ES MEDIA

ES MEDIA "" An Idea can change your life if you can do the way it should be done "" Be Positive,Think Positive

13/10/2024

`সতর্কবার্তা
ridmik keyboard uninstall করুন
অথবা Pin Lock এর পরিবর্তে Pattern Lock দিন।দেরি করলে সব ডাটা হারাবেন।

অনিবার্য্য -অবধারিত সত্য। বাস্তবতায় বিন্দুমাত্রও ভুল নাই।
08/06/2024

অনিবার্য্য -অবধারিত সত্য। বাস্তবতায় বিন্দুমাত্রও ভুল নাই।

06/06/2024

< বেনজির >

আপনারা বেনজিরের এতো সমালোচনা করছেন কেন? আপনারা তো মোটাদাগে বেনজিরই হতে চান। বিশ্ববিদ্যালয়গুলোতে যে বিসিএসের জন্য এতো দৌড়, তা তো বেনজির হওয়ার জন্যই। ফেসবুকে যে বিসিএস কোচিংয়ের রমরমা ব্যবসা, তা তো বেনজির হওয়ার জন্যই। সুযোগ পাচ্ছেন না, তাই সততার দেবতা সেজে আছেন। বেনজির একজন পিএইচডি করা জ্ঞানের চূড়ান্ত সনদদারী মানুষ। এমন সনদ তো আপনারাও চান। চান না? যেকোনো মূল্যে পিএইচডি বাগিয়ে জ্ঞানী সাজতে চান, চান তো?
বিসিএসের রেজাল্টের দিন যে বেছে বেছে পুলিশ আর অ্যাডমিন ক্যাডারের ছেলেদের ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠান, তাদের ফলোয়ার লিস্টে গর্বিত ছাগল রূপে দারোয়ানের চাকরি নেন, তা কি অসত্য? ভাই ভাই বলে যে মুখে সমুদ্র সফেন সৃষ্টি করেন, তা কি মিথ্যা? মিথ্যা নয়। একজন বেনজিরের আশেপাশে থাকতে আপনি পছন্দ করেন।
ফ্রেন্ডলিস্টে কতো মানুষের জন্মদিন যায়, জন্মদিন আসে, আপনি খেয়াল করেন না, কিন্তু পুলিশ ও অ্যাডমিন ক্যাডারের 'সইয়ের বউয়ের বকুল ফুলের বোন পো বোনের নাত জামাই' সম্পর্কীয় ভাইয়ের ছবি খুঁজে ঠিকই আপলোড দিয়ে জানান দেন, আমি বেনজিরের ঘনিষ্ঠ!
বেনজিরকে বলবো, দেশে ফিরে আসুন। বাংলাদেশে আপনার চেয়ে ভালো মানুষ খুব একটা নেই। যদিও সবাই আপনাকে এখন গালাগালি করছে, কিন্তু আপনিই সবার স্বপ্ন। আপনার মতো হওয়ার জন্যই আমরা বিশ্ববিদ্যালয়ে যাই, লাইব্রেরিতে মাথা গুঁজে থাকি, আর ফেসবুকে জ্ঞান বিলাই।
© মহিউদ্দিন মোহাম্মদ

হুম ...ম......
25/05/2024

হুম ...ম......

২০ হাজার টাকার ঋণ পরিশোধ না হলে মুখে কালি (হাতে হাত কড়া)! আর হাজার কোটি টাকার ঋণ খেলাপিরা মঞ্চে উঠলে তালি!!
23/05/2024

২০ হাজার টাকার ঋণ পরিশোধ না হলে মুখে কালি (হাতে হাত কড়া)! আর হাজার কোটি টাকার ঋণ খেলাপিরা মঞ্চে উঠলে তালি!!

আপনার পরিবার জানে না যে আপনি আপনার দৈনন্দিন জীবনে বা আপনার চাকরি/ব্যবসায় কতটা অসুবিধা এবং চাপের মধ্য দিয়ে যান।- এবং আপ...
14/05/2024

আপনার পরিবার জানে না যে আপনি আপনার দৈনন্দিন জীবনে বা আপনার চাকরি/ব্যবসায় কতটা অসুবিধা এবং চাপের মধ্য দিয়ে যান।

- এবং আপনার বস/কাজ জানে না আপনার জীবন এবং আপনার বাড়ির পরিস্থিতি কেমন।

- আপনার বন্ধু, প্রিয়জন এবং প্রিয়জনরা আপনার উপরে থাকা নতুন এবং পুরানো দায়িত্বগুলির আকার বুঝতে পারবে না।

- আপনার সঙ্গী সর্বদা আপনার কাছ থেকে ভালবাসা ও সমর্থনের জন্য অপেক্ষা করছে এবং আপনি যে চাপের মধ্য দিয়ে যাচ্ছেন তার সাথে যতই কথা বলুন এবং ব্যাখ্যা করুন না কেন তা তিনি কখনই বুঝতে পারবেন না।

সর্বশেষে, আপনি ছাড়া কেউ আপনাকে বুজতে পারে না.. আপনি কিসের মধ্য দিয়ে যাচ্ছেন তা কেউ বুঝবে না এবং প্রশংসাও করবে না।

এই জন্যই জীবন রহস্যময় এবং সুন্দর।

তাই চালিয়ে যান.. সংগ্রাম করেন.. এবং বাঁচেন..........

সংগৃহীত.

