liveongame.org

  • Home
  • liveongame.org

liveongame.org Hello Dear Today Live Sports, You Can easily Watch it. Just Follow my blog and watch live streaming

বলার‌দের কল‌্যা‌নে ভারতের দুরন্ত প্রত্যাবর্তন — যেন ম্যাচের গতিপথই বদলে দিলেন তাঁরা।ইংল্যান্ডের ব্যাটাররা শুরুতে যদিও নি...
03/08/2025

বলার‌দের কল‌্যা‌নে ভারতের দুরন্ত প্রত্যাবর্তন — যেন ম্যাচের গতিপথই বদলে দিলেন তাঁরা।

ইংল্যান্ডের ব্যাটাররা শুরুতে যদিও নিয়ন্ত্রণে ছিলেন, কিন্তু দিনের শেষভাগে ভারতীয় পেসাররা একের পর এক উইকেট তুলে নিয়ে চাপ তৈরি করে দেন। এখন পরিস্থিতি এমন যে, ইংল্যান্ড এখনও ১৫ রানে পিছিয়ে, হাতে রয়েছে মাত্র তিনটি উইকেট। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, ক্রিস ওকসের ব্যাট করতে নামা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। যদি সত্যিই ওকস ব্যাট না করেন, তাহলে ইংল্যান্ড কার্যত মাত্র দু’টি উইকেট হাতে রেখেই ইনিংস শেষ করতে বাধ্য হবে।

এখন যদি ভারত শেষ দুই উইকেট ৩০ রানের মধ্যেই ফেলে দিতে পারে, তাহলে টেস্ট পুরোপুরি ওপেন হয়ে যাবে। উপরন্তু, ইংল্যান্ডের পরের ইনিংসে বোলিং আক্রমণও দুর্বল হবে, কারণ সম্ভবত ওকস বল করতেও পারবেন না। অর্থাৎ ইংল্যান্ডকে কার্যত তিনজন পেসার নিয়েই মাঠে নামতে হবে।

এই পরিস্থিতিতে ভারতের স্পষ্ট সুবিধা — এক দিকে রান ব্যবধান কম, অন্য দিকে প্রতিপক্ষের শক্তি খর্ব। যদি ব্যাটাররা দায়িত্ব নিয়ে খেলেন, তাহলে এই ম্যাচে ভারতের সামনে জয়ের রাস্তা খোলা। ম্যাচ এখনও হঠাৎ মোড় নিতে পারে, কিন্তু এখন যে মোমেন্টাম ভারতের দিকে, তা বলাই যায়।



কখ‌নোই হাল ছাড়‌বেন না। ছেলেটার নাম হারল্যান্ড ডেভিড স্যান্ডার্স।মাত্র ৫ বছর বয়সে বাবাকে হারান।১৬ বছর বয়সে স্কুল থেকে ঝর...
03/08/2025

কখ‌নোই হাল ছাড়‌বেন না।
ছেলেটার নাম হারল্যান্ড ডেভিড স্যান্ডার্স।
মাত্র ৫ বছর বয়সে বাবাকে হারান।
১৬ বছর বয়সে স্কুল থেকে ঝরে পড়েন।
১৭ বছরে ৪ বার চাকরি হারান।

১৮ বছর বয়সে বিয়ে করেন,
১৯-তে বাবা হন,
আর ২০ বছরে স্ত্রী মেয়েকে নিয়ে তাকে ছেড়ে চলে যান।

জীবন থেমে থাকেনি —
তিনি সেনাবাহিনীতে যোগ দেন, ব্যর্থ হন।
ইনস্যুরেন্স কোম্পানি, রেললাইনের কন্ডাকটর—
প্রতিটা জায়গাতেই ব্যর্থতা।

এক সময় তিনি চাকরি নেন একটি ছোট ক্যাফের রাধুনি হিসেবে।
এভাবে চলে জায় … বয়স ৬৫।
এবার অবসরে সরকারি ভাতা মাত্র ১০৫ ডলার।

তিনি ভেঙে পড়লেন।
চিন্তা করলেন — "এই জীবন রেখে আর কী হবে?"
নিজেকে শেষ করতে চাইলেন।

তখন… গাছের নিচে বসে লিখে ফেললেন,
"জীবনে আমি কী কী করতে পেরেছি?"
মনে পড়ে গেল — তিনি একটাই জিনিস খুব ভালো পারেন — রান্না করতে!
চিন্তাভাবনা করে শেষ বারের মত ৮৭ ডলার ধার নেন, মুরগি কেনেন,
নিজের বিশেষ রেসিপিতে ফ্রাই করেন।
Kentucky-তে প্রতিবেশীদের বাড়ি বাড়ি ঘুরে সেই চিকেন বিক্রি শুরু করেন।

সেখান থেকেই জন্ম নেয় —
🍗 Kentucky Fried Chicken (KFC)!

