Mir Armim- ul islam

Mir Armim-  ul islam I'm a social media Marketer & management.

16/10/2025

রাসূল ইরশাদ করেন-
যে ব্যক্তি কারো জমির অংশ জুলুম করে কেড়ে নেয়,
কিয়ামতের দিন এর ৭ গুণন যমীন তার গলায় লটকিয়ে দেওয়া হবে।

সহীহ বুখারী: ২৪৫২।


মসলকে আ'লা হযরত আহলে সুন্নাত ওয়াল জামাতের সঠিক দিশা, এর দৃঢ় ও স্থায়ী এবং সবচেয়ে শক্তিধর প্রাতিষ্ঠানিক ভিত্তি শাহিন শাহে ...
20/08/2025

মসলকে আ'লা হযরত আহলে সুন্নাত ওয়াল জামাতের সঠিক দিশা, এর দৃঢ় ও স্থায়ী এবং সবচেয়ে শক্তিধর প্রাতিষ্ঠানিক ভিত্তি শাহিন শাহে সিরিকোটির প্রতিষ্ঠিত জামেয়া!

আ'লা হযরত ইমাম আহমদ রেযা খাঁন ফাজেলে ব্রেলভী (রহ.) শুধুমাত্র কোন ব্যক্তির নাম নয়, এটি একটি মসলকের নাম! যেটি মসলকে আলা হযরত নামে প্রসিদ্ধ। এটি নাজাত প্রাপ্ত একমাত্র দল আহলে সুন্নাত ওয়াল জামাতরই আরেক রূপ। মহান আল্লাহ তা'আলা তাঁর প্রিয় বান্দাদের সঠিক পথে পরিচালনার জন্য শতাব্দী শতাব্দী ধরে যে সমস্ত পথপ্রদর্শক অভিভাবক প্রেরণ করেন, আলা হযরত ইমাম আহমদ রেযা (রহ.) তাঁদেরই একজন। এই পৃথিবীতে তাঁর আগমন পথহারাদের জন্য উজ্জ্বল তারকা স্বরূপ। ৫৫টিরও অধিক বিষয়ে প্রগাঢ় জ্ঞানের অধিকারী, দেড়হাজারেরও অধিক কিতাবের লেখক এবং অদ্বিতীয় আশেকে রাসুল ﷺ. ইমাম আলা হযরত (রহ.) দ্বীন ইসলাম থেকে বাতিল কে নিশ্চিহ্ন করে জান্নাতি দল আহলে সুন্নাত ওয়াল জামাতের যে রূপরেখা তৈরি করেছেন এটাই মসলকে আলা হযরত। এজন্যই তাঁর সমসাময়িক ও পরবর্তী সকল হক্কানী পীর-মাশায়েখ ও আলেম সমাজ মসলকে আলা হযরত কে আহলে সুন্নাত ওয়াল জামাতের সঠিক দিশা হিসেবে স্বীকৃতি দিয়েছেন। বর্তমান সময়ে আহলে সুন্নাত ওয়াল জামাতের আরেক রূপ মসলকে আলা হযরত এ সূত্র মানতে মূলত যাদের মধ্যে সুলহে কুল্লীর নেফাকত রয়েছে তারাই বেশি নারাজ কারণ এ সূত্র প্রয়োগে তাদের মুখোশ খসে পড়ে। আক্বিদার মাপকাঠি মসলকে আলা হযরতকে প্রতিষ্ঠা করতে ১৮৫৭ সনে শুভাগমন করা নবী বংশের উজ্জ্বল নক্ষত্র, কুতুবুল আউলিয়া আল্লামা হাফেজ ক্বারী সৈয়্যদ আহমদ শাহ সিরিকোটি (রহ.) যখন বাংলার জমিনে এসে দেখেন এদেশের মানুষ ঈমানের ভিত্তি নবীপ্রেম থেকে বিমুখ তখনই তিনি ১৯৫৪ সনে চট্টগ্রামে মসলকে আলা হযরতের সর্ববৃহৎ ভিত্তি জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া প্রতিষ্ঠা করেন, যা আজ সারা বিশ্বে মসলকে আলা হযরতের প্রচার প্রসারে সর্বাধিক ভূমিকা রেখে যাচ্ছে।

আজ মহান ২৫ সফর আলা হযরত (রহ.)'র ১০৭তম ওরস শরীফ। আজকের এই পবিত্র মহতী দিনে মহান আল্লাহ পাকের শুকরিয়া জ্ঞাপন করছি আলা হযরতের মত মহান মুজাদ্দিদ ও আল্লামা সিরিকোটি (রহ.)'র মত মসলকে আলা হযরতের প্রাতিষ্ঠানিক রূপদানকারী আমাদের পথপ্রদর্শক রূপে প্রেরণ করার জন্য। মহান আল্লাহ যেন তাঁদের মর্যাদা বুলন্দ করেন এবং তাঁদের উসিলায় আমাদের ঈমান আক্বিদাকে রক্ষা করেন।
#আমিন...
©Collected

