Sumonology

Sumonology Content Creator on Facebook and YouTube, channel name Sumonology, event making video with any topic

আপনি জানেন কি..?পিঁপড়া তার ওজনের চাইতে তিনগুন বেশি ওজন বহন করতে পারে।পৃথিবীতে এতো পরিমাণ পিঁপড়া বিদ্যমান যার সামগ্রিক ...
05/04/2025

আপনি জানেন কি..?

পিঁপড়া তার ওজনের চাইতে তিনগুন বেশি ওজন বহন করতে পারে।

পৃথিবীতে এতো পরিমাণ পিঁপড়া বিদ্যমান যার সামগ্রিক ওজন পৃথিবীতে বসবাসরত মানুষের ওজনের চাইতেও বেশি 😱

প্রাচীন মিশরীয়রা ২৭০০ খ্রিস্টপূর্বাব্দ থেকে প্রায় ১৭০০ খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত পিরামিড তৈরি করেছিল। ফারাও জোসার এবং ত...
16/03/2025

প্রাচীন মিশরীয়রা ২৭০০ খ্রিস্টপূর্বাব্দ থেকে প্রায় ১৭০০ খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত পিরামিড তৈরি করেছিল। ফারাও জোসার এবং তার স্থপতি ইমহোটেপ তৃতীয় রাজবংশের সময় প্রথম পিরামিডটি নির্মাণ
করেছিলেন।

শেষ রাজকীয় পিরামিড নির্মাণ করেন রাজা আহমোস। ছোট পিরামিডগুলি নুবিয়ানদের দ্বারা নির্মিত হয়েছিল যারা শেষ যুগে মিশর শাসন করেছিল।

ডলফিন মাংসাশী প্রাণী, মাছ এবং স্কুইড এদের প্রধান খাদ্য। ধারণা করা হয় দশ মিলিয়ন বছর আগে মায়োসিন যুগে ডলফিনের উদ্ভব। ডল...
10/03/2025

ডলফিন মাংসাশী প্রাণী, মাছ এবং স্কুইড এদের প্রধান খাদ্য। ধারণা করা হয় দশ মিলিয়ন বছর আগে মায়োসিন যুগে ডলফিনের উদ্ভব। ডলফিনকে সবচেয়ে বুদ্ধিমান প্রাণীদের কাতারে ধরা হয়। বন্ধুত্বপূর্ণ আচরণ এবং খেলোয়াড়সুলভ মানসিকতা মানবসমাজের কাছে ডলফিনকে খুবই জনপ্রিয় করে তুলেছে।

বেশীরভাগ প্যাঁচা ছোট ছোট স্তন্যপায়ী প্রাণী যেমন ইঁদুর এবং কীটপতঙ্গ শিকার করে, তবে কিছু প্রজাতি মাছও ধরে। প্যাঁচা উপর থে...
09/03/2025

বেশীরভাগ প্যাঁচা ছোট ছোট স্তন্যপায়ী প্রাণী যেমন ইঁদুর এবং কীটপতঙ্গ শিকার করে, তবে কিছু প্রজাতি মাছও ধরে। প্যাঁচা উপর থেকে ছোঁ মেরে শিকার ধরতে অভ্যস্ত। শিকার করা ও শিকার ধরে রাখতে এরা বাঁকানো ঠোঁট বা চঞ্চু এবং নখর ব্যবহার করে। কুমেরু, গ্রীনল্যান্ড এবং কিছু নিঃসঙ্গ দ্বীপ ছাড়া পৃথিবীর সব স্থানেই প্যাঁচা দেখা যায়...