যে মানুষটি ৬৫ বছর বয়সে নিজেকে শেষ করতে চেয়েছিলেন,
সে মানুষই ৮৮ বছর বয়সে দাঁড়িয়ে ছিলেন কোটিপতিদের কাতারে!
আর আজ তিনি আমাদের কাছে পরিচিত —
🎖️ Colonel Sanders হিসেবে!

🔥 এই গল্প থেকে আমরা কী শিখি?
✅ ব্যর্থতা মানেই শেষ নয়, বরং নতুন শুরুর ইঙ্গিত।
✅ কখনো বয়সকে বাধা মনে কোরো না — শুরু করার জন্য কখনোই দেরি হয় না।
✅ জীবনের ছোট্ট দক্ষতাও বড় সুযোগে পরিণত হতে পারে, যদি তুমি সেটাকে ভালোবাসো ও বিশ্বাস করো।
✅ হার মানা নয়, চেষ্টা চালিয়ে যাওয়াই জীবনের আসল গল্প।

🎯 আপনার বয়স যা-ই হোক, আপনি আজও শুরু করতে পারেন।
হতাশ হবেন না… আপনি নিজেই একদিন অন্যের প্রেরণার উৎস হবেন..!

সা‌কি‌বের ফোন রি‌সিভ না করাই কী কাল হ‌লো বুলবু‌লের?পরবর্তী সভাপ‌তি কী মাশরা‌ফি?জান‌তে হ‌লে স‌ঙ্গে থাকৃন
02/08/2025

সা‌কি‌বের ফোন রি‌সিভ না করাই কী কাল হ‌লো বুলবু‌লের?
পরবর্তী সভাপ‌তি কী মাশরা‌ফি?
জান‌তে হ‌লে স‌ঙ্গে থাকৃন



ইংল‌্যান্ড যেন তার ফেব‌ি‌রিট প্রতিপক্ষ। সেঞ্চুরি দিয়ে সিরিজটা শুরু করেছিলেন, সেঞ্চুরি দিয়েই শেষ করছেন! টেস্ট কেরিয়ারের ষ...
02/08/2025

ইংল‌্যান্ড যেন তার ফেব‌ি‌রিট প্রতিপক্ষ। সেঞ্চুরি দিয়ে সিরিজটা শুরু করেছিলেন, সেঞ্চুরি দিয়েই শেষ করছেন! টেস্ট কেরিয়ারের ষষ্ঠ সেঞ্চুরি! ইংল্যান্ডের বিপক্ষে চতুর্থ টেস্ট সেঞ্চুরি!

ওয়েল ডান যশস্বী জয়সওয়াল - 118(164) 🫶

দে‌খি‌য়ে দাও। আমা‌দের প্রতিভার অভাব নেই। অনূর্ধ্ব-১৯ যুব ওয়ানডেতে বল হাতে আল ফাহাদের পারফরমেন্স
02/08/2025

দে‌খি‌য়ে দাও। আমা‌দের প্রতিভার অভাব নেই। অনূর্ধ্ব-১৯ যুব ওয়ানডেতে বল হাতে আল ফাহাদের পারফরমেন্স

অ‌বিশ্বাস‌্য রেজাল্ট-টেস্ট, ওডিআই ও টি-টোয়েন্টি  ক্রিকেটে কোন কোন ভারতীয়রা ব্যাটসম্যানরা এক নম্বর রেংঙ্কিয়ে যেতে পেরেছেন...
01/08/2025

অ‌বিশ্বাস‌্য রেজাল্ট-টেস্ট, ওডিআই ও টি-টোয়েন্টি ক্রিকেটে কোন কোন ভারতীয়রা ব্যাটসম্যানরা এক নম্বর রেংঙ্কিয়ে যেতে পেরেছেন ।

◾ টেস্ট: ৭ জন
◾ ওডিআই: ৪ জন
◾ টি-টোয়েন্টি : ৩ জন

বৃত্ত টা কি শেষে সম্পূর্ন হল ??শুরু হয়েছিল ২০১৭ সালের চ‍্যাম্পিয়নস্ ট্রফির ফাইনাল থেকে । হার্দিক পান্ডিয়া একটা মারাত্মক ...
31/07/2025

বৃত্ত টা কি শেষে সম্পূর্ন হল ??

