সাইট্রাস এগ্রো

সাইট্রাস এগ্রো Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from সাইট্রাস এগ্রো, Pabna.

কলার ফল ও পাতার বিটল পোকা পরিচিতিঃ১। পূর্ণবয়স্ক পোকা ৪.০-৪.৫ মিমি লম্বা ও ২.০ মিমি চওড়া। ২। মাথা রং বাদামি, উপরের আবরণ ক...
18/06/2025

কলার ফল ও পাতার বিটল পোকা পরিচিতিঃ

১। পূর্ণবয়স্ক পোকা ৪.০-৪.৫ মিমি লম্বা ও ২.০ মিমি চওড়া।
২। মাথা রং বাদামি, উপরের আবরণ কোন প্রজাতির বাদামী, কোনটা নীলচে সবুজ।
[কৃষি প্রেসক্রিপশন ]

জীবনচক্রঃ সম্পূর্ণ (জীবনচক্র ৪ টি স্তরে বিভক্ত)

ক। পূর্নাঙ্গ পোকা পরিচিতি ডিম নিম্ফ পুত্তলি
১। মাথা লালচে, কোনটা নীলচে সবুজ

খ। ডিম
১। পূর্ণাঙ্গ পোকা ৫-৪৫ টি ডিম পাড়তে পারে।
২। মাটিতে বা টপ লিফের সিথে ডিম পাড়ে

গ। নিম্ফ বা বাচ্চা
২। সাদা দেহ, মাথা বাদামী, পা আছে

ঘ। পুত্তলি
১। পুত্তলি মাটিতে গঠিত হয়

পোকার ক্ষতিকর স্তরঃ নিম্ফ ও পূর্নাঙ্গ পোকা
[কৃষি প্রেসক্রিপশন ]

ক্ষতির লক্ষণঃ
১। বাচ্চা পোকা শিকড় আক্রমণ করে কুড়েকুড়ে খায়। ফলে গাছ দুর্বল হয়ে যায়।
২। বয়স্ক পোকা ফল ও পাতা আক্রমণ করে
৩। কলার পাতা মোড়ানো অবস্থায় পূর্ণ বয়স্ক পোকা সবুজ অংশ কুড়ে কুড়ে খায়
৪। যখন কলার পাতা খুলে যাবে, তখন খাওয়ার দাগ স্পষ্ট হবে।
৫। পাতায় আক্রমণের ফলে দাদ রোগ হয়েছে বলে মনে হবে।
৬। কলা গাছের মোচা থেকে যখন কচি কলা বের হয়, তখন কলার সবুজ অংশ কুড়ে কুড়ে খায়
৭। ফলে কলাতে নেকরোসিস ও কলার অসমান বৃদ্ধি হয়।
৮। কলায় আঁকাবাকা অনেক দাগ দেখা যায়। ফলে কলার বাজার মূল্য কমে যায়।

[কৃষি প্রেসক্রিপশন ]
সমন্বিত ব্যবস্থাপনাঃ
১। সুস্থ চারা সংগ্রহ
২। নিয়মিত সাকার কাটা ও পরিচ্ছন্ন চাষাবাদ
৩। হলুদ আঠালো ফাঁদ ব্যবহার
৪। ভেষজ বালাইনাশক : ১ মিলি নিম তেল + ৫ গ্রাম সাবান গুড়া + ১২ লিটার পানি স্প্রে করা।
৫। মোচা দেখার সাথে সাথে ব্যাগিং করা। ৪২/৩০ ইঞ্চি দুই মুখ খোলা ব্যাগ। নীল ব্যাগ হলে ভালো। ব্যাগিং করার ১ মাস পর খুলে দিতে হবে।
৬। রাসায়নিক কীটনাশকঃ ৪ স্তরে কীটনাশক ব্যবহার করলে ভালো উপকার পাওয়া যায়।
ক। মোচা বের হওয়ার আগে
খ। মোচা বের হবার পর
গ। মোচা থেকে কলা বের হবার পর
ঘ। সম্পূর্ণ কলা বের হবার পর

[কৃষি প্রেসক্রিপশন ]
কীটনাশকের নাম ও মাত্রাঃ
ক। ক্লোরোপাইরিফস: ডারসবান@২ মিলি/লি.।
খ। কার্বারিল: সেভিন/সিনারিল@৩.৫ গ্রাম/লি।
গ। প্রোফেনোফস+ সাইপারমেথ্রিন: সবিক্রন ২মিলি/লি।
ঘ। ক্লোরোপাইরিফস+ সাইপারমেথ্রিন: নাইট্রো @১ মিলি/লি।
ঙ। থায়ামেথোক্সাম+ ল্যামডা সাইহ্যালোথ্রিন: অলিকা/ল্যামিক্স/শাটডাউন@০.৫ মিলি/লি।

কৃষিবিদ তানবীন হাসান শুভ
বিসিএস কৃষি ক্যাডার [৩৮]

তাকবীরে তাশরীকاللّٰهُ أَكْبَرُ، اللّٰهُ أَكْبَرُ، لَا إِلٰهَ إِلَّا اللّٰهُ، وَاللّٰهُ أَكْبَرُ، اللّٰهُ أَكْبَرُ، وَلِل...
05/06/2025

