
03/07/2025
একটি মানবিক সাহায্যের আকুল আবেদন।
হাফেজ মো:আতিয়ার রহমান (অন্ধ), মুয়াজ্জিন ধোপাদী মাধ্যপাড়া বায়তুল মা'মুর জামেমসজিদ ও ধোপাদী নুরানী মাদরাসার হেফজো বিভাগের সম্মানিত ওস্তাদ এবং অনেক বিখ্যাত আলেমের ওস্তাদ আজ লিভারে পানি জমা ও কিডনি জনিত সমস্যার কারণে হাসপাতালে শয্যাশায়ী। গত ২৬/৬/২৫ তারিখে ১.৫ কেজি পানি বের করেছে পেট থেকে। গতকাল দেখলাম আবার পেট ফুলে গেছে। ড:বলছে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নিতে। হাফেজ সাহেবের ৪টা মেয়ে ১ টি ছেলে। বড় মেয়েটি ডিভোর্সি, তার একটি মেয়ে আছে। ছেলেটি সবার ছোট। এত বড় পরিবার আল্লাহ হাফেজ সাহেবের উপর দিয়ে চালাতেন। কিন্তু গত কয়েক দিনে তার বিভিন্ন পরীক্ষায় খরচ হয়েছে ১৫/১৬ হাজার টাকা যা তার ২ মাসের ইনকাম। পরিবার টি এখন খুব অসহায়, না পারছে চিকিৎসা করাতে, না পারছে পরিবারের খাবার জোগাড় করতে। এমতাবস্থায় আপনাদের সকলের নিকট আকুল আবেদন দয়া করে অল্প কিছু দিয়ে ও উনার পাশে দাড়িয়ে উনাকে ও তার পরিবারকে আল্লাহর ইচ্ছায় বাঁচান।
রোগীর ভর্তি আছেন ;অভয়নগর সরকারী হাসপাতালে।
হাফেজ সাহেবের বিকাশ নাম্বার : 01933-819803
চাইলে কল করে কথা বলে নিতে পরেন।