শুরু হয়েছিল ২০১৭ সালের চ‍্যাম্পিয়নস্ ট্রফির ফাইনাল থেকে । হার্দিক পান্ডিয়া একটা মারাত্মক ইনিংস খেলার পর ভুল বোঝাবুঝি তে আউট হয়ে যায় । দুর্ভাগ‍্যক্রমে জাদেজা র কারণেই ।

তখন হার্দিক Blue eyed, মাঠে বিরক্তি প্রকাশের পর, সারা দেশের রাগ গিয়ে পড়ে জাদেজার ওপর । সঞ্জয় মঞ্জরেকর তখন থেকে প্রকাশ‍্যে বিষেদ্গার করা শুরু করেন

কিন্তু লোকে এটুকুও ভাবল না যে হার্দিকের পক্ষে ওই ম‍্যাচ বের করা শুধু কঠিন না, অসম্ভব ছিল । হার্দিকের প্রতিভার প্রতি সম্পূর্ন আস্থা রেখেই বলছি যে ওই ম‍্যাচ পারলে একমাত্র বিরাট কোহলি ই বার করতে পারত । আর কেউ না ।

জাদেজা কিন্তু স্বভাবসিদ্ধ ভঙ্গিতে চুপ ছিলেন । চুপ ছিলেন ২০১৯ এর বিশ্বকাপ সেমিফাইনালে অতিমানবিক ইনিংসের পরেও ।

কোহলি আর শাস্ত্রীর অবদান অস্বীকার করা যাবেনা । প্রচুর টেষ্টে অশ্বিন কে বাদ দিয়ে জাদেজা কে খেলিয়ে গেছে । শুধু তাই নয় প্রথা ভেঙে Left right combination ঠিক রাখার জন‍্য রাহানের আগে জাদেজাকে এনেছে ব‍্যাটিং য়ে । প্রচুর সমালোচনা হয়েছে । জাদেজা মুখ খোলেননি ।

২০১৭ তে কুলদীপ চাহল আগমনের পরে যার ওয়ানডে কেরিয়াল শেষ বলে ধরা হচ্ছিল, সেই জাদেজা ২০২৩ বিশ্বকাপেও খেলে দিলেন । দেশের মাটিতে টেষ্টে এখনও এক নম্বর স্পিনার ।

হার্দিক ভাই, প্রতিভা হয়ত তোমার কিছুটা বেশীই ছিল.... কিন্তু দিনশেষে তোমাকে টেষ্ট প্লেয়ার বা বিশ্বের অন‍্যতম সেরা অলরাউন্ডার হিসেবে কেউ মনে রাখবেনা কিন্তু জাদেজা কে রাখবে ।

গত চারটে টেষ্ট আধাফিট বুমরাহ র ভয়ে যতই পাটা হোক না কেন, তাতে জাদেজার কৃতিত্ত্ব কোনো ভাবেই কম করা যাবেনা । He played as a champion.

তথ‌্য-ম‌্যাচ রেফারী

১২৮ বছর পর অলিম্পিকে ফিরছে ক্রিকেট, খেলতে পারবে না বাংলাদেশ!অলিম্পিক গেমসের ইতিহাসে একবার মাত্র ক্রিকেট একটি ডিসিপ্লিন হ...
31/07/2025

১২৮ বছর পর অলিম্পিকে ফিরছে ক্রিকেট, খেলতে পারবে না বাংলাদেশ!
অলিম্পিক গেমসের ইতিহাসে একবার মাত্র ক্রিকেট একটি ডিসিপ্লিন হিসেবে অন্তর্ভূক্ত হয়েছিল। ১৯০০ সালে প্যারিস অলিম্পিকে সেবার ক্রিকেট খেলেছিল গ্রেট ব্রিটেন, ফ্রান্স, বেলজিয়াম এবং নেদারল্যান্ডস। এরপর অলিম্পিকের ইতিহাসে আর ক্রিকেটের অস্তিত্ব ছিল না। এবার ১২৮ বছরের বিরতি দিয়ে আবারও ২০২৮ সালে লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে ফিরছে ক্রিকেট।