অক্টোপাস আটটি বাহু বিশিষ্ট সামুদ্রিক প্রাণী। দেখতে শামুকের মত হলেও (শক্ত খোলস নেই) এরা শামুক-ঝিনুকের জাতভাই অর্থাৎ মোলাস...
05/03/2025

অক্টোপাস আটটি বাহু বিশিষ্ট সামুদ্রিক প্রাণী। দেখতে শামুকের মত হলেও (শক্ত খোলস নেই) এরা শামুক-ঝিনুকের জাতভাই অর্থাৎ মোলাস্কা ফাইলামের অন্তর্ভুক্ত। এদের মাথার ঠিক পিছনেই আটটি শুঁড়-পা আছে তাই এরা সেফালোপোডা বা "মস্তক-পদ" শ্রেণীর অন্তর্ভুক্ত (স্কুইড-ও একই শ্রেণীর)। এরা নিশাচর, সাধারণতঃ ধীর গতিসম্পন্ন।প্রায় ১৫০ প্রজাতির ছোটবড় বিভিন্ন আকারের অক্টোপাস রয়েছে।

"উট" সম্পর্কে জানা-অজানা কোনো বিস্ময়কর তথ্য😱🖋️ উট প্রকৃতির এক মহাবিস্ময়, এটি ৫৩ ডিগ্রি গরম এবং মাইনাস-১ ডিগ্রি শীতেও টিক...
04/03/2025

"উট" সম্পর্কে জানা-অজানা কোনো বিস্ময়কর তথ্য😱

🖋️ উট প্রকৃতির এক মহাবিস্ময়, এটি ৫৩ ডিগ্রি গরম এবং মাইনাস-১ ডিগ্রি শীতেও টিকে থাকে।

🖋️মরুভূমির উত্তপ্ত বালুর উপর ঘণ্টার পর ঘণ্টা পা ফেলে রাখে।

🖋️ কোনো পানি পান না করে মাসের পর মাস চলে।

🖋️মরুভূমির বড় বড় কাঁটাসহ ক্যাকটাস খেয়ে ফেলে।

🖋️দেড়শ কেজি ওজন পিঠে নিয়ে শত মাইল হেঁটে পার হয়।

উটের মত এত অসাধারণ ডিজাইনের প্রাণী প্রাণীবিজ্ঞানীদের কাছে এক মহাবিস্ময়।

মানুষসহ বেশিরভাগ স্তন্যপায়ী প্রাণীর দেহের তাপমাত্রা সাধারণত ৩৭ ডিগ্রি সেলসিয়াসের (৯৮ ডিগ্রি ফারেনহাইট) এর আশেপাশে থাকে। যদি দেহের অভ্যন্তরীণ তাপমাত্রা বেড়ে ৩৮.৫ ডিগ্রির (১০২ ফা) বেশি হয়ে যায়, তখন অভ্যন্তরীণ অঙ্গগুলোর ক্ষতি হতে থাকে। ৪০ ডিগ্রির (১০৪ ফা) বেশি হয়ে গেলে লিভার, কিডনি, মস্তিষ্ক, খাদ্যতন্ত্র ব্যাপক ক্ষতি হয়। ৪১ ডিগ্রি (১০৫ ফা) তাপমাত্রায় শরীরের কোষ মরে যেতে শুরু করে।

➡️শিকারি পাখিদের মধ্যে ধলাপেট-সিন্ধু ঈগল একটি রাজকীয় পাখি। এর ইংরেজি নাম White-bellied Sea Eagle. ...➡️এ পাখির মাথা, বু...
26/02/2025

➡️শিকারি পাখিদের মধ্যে ধলাপেট-সিন্ধু ঈগল একটি রাজকীয় পাখি। এর ইংরেজি নাম White-bellied Sea Eagle. ...

➡️এ পাখির মাথা, বুক, পাখার নিচ ও লেজ সাদা। ...

➡️উপমহাদেশ থেকে শুরু করে দক্ষিণ-পূর্ব এশিয়া হয়ে অস্ট্রেলিয়া পর্যন্ত এ পাখির বিস্তৃতি রয়েছে। ...

➡️এই ঈগল সারাজীবনের জন্য জুটি বাঁধে। ...