16/08/2025

#সম্পর্কে_যত্ন

সম্পর্কে যত্ন মানে শুধু খোঁজ নেওয়া নয়-যত্ন মানে সময় দেওয়া, মন দিয়ে শোনা, আর প্রয়োজনের আগে পাশে দাঁড়ানো।

ভালোবাসা শুরু হয় অনুভব দিয়ে, কিন্তু টিকে থাকে যত্নের ওপর।

যেখানে যত্ন নেই, সেখানে ধীরে ধীরে দূরত্ব জন্ম নেয়।

যত্ন কোনো অভ্যাস নয়, এটা অনুভূতির প্রকাশ।

যে সত্যিই তোমাকে চায়, সে তোমার খোঁজ নেবে বিনা কারণে, কারণ তোমার ভালো থাকা তার নিজের ভালো থাকার অংশ হয়ে যায়।

#সম্পর্কে_যত্ন

"একবার না পারিলে দেখো শতবার" – ছোট্ট একটি বাক্য, কিন্তু এর ভেতর লুকিয়ে আছে বিশাল এক জীবনের পাঠ। এটি কেবল একটি প্রবাদ নয়,...
12/08/2025

"একবার না পারিলে দেখো শতবার" – ছোট্ট একটি বাক্য, কিন্তু এর ভেতর লুকিয়ে আছে বিশাল এক জীবনের পাঠ। এটি কেবল একটি প্রবাদ নয়, এটি হলো ধৈর্য, চেষ্টা আর আত্মবিশ্বাসের বাস্তব উদাহরণ। জীবনের প্রতিটি ক্ষেত্রে এই বাক্যটি আমাদের সামনে একটি শক্তিশালী অনুপ্রেরণার উৎস হয়ে দাঁড়ায়।

মানুষ মাত্রই ভুল করবে, ব্যর্থ হবে। কিন্তু ব্যর্থতা কখনোই শেষ নয়, বরং এটি সফলতার প্রথম সিঁড়ি। আজ যাদের আমরা সফল মানুষ হিসেবে জানি – যেমন থমাস এডিসন, আব্রাহাম লিংকন, স্টিভ জবস কিংবা আমাদের দেশের অনেক কৃতী মানুষ – তাঁরা প্রথম বারেই সফল হননি। তাঁদের জীবনেও ছিল শত শত ব্যর্থতা, কিন্তু তাঁরা থেমে যাননি। তাঁরা আবার চেষ্টা করেছেন, আবার ব্যর্থ হয়েছেন, তবুও হাল ছাড়েননি। কারণ তাঁরা বিশ্বাস করতেন – একবার না পারিলে দেখো শতবার।

আমাদের অনেকেই আছি যারা প্রথমবার কোনো কাজে ব্যর্থ হলেই হতাশ হয়ে পড়ি। মনে করি, আমরা পারি না বা আমাদের দ্বারা হবে না। এই মনোভাবই আসলে আমাদের সবচেয়ে বড় শ*ত্রু। জীবনে সাফল্য পেতে হলে দরকার ধৈর্য, সততা এবং অবিরাম চেষ্টা।

একজন কৃষক যদি একটা মৌসুমে ভালো ফসল না পায়, তাহলে কি সে চাষাবাদ বন্ধ করে দেয়? না। সে আবার চেষ্টা করে, পরের মৌসুমে আরও ভালোভাবে প্রস্তুতি নেয়। জীবনের ক্ষেত্রেও তেমন—একবার না পারলে আবার চেষ্টা করতে হবে, যতবার দরকার, ততবার করতে হবে।
তাই মনে রাখুন, জীবন কোনো দৌড় প্রতিযোগিতা নয় যে একবার হেরে গেলে শেষ। বরং এটি একটি যাত্রা, যেখানে হোঁচট খেয়ে পড়ে গিয়ে আবার উঠে দাঁড়ানোর নামই আসল সাফল্য।

সফলতা কখনোই সহজে ধরা দেয় না। কিন্তু যারা চেষ্টা করতে জানে, যারা ধৈর্য ধরতে পারে, তাদের জন্য সফলতার দরজা একদিন না একদিন খুলেই যায়। তাই জীবনকে বলুন—"আমি হার মানি না", আর নিজের মনকে বলুন—"একবার না পারিলে দেখো শতবার!"

#জীবন_চক্র



©Collected

এতগুলো নাপা🐒দেখে নিন,কোনটা কি জন্য খাবো?1. Napa 500উপাদান: Paracetamol 500 mgব্যবহার: জ্বর, মৃদু থেকে মাঝারি ব্যথা (মাথা...
09/08/2025

এতগুলো নাপা🐒
দেখে নিন,
কোনটা কি জন্য খাবো?