কিন্তু অলিম্পিক কমিটির (ICO) এক অদ্ভূত নিয়মের কারণে ২০২৮ অলিম্পিকে অংশ নিতে পারবে না বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা কিংবা নিউজিল্যান্ডসহ বেশ কিছু ক্রিকেট পরিচিত দেশ। আইসিসিও (ICC) আবার অলিম্পিক (Olympic) কমিটির সেই অদ্ভূত নিয়মে সাড়া দিয়েছে।

প্রসঙ্গতঃ লস অ্যাঞ্জেলেস অলিম্পিক ক্রিকেট ইভেন্টে নারী-পুরুষ দুটি স্বর্ণের লড়াই হবে। খেলা অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি ফরম্যাটে। দক্ষিণ ক্যালিফোর্নিয়ার পোমোনায় ফেয়ারগ্রাউন্ডেসে অনুষ্ঠিত হবে অলিম্পিক গেমসে ক্রিকেট ইভেন্টের সবগুলো খেলা।

জানা গেছে, অলিম্পিকে এবার নারী এবং পুরুষ- দুই বিভাগেই অংশ নেবে ছয়টি করে দল। প্রতিটি দলে থাকবে ১৫জন করে খেলোয়াড়। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি) ক্রিকেট ডিসিপ্লিনের জন্য লিঙ্গ ভিত্তিক ৯০জন করে (১৫*৬=৯০) অ্যাথলেটের জায়গা বরাদ্ধ দিয়েছে। অর্থ্যাৎ, নারী-পুরুষ মিলিয়ে মোট ১৮০ জন অ্যাথলেট ক্রিকেট ডিসিপ্লিনে অংশ নেয়ার সুযোগ পাবে। সে হিসেবে প্রতি দলে ১৫জন করে হলে ৬টি করে দল অংশ নিতে পারবে এবারের অলিম্পিকে।

আইওসি নিয়ম করে দিয়েছে, যুক্তরাষ্ট্র এই গেমস ক্রিকেটে অংশ নেবে আয়োজক দেশ হিসাবে। বাকি থাকছে পাঁচটি দেশ। আন্তর্জাতিক অলিম্পিক্স কমিটির ইচ্ছা, প্রতিটি মহাদেশ থেকে একটি করে দেশ অলিম্পিক গেমসে ক্রিকেটে খেলুক। এতে সব মহাদেশের প্রতিনিধিত্ব থাকবে। এ নিয়মে সম্মতি জানিয়েছে আইসিসিও। যার ফলে র‌্যাংকিং নয়, মহাদেশভিত্তিক দল বাছাই করা হবে।

সম্প্রতি সিঙ্গাপুরে হওয়া আইসিসির সভায় ঠিক হয়েছে, অলিম্পিকে খেলার জন্য আঞ্চলিক যোগ্যতা অর্জন পদ্ধতি অনুসরণ করা হবে। অর্থাৎ এশিয়া, ইউরোপ, ওশেনিয়া এবং আফ্রিকার সেরা দল অলিম্পিক গেমসে খেলবে। ফলে আয়োজক দেশ এবং চারটি মহাদেশের একটি করে দল ধরলেও বাকি থাকছে একটি জায়গা। কিভাবে সেই শূন্যস্থান পূরণ হবে তা নিয়েও চিন্তা করা হচ্ছে। লাতিন আমেরিকাকে বাইরে রাখা হচ্ছে। কারণ, এই মহাদেশ থেকে প্রতিযোগি হওয়ার মত দল নেই।

আইসিসি এবং আইওসির এমন সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে উঠছে অলিম্পিক ক্রিকেটে অংশ নিতে না পারার সম্ভাবনা দেখা যাওয়া পাকিস্তান, নিউজিল্যান্ড ও বাংলাদেশের মত দেশগুলো। কারণ সেরা দলের নিয়ম মানা হলে তাদের অলিম্পিকে খেলা হবে না। এ নিয়মে ভারত (এশিয়া), দক্ষিণ আফ্রিকা (আফ্রিকা) এবং অস্ট্রেলিয়া (ওশেনিয়া) যোগ্যতা অর্জন করবে। ইউরোপ থেকে থাকবে ইংল্যান্ড। যদিও তারা অলিম্পিকে নামবে গ্রেট ব্রিটেন হিসাবে।

