
18/06/2025
কলার ফল ও পাতার বিটল পোকা পরিচিতিঃ
১। পূর্ণবয়স্ক পোকা ৪.০-৪.৫ মিমি লম্বা ও ২.০ মিমি চওড়া।
২। মাথা রং বাদামি, উপরের আবরণ কোন প্রজাতির বাদামী, কোনটা নীলচে সবুজ।
[কৃষি প্রেসক্রিপশন ]
জীবনচক্রঃ সম্পূর্ণ (জীবনচক্র ৪ টি স্তরে বিভক্ত)
ক। পূর্নাঙ্গ পোকা পরিচিতি ডিম নিম্ফ পুত্তলি
১। মাথা লালচে, কোনটা নীলচে সবুজ
খ। ডিম
১। পূর্ণাঙ্গ পোকা ৫-৪৫ টি ডিম পাড়তে পারে।
২। মাটিতে বা টপ লিফের সিথে ডিম পাড়ে
গ। নিম্ফ বা বাচ্চা
২। সাদা দেহ, মাথা বাদামী, পা আছে
ঘ। পুত্তলি
১। পুত্তলি মাটিতে গঠিত হয়
পোকার ক্ষতিকর স্তরঃ নিম্ফ ও পূর্নাঙ্গ পোকা
[কৃষি প্রেসক্রিপশন ]
ক্ষতির লক্ষণঃ
১। বাচ্চা পোকা শিকড় আক্রমণ করে কুড়েকুড়ে খায়। ফলে গাছ দুর্বল হয়ে যায়।
২। বয়স্ক পোকা ফল ও পাতা আক্রমণ করে
৩। কলার পাতা মোড়ানো অবস্থায় পূর্ণ বয়স্ক পোকা সবুজ অংশ কুড়ে কুড়ে খায়
৪। যখন কলার পাতা খুলে যাবে, তখন খাওয়ার দাগ স্পষ্ট হবে।
৫। পাতায় আক্রমণের ফলে দাদ রোগ হয়েছে বলে মনে হবে।
৬। কলা গাছের মোচা থেকে যখন কচি কলা বের হয়, তখন কলার সবুজ অংশ কুড়ে কুড়ে খায়
৭। ফলে কলাতে নেকরোসিস ও কলার অসমান বৃদ্ধি হয়।
৮। কলায় আঁকাবাকা অনেক দাগ দেখা যায়। ফলে কলার বাজার মূল্য কমে যায়।
[কৃষি প্রেসক্রিপশন ]
সমন্বিত ব্যবস্থাপনাঃ
১। সুস্থ চারা সংগ্রহ
২। নিয়মিত সাকার কাটা ও পরিচ্ছন্ন চাষাবাদ
৩। হলুদ আঠালো ফাঁদ ব্যবহার
৪। ভেষজ বালাইনাশক : ১ মিলি নিম তেল + ৫ গ্রাম সাবান গুড়া + ১২ লিটার পানি স্প্রে করা।
৫। মোচা দেখার সাথে সাথে ব্যাগিং করা। ৪২/৩০ ইঞ্চি দুই মুখ খোলা ব্যাগ। নীল ব্যাগ হলে ভালো। ব্যাগিং করার ১ মাস পর খুলে দিতে হবে।
৬। রাসায়নিক কীটনাশকঃ ৪ স্তরে কীটনাশক ব্যবহার করলে ভালো উপকার পাওয়া যায়।
ক। মোচা বের হওয়ার আগে
খ। মোচা বের হবার পর
গ। মোচা থেকে কলা বের হবার পর
ঘ। সম্পূর্ণ কলা বের হবার পর
[কৃষি প্রেসক্রিপশন ]
কীটনাশকের নাম ও মাত্রাঃ
ক। ক্লোরোপাইরিফস: ডারসবান@২ মিলি/লি.।
খ। কার্বারিল: সেভিন/সিনারিল@৩.৫ গ্রাম/লি।
গ। প্রোফেনোফস+ সাইপারমেথ্রিন: সবিক্রন ২মিলি/লি।
ঘ। ক্লোরোপাইরিফস+ সাইপারমেথ্রিন: নাইট্রো @১ মিলি/লি।
ঙ। থায়ামেথোক্সাম+ ল্যামডা সাইহ্যালোথ্রিন: অলিকা/ল্যামিক্স/শাটডাউন@০.৫ মিলি/লি।
কৃষিবিদ তানবীন হাসান শুভ
বিসিএস কৃষি ক্যাডার [৩৮]