Journalist Toki

Journalist Toki Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Journalist Toki, Pabna.

রিপোর্টার-তকি খান (কালবেলা)

Journalist Toki B.S.S (Hon's) Department Of Media Studies & Journalism

Master Of Arts department Of Islamic Studies (MIS)

আপনার আশেপাশে যে কোন ঘটনা আমাকে জানাতে পারেন"আপনার তথ্য ১০০% গোপন রেখে আমরা প্রচার করব...

27/06/2025

ঢাকায় বিক্ষোভ মিছিল ইস/রাইলের বিরুদ্ধে

27/06/2025

ইস/রাইলের বিরুদ্ধে গণ মিছিল

আজ বিজ্ঞান সম্পর্কে কিছু তথ্য দেই 🥰 আপনি কি জানেন ❓মাত্র ৪ কিলোগ্রাম ইউরেনিয়ামই একটি পারমাণবিক সাবমেরিনকে টানা ৩০ বছর প...
25/06/2025

আজ বিজ্ঞান সম্পর্কে কিছু তথ্য দেই 🥰
আপনি কি জানেন ❓মাত্র ৪ কিলোগ্রাম ইউরেনিয়ামই একটি পারমাণবিক সাবমেরিনকে টানা ৩০ বছর পুনরায় জ্বালানি ছাড়াই চালাতে সক্ষম। পারমাণবিক সাবমেরিনে ব্যবহৃত রিয়্যাক্টরগুলোতে ব্যবহৃত হয় উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম (HEU), যাতে ৯০% বা তার বেশি ইউরেনিয়াম-২৩৫ থাকে। এই সমৃদ্ধ ইউরেনিয়াম অল্প পরিমাণে বিশাল পরিমাণ শক্তি উৎপাদন করতে সক্ষম।

৪ থেকে ৫ কিলোগ্রাম সমৃদ্ধ ইউরেনিয়াম বহু দশক ধরে একটি পারমাণবিক সাবমেরিন চালাতে পারে, কারণ নিউক্লিয়ার ফিশন বিক্রিয়া বিশাল পরিমাণ শক্তি তৈরি করে। মাত্র ১ কিলোগ্রাম ইউরেনিয়াম-২৩৫ এর ফিশনের মাধ্যমে প্রায় ২৪,০০,০০০০ (২৪ মিলিয়ন) কিলোওয়াট-ঘণ্টা শক্তি উৎপন্ন হয়।

পারমাণবিক রিয়্যাক্টরগুলোর দক্ষ জ্বালানি ব্যবহার এবং রিয়্যাক্টরের উন্নত ডিজাইনের কারণে বারবার জ্বালানি পরিবর্তনের প্রয়োজন পড়ে না। এ কারণে পারমাণবিক সাবমেরিনগুলোকে ২০ থেকে ৩০ বছর পর্যন্ত পুনরায় জ্বালানি পরিবর্তন করতে হয় না—যা দীর্ঘমেয়াদি মিশনের জন্য একটি বিশাল প্রযুক্তিগত সুবিধা।

এই কারণেই পারমাণবিক সাবমেরিনগুলো প্রচলিত ডিজেল-ইলেকট্রিক সাবমেরিনের তুলনায় অনেক বেশি স্বাধীনভাবে কাজ করতে পারে।

゚viralfbreelsfypシ゚viral

Me🖤
24/06/2025

Me🖤

ইসরায়েল সমাপ্তি চেয়ে প্রস্তাব পাঠিয়েছে। তার পরও মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের অপারেশনের উদ্দেশ্য তিনটি অ্যাঙ্গেলে ...
23/06/2025

ইসরায়েল সমাপ্তি চেয়ে প্রস্তাব পাঠিয়েছে। তার পরও মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের অপারেশনের উদ্দেশ্য তিনটি অ্যাঙ্গেলে দেখা যেতে পারে।।

১. যুক্তরাষ্ট্রকে একটা শাস্তি দেবে বলেছে ইরান। সেটা করা। যেভাবে পরমাণু উপকরণ সরিয়ে নেয়ার পর যুক্তরাষ্ট্র তিন জায়গায় মসলা ফেলেছে যেভাবে যুক্তরাষ্ট্র ঘাঁটি থেকে সব সরিয়ে নেয়ার পর ইরান মসলা ফেলছে। উইন উইনের জন্য একটা সেটাপ। এটা হলে বিষয়টা দ্রুত সমাধানের পথে।