প্রসঙ্গতঃ আইসিসির পূর্ণ সদস্য ১২টি দেশের মধ্যে ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ এবং আয়ারল্যান্ড অলিম্পিকে অংশ নিতে পারবে না। কারণ, এই তিনটি দেশ আইওসির সদস্য নয়। ইংল্যান্ড-আয়ারল্যান্ড-স্কটল্যান্ড আইওসির সদস্য গ্রেট ব্রিটেন হিসেবে, আলাদা দেশ হিসেবে নয়। ওয়েস্ট ইন্ডিজও প্রায় একই। কারণ, ক্যারিবীয় দ্বীপপুঞ্জে অনেকগুলো দেশ রয়েছে। যাদের ন্যাশনাল অলিম্পিক কমিটি আলাদা আলাদাভাবে আইওসির সদস্য। সেখানে ওয়েস্ট ইন্ডিজ নামে কোনো দেশ নেই।

চলতি বছরের এপ্রিলে ক্রিকেট স্কটল্যান্ড এবং ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) একসঙ্গে ঘোষণা দিয়েছিল যে, তারা পুরো দ্বীপপুঞ্জের সবগুলো দেশ মিলে গ্রেট ব্রিটেন অলিম্পিক ক্রিকেট টিম গঠন করবে। ১৯০০ সালেও গ্রেট ব্রিটেন অলিম্পিক ক্রিকেট টিম স্বর্ণ জয় করেছিলো।

আইসিসি টেস্ট অলরাউন্ডার রাঙ্কিংয়ে দুই নম্বরে উঠে এসেছেন মেহেদী হাসান মিরাজ 🌟🌟 শীর্ষে রয়েছেন ভারতীয় অলরাউন্ডার রবীন্দ্...
31/07/2025

আইসিসি টেস্ট অলরাউন্ডার রাঙ্কিংয়ে দুই নম্বরে উঠে এসেছেন মেহেদী হাসান মিরাজ 🌟🌟
শীর্ষে রয়েছেন ভারতীয় অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা ! শীর্ষ তিনে উঠে এসেছেন ইংলিশ অধিনায়ক বেন স্টোকস




"প্রথমবার যখন আমরা দেশে ফিরে যাই, তখন আমাদের যাত্রা গ্রামেই ছিল, তাই এটা সত্যিই একদম গ্রামীণ পরিবেশ। আমার শৈশবের বড় হওয়া...
30/07/2025

"প্রথমবার যখন আমরা দেশে ফিরে যাই, তখন আমাদের যাত্রা গ্রামেই ছিল, তাই এটা সত্যিই একদম গ্রামীণ পরিবেশ। আমার শৈশবের বড় হওয়ার একটা বড় অংশ সেখানে "

“[অভ্যর্থনা] বর্ণনাতীত। ছেলেরা এটা নিয়ে অনেক কথা বলে, এটা অবাস্তব। আমার মনে হয় না এটা কখনোই স্বাভাবিক হবে।

" ফুটবল খেলোয়াড় হিসেবে, আমরা যুক্তরাজ্যে থাকাকালীন অনেক সমর্থন পাই, কিন্তু এটা আমি (বাংলাদেশে) যে অভ্যর্থনা পেয়েছি তার মতো নয়। এটা অসাধারণ, অবিশ্বাস্য "

"মানুষ বলতে পারে এটা ভয়াবহ রকমের বা এমন কিছু হতে পারে, কিন্তু সত্যি বলতে, এটা আমার হৃদয় জিতেছে। তারা সবাই শুধু ইতিবাচকতা এবং আমাকে ভালোবাসা দেখানোর জন্য সেখানে আছে, তাই এটা খুবই ভালো অনুভূতি।

"এজন্যই আমি তাদের সাথে সময় কাটাতে ভালোবাসি, তাদের অতিরিক্ত কয়েক মিনিট সময় দেই, কারণ তারা আমাকে দেখতে আসার জন্য অনেক দূর থেকে ছুটে আসে।"

লেস্টারসিটিকে দেওয়া সাক্ষাৎকারে নিজের অভিজ্ঞতা আর বাংলাদেশের ফুটবল প্রেম নিয়ে এভাবেই বলেছেন হামজা দেওয়ান চৌধুরী

তথ‌্য-Banglawash cricket

25/11/2024

যে বিজ্ঞানকে অল্প জানবে সে নাস্তিক হবে, আর যে ভালো ভাবে বিজ্ঞানকে জানবে সে অবশ্যই ঈশ্বরে বিশ্বাসী হবে । -ফ্রান্সিস বেকন

Send a message to learn more

29/11/2021

Are you like to heavyweight girls, just see it

Address


6630

Alerts

Be the first to know and let us send you an email when liveongame.org posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

  • Want your business to be the top-listed Media Company?

Share