
23/07/2025
মাইলস্টোন এর শিক্ষিকা মেহেরিন চৌধুরী এর স্বামী যখন ICU তে জিজ্ঞেস করলেন: আমাদের দুটি সন্তান কে তুমি এতিম করে দিচ্ছ।
মেহরিন চৌধুরী উত্তর দেন: "আমার স্টুডেন্ট রাও তো আমার সন্তান , ওদের কে আমি কিভাবে ফেলে আসবো।"
সারা শরীর দগ্ধ, তবু মেহেরিন আপা হাসপাতালের বিছানায় শেষ নিঃশ্বাস পর্যন্ত শুধু ছাত্রছাত্রীদের কথাই ভাবলেন। নিজের সন্তানদের মতো ভালোবেসেছেন যারা তার ক্লাসে পড়ত।
এই মানুষগুলোই আমাদের সমাজের আসল হিরো।
এই আত্মত্যাগ ইতিহাসে লেখা থাকবে সোনালি অক্ষরে।
দোয়া করি, আল্লাহ মেহেরিন আপাকে জান্নাতুল ফেরদাউস দান করুন।
আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো যেন তার মত আদর্শ শিক্ষকের অভাবে না পড়ে। 🙏