
24/05/2025
☁️🤍🩵
নীল আকাশে ভেসে চলে
সাদা তুলোর দল,
মেঘের মাঝে হারিয়ে যায়
সূর্যটার চলাচল।
কখনো মেঘ করে রাগ
ঝরিয়ে দেয় বৃষ্টি,
কখনো বা ছুঁয়ে যায়
শীতল এক দৃষ্টি।
খেলা করে দিগন্ত জুড়ে
রঙে রঙে ঢেউ,
মেঘের মাঝে স্বপ্ন সাজাই
শান্তির এক নেউ।
রংধনু আসে হেসে হেসে
মেঘের পরে পরে,
মনটা চায় উড়ে যেতে
আকাশেরই দ্বারে।🤍
🩵