JAHID Jewel

JAHID Jewel অতিরিক্ত চিন্তা বাদ দাও, যা তাকদীরে আছে তাই হবে, আলহামদুলিল্লাহ্ বলে মুচকি হেঁসে দাও!
(2)

চীনের হুবেই প্রদেশের ৯০ বছরের এক বৃদ্ধা অবিশ্বাস্যভাবে টানা ২০ বছর ধরে একটি আস্ত গ্রেনেডকে হাতুড়ি হিসেবে ব্যবহার করে আসছ...
12/08/2025

চীনের হুবেই প্রদেশের ৯০ বছরের এক বৃদ্ধা অবিশ্বাস্যভাবে টানা ২০ বছর ধরে একটি আস্ত গ্রেনেডকে হাতুড়ি হিসেবে ব্যবহার করে আসছিলেন!
গোলমরিচ গুঁড়ো করা থেকে শুরু করে আখরোট ভাঙা, এমনকি দেয়ালে পেরেক ঠোকার মতো নানান কাজে সেটিই ছিল তাঁর নির্ভরযোগ্য ‘হাতিয়ার’।

বৃদ্ধার ভাষ্যে, বহু বছর আগে জমি থেকে কুড়িয়ে পাওয়া এই ধাতব জিনিসটি আসলে কী—তা তিনি কখনো জানতেন না।
সম্প্রতি ঘটনাটি ফাঁস হলে পুলিশ দ্রুত এসে গ্রেনেডটি নিরাপদে সরিয়ে নেয়।

সৌভাগ্য যে, এতদিনে কোনো দুর্ঘটনা ঘটেনি।
এখন এই ঘটনাই চীনা সামাজিক মাধ্যমে তুমুল আলোচনার ঝড় তুলেছে।

২৪ ঘণ্টা নদীর বুকে ভেসে থাকার পর মিললো একজন বীরের নিথর দেহ… তিনি বিজিবি সদস্য মাসুম বিল্লাহ, যিনি দায়িত্ব পালন করতে গিয়ে...
11/08/2025

২৪ ঘণ্টা নদীর বুকে ভেসে থাকার পর মিললো একজন বীরের নিথর দেহ… তিনি বিজিবি সদস্য মাসুম বিল্লাহ, যিনি দায়িত্ব পালন করতে গিয়ে চোরাকারবারিদের পিছু নিয়েছিলেন,কিন্তু ফিরে আসেননি।গতকাল চোরাকারবারিদের ধরতে গিয়ে নৌকা ডুবে গিয়েছিল, কিন্তু তলিয়ে যায়নি তার সাহস…তলিয়ে যায়নি তার দেশের প্রতি প্রেম।

মাসুম বিল্লাহ নিজের জীবন দিয়ে রেখে গেছেন এক অমূল্য সম্পদ- তার সেই বিজিবির ইউনিফর্ম,এটা আর শুধু কাপড় নয়,এটা এক জীবন্ত ইতিহাস,যা চিরদিন বলে যাবে—

বিজিবি সদস্য মাসুম বিল্লাহ কাপুরুষ ছিলেন না… তিনি দেশের জন্য প্রাণ দিয়েছেন।কিছুক্ষণ আগে তার লাশ উদ্ধার করা হয়েছে।সহকর্মীর এমন বিদায়ে শোকাহত বিজিবি সদস্যগণ।তবে প্রশংসার দাবিদার ৪৮ বিজিব'র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল ইসলাম।

সহকর্মী নিখোঁজ হওয়ার পর থেকে,,বিষন্ন মনে নদীর পাড়ে অশ্রুজল চোখে বসে অপেক্ষামান ছিলেন তিনি। এমন একজন অভিবাবক পাওয়া বিজিবি সদস্যদের জন্য সৌভাগ্য।

ইউনিফর্ম পড়া অবস্থায় নদী থেকে মাসুম বিল্লাহের লাশ উদ্ধার হয়েছে।আজ সেই ইউনিফর্ম হয়তো নিথর দেহে ভেজা অবস্থায় লেগে আছে,কিন্তু তার ভাঁজে ভাঁজে লুকিয়ে আছে নদীর ঢেউয়ের শেষ আহ্বান,দেশ প্রেমের ঘ্রাণ আর তার পরিবারের সন্তানের চোখের অশ্রু।