পূর্বে জর্ডান, পশ্চিমে ইসরাইল এবং ইসরাইল অধিকৃত পশ্চিম তীর। মাঝখানে মৃত সাগর। ইংরেজি নাম, ডেড সি। নাম শুনে যা বোঝা যায়, ...
23/02/2025

পূর্বে জর্ডান, পশ্চিমে ইসরাইল এবং ইসরাইল অধিকৃত পশ্চিম তীর। মাঝখানে মৃত সাগর। ইংরেজি নাম, ডেড সি। নাম শুনে যা বোঝা যায়, বাস্তবতাও তাই। জলাশয় যেখানে সাধারণত ব্যাপক প্রাণের আধার, সেখানে এই গোটা জলাশয় একদম মৃত। তবে জলাশয়টির নামের ভেতরে একটা সমস্যা আছে। মৃত ‘সাগর’ আসলে সাগর নয়, লেক—বাংলায় যাকে বলে হ্রদ।

বারমুডা ট্রায়াঙ্গেল নিয়ে যেমন প্রচণ্ড কৌতূহল অনেকের, তেমনি অনেকেই কৌতূহলী এই মৃত সাগর নিয়ে। প্রশ্ন দুটো—এক, এই হ্রদ কি সত্যিই মৃত? আর দুই, মৃত হলে, কেন মৃত?

শুনে অনেক রহস্যময় মনে হলেও মূল কারণটি কিন্তু খুব সরল। এ সাগরের পানিতে লবণের ঘনত্ব অনেক বেশি। সে জন্যই দৃশ্যমান কোনো প্রাণ এখানে দেখা যায় না। আসলে, সাধারণ জলজ প্রাণ—যেমন মাছ ও জলজ উদ্ভিদ—এখানে বাঁচতেই পারে না প্রচণ্ড ঘন লবণের জন্য। প্রশ্ন আসে, এখানে লবণের ঘনত্ব অন্যান্য সমুদ্র বা লবণাক্ত জলাধারের তুলনায় কত বেশি? গড়ে সমুদ্রের পানিতে প্রায় সাড়ে ৩ শতাংশ লবণ থাকে। সহজ করে বললে, ১ লিটার সমুদ্রের পানিতে দ্রবীভূত লবণ থাকে মাত্র ৩৫ গ্রাম। আরও ভেঙে বললে, ১ লিটারকে বলতে পারেন ১ হাজার গ্রাম (সমতুল্য)। তার মানে, ১ হাজার গ্রামে মাত্র ৩৫ গ্রাম লবণ থাকে। আর মৃত সাগরে এ লবণের পরিমাণ ৩৪.২ শতাংশ! মানে ১ হাজার গ্রামে প্রায় ৩৪২ গ্রাম! আর সাধারণ সমুদ্রের তুলনায় এখানে পানির উচ্চতাও অনেক কম। সমুদ্রপৃষ্ঠের প্রায় ৪০০ মিটার নিচে।

হার্মিং বার্ড বা হামিংবার্ড সম্পর্কে মজার কিছু তথ্যঃ🖋️হার্মিং বার্ড বা হামিংবার্ড একটানা ৫০০ মাইল পর্যন্ত উঠতে পারে।🖋️হা...
22/02/2025

হার্মিং বার্ড বা হামিংবার্ড সম্পর্কে মজার কিছু তথ্যঃ

🖋️হার্মিং বার্ড বা হামিংবার্ড একটানা ৫০০ মাইল পর্যন্ত উঠতে পারে।

🖋️হার্মিং বার্ড একমাত্র পাখি যারা পেছন দিকে উড়তে পারে।

🖋️Harming Bird কোন কিছুর গন্ধ পায়না।

🖋️এদের পা শুধু মাত্র বসার জন্য কাজে লাগে, এরা হাঁটতে কিংবা লাফাতে পারে না।

🖋️হার্মিং বার্ড মধু খাওয়ার জন্য তাদের জিবলা ফুলের ভেতরে প্রতি সেকেন্ডে ১৩ বার ঢুকায় এবং বের করে।
হার্মিং বার্ড দুটো ডিম পাড়ে।

🖋️এদের ডিম হয় অত্যন্ত ছোট। এক একটি ডিম একটি কফি দানার সমান হয়ে থাকে।

🖋️Hummingbird এর সাড়ে 300 এর উপরে প্রজাতি রয়েছে।

🖋️হার্মিং বার্ড এর ওজন এভারেজে ৩ গ্রাম হয়ে থাকে।
বেশিরভাগ হার্মিং বার্ডের প্রজাতি ঠান্ডা সহ্য করতে পারে না। সেই জন্য ঠান্ডার সময় হার্মিং বার্ড দেখতে পাওয়া যায় না।

