Servant Of Allah

Servant Of Allah FF Uid 2770976655 ��

14/09/2025

তুমি যদি বল ভালোবাসা সুন্দর তাইলে আমি বলব তুমি শুধু বৃষ্টিতেই ভিজেছো ঝড়ের কবলে কখনো করোনি 🤧😎

09/09/2025

থাক না কিছু অপূর্ণতা সবকিছু পেয়ে গেলে আফসোস করবো কি নিয়ে 😓❤️‍🩹

08/09/2025

😎

03/09/2025

আছো একসাথে গেম খেলি

Uid 2770976655 🧭
31/08/2025

Uid 2770976655 🧭

30/08/2025

গরিবের রেয়ার বান্ডিল 😅🤝
29/08/2025

গরিবের রেয়ার বান্ডিল 😅🤝

🎮ফেক প্লেয়ার অনেক আছে কিন্তু আসলটা সব সময় verified থাকে✅
27/08/2025

🎮ফেক প্লেয়ার অনেক আছে কিন্তু আসলটা সব সময় verified থাকে✅

26/08/2025

৫০০ মে 🎃🤣⛸️

আমরা ভীষণ খাচ্ছি-দাচ্ছি।সোনার চামচে তুলে নিচ্ছি গরম খাবার,মাংসের সুগন্ধ ভাসছে বাতাসে,পানির গ্লাসে কাঁচের প্রতিফলন জ্বলজ্...
06/04/2025

আমরা ভীষণ খাচ্ছি-দাচ্ছি।
সোনার চামচে তুলে নিচ্ছি গরম খাবার,
মাংসের সুগন্ধ ভাসছে বাতাসে,
পানির গ্লাসে কাঁচের প্রতিফলন জ্বলজ্বল করছে
আমাদের টেবিলে আলো জ্বলছে,
আমাদের জানালায় বসন্তের হাওয়া।

আর ওখানে, অনেক দূরে,
একটা শহর আছে—
যার রাত এখন আর কালো নয়,
আগুনের লেলিহান শিখায় লাল হয়ে আছে আকাশ।
সেখানে কারো টেবিল নেই,
শুধু উল্টে যাওয়া থালার পাশে
একজোড়া ছোট্ট হাত নিস্তেজ হয়ে পড়ে আছে।

দুই শহরে আজানের সুর।
এক শহরে—
সুরের ঢেউ বয়ে যায় বাতাসে,
শান্তিময় কণ্ঠ ভেসে আসে মিনার থেকে,
আর আমরা তা শুনতে শুনতে চায়ের কাপে চুমুক দেই।

অন্য শহরে—
আজান ওঠে, কিন্তু ভেঙে পড়ে শব্দের শরীর।
মিনারের পাশে এক বৃদ্ধ বসে থাকেন,
তার কপালে রক্ত জমাট—
আজান শেষ হবার আগেই
আকাশ ফেটে পড়ে আগুনে।
আজানের শব্দ মিলিয়ে যায় বোমার বিস্ফোরণে,
সেখানকার শিশুরা জানে না,
আজান আগে আসে, না ধ্বংস?

আমরা খাচ্ছি-দাচ্ছি,
রেস্টুরেন্টের উজ্জ্বল আলোর নিচে
হাসিমুখে কেউ বলে—
"আজ খাবারের স্বাদ দারুণ!"
কিন্তু গাজার শিশুরা এখন আর স্বাদ বোঝে না,
তারা শুধু জানে,
মাটির নিচে কতটুকু জায়গা পেলে
একজন মানুষ লুকিয়ে থাকতে পারে।

দুই শহর,
কিন্তু একটায় রাত মানে বিশ্রাম,
অন্যটায় রাত মানে—
এটাই হয়তো শেষ রাত।
একটায় ঘুম মানে স্বপ্ন দেখা,
অন্যটায় ঘুম মানে—
চিরতরে শুয়ে পড়া।

আমরা বাস করছি একটিতে,
আর অন্যটি জ্বলছে,
আমরা কেবল দেখতে পাচ্ছি ধোঁয়া,
কিন্তু গন্ধ পাচ্ছি না পোড়া মাংসের।
আমাদের রাত শেষে সকাল আসে,
ওদের রাতের পরে আসে শোকের নতুন সংখ্যা।

দুই শহরে আজান হয়,
একটায় প্রার্থনার জন্য,
অন্যটায় বেঁচে থাকার আকুতি নিয়ে।
সবার আকাশ একটাই,
সবার আল্লাহ একজনই,
তবু কেন এতো রক্ত ঝরে?

27/01/2025

সরাসরি শেখ হাসিনা আপা কথা বলছেন।

01/01/2025

When your mother is your biggest motivator❤️

Address

Pabna

Telephone

+8809638783890

Website

Alerts

Be the first to know and let us send you an email when Servant Of Allah posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share