এই মাটি,এই আকাশ,এই মানুষ…যতদিন বাংলাদেশ থাকবে,ততদিন তারা স্মরণ করবে—এ বীর কে

একজন মাসুম বিল্লাহ ছিলেন,যিনি জীবন দিয়ে লিখে গেছেন,দেশপ্রেম মানে কী,ত্যাগ মানে কী।
হে আল্লাহ ভাইটিকে জান্নাতের উঁচু মাকাম দান করুন,, আমিন।।

08/08/2025

আকাশচুম্বী একটি ভবনে বিমান আঘাত হানার কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি একটি ছবি ২০২৫ সালের ২১ জুলাই বাংলাদেশের রাজ....

03/08/2025

মানুষ ফিরিয়ে দেয়, আল্লাহ নয়।
আল্লাহ হয় দেন, নয়তো বদলে দেন। কিন্তু আল্লাহ যেটা দেন, সবচেয়ে উত্তমটাই দেন।🤍

আলহামদুলিল্লাহ

সংবাদ বিজ্ঞপ্তিবাঘাইছড়িতে ইউপিডিএফ (মূল) সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে সেনাবাহিনীর অভিযানঢাকা, ২৯ জুলাই ২০২৫ (মঙ্গলবার): সুনি...
29/07/2025

সংবাদ বিজ্ঞপ্তি

বাঘাইছড়িতে ইউপিডিএফ (মূল) সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে সেনাবাহিনীর অভিযান

ঢাকা, ২৯ জুলাই ২০২৫ (মঙ্গলবার): সুনিদিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আজ ভোর ০৩৩০ ঘটিকায় বাংলাদেশ সেনাবাহিনীর বাঘাইহাট জোন কর্তৃক ইউপিডিএফ (মূল) এর সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে নরেন্দ্র কারবারি ত্রিপুরা পাড়া নামক একটি এলাকায় অভিযান পরিচালনা করা হয়। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনাকালে, সশস্ত্র দলটি সেনাবাহিনীর উপস্থিতি বুঝতে পেরে সেনা টহল দলের উপর গুলি বর্ষণ করে পালানোর চেষ্টা করে এবং এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে ব্যাপক গুলি বিনিময় হয়। অতঃপর, তল্লাশি চালিয়ে ঘটনাস্থল থেকে সেনাবাহিনীর টহলদল কর্তৃক ১টি সাবমেশিনগান (SMG), ৩টি দেশীয় তৈরী বন্দুক, ১টি এলজি, ১টি সাব মেশিনগানের ম্যাগাজিন, ১টি পোচ, ৭ রাউন্ড এ্যামোনিশন, ১৭টি খালী খোসা, ২৫টি বিভিন্ন লটের এসএমজির খালী খোসা, ২টি কার্তুজ, ৪টি ওয়াকিটকি, ১টি মটরোলা সেট, ৪টি ওয়াকিটকি চার্জার, ২টি ক্যামেরা, ১টি স্পাই ক্যামেরা সান গ্লাস, ১টি স্পাই ক্যামেরা ডিভাইস চার্জার, ৩টি পেন ড্রাইভ, ৪টি ইউপিডিএফ সংগঠনের পতাকা, ৫টি ইউপিডিএফ সংগঠনের আর্ম ব্যান্ড এবং ১২টি বিভিন্ন প্রকারের বই উদ্ধার করা হয়।

পার্বত্য চট্টগ্রামে সকল জাতিগোষ্ঠীর জানমালের নিরাপত্তা রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনী বদ্ধপরিকর এবং ভবিষ্যতেও সশস্ত্র দলগুলোর বিরুদ্ধে কঠোর অভিযান অব্যাহত থাকবে।

ট্রেনিং সেন্টারে হাশরের ময়দান এই ড্রিল গ্রাউন্ড 😅এই ড্রিল গ্রাউন্ড জানে , ঘামের সাথে চোখের পানি ফেলেছি গোপনে 💔এই ড্রিল ...
29/07/2025

