JAHID Jewel

JAHID Jewel অতিরিক্ত চিন্তা বাদ দাও, যা তাকদীরে আছে তাই হবে, আলহামদুলিল্লাহ্ বলে মুচকি হেঁসে দাও!
(2)

মানবতার ফেরিওয়ালী বিথী আম্বানি সমুদ্র কন্যা কাজল কে আইফোন ১৬ গিফট করেছে। যাতে কাজল এখন থেকে বেশি বেশি রিলস বানাতে পারে৷...
15/07/2025

মানবতার ফেরিওয়ালী বিথী আম্বানি সমুদ্র কন্যা কাজল কে আইফোন ১৬ গিফট করেছে। যাতে কাজল এখন থেকে বেশি বেশি রিলস বানাতে পারে৷ আসলেই অনেক বড় মনের পরিচয় দিলেন বিথী আম্বানি৷ ফেসবুকে সবাই সেলিব্রিটি হয়ে ভাব নিলেও তিনি সবসময় মাটির মানুষ৷ তবে একজন দেখলাম কমেন্ট করছে, "বিথী চিনে না জানে না এক মেয়েকে দামী ফোন দেয় অথচ নিজের বাপের মাটির ঘর ঠিক করে না, কারণ ঠিক করলেই তো আর আবেগ বেইচা ভিডিও বানাতে পারবে না"

JAHID Jewel

এবারের হজে সরকারি প্যাকেজে বাড়ী ভাড়া ও সার্ভিস চার্জ কম লাগায় ৪ হাজার ৯৭৮ জন হাজী ৮ কোটি ২৮ লক্ষ ৯০ হাজার টাকা ফেরত পাচ্...
14/07/2025

এবারের হজে সরকারি প্যাকেজে বাড়ী ভাড়া ও সার্ভিস চার্জ কম লাগায় ৪ হাজার ৯৭৮ জন হাজী ৮ কোটি ২৮ লক্ষ ৯০ হাজার টাকা ফেরত পাচ্ছেন

আমার দৃষ্টিতে এরাই প্রকৃত স্মার্ট মুখে লম্বা দাঁড়ি, টাখনুর উপরে প্যান্ট,  মাশাআল্লাহ ❤️
13/07/2025

আমার দৃষ্টিতে এরাই প্রকৃত স্মার্ট মুখে লম্বা দাঁড়ি, টাখনুর উপরে প্যান্ট, মাশাআল্লাহ ❤️

আহ!কি হচ্ছে একের পর এক!!কত হৃদয়বিদারক ঘটনা!! বন্ধুদের সাথেও নিরাপদ নয়!গত রাতে চাঁদপুর আল আমিন স্কুলের সামনের লেকে এক ছাত...
13/07/2025

আহ!কি হচ্ছে একের পর এক!!
কত হৃদয়বিদারক ঘটনা!!
বন্ধুদের সাথেও নিরাপদ নয়!
গত রাতে চাঁদপুর আল আমিন স্কুলের সামনের লেকে এক ছাত্রের লাশ পাওয়া যায়।তার নাম আলামিন তুহিন।সে বিকাল থেকে বন্ধুদের সাথে আড্ডা দিতেছিলো।তার চোখে ও মুখে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তার বন্ধুদের জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। তারা সবাই এ বছর এসএসসি পাশ করে।
এসব অরাজকতার মূলই হলো কিশোর গ্যাং। তাই প্রশাসনের এ ব্যাপারে কঠোর ভূমিকা নিতে হবে এবং অপরাধীদের গ্রেফতার করে দ্রুত শাস্তি নিশ্চিত করতে হবে।আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুক এবং মানবিক হিসেবে কবুল করুক। আমিন

সোহাগের ক"ব"রে-র সামনে তার স্ত্রী-সন্তান 💔
12/07/2025

সোহাগের ক"ব"রে-র সামনে তার স্ত্রী-সন্তান 💔

মেট্রোলের অবস্থা 💔🫰❤️
12/07/2025

মেট্রোলের অবস্থা 💔🫰❤️

বৃষ্টি এখন আর শুধু রোমান্টিক নয় 🙂
09/07/2025

বৃষ্টি এখন আর শুধু রোমান্টিক নয় 🙂

আজ ফেনীর বন্যার পরিস্থিতি অনেক খারাপ আল্লাহ বাসীদের কে রক্ষা করুক।   #ফেনী
09/07/2025

আজ ফেনীর বন্যার পরিস্থিতি অনেক খারাপ আল্লাহ বাসীদের কে রক্ষা করুক।
#ফেনী

📢 চেনেন কি এই মানুষটিকে?আজ মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স (মরাধন) এলাকায় এক হৃদয়বিদারক ঘটনা ঘটেছে।✅ ছবিতে থাকা এই...
08/07/2025

📢 চেনেন কি এই মানুষটিকে?
আজ মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স (মরাধন) এলাকায় এক হৃদয়বিদারক ঘটনা ঘটেছে।

