02/10/2024
জাতীয় ও আন্তর্জাতিক ইস্যুতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে শুব্বানের ঐক্যের ডাক
ছাত্র- জনতার অভ্যুত্থান পরবর্তী সময়ে রাজনৈতিক ও ধর্মীয় অঙ্গনে এক অভূতপূর্ব পরিবর্তনের প্রেক্ষিতে আহলে হাদীসের সকল ছাত্র ও যুব সংগঠন এবং সংগঠনের বাইরে আহলে হাদীস তরুণ দাঈদের মাঝে এক ঐকতানের সূচনা করতে তাওহীদী যুব সংগঠন জমঈয়ত শুব্বানে আহলে হাদীস বাংলাদেশ ঐক্যের ডাক দিয়ে একটি বিশেষ সভার আয়োজন করে।
গুলশান-১ এ অবস্থিত হোটেল বেঙ্গল ক্যানারি পার্কে গত ২৮শে সেপ্টেম্বর শনিবার বাদ মাগরিব অন্যান্য যুব সংগঠনের এবং তরুণ দাঈদের উচ্চ পর্যায়ের প্রতিনিধিদের নিয়ে "বাংলাদেশ আহলে হাদীস ইয়্যুথ ফোরাম” নামে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়।
শুব্বানের কেন্দ্রীয় সভাপতি মুহা. আব্দুল্লাহ আল ফারুকের সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক তানযীল আহমাদের সঞ্চালনায় কুরআনুল কারীম তেলাওয়াত করেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হাফেজ আব্দুল্লাহ বিন হারিস। অতঃপর সভাপতি মহোদয় লিখিত স্বাগত বক্তব্য পাঠ করেন। এ সময় তিনি ঐক্যবদ্ধ হয়ে কাজ করার গুরুত্ব নিয়ে কুরআন ও সুন্নাহর বক্তব্য পেশ করেন এবং চলমান পরিবর্তিত পরিস্থিতিতে ঐক্যবদ্ধ হয়ে হয়ে কাজ করার কর্মপলিসি নিয়ে ৪টি প্রস্তাবনা পেশ করেন। অতঃপর সেই প্রস্তাবনার উপরে উন্মুক্তভাবে সকলকে তাদের মতামত পেশ করার অনুরোধ করা হয়। সকলেই আন্তরিকভাবে দীর্ঘ সময় ধরে তাদের নিজস্ব মতামত ব্যক্ত করেন এবং শুব্বানের এই উদ্যোগকে সাধুবাদ জানান।
সভায় শুব্বানের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সভাপতি মুহা. আব্দুল্লাহ আল ফারুক, সাবেক কেন্দ্রীয় সভাপতি শাইখ মুহাম্মদ আব্দুল্লাহিল কাফী মাদানী, মোঃ রেজাউল ইসলাম, মাদরাসা-ই-আলিয়া ঢাকার প্রধান মুফাসসির ড. মুহাম্মদ হেদায়েতউল্লাহ, সহ-সভাপতি মোঃ আব্দুল্লাহীল হাদী, সাধারণ সম্পাদক হাফেয আব্দুল্লাহ বিন হারিছ, যুগ্ম-সাধারণ সম্পাদক তানযীল আহমাদ, শিক্ষা ও গবেষণা সম্পাদক জনাব আব্দুল মতিন ও দফতর সম্পাদক জনাব মোঃ হেদায়াতুল্লাহ।
বাংলাদেশ আহলেহাদীছ যুব সংঘের পক্ষে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সভাপতি শাইখ মুহাম্মদ শরীফুল ইসলাম মাদানী, জনাব ড. ইহসান ইলাহী জহীর, সভাপতি বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ, ঢাকা সাংগঠনিক জেলা ও জনাব অলি হাসান, সাংগঠনিক সম্পাদক, আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ, ঢাকা দক্ষিণ সাংগঠনিক জেলা।
বাংলাদেশ আহলে হাদীস ছাত্রসমাজের পক্ষে কেন্দ্রীয় সভাপতি জনাব মুহাম্মদ তৌহিদ বিন তোফাজ্জল হক, সাধারণ সম্পাদক জনাব জাকারিয়া হোসাইন ও ঢাকা জেলার যুগ্ম সাধারণ সম্পাদক জনাব কামরুল ইসলাম উপস্থিত ছিলেন।
আহলে হাদীস তরুণ দাঈদের মধ্যে উপস্থিত ছিলেন শাইখ আব্দুল আলীম মাদানী, অধ্যক্ষ, আল জামিয়া আসসালাফিয়া বীরহাটাবো, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, শাইখ ড. আব্দুল বাছির মাদানী, অ্যাকাডেমিক প্রধান, কুল্লিয়াতুল কুরআনিল কারীম ওয়াদ দিরাসাত আল ইসলামিয়া, উত্তরা, ঢাকা, শাইখ আব্দুল্লাহ বিন আব্দুর রাযযাক, প্রধান সম্পাদক, মাসিক আল-ইতিছাম ও পরিচালক, আদ-দাওয়াহ ইলাল্লাহ, মুহাম্মদ মুখলেসুর রহমান, ড্যাফোডিল ইসলামিক সেন্টার প্রমুখ।
দীর্ঘ মতবিনিময় শেষে সকলেই ঐক্যবদ্ধ হয়ে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন এবং এমন যৌথ সভা চলমান রাখতে আশাবাদ ব্যক্ত করেন। সে লক্ষ্যে তাৎক্ষণিকভাবে একটি পাঁচ সদস্য বিশিষ্ট সমন্বয়ক কমিটি গঠন করা হয়। অতঃপর সভাপতি মহোদয় সকলকে অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করে দোয়া পাঠের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করেন।
সভা শেষে সকলেই সৌহার্দ্যপূর্ণ পরিবেশে রাতের খাবার গ্রহণ করেন।