ট্রেনিং সেন্টারে হাশরের ময়দান এই ড্রিল গ্রাউন্ড 😅
এই ড্রিল গ্রাউন্ড জানে ,
ঘামের সাথে চোখের পানি ফেলেছি গোপনে 💔
এই ড্রিল গ্রাউন্ড জানে,
অস্ত্রের সাথে হাতের আঘাতে র'ক্তা'ক্ত হয়েছে কত জনে🙂
এই ড্রিল গ্রাউন্ড জানে,
পানি পিপাসায় বুক ফেটে যেত বলতে পারতো না জ্ঞান হারিয়ে ফেলতো কত জনে 😅💔

বাংলাদেশ সেনাবাহিনীর ইতিহাসে এক বিরল ঘটনা!সময়টা ২০১৩ সালের ১১ মার্চ। বাংলাদেশ সেনাবাহিনীর একজন গর্বিত অফিসার, লেফটেন্যান...
28/07/2025

বাংলাদেশ সেনাবাহিনীর ইতিহাসে এক বিরল ঘটনা!

সময়টা ২০১৩ সালের ১১ মার্চ। বাংলাদেশ সেনাবাহিনীর একজন গর্বিত অফিসার, লেফটেন্যান্ট কর্নেল তাছাওয়ার রাজা হঠাৎই এক মারাত্মক হৃদরোগে আক্রান্ত হয়ে চলে যান গভীর কোমায়।তারপর দীর্ঘ ৮ বছর, চোখ খুলেননি তিনি। শুধু নিঃশ্বাস চলেছে, জীবন থেমে থেকেও বেঁচে ছিল এক হাসপাতালের বিছানায়, নিঃশব্দ সংগ্রামে।

আর এই দীর্ঘ সময় ধরে, তার প্রিয় মানুষরা, স্ত্রী-সন্তান, আর সহকর্মীরা অপেক্ষা করেছে হয়তো একদিন তিনি ফিরে আসবেন, একটা শব্দ বলবেন, একবার চোখ তুলে তাকাবেন…
কিন্তু তিনি ফিরলেন না।
ফিরলেন তাঁর সম্মানে।

২০২০ সালের ১২ অক্টোবর যেদিন তাঁর চাকরি জীবনের শেষ দিন, সেদিন বাংলাদেশ সেনাবাহিনী তাঁকে “কর্নেল” পদে পদোন্নতি দেয়।
হ্যাঁ, কোমায় শুয়ে থাকা অবস্থাতেই তাঁর কাঁধে পরিয়ে দেওয়া হয় কর্নেলের ব্যাজ।

কেন?

কারণ তিনি সেটা প্রাপ্য ছিলেন।
কারণ তিনি লড়েছেন, দেশের জন্য, মানুষের জন্য, আর কর্তব্যের প্রতি নিজের অঙ্গীকারে কখনোই পিছপা হননি।

সংবাদ বিজ্ঞপ্তিএক্সারসাইজ টাইগার লাইটনিং (টিএল)-২০২৫ এর উদ্বোধনী অনুষ্ঠানঢাকা, ২৫ জুলাই ২০২৫ (শুক্রবার): আজ (২৫ জুলাই ২০...
28/07/2025

সংবাদ বিজ্ঞপ্তি

এক্সারসাইজ টাইগার লাইটনিং (টিএল)-২০২৫ এর উদ্বোধনী অনুষ্ঠান

ঢাকা, ২৫ জুলাই ২০২৫ (শুক্রবার): আজ (২৫ জুলাই ২০২৫) বাংলাদেশ সেনাবাহিনী ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক আর্মি কমান্ড (USARPAC) এর যৌথ অংশগ্রহণে 'এক্সারসাইজ টাইগার লাইটনিং (টিএল)-২০২৫' এর উদ্বোধনী অনুষ্ঠান সিলেটের জালালাবাদ সেনানিবাসস্থ প্যারা কমান্ডো ব্রিগেড এ অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের প্যাসিফিক আর্মি কমান্ড এর ডেপুটি কমান্ডিং জেনারেল মেজর জেনারেল অ্যাসকট এ উইন্টার। এই মহড়াটি বাংলাদেশ সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেড এবং ইউনাইটেড স্টেটস আর্মি প্যাসিফিক কমান্ড এর নেভাডা ন্যাশনাল গার্ড এর যৌথ তত্ত্বাবধানে অনুষ্ঠিত হচ্ছে। অনুশীলনটি মোট ০৬ দিনের জন্য পরিচালিত হবে যা আগামী ৩০ জুলাই ২০২৫ পর্যন্ত চলমান থাকবে।

