জমি বাড়ি ডট কম

জমি বাড়ি ডট কম (সব আলোচনার দরকার নেই,
সব নেক কাজের সাক্ষী মানুষ নয়।"
দান এমন হওয়া উচিত—ডান হাত দেয়, বাম হাতও টের পায় না।)

19/12/2025
এই বাড়িটির কাজে নেমে আমরা হতাশ। লিস্ট দেওয়ার  পর সবাই চুপ।আমাদের উঠেছে এখনো পর্যন্ত ১৯,০০০/-টাকা। এবং ৩ বান টিন। বাস্তব ...
19/12/2025

এই বাড়িটির কাজে নেমে আমরা হতাশ। লিস্ট দেওয়ার পর সবাই চুপ।আমাদের উঠেছে এখনো পর্যন্ত ১৯,০০০/-টাকা। এবং ৩ বান টিন। বাস্তব এটাই যে এতিম,অসহায় মানুষের পাশে কেউ দাড়াতে আগ্রহী না।সবাই শুধু উপরি ভালোবাসা দেখায়।কিন্তু বাস্তব অন্য কিছু। টি এন ও প্রতিশ্রুতি দিয়েছে সে কিছু ব্যবস্থা দিবে,কিন্তু কবে দিবে তা জানায়নি।মানুষের এখন কমন ডায়ালগ -মানুষ মানুষের জন্য। কিন্তু বাস্তবতা উল্টো। সমস্যা নেই একবার যখন সিদ্ধান্ত নিয়েছি ইনশাআল্লাহ এতিম ছেলেটিকে ১টি ঘর উপহার দিয়ে তারপর বাকি কথা।

17/12/2025

There is no need for all discussions,
Not all good deeds are witnessed by people.
Charity should be like this—
The right hand gives, the left hand does not even notice.

Shout out to my newest followers! Excited to have you onboard! Muhammad Saddiq Armaan, Md Saiful Islam, Golam Mostafa, M...
17/12/2025

Shout out to my newest followers! Excited to have you onboard! Muhammad Saddiq Armaan, Md Saiful Islam, Golam Mostafa, Mohammad Rasel, Md Masud, Shammi Sanam, Jahid Jahid, Swapan Miah, Delower Hussain

তুহিনের একটু মাথা গুজার ব্যবস্থা কি আমরা করে দিতে পারিনা। আর কতদিন আমরা টিনের চশমা পরে ঘুরে বেড়াবো? আমরা কি মানবিক হতে প...
15/12/2025

তুহিনের একটু মাথা গুজার ব্যবস্থা কি আমরা করে দিতে পারিনা। আর কতদিন আমরা টিনের চশমা পরে ঘুরে বেড়াবো? আমরা কি মানবিক হতে পারবো না কখনো।

Enjoy the videos and music you love, upload original content, and share it all with friends, family, and the world on YouTube.

13/12/2025

একটা মানুষিক সাহায্যের আবেদন করছি—

আমাদের এলাকার এক ছোট ভাই। ছোটবেলাতেই মা–বাবা দুজনকেই হারিয়েছে। এখন সে একা…
তার বাবার ভিটেতে যে ছোট্ট ঘরটা ছিল, তা পুরোপুরি মাটির তৈরি। ঘরটার অবস্থা এখন এতই করুণ যে যেকোনো সময় ভেঙে তার উপর পড়তে পারে।

আমি নিজের চেষ্টা থেকে স্থানীয় কিছু মানুষের কাছে দেখিয়েছি—কিন্তু সবাই এখন ভোট-নির্বাচন নিয়ে এত ব্যস্ত যে কেউ ঠিকভাবে সাড়া দিচ্ছে না।
কিন্তু ঘর তো রাজনীতি দেখে ভাঙে না… ভাঙলে এই এতিম ছেলেটার যাওয়ার আর কোনো জায়গা থাকবে না।

আমি টাকা চাইছি না—
আমি শুধু চাই, যদি কারও সামান্য সাহায্যের হাত বাড়ে—
দুইটা টিন, কিছু বাঁশ, অথবা কেউ যদি শ্রম দিয়ে পাশে দাঁড়ান—
তাহলেই একসাথে মিলেই আমরা একটা ছোট নিরাপদ ঘর তার জন্য বানাতে পারবো।

প্রবাসে থাকা ভাইয়েরা অনেক সময় এমন মানবিক কাজে এগিয়ে আসেন।
যদি আপনাদের কারও কল্যাণে এই ছেলেটার মাথার উপর একটি নিরাপদ ছাদ দাঁড়ায়—
তাহলে হয়তো সে আবার বিশ্বাস করতে পারবে যে এই সমাজে এখনও মানুষ আছে, মানবতা আছে।

📌 ছেলেটার ঘরের ছবি/ভিডিও আমি চাইলে ইনবক্সে পাঠাতে পারবো।
📌 কোনো ধরনের টাকা বা ফান্ড আমার হাতে দিতে হবে না—
যিনি সাহায্য করতে চান, তিনি সরাসরি উপকরণ বা শ্রম সহায়তা দিতে পারবেন।

একটি ঘর হয়তো ছোট—
কিন্তু একজন এতিম ছেলের জীবনে তা পুরো পৃথিবীর সমান বড়।
(পৃথিবীতে অসহায় ও মা-বাবা হিন বাচ্চারাই বেশি বিপদে পড়ে-ছোট ভাইটি গ্রামের একটি মাদ্রাসায় চাকরি করতো সেখান বেতন দিবে বলে ২ বছর কোনো বেতন দেয় নাই।একটা ২টা টিউশন করে পড়াশোনা ও খাবার খরচ চালায়, চাকরির জন্য এক হারামিকে দিয়েছিলো তার জমানো কিছু টাকা।সে হারামি সেটা মেরে দিয়েছে। তার বাসা যেখানে সেখানে বর্ষা কালে পানি ওঠে।

কেউ কি একটু পাশে দাঁড়াবেন?

বাচ্চাদের শীতকালীন বেনি টুপি পাওয়া যাচ্ছে।অফার মূল্য- ২পিস ৭০০/-টাকা। সীমিত সময়ের জন্য। শুধু মাত্র নওয়াপাড়াতে হোম ডেলিভা...
29/11/2025

বাচ্চাদের শীতকালীন বেনি টুপি পাওয়া যাচ্ছে।
অফার মূল্য- ২পিস ৭০০/-টাকা।
সীমিত সময়ের জন্য। শুধু মাত্র নওয়াপাড়াতে হোম ডেলিভারি ফ্রী।

জমি ও বাড়ি ক্রয়-বিক্রয়ের একমাত্র আস্থার নাম — জমি বাড়ি ডট কম।Noapara,Abhaynagar,Jashore.
06/11/2025

জমি ও বাড়ি ক্রয়-বিক্রয়ের একমাত্র আস্থার নাম — জমি বাড়ি ডট কম।
Noapara,Abhaynagar,Jashore.

Address

Noapara, Abhaynagar, Jashore, Khulna
Noapara
7460

Alerts

Be the first to know and let us send you an email when জমি বাড়ি ডট কম posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to জমি বাড়ি ডট কম:

Share