
01/05/2025
১৮৮৬ খ্রিষ্টাব্দে আমিরিকার শিকাগো শহরের শ্রমিকদের ৮ ঘন্টা কাজের দাবিতে হে মার্কেটে জমায়েত হয়েছিলো।
তাদের ঘিরে থাকা পুলিশের প্রতি এক অজ্ঞাত নামের ব্যাক্তি বোমা নিক্ষেপের পর পুলিশ শ্রমিকদের ওপর গুলিবর্ষণ শুরু করে । ফলে প্রায় ১০-১২ জন শ্রমিক ও পুলিশ নিহত হয়। শ্রমিকদের মহান আত্মত্যাগের বিনিময়ে পশ্চিমারা সুবিধা পেলেও দক্ষিণ এশিয়ার তথা বাংলাদেশের শ্রমিক ৫৪ বছরের স্বাধীন বাংলাদেশে এখন পর্যন্ত শ্রমিকের ন্যয্য হিস্যা বুঝে পাইনি , বছর বছর অন্তর ট্রাজেডির মধ্যে দিয়ে হাজারো শ্রমিকের মৃত্যু আমাদেরকে দেখতে হয় , রানা প্লাজা ও তাজরিন ফ্যাশান এর মত সম্মুখ হতে হয়, এছাড়াও রয়েছে বছর বছর অন্তোর বেতন , বৃদ্ধির ও অন্যান্য সুবিধা আদায়ের সময় , আন্দোলন এর মধ্যে দিয়ে শ্রমিকদের নানান নিপিরন , নির্যাতন , রক্তপাত ও মৃত্যুর মিছিলে পরিনত হয় । এখন বাংলাদেশের সময় এসেছে শ্রমিক সংস্কার এর মধ্যে দিয়ে তাদের ন্যায্যে হিস্যা বুঝিয়ে দেওয়া , বেতন , বোনাস , ইত্যাদি নতুন রাজনৈতিক বন্ধবস্ত এর মধ্যে দিয়ে শ্রমিকদের ন্যায্য হিস্যা আদায় করার ব্যবস্থা করা হোক ।
এম খাইরুজজামান ।
সদস্য সচিব
বেড়া পৌর শাখা
গণসংহতি আন্দোলন ।