
15/07/2025
মানবতার ফেরিওয়ালী বিথী আম্বানি সমুদ্র কন্যা কাজল কে আইফোন ১৬ গিফট করেছে। যাতে কাজল এখন থেকে বেশি বেশি রিলস বানাতে পারে৷ আসলেই অনেক বড় মনের পরিচয় দিলেন বিথী আম্বানি৷ ফেসবুকে সবাই সেলিব্রিটি হয়ে ভাব নিলেও তিনি সবসময় মাটির মানুষ৷ তবে একজন দেখলাম কমেন্ট করছে, "বিথী চিনে না জানে না এক মেয়েকে দামী ফোন দেয় অথচ নিজের বাপের মাটির ঘর ঠিক করে না, কারণ ঠিক করলেই তো আর আবেগ বেইচা ভিডিও বানাতে পারবে না"
JAHID Jewel