✅ ছবিতে থাকা এই ভদ্রলোককে অজ্ঞান অবস্থায় উদ্ধার করা হয়।
✅ দুর্বৃত্তরা তাকে অজ্ঞান করে তার গাড়িটি নিয়ে পালিয়েছে।
✅ বর্তমানে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
✅ তিনি এখনো নিজের নাম বা পরিবারের ঠিকানা কিছুই বলতে পারছেন না।

🔴 দয়া করে ভালো করে ছবিটি দেখুন।
🔁 আপনার একটি শেয়ার এই মানুষটিকে তার পরিবারের কাছে পৌঁছাতে সহায়ক হতে পারে।

📍স্থান: মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, চাঁদপুর
📞 যদি কেউ চিনে থাকেন, অনুগ্রহ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বা হাসপাতালের সঙ্গে যোগাযোগ করুন।

🤝 মানবিক দায়িত্ববোধ থেকে পোস্টটি শেয়ার করুন।
ধন্যবাদ।

কক্সবাজার হিমছড়ি জাদুঘর এলাকায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের  ৪জন শিক্ষার্থী বীচে নামলে ৩ জন নিখ...
08/07/2025

কক্সবাজার হিমছড়ি জাদুঘর এলাকায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের ৪জন শিক্ষার্থী বীচে নামলে ৩ জন নিখোঁজ হোন। এই মূহুর্তে ১জনের লাশ পাওয়া গেছে ২জন নিখোঁজ আছেন। কি মর্মান্তিক ঘটনা😥😥😭
। আল্লাহ রহম করুন।🥰

সতর্কীকরণ পোস্ট :-একটু সাবধানতায় বেঁচে যেতে পারে আপনার প্রান!😔রাতে আমরা এমন অনেক সময় আছি যারা বিছানায় ঘুমাতে যাবার আগে...
07/07/2025

সতর্কীকরণ পোস্ট :-
একটু সাবধানতায় বেঁচে যেতে পারে আপনার প্রান!😔

রাতে আমরা এমন অনেক সময় আছি যারা বিছানায় ঘুমাতে যাবার আগে লাইট টা অফ করে দিয়ে বিছানায় চলে যাই আমরা ঠিক করে বিছানার দিকে লক্ষ্য করি না,আর্ সেখানেই লুকিয়ে থাকতে পারে আমাদের জীবন নিয়ে নেওয়া এই ভয়ঙ্কর বিষধর সাপ , গত কয়েকদিন ধরে দেখা মিলেছে এই সাপে কাটা রোগীর সংখ্যা অনেক বেশি তাদের সবাই কে জিজ্ঞাসা করে জন্য গেছে শোবার সময় বিছানা থেকে সাপটি তাকে কামড় দিয়েছে ,,,
তাই ঘুমাতে যাবার আগে কয় একটি কাজ করতে ভুলে যাবেন না ,,
১: বিছানা সুন্দর করে ঝেড়ে ঘুমাতে যাবেন , ভালো করে লক্ষ্য করবেন কোনো বিশক্ত কিছু আছে কি না ।
২: অবশ্যই মশারী টানানোর অভ্যাস করুন ।
৩: রাতে বাইরে গেলে অবশ্যই কাছে লাইট রাখবেন আর্ আসে পাশে দেখে আইন পা ফেলবেন।
৪: সাপটি রাতেই বেশি চলাচল করে ব্যাঙ ইদুর ধরার জন্য তাই দিনের বেলায় সতর্কতার সাথে নিশ্চিত হন ঘরে এগুলো আছে কি না ।

"রাস্তায় বের হতে পারি না… মানুষ বলে—এইটা কার মেয়ে? নিয়ে যাওয়ার ভয় হয়... 🥲 এই একটা লাইনে লুকিয়ে আছে এক মায়ের ভয়, কষ্ট আর ...
07/07/2025

"রাস্তায় বের হতে পারি না… মানুষ বলে—এইটা কার মেয়ে? নিয়ে যাওয়ার ভয় হয়... 🥲

এই একটা লাইনে লুকিয়ে আছে এক মায়ের ভয়, কষ্ট আর ভালোবাসার সবচেয়ে বড় প্রকাশ।
যে মা দিনমজুর, তার কোলের শিশু আজ ভাইরাল, কিন্তু ভাইরাল হওয়াটাই তাদের জীবনে যেন এক নতুন ভয় হয়ে এসেছে।

মেয়ে এখন সবার পরিচিত মুখ—কিউট ভিডিও, হাস্যরস, সহজ সরল কথা মানুষকে মুহূর্তে মন ছুঁয়ে গেছে।
কিন্তু এর পেছনে যে গল্প, সেটা কেউ জানে না।
মা বলেন—

> "আমি তো গরিব, ভাই। রাস্তায় বের হলেই লোকজন ঘিরে ধরে, ভিডিও তো দেখছে, কিন্তু কেউ জিজ্ঞেস করে না, আমরা কেমন আছি…"

Address

North Chandpur

Telephone

+8801788982179

Website

Alerts

Be the first to know and let us send you an email when JAHID Jewel posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to JAHID Jewel:

Share