💥আসছে নওতাপ - ২৫ মে২০২৪🔥☀️NASA রা জানিয়েছেন যে আগামী ২৫ মে থেকে শুরু হবে নওতাপ। এই সময় সূর্য যেন আগুন ছড়াতে শুরু করবে প...
28/04/2024

💥আসছে নওতাপ - ২৫ মে২০২৪🔥☀️
NASA রা জানিয়েছেন যে আগামী ২৫ মে থেকে শুরু হবে নওতাপ। এই সময় সূর্য যেন আগুন ছড়াতে শুরু করবে পৃথিবীর বুকে। সূর্য প্রতি বছর যে সময় রোহিণী নক্ষত্রে অবস্থান করে, সেই সময়টায় সবেচেয়ে বেশি গরম পড়ে। আগামী ২৫ মে সকাল ৩টে ১৬ মিনিটে সূর্য রোহিণী নক্ষত্রে প্রবেশ করবে। ১৫ দিন রোহিণী নক্ষত্রে অবস্থান করে মৃগশিরা নক্ষত্রে গোচর করবে সূর্য। রোহিণী নক্ষত্রে সূর্যের অবস্থানের এই ১৫ দিন সারা বছরের মধ্যে সবচেয়ে উষ্ণ হয়। *সূর্য রোহিণী নক্ষত্রে ১৫ দিন থাকলেও তার মধ্যে প্রথম ৯ দিন গরম সবচেয়ে মারাত্মক আকার ধারণ করে। এই ৯ দিনকে নওতাপ বলা হয়। এই বছর নওতাপ চলবে আগামী ২৫ মে থেকে ২ জুন পর্যন্ত।*
🌞 সাবধানে থাকবেন সবাই 🙂

দাবদাহে সুস্থ থাকতে করণীয়  ও বর্জনীয়  .....
21/04/2024

দাবদাহে সুস্থ থাকতে করণীয় ও বর্জনীয় .....

  বলা হয়েছে, গীবতকারীকে লাইলাতুল কদরেও ক্ষমা করা হবে না যতক্ষণ না সে তার (যার নামে গীবত করা হয়েছে) কাছে ক্ষমা প্রার্থনা...
01/04/2024


বলা হয়েছে, গীবতকারীকে লাইলাতুল কদরেও ক্ষমা করা হবে না যতক্ষণ না সে তার (যার নামে গীবত করা হয়েছে) কাছে ক্ষমা প্রার্থনা করে।
আমি একজন মানুষ, আমি হয়তো গীবত করেছি বা আপনার সম্পর্কে খারাপ কথা বলেছি তাই আমি বিনীতভাবে আপনাদের সকলের কাছে ক্ষমা প্রার্থনা করছি। তাই আমাকে ক্ষমা করে দিন।
আমি দুঃখিত, আপনাকে যে সমস্ত ব্যথা দিয়েছি তার জন্য এবং আপনি যদি কোনও দিন কাঁদেন অথবা আমার কারণে খারাপ অনুভব করে থাকেন তার জন্যও। আমাদের আত্মা পরিষ্কার করা ভাল যাতে আমাদের রোজা এবং দোয়া আল্লাহ (সুবহানাহু ওয়া তায়ালা) কবুল করেন। আমি আপনার জন্য দোয়া করব, ইন শা আল্লাহ।
এক‌ইসাথে আমাকেও যারা কষ্ট দিয়েছেন কখনো, আমার সম্মুখে বা অজ্ঞাতে আমার সমালোচনা বা গীবত করেছেন.....আমি তাদের ক্ষমা করে দিলাম..
আল্লাহ আমাদের সকলকে ক্ষমা করুন।
রাব্বুল আলামীন আমাদের সবাইকে রহমত, বরকত, হিদায়াত, ঈমান, তাকওয়া ও সবর দান করুন।
আমীন।
@গীবত

01/04/2024

বলা হয়েছে, গীবতকারীকে লাইলাতুল কদরেও ক্ষমা করা হবে না যতক্ষণ না সে তার (যার নামে গীবত করা হয়েছে) কাছে ক্ষমা প্রার্থনা করে।

18/03/2024

মই উদ্যোক্তা 😎 Caught হয় But ........

16/03/2024
জানি কিন্তু মানি না 🥹😭🤲
07/03/2024

জানি কিন্তু মানি না 🥹😭🤲

https://youtu.be/QXK5DK7vDnA?t=428
04/03/2024

https://youtu.be/QXK5DK7vDnA?t=428

Fair Use Notice:This channel may utilize certain copyrighted materials without explicit authorization from the rights holders. However, the materials used he...

সুন্দরবনের বাঘ একদিনে আনুমানিক ৩০ কেজি হরিণের মাংস খায়, যার বাজার মূল্য আনুমানিক লাখ টাকার ও বেশি, অথচ বাঘের কোন ইনকাম ন...
04/03/2024

সুন্দরবনের বাঘ একদিনে আনুমানিক ৩০ কেজি হরিণের মাংস খায়, যার বাজার মূল্য আনুমানিক লাখ টাকার ও বেশি, অথচ বাঘের কোন ইনকাম নাই, কোনো চিন্তাও নাই।
কিন্তু, আপনি ভাত খান ২৫০ গ্রাম!
তার জন্য আপনি চুরি করেন, সুদ খান, ঘুষ খান, অন্যের হক নষ্ট করেন।
আরো কত কী........
আপনার একাউন্টে অনেক টাকা, আপনার শরীরে অনেক রোগ, আপনার সন্তানেরা ও কথা শুনে না, আপনার অনেক দুশ্চিন্তা.....
বাঘ চিন্তা করে আজকে কি খাবো!
আর, আপনি চিন্তা করেন আগামি ২০ বছর কি খাবেন….....
মহান আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা আমাদের সকলকে সঠিক জ্ঞান দান করুক।।
🤲আমিন🤲
(সংগৃহীত)

28/01/2024

Amazing shorts videos ...

Address

Abhaynagar
Noapara
7460

Alerts

Be the first to know and let us send you an email when ES MEDIA posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share