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তা বিধান, সন্ত্রাস দমন, দুর্যোগ ব্যবস্থাপনা এবং মানবিক সহায়তা ইত্যাদি বিষয়ে পারস্পরিক সহযোগিতা বিদ্যমান রয়েছে। বাংলাদেশ প্রাকৃতিক দুর্যোগসহ যেকোন বৈশ্বিক হুমকি মোকাবিলায় বদ্ধপরিকর এবং যুক্তরাষ্ট্রসহ অন্যান্য অংশীদারদের সাথে সমবেতভাবে কাজ করে আসছে। এরই ধারাবাহিকতায় পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি, কৌশলগত যৌথ আভিযানিক সক্ষমতা উন্নয়ন এবং প্রস্তুতি জোরদার করার লক্ষ্য নিয়ে ২০২৫ সালে টাইগার লাইটনিং অনুশীলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই মহড়ায় মার্কিন যুক্তরাষ্ট্রের নেভাডা ন্যাশনাল গার্ড এর ৬৬ জন এবং বাংলাদেশ সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেডের ১০০ জন সদস্য অংশগ্রহণ করছেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে পরিচালক, সেনাবাহিনী এয়ার ডিফেন্স পরিদপ্তর, পরিচালক, সামরিক প্রশিক্ষণ পরিদপ্তর এবং কমান্ডার, প্যারা কমান্ডো ব্রিগেড উপস্থিত ছিলেন। এই অনুশীলন অংশগ্রহণকারী সেনাসদস্যদের পেশাগত দক্ষতা উন্নয়ণে গুরুত্বপূর্ণ অবদান রাখবে এবং বাংলাদেশ সেনাবাহিনী ও যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর মধ্যে বিদ্যমান সম্পর্ককে আরও দৃঢ় করতে কার্যকরী অবদান রাখবে।

Press Release

INAUGURATION CEREMONY OF EXERCISE TIGER LIGHTNING (TL)-2025

Dhaka, 25 July 2025 (Friday): Today (25 July 2025), the opening ceremony of the joint military exercise Tiger Lightning (TL)-2025, jointly organised by the Bangladesh Army and the United States Army Pacific Command (USARPAC), was held at the Para Commando Brigade, Jalalabad Cantonment in Sylhet. The event was graced by Major General Ascot A. Winter, Deputy Commanding General of USARPAC, as the Chief Guest. This exercise is being jointly supervised by the Para Commando Brigade of the Bangladesh Army and the Nevada National Guard under the United States Army Pacific Command. The six-day-long exercise will continue until 30 July 2025.

Bangladesh and the United States maintain mutual cooperation in regional and global security, counter-terrorism, disaster management, and humanitarian assistance. Bangladesh remains committed to confronting natural disasters and global threats and continues to work collaboratively with the United States and other partners. As part of this ongoing cooperation, Tiger Lightning 2025 is being conducted with the aim of enhancing mutual collaboration, improving joint operational capabilities, and strengthening preparedness. A total of 66 personnel from the Nevada National Guard of the United States and 100 personnel from the Bangladesh Army's Para Commando Brigade are participating in the exercise

Senior officials from the Bangladesh Army, including the Director of Army Air Defence Directorate, the Director of Military Training Directorate, and the Commander of the Para Commando Brigade, were present at the inauguration ceremony. The exercise is expected to significantly enhance the professional skills of participating troops and will further strengthen the existing relationship between the Bangladesh Army and the United States Army.