🖋️হারমিং বার্ডের বাসা মেয়েরা তৈরি করে থাকে।

🖋️হার্মিং বার্ডের ডিম পৃথিবীর সবচেয়ে ছোট ডিম।

❤️মৌমাছি সম্পর্কে মজার কিছু তথ্য ❤️🖋️প্রকৃতির জন্য মৌমাছি অত্যন্ত জরুরি ...🖋️ মৌমাছি হয় তিন ধরনের ...🖋️মৌমাছি আমাদের জন...
20/02/2025

❤️মৌমাছি সম্পর্কে মজার কিছু তথ্য ❤️

🖋️প্রকৃতির জন্য মৌমাছি অত্যন্ত জরুরি ...
🖋️ মৌমাছি হয় তিন ধরনের ...
🖋️মৌমাছি আমাদের জন্য মধু তৈরি করে না ...
🖋️রানী মৌমাছিকে খাওয়ানো হয় বিশেষ খাবার ...
🖋️মৌমাছির গতি ঘন্টায় ৩৫ কিলোমিটার ...
🖋️মৌমাছির আছে গন্ধ নেওয়ার রিসেপ্টর ...
🖋️প্রতিদিন ১/১২ চা চামচ মধু সংগ্রহ করে মৌমাছি ...
🖋️রানী মৌমাছি বাঁচে পাঁচ বছর

►► পিঁপড়ে হচ্ছে সামাজিক পোকা। দলবল ছাড়া চলতে পারেনা। তাই সঙ্গী-সাথীদের নিয়ে লাইন ধরে চলে চলাচল করে।►► রানী পিঁপড়ের প...
19/02/2025

►► পিঁপড়ে হচ্ছে সামাজিক পোকা। দলবল ছাড়া চলতে পারেনা। তাই সঙ্গী-সাথীদের নিয়ে লাইন ধরে চলে চলাচল করে।

►► রানী পিঁপড়ের পাখা থাকে। কর্মী পিঁপড়া সবসময় কাজ করে। ওদেরও পাখা গজায় তবে সেটা অনেক দেরিতে অর্থাৎ ওদের মৃত্যুর কিছুটা আগে।

►► পিঁপড়েদের মধ্যে কোনো রাজা নেই। তবে পিঁপড়ে কলোনিতে বেশ কিছু ছেলে পিঁপড়ে থাকে। ওদের দ্রণ বলে ডাকা হয়। সারা জীবনে খাওয়া ছাড়া ওরা আর কোনো কাজ করে না।

►► পিঁপড়েরা যেখানে বাস করে তাদের পিঁপড়ে কলোনি বলে। একটা কলোনিতে একজন রানী পিঁপড়ে, কয়েকজন ছেলে পিঁপড়ে আর অসংখ্য কর্মী পিঁপড়ে থাকে।

►► কর্মী পিঁপড়েরা রানী আর বাচ্চা পিঁপড়ের দেখাশোনা করে। মাঝ বয়সে ওরা বেরোয় খাবার খুঁজতে। আর শেষ বয়সে ওরা সৈনিকের দায়িত্ব পালন করে। তখন ওরা পিঁপড়ে কলোনির নিরাপত্তা বজায় রাখে।

►► এক কলোনির পিঁপড়েরা অনেক সময় অন্য কলোনি আক্রমণ করে বসে। আক্রমণ করে অন্যদের জমানো খাবার, আর বাচ্চাদের নিয়ে যায়।

►► পিঁপড়েরা তাদের দেহের ওজনের দশগুণ বেশি ওজন বহন করতে পারে

►► পিঁপড়ের শরীর থেকে ফেরোমোনেস (Pheromones) নামক এক ধরনের গন্ধযুক্ত রাসায়নিক পদার্থ বের হয়। যখন ওরা কোথাও যায় তখন সারা রাস্তায় ওটা লেগে যায়। ফেরার সময় সেই গন্ধ শুকে শুকে কলোনিতে ফিরে আসে।

15/02/2025

তিন কোটি বর্গকিলোমিটার জুড়ে বিস্তৃত এই জঙ্গল থেকে প্রত্নতাত্ত্বিক কী খুঁজে পেলেন😱 জানলে চমকে উঠবেন

Address

Arkandi Govt Primary School Road
Pabna
6620

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sumonology posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category