1. Napa 500

উপাদান: Paracetamol 500 mg

ব্যবহার: জ্বর, মৃদু থেকে মাঝারি ব্যথা (মাথাব্যথা, দাঁতের ব্যথা,কানে ব্যথা,পিরিয়ডের সময় ব্যথা,মচকে যাওয়া ব্যথা, শরীর ব্যথা)

রিয়াকশন: সাধারণত সেফ। খুব বেশি খেলে লিভার ক্ষতি হতে পারে।

2. Napa Extra

উপাদান: Paracetamol + Caffeine

ব্যবহার: জ্বর, মাথাব্যথা (বিশেষ করে মাইগ্রেইন), ঠান্ডা

Caffeine বাড়তি শক্তি ও ব্যথা উপশমে সাহায্য করে।

রিয়াকশন: অনিদ্রা, গ্যাস্ট্রিক, হাত কাঁপা বা ধড়ফড় ভাব হতে পারে।

3. Napa Extend

উপাদান: Paracetamol (Extended Release) – 665 mg (এটা ধীরে ধীরে রিলিজ হবে এবং অনেকক্ষণ শরীলে থাকবে)

ব্যবহার: দীর্ঘমেয়াদী ব্যথা (যেমন: আর্থ্রাইটিস), দিনে ২-৩ বার খাওয়া যায়

বিশেষত্ব: ধীরে ধীরে কাজ করে, বেশি সময় ধরে কার্যকর থাকে তাই যাদের ভিতরে ভিতরে জ্বর আছে সারাক্ষণ জ্বর জ্বর ভাব রাগে তাদের জন্য বেশি কার্যকর

রিয়াকশন: ওভারডোজে লিভার ক্ষতি হতে পারে, তবে সাধারণত সেফ

4. Napa One

উপাদান: Paracetamol 1000 mg (1 গ্রাম)

ব্যবহার: তীব্র ব্যথা ও উচ্চমাত্রার জ্বর

শুধু বড়দের জন্য

রিয়াকশন: লিভারের ওপর প্রভাব বেশি, বেশি খাওয়া বিপজ্জনক

5. Napadol

উপাদান: Paracetamol + Tramadol

ব্যবহার: মডারেট থেকে সিভিয়ার ব্যথা (সার্জারি পর, ক্যান্সার পেইন ইত্যাদি)

Tramadol হলো একটি নেশাজাতীয় ব্যথানাশক

রিয়াকশন:
মাথা ঘোরা,ঘুম ঘুম ভাব,বমি বমি ভাব,দীর্ঘদিন খেলে আসক্তি হতে পারে
6.Napa Rapid
রেপিড অ্যাকশান টেকনোলজি এড করার কারনে এটি খুব দ্রুত (2 মিনিটের মধ্যে)কাজ করে।
তবে ১৮ বছরের উপরে রোগী কে দেওয়া যায় শুধু।
Napa 500 mg এর মতো কাজ একই।
শুধু দ্রুত কাজ করে এটাই পার্থক্য।

সংক্ষেপে পার্থক্য:

ওষুধের নাম অতিরিক্ত উপাদান / বৈশিষ্ট্য কাদের জন্য মূল ব্যবহার

Napa 500 কেবল Paracetamol সবাই সাধারণ ব্যথা ও জ্বর
Napa Extra Paracetamol + Caffeine বড়রা মাথাব্যথা, ঠান্ডাজ্বর
Napa Extend Extended Release বড়রা দীর্ঘস্থায়ী ব্যথা
Napa One 1000 mg Paracetamol বড়রা বেশি মাত্রার জ্বর ও ব্যথা
Napadol Paracetamol + Tramadol বড়রা তীব্র ব্যথা (অস্ত্রোপচারের পর)
Napa rapid 500 mg(rapid action Technology

⚠️ সতর্কতা:

একই সময়ে একাধিক Napa বা Paracetamol জাতীয় ওষুধ খাবেন না।
লিভার সমস্যা থাকলে ডাক্তারের পরামর্শ ছাড়া খাবেন
©Collected

Right👍🖤👇👇
05/08/2025

Right👍🖤👇👇

আলহামদুলিল্লাহ — শুধু স্বাস্থকর নয় বরং রহমতের শহর , শান্তির শহর , জান্নাতি শহর...!! 🌸🩵
03/08/2025

আলহামদুলিল্লাহ — শুধু স্বাস্থকর নয় বরং রহমতের শহর ,
শান্তির শহর , জান্নাতি শহর...!! 🌸🩵

24/07/2025

শুক্রবার দুরুদ পাঠের দিন

اللَّهُمَّ صَلِّ وَسَلَّمْ عَلَى نَبِيِّنَا مُحَمَّدٍ

“আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়্যিনা মুহাম্মাদ"

অর্থ: হে আল্লাহ, আমাদের নবী মুহাম্মাদ (সা.) এর উপর আপনি শান্তি ও আশীর্বাদ প্রেরণ করুন।

We are shocked...😥🤲
22/07/2025

We are shocked...😥🤲

Address

Noapara
4346

Alerts

Be the first to know and let us send you an email when Mir Armim- ul islam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share