তাকবীরে তাশরীক

اللّٰهُ أَكْبَرُ، اللّٰهُ أَكْبَرُ، لَا إِلٰهَ إِلَّا اللّٰهُ، وَاللّٰهُ أَكْبَرُ، اللّٰهُ أَكْبَرُ، وَلِلّٰهِ الْحَمْدُ

বাংলা উচ্চারণ:
আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ।

অর্থ: আল্লাহ মহান, আল্লাহ মহান।
আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই।
আল্লাহ মহান, আল্লাহ মহান।
আর সমস্ত প্রশংসা আল্লাহরই জন্য।

🍋 সাইট্রাস গাছে পানি জমলে সাবধান!লেবু, কমলা, মাল্টা, বাতাবি লেবু ইত্যাদির গাছে ‘ক্যাংকার’ রোগ ছড়িয়ে পড়ার ঝুঁকি বেড়ে ...
05/06/2025

🍋 সাইট্রাস গাছে পানি জমলে সাবধান!

লেবু, কমলা, মাল্টা, বাতাবি লেবু ইত্যাদির গাছে ‘ক্যাংকার’ রোগ ছড়িয়ে পড়ার ঝুঁকি বেড়ে যায়।

এই রোগের কারণ একটি ব্যাকটেরিয়া—Xanthomonas axonopodis pv. citri, যা গাছের পাতা, ডাল ও ফলে দাগ সৃষ্টি করে এবং ফলন নষ্ট করে দেয়।

🦠 কিভাবে ছড়ায়?

আক্রান্ত গাছের পাতা বা ডালে ১০ মাস পর্যন্ত বেঁচে থাকতে পারে।

বৃষ্টির পানি বা ঝড়ো হাওয়ায় ব্যাকটেরিয়া ছড়ায়।

পাতার ক্ষত বা রন্ধ্র দিয়ে গাছে প্রবেশ করে।

পোকার মাধ্যমে বা ব্যবহৃত যন্ত্রপাতি থেকেও সংক্রমণ ঘটে।

অনুমোদনহীন উৎস থেকে আনা চারা রোগ ছড়াতে পারে।

🌧️ কোন পরিবেশে ঝুঁকি বেশি?

উষ্ণ ও আর্দ্র পরিবেশ (৩০°C তাপমাত্রা ও বেশি আর্দ্রতা)

ঝড় ও অতিরিক্ত বৃষ্টি

পাতায় পানি জমে থাকা

গাছের ঘন রোপণ ও বায়ু চলাচলের অভাব

🌱 গাছের দুর্বলতাও একটি কারণ:

পুষ্টির ঘাটতি (বিশেষত জিঙ্ক, বোরন, ক্যালসিয়াম)

আঘাতপ্রাপ্ত পাতা/ডাল

স্ক্যাব বা গ্রিনিং রোগে আক্রান্ত গাছ

---

✅ প্রতিরোধে করণীয়:

🔹 শুষ্ক মৌসুমে গাছ ছাঁটাই করুন
🔹 আক্রান্ত পাতা ও ডাল সরিয়ে ফেলুন
🔹 ঘন রোপণ পরিহার করুন
🔹 সাইলিড বা অন্যান্য পোকা দমনে ইমিডাক্লোপ্রিড ব্যবহার করুন
🔹 জিঙ্ক সালফেট ও বোরন প্রয়োগ করুন
🔹 কপার-ভিত্তিক ছত্রাকনাশক (যেমন বোর্দো মিশ্রণ) ছিটান
🔹 প্রাকৃতিক উপায়ে প্রতিরোধে নিমপাতার রস ব্যবহার করুন (১ লিটার রস + ২০ লিটার পানি)

---

📌 মনে রাখবেন, এই রোগ একবার হলে নিয়ন্ত্রণ কঠিন, তাই প্রতিরোধই সবচেয়ে ভালো উপায়।
বাগানে নিয়মিত পরিচর্যা, পরিদর্শন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখুন।

---

🔍 আপনার গাছে এই লক্ষণ দেখা যাচ্ছে? প্রশ্ন থাকলে কমেন্টে জানান বা ইনবক্স করুন, আমরা পাশে আছি।

#ক্যাংকাররোগ #লেবুর_রোগ #সাইট্রাস_বাগান #ফলচাষ #কৃষিবাংলা #বাগান_পরিচর্যা #কৃষি_পরামর্শ

রাসুলের অপমানে যদি কাঁদেনা তোর মন,মুসলিম নও, মুনাফিক তুই রাসুলের দুশমন।
13/06/2022

রাসুলের অপমানে যদি কাঁদেনা তোর মন,
মুসলিম নও, মুনাফিক তুই রাসুলের দুশমন।

লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার...
09/02/2022

লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার...

Address

Pabna

Telephone

+8801736579942

Website

Alerts

Be the first to know and let us send you an email when সাইট্রাস এগ্রো posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to সাইট্রাস এগ্রো:

Share