⚔️DO OR DIE ⚔️👉করো অথবা মরো👈🇧🇩 প্যারা কমান্ডো – যেখানে ভয়, সেখানেই তাদের অভিযান!🪂 আকাশ থেকে ঝাঁপ, 💣 সন্ত্রাস দমন, 🛥️ নৌ ...
27/07/2025

⚔️DO OR DIE ⚔️
👉করো অথবা মরো👈

🇧🇩 প্যারা কমান্ডো – যেখানে ভয়, সেখানেই তাদের অভিযান!
🪂 আকাশ থেকে ঝাঁপ, 💣 সন্ত্রাস দমন, 🛥️ নৌ অভিযান, 🌲 জঙ্গলে গেরিলা যুদ্ধ –
বাংলাদেশ সেনাবাহিনীর সবচেয়ে প্রশিক্ষিত ও সাহসী ইউনিট!

উক্ত সৈনিক গত ১৩-০৭-২০২৫ তারিখে, আর্মস কমান্ডো ক্যাডার করার জন্য ১২ ইঞ্জিনিয়ার ব্যাটালিয়ন সিলেট সেনানিবাসে যোগদান করেন। ...
26/07/2025

উক্ত সৈনিক গত ১৩-০৭-২০২৫ তারিখে, আর্মস কমান্ডো ক্যাডার করার জন্য ১২ ইঞ্জিনিয়ার ব্যাটালিয়ন সিলেট সেনানিবাসে যোগদান করেন। এবং গতকাল ২৪-০৭-২০২৫ তারিখে সাপ্তাহিক (আইপিএফটি) ৩.২কি.মি দৌড়ে অংশ গ্রহন করলে, দৌড়ের একসময় শারিরীক ভাবে ভীষণ অসুস্থ হয়ে পরে। এবং তার প্রশিক্ষন স্টাফ তাকে দৌড় শেষ করার জন্য জোড় করলে, এক পযায়ে উক্ত সৈনিক আরো বেশি অসুস্থ হয়ে যায় এবং তাকে, সিএমএইচ জালালাবাদ সেনানিবাসে নেওয়া হয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্যে হেলিকপ্টার যোগে ঢাকা সিএমএইচে প্রেরন করা হয়। এবং সেখানেই উক্ত সৈনিক মৃ'ত্যু'বরন করেন। সে ৫৭ ইস্ট বেঙ্গলে চাকরিরত ছিলেন।

ইলিশের বাড়ি চাঁদপুর আমার প্রাণের শহর ভালো নেই সবাই দোয়া করবেন আল্লাহ পাক রাব্বুল আলামিন জেনে সবাইকে হেফাজতে রাখেন চাঁদ...
26/07/2025

ইলিশের বাড়ি চাঁদপুর আমার প্রাণের শহর ভালো নেই সবাই দোয়া করবেন আল্লাহ পাক রাব্বুল আলামিন জেনে সবাইকে হেফাজতে রাখেন

চাঁদপুরের মেঘনায় বিপদসীমার ২১ সেন্টিমিটার উপরে পানি, নিম্নাঞ্চল প্লাবিত।
চাঁদপুরের মেঘনা নদীতে হঠাৎ পানি বৃদ্ধি পেয়েছে। টানা বৃষ্টিপাত ও বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের কারণে শুক্রবার সন্ধ্যা ছয়টায় পরিমাপ অনুযায়ী, নদীর পানি বিপদসীমার ২১ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়েছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড।
হঠাৎ এই জোয়ারের কারণে হাইমচর উপজেলার চরভাঙ্গা, কৃষ্ণপুর, লামচরি, উত্তর চর ভৈরবী, পাড়াবোগুলা ও জালিয়ার চর গ্রামের অনেক বাড়ির আঙিনা ও গ্রামের রাস্তা পানিতে তলিয়ে গেছে যেতে দেখা গেছে। শুধু তাই নয়, স্থানীয় কৃষিজমিও পানিতে ডুবে গেছে।

Address

MATLAB NORTH CHANDPUR
North Chandpur

Telephone

+8801788982179

Website

Alerts

Be the first to know and let us send you an email when JAHID Jewel posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to JAHID Jewel:

Share