২. ইসরায়েলের বিরুদ্ধে আরো বড় কিছু করবে ইরান। তার আগে মার্কিন বেজগুলো দুর্বল করে দেয়া, যেন এই বেজ ব্যবহার করে কাউন্টর দিতে না পারে। পরিকল্পনা এটা হলে রাশা-চীনের--পাকিস্তান সম্পৃক্ততা থাকতে পারে।

৩. তাদের পররাষ্ট্রমন্ত্রী পুতিনের সঙ্গে দেখা করেছে। পরে রাশা, চীন, পাকিস্তান, তুর্কি আজ একযোগে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কড়া বক্তব্য দেওয়ার পর অপারেশনে গেছে ইরান। এটা রাশা চীনের প্লানে হলে মধ্যপ্রাচ্য থেকে মার্কিনিদের বিতাড়নের পদক্ষেপ শুরু। তবে তা বাস্তবায়ন প্রায় অসম্ভব। এটা সম্ভব হওয়া মানে পৃথিবীতে ক্ষমতার বর্তমান চিত্র বদলে যাওয়া।

পলাশ মাহমুদ ভাই

21/06/2025
20/06/2025

Live: সাবেক সেনা কর্মকর্তাদের নিয়ে নতুন দলের আত্মপ্রকাশ...

এমন জবাব কেমন লাগছে আপনার?
19/06/2025

এমন জবাব কেমন লাগছে আপনার?

ইস/রাইলের আকাশে এমন বৃষ্টি আমি কখনো দেখিনি আলহামদুলিল্লাহ😍❤️
19/06/2025

ইস/রাইলের আকাশে এমন বৃষ্টি আমি কখনো দেখিনি আলহামদুলিল্লাহ😍❤️

ইরানের এক অদ্ভুত ক্ষেপণাস্ত্র দেখে হতভম্ব ইসরায়েলের কর্মকর্তারা। তারা বলছে, গতকাল ইরান যে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে তা ...
19/06/2025

ইরানের এক অদ্ভুত ক্ষেপণাস্ত্র দেখে হতভম্ব ইসরায়েলের কর্মকর্তারা। তারা বলছে, গতকাল ইরান যে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে তা মাল্টি ওয়্যারহেডেড। এটি আঘাত করার আগে এর ওয়্যারহেড থেকে আরো কয়েকটি ক্ষেপণাস্ত্র বের হয়ে একসঙ্গে একাধিক ক্ষেপণাস্ত্র হয়ে একাধিক টার্গেটে আঘাত করে। কিন্তু আয়রন ডোম যখন এটি শনাক্ত করে তখন একটি হিসেবে শনাক্ত হয়। আয়রন ডোম সেই একটি ইন্টারসেপ্ট করতে একটি প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। যদি সেটি সফল হয়ও তার আগেই ওয়্যারহেড থেকে অন্যগুলো বের হয়ে যায় এবং নিজ নিজ টার্গেটে আঘাত করে। ইরানের এই ক্ষেপণাস্ত্র ইসরায়েলের নিরাপত্তার জন্য এক জটিল হুমকি বলে মন্তব্য করেছেন তারা।

এখন বুঝেন ইরান কেন ট্রাম্পকেও পাত্তা দিচ্ছে না। গতকালের এই খেলা দেখানোর পরে আবার বলেছে, তারা এখনো তাদের অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র বেরই করেনি। ইসরায়েলের লোকজনের না পালিয়ে উপায় কই। খামেনি সাহেব বলেছেন, ইসরায়েলিদের হয় পালাতে হবে, না হয় মরতে হবে। প্রথমে মনে হচ্ছিল ইরান এতদিন চাপাবাজী করেছে। এখন আস্তে আস্তে বের করতেছে। আজ আবার তাদের এয়ার ডিফেন্স অ্যাক্টিভ হয়েছে। এখন যা অবস্থা তাতে হয় যুদ্ধ বন্ধ করতে হবে, না হয় যুক্তরাষ্ট্রকে যুদ্ধে জড়াতে হবে। এছাড়া ইসরায়েলের বাচার উপায় নেই।

: পলাশ মাহমুদ vai
অনলাইন সম্পাদক কালবেলা

19/06/2025

আগামী নির্বাচনে প্রচারণায় পোস্টার ব্যবহার বন্ধ করা হচ্ছে। এ সিদ্ধান্ত ভালো হবে হবে কি না?

Address

Pabna
1214

Alerts

Be the first to know and let us send you an email when Journalist Toki posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Journalist Toki:

Share