সমস্যা নাই 2.0

সমস্যা নাই 2.0 Saikat Islam Rashed

25/07/2025

ততিিন চাপা*বা*জ এক সাথে 🥴। #পাবনা_জেলার_ছাওয়ালপল #সমস্যা_নাই #পাবনা #সুজানগর

24/07/2025

আমরা পাবনা জেলার ছাওয়ালপল

23/07/2025

এসব ম*স্তা*ন দিয়ে কি দেশ চালানো সম্ভব 🤣।

দৌড়াও, ভয় পেয়ো না। আমি আছি।মাইলস্টোনের টিচার মেহরিন চৌধুরী নিজে ৮০% দগ্ধ হয়েছেন। কিন্তু নিজের ছাত্রছাত্রীদের ফেলে বেরিয়ে...
22/07/2025

দৌড়াও, ভয় পেয়ো না। আমি আছি।
মাইলস্টোনের টিচার মেহরিন চৌধুরী নিজে ৮০% দগ্ধ হয়েছেন। কিন্তু নিজের ছাত্রছাত্রীদের ফেলে বেরিয়ে যাবার মতো বুদ্ধিমতী ছিলেন না। শুধু বলছিলেন, দৌড়াও, ভয় পেয়ো না। আমি আছি।

বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, শিক্ষিকা মেহরিনের সাহসিকতায় অন্তত ২০ জন শিক্ষার্থীর প্রাণ রক্ষা সম্ভব হয়েছে।

উদ্ধার অভিযানে অংশ নেওয়া এক সেনা সদস্য বলেন, “ম্যাডাম ভিতরে ঢুকে গিয়ে বাচ্চাগুলারে বের করে দিছেন, তারপর উনিই বের হতে পারেন নাই।”

নিজের জীবন উৎসর্গ করে ২০টি তাজা প্রাণ বাঁচালেন এই মহীয়সী নারী।

বাংলাদেশ ধন্য সকল বাংলাদেশি ধন্য এমন একজন শিক্ষিকা তাদের দেশে জন্মেছে।

শত শত সালাম সেই মায়ের প্রতি যার গর্ভে মেহরীন চৌধুরী নামক রত্নটি জন্মেছে।

মহান আল্লাহ তাঁকে জান্নাতুল ফিরদাউস দান করুন।

©Ma'ruf Raihan Khan

22/07/2025

Bangladesh 😔

একটা ছেলে মাসে কত টাকা ইনকাম করলে বিয়ে করা উচিত ?
29/04/2025

একটা ছেলে মাসে কত টাকা ইনকাম করলে বিয়ে করা উচিত ?

13/04/2025

পাগল দেখতে এসে নিজেই পাগল হলাম 😵‍💫। #সমস্যা_নাই

05/08/2024

জরুরী লাল সতর্ক (Emergency Red Alert: বার্তা...

শেখ হাসিনার পদত্যাগের পরবর্তী ২৪ ঘণ্টার (After 24 hours of Resignation of PM) মধ্যে দেশে এমন কিছু ঘটনা ঘটানো হবে যেন, সাধারণ মানুষ এই আন্দোলনকারীদের থেকে মুখ ফিরিয়ে নেয়। এজন্য বিশেষ পরিকল্পনা নিয়ে মাঠে কাজ করছে ছাত্রলীগের নেতাকর্মীদের নিয়োগ দিয়ে হাসিনার তৈরি করা একটি গোয়েন্দা বাহিনীর প্রধানমন্ত্রীর (হাসিনার) অধীনস্ত থাকা স্পেশাল ব্রাঞ্চ (পিমও) প্রায় ৫০০ সদস্য। তাদের পরিকল্পনাগুলোর মধ্যে রয়েছে:

Task 1. হাসিনার পদত্যাগের ২৪ ঘণ্টার মধ্যে সাধারণ মানুষের সঙ্গে মিশে কিছু বিভৎস হত্যাকাণ্ড ঘটিয়ে সেখানে নারায়ে তাকবির স্লোগান দিয়ে ভিডিও করে সামাজিকমাধ্যমে প্রকাশ করা। Goal: মূলত এই আন্দোলন জামাত-শিবির করেছে সেটা বিশ্বের কাছে প্রতিষ্ঠিত করতে করা হবে।

Task 2. সংখ্যালঘুদের ওপর ব্যাপক হামলা-হত্যা-লুটপাট করা হবে। সেগুলো ভিডিও ও ছবি সামাজিকমাধ্যমে প্রচার করা হবে। Goal: হাসিনা ছাড়া কারো কাছে সংখ্যালঘুরা নিরাপদ নয় প্রমাণ করা এবং সংখ্যালঘু নিরাপত্তার অজুহাতে ভারতকে বাংলাদেশের অভ্যন্তরে হস্তক্ষেপের সুযোগ সৃষ্টি করা।

Task 3. বিদ্যুৎকেন্দ্র, বড় সেতু, কারখানা বা এমন অনেক স্থাপনা ধ্বংস করে দেয়া। Goal: মেরামত করতে পরবর্তী সরকারের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। পরবর্তী সরকার যেন দেশ চালাতে ব্যর্থ হয়।

- দ্রুত দেশবাসীর কাছে এই বার্তা ছড়িয়ে দেয়া দরকার। আজ রাতে যেন সংখ্যালঘুদের পাহারা দেয়া হয় সেই ব্যবস্থা করা দরকার। আন্দোলনের সমন্বয়কদের এই ২৪ ঘণ্টা সরকার গঠনসহ নানা গুরুত্বপূর্ণ আলোচনায় ব্যস্ত রাখা হবে। এর মধ্যে সব ঘটনা ঘটিয়ে ফেলা হবে।
- কেন্দ্রের জরুরি নির্দেশনা, সবাইকে বিভিন্ন গ্রুপে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানানো হয়েছে।জরুরী লাল সতর্ক (Emergency Red Alert: বার্তা...

সবাই এই আপ ইন্সটল করেন এটা নেট ছাড়া এসএমএস করা যায়
05/08/2024

সবাই এই আপ ইন্সটল করেন এটা নেট ছাড়া এসএমএস করা যায়

05/08/2024

বের হলাম আগামীকাল মুক্তির মিছিলে যোগ দিতে।হয় লাশ না হয় ইতিহাস❤️

দেখা হবে বিজয়ে।✊

05/08/2024

আগামী কালকে সবাই পূর্বপ্রস্তুতি নিয়ে আসবেন দয়া করে।
কালকে আমরা ছাত্ররা আমাদের পাওয়ার দেখিয়ে দিবো ✊
শহীদ ভাইদের রক্তের হিসাব নিয়ে তবেই বাসায় ফিরবো

04/08/2024

সবাই প্রস্তুত তো✊

Address

Pabna
8880

Alerts

Be the first to know and let us send you an email when সমস্যা নাই 2.0 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to সমস্যা নাই 2.0:

Share