Miraz Khan

Miraz Khan Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Miraz Khan, Digital creator, Pabna.

15/12/2022

দশ বছর আগে বান্ধবীকে বলেছিলাম।

“ তোকে আমি বিয়ে করব। ”

বান্ধবী জবাবে বলেছিলো।
“ আয়নায় নিজের চেহারাটা দেখছিস কোনদিন? আমার মতো এত সুন্দরী একটা মেয়ে তোর মতো পাতিল কয়লা ছেলের সাথে সংসার করবে ভাবলি কীভাবে? ”

আজকে দশ বছর পর।
সুন্দরীটার বিয়ে হয়ে গেছে। দুটো মেয়েও আছে তাঁর। সেদিন ট্রেনে দেখা হয়েছিলো। তাঁদের দেখে বড়ই চমকে গিয়েছিলাম! কারণ তাঁর স্বামীসহ দুটো মেয়ে একেবারে আলকাতরার মতো কালো!
মেয়েদের সাথে আমার পরিচয় করিয়ে দিলো। আমি নেমে যাওয়ার আগে তাঁকে বলে এসেছিলাম।

“ তোর একটা মেয়েকে আমি পুত্রবধূ করব। ”

বান্ধবী জবাবে বললো।
“ অপমান করছিস? কালো কী আল্লাহ্ বানায়নি? ”

“ না। বুঝাতে চেয়েছি কোনো মা'ই তাঁর গর্ভে ইচ্ছে করে কালো শিশু ধারণ করে না! ”

বান্ধবীর স্বামীর মহিমাকীর্তন করতে আমি ভুলিনি!
“ মেয়েদের বাবাটা অনেক সুন্দর রে। সত্যিই দারুণ একটা বর পেয়েছিস। ”
বান্ধবীর চোখমুখ লাল হয়ে গেলো। অপমানিত হলো মনে হয়। তবে আমি মন থেকেই বলেছিলাম। লোকটা খুবই সরল মনের। কত সুন্দর করে মেয়ে দুটোর সাথে মজা করছে। আগলে রাখছে। জবাব দিলো।
“ হ্যাঁ, সুন্দর। অনেক সুন্দর। তুই বিয়ে করিসনি? ”

আমি মুচকি হাসলাম। সে বুঝে গেলো আমি বিয়ে করে ফেলেছি। কলেজে থাকতে সে খুব বুদ্ধিমতীই ছিলো।
দাওয়াত দিলি না যে! নাকি পালিয়ে বিয়ে করছিস?
তার চোখে চোখ রেখে বললাম।

পালিয়ে না। আর আমি তোর জ্বলেপুড়ে মরে যাওয়া দেখতে চাইনি।সে এত অপরূপা।দেখে তুই একদম মরে যেতিস। মাথা ঘুরে পড়ে গেলে সেখানে একটা হৈহুল্যই পড়ে যেত না?

বান্ধবী বৌয়ের ছবি দেখতে চাইলো। আমি স্টেশনের কাছে এসে বললাম।
তোর রাতের ঘুমটা নষ্ট হয়ে যাক আমি চাই না! ”
বান্ধবী হাসলো। বয়স বেড়েছে। হাসির ঝলক কমেনি।

আমি যেমন তেমন মেয়েকে দেখে জ্বলব না। আচ্ছা দেখ ঐ মেয়েটার মতো তোর বৌ? সামনের সিটে শাড়ি পড়ে যে বসে আছে মেয়েটা? এত লম্বা লম্বা চুল আমি কমই দেখেছি! এমন হলে আমি ঠিকই জ্বলতাম!
এবার আমিও হাসলাম। কথার উত্তর দিলাম না।

সেই লম্বা চুলের মেয়েটার হাত ধরে ট্রেন থেকে নেমে গেলাম। বান্ধবী ট্রেনের জানালা দিয়ে আমার দিকে চেয়ে বললো।

অসভ্যগিরি ছাড়লি না। সুন্দরী মেয়ে দেখলেই হাত ধরতে মন চায়? আর এইযে আপু আপনিও কিছু বলছেন না যে?
মেয়েটা লজ্জা পেয়ে গেলো। গালগোল লাল হয়ে গেছে। চোখদুটো নিচু করে বললো।

“ বর হাত ধরবে না তো কে ধরবে আপু? ”
বান্ধবী জানালাটা টেনে দিলো কেন বুঝলাম না"
সমাপ্ত

#অণুগল্প

14/12/2022

" আপনার গালফেন্ড যদি "
আপনাকে 🥀🥀
"কখনো বলে যে আমি তোমার "
সাথে সারাজীবন থাকতে
পাড়বো 🥀🥀
" সরকারি চাকরির দরকার নাই "
তোমার সাথে আলু ভর্তা ভাত
খেয়েও থাকতে পারবো 🥀🥀
"কখনোই বিশ্বাস করবেন না"
কারণ মেয়েরা পরিবার যেটা বলে
দিন শেষে সেটাই শুনবে 🥀🥀
যদি সময় মতো চাকরি না হয় ব্লক
করে দিতে 🥀🥀
এক সেকেন্ড ভাববে না😪😪

08/12/2022

_মানুষ কখনো পারফেক্ট হয় না_😌🥀
_মানুষের সম্পর্কটাই পারফেক্ট হয়....!🙂🥀
~সত্যিই প্রতিটা লাইন কলিজায় লাগলো....!😔❤️

06/12/2022

- প্রেমের যে পরিস্থিতি😒
--GF খুঁজি তি তি তি..
-আ তি তি...🤌🤌
বাপ দাদার আমলের সৃতি.....🥰
ধইরা রাখবার চাই.~¡
মাগার কেমনে ধইরা রাখমু ভাই 😏
যদি সিঙ্গেল.৷
মেয়ে খুজে না পাই ..🤣🤣🤣

06/12/2022

কিছু গল্পের ইতি থাকেনা মাঝ পথেই তার সমাপ্ত হয়।💔😊

06/12/2022

- শূন্য পকেটেও যে মেয়ে সাথে থাকে।
- সাফল্যের পরে সেই স্ত্রী হবার যোগ্যতা রাখে।

04/12/2022

- ইসলাম একমাত্র ধর্ম 😌
- যেখানে হাসলে সওয়াব,কাঁদলে গুনাহ্ মাফ!😍

-সুবহানাল্লাহ❤

04/12/2022

বিবাহিত মহিলাদের উচিত বরের ছবিসহ প্রোফাইল পিক দেওয়া নয়তো আমাদের সিঙ্গেলদের সমস্যা হয়

22/11/2022

২টা খাওয়ার পড়েও যাদের লজ্জা হয়নাই তাদের আর কখন লজ্জা হবেনা

22/11/2022

২ টাকার চানাচুর
😄আর্জেন্টিয়া😄
জুতা চোর 😭😭😭

Address

Pabna

Telephone

+8801743890724

Website

Alerts

Be the first to know and let us send you an email when Miraz Khan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share