাদের স্বাস্থ্যবীমা বাতিল হয়ে যায়। ফার্মেসিতে গিয়ে হেলেন জানতে পারেন—যে ওষুধ আগে ৫০ ডলারে মিলত, এখন তার দাম ৯৪০ ডলার!

খালি হাতে ফিরে এসে তিনদিন ধরে তিনি দেখলেন—জর্জ শ্বাস নিতে পারছেন না।
হেলেন বুঝলেন, সময় আর নেই। কোনো অবস্থাতেই তিনি হাত গুটিয়ে বসে থাকতে পারেন না।

মরিয়া হয়ে তিনি আবার ফার্মেসিতে গেলেন। অপেক্ষা করলেন যতক্ষণ না ফার্মাসিস্ট পেছন ঘোরেন…
কাঁপা হাতে ব্যাগে ওষুধ ভরলেন।

কিন্তু দরজায় পৌঁছানোর আগেই স্বয়ংক্রিয় সাইরেন বেজে উঠল।
মুহূর্তেই হাতকড়া পড়ে গেল তাঁর দুর্বল কব্জিতে।

আদালতে ভাঙা গলায় তিনি শুধু বললেন—
“আমি চুরি করতে চাইনি, মাননীয় বিচারক… আমি শুধু তাকে বাঁচাতে চেয়েছিলাম।”

বিচারক মার্কাস তাঁর দিকে তাকিয়ে দাঁড়িয়ে গেলেন।
কঠোর কণ্ঠে নির্দেশ দিলেন—
“ওনার শিকল খুলে দাও, এখনই!”

এরপর বাদীপক্ষের উকিলের দিকে তাকিয়ে বললেন—
“গুরুতর চুরি? এর জন্য?”

হেলেন কেঁদে ফেললেন।

বিচারক দীর্ঘশ্বাস ফেলে এমন কথা বললেন, যা একদিন ইতিহাস হয়ে থাকবে—
“এই নারী অপরাধী নন। তিনি আমাদের সমাজব্যবস্থারই একটি শিকার।”

তিনি হেলেনকে নির্দোষ ঘোষণা করলেন।
সঙ্গেসঙ্গে সমাজসেবা বিভাগকে নির্দেশ দিলেন—
জর্জ যেন সেদিনই পূর্ণ চিকিৎসা পান।

পরে এক সাংবাদিক জিজ্ঞেস করলেন—
“আপনি এমন সিদ্ধান্ত নিলেন কেন?”
বিচারক শান্তভাবে বললেন—
“কখনও কখনও ন্যায়বিচার মানে হলো বুঝতে পারা, সমাজব্যবস্থা কোথায় অন্যায়ে পরিণত হয়েছে। এই নারী চোর নন… তিনি একজন স্ত্রী, যিনি ভালোবাসাকে বেছে নিয়েছেন।”

তথ্যসূত্র: ইন্টারনেট
আহা দারুন ❤️❤️❤️

19/11/2025

পে স্কেল যদি সরকার না-ই দিবে, তবে হুদাই কেন এমন নাটক করলো? নিজেরাই কইলো গেজেট করবে, পরবর্তী সরকারের জন্য ওয়েট করবে না। এখন নিজেরাই আবার অস্বীকার করে যাচ্ছে। আজব দেশের আজব সরকার!

17/11/2025

ফৌজদারী কার্যবিধি ৩৮২ ধারা অনুযায়ী স্ত্রীলোকের মৃত্যুদণ্ড স্থগিত হতে পারে, যদি সে গর্ভবতী হয়।

Address

Sadar
Noakhali
3802

Opening Hours

Monday 09:00 - 15:00
Tuesday 09:00 - 15:00
Wednesday 09:00 - 15:00
Thursday 09:00 - 15:00
Saturday 09:00 - 15:00
Sunday 09:00 - 15:00

Telephone

+8801540016234

Website

Alerts

Be the first to know and let us send you an email when Rakib posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category