Abdul motin press

Abdul motin press this page is news page

রামচন্দ্রপুর মল্লিকচক সরকারি প্রাথমিক বিদ্যালয় ভাঙ্গুড়া,পাবনা।  শিশু শ্রেণির ২ জন ছাত্রী স্কুল ছুটির পরে রাস্তা পারাপার...
14/11/2024

রামচন্দ্রপুর মল্লিকচক সরকারি প্রাথমিক বিদ্যালয় ভাঙ্গুড়া,পাবনা। শিশু শ্রেণির ২ জন ছাত্রী স্কুল ছুটির পরে রাস্তা পারাপারের সময় যমুনা তেলবাহি লরির সাথে মুখমুখি এক্সিডেন্ট হয়, ১ জন শিশু লরির চাকায় পিষ্ট হয়ে মাথার খুলি আলাদা হয়ে যায় এবং মাথার বিভিন্ন টুকরো রাস্তায় ছড়িয়ে পড়ে অতপর শিশুটি ওই যায়গাতেই মৃত্যুবরণ করে এবং আরেকজনকে পাবনা মেডিকেলে গুরুতর অবস্তায় ভর্তি করা হয়েছে।মৃত ছাত্রীর বাসা ভাঙ্গুরা উপজেলার মল্লিকচক গ্রামে। এলাকাবাসীর অভিযোগ স্কুল ছুটির পরে শিক্ষক বা শিক্ষিকা উপস্থিত থেকে রাস্তা পারাপারের দায়িত্ব থাকলেও যথাযথভাবে কখনোই তা পালন করেন না তারা, তারই ফল এই দুর্ঘটনা। দুর্ঘটনার পরে কোন শিক্ষক বা শিক্ষিকাই সাহায্য করতে না এসে স্কুলের গেট তলা দিয়ে অফিসে বসে ছিলেন।ঘটনাস্থলে ভাঙ্গুরা উপজেলা অফিসার,ভাঙ্গুরা থানা পুলিশ এবং সেনাবাহিনীর একটি ইউনিট এসে উপস্থিত হয়।

পাবনায় বিষক্রিয়ায় ১৬টি গরুর মৃত্যু,২০ টি হরু অসুস্থ পাবনা প্রতিনিধি পাবনার ঈশ্বরদীতে বিষক্রিয়ায় ১৬টি গরুর মৃত্যু হয়েছে। ...
08/11/2024

পাবনায় বিষক্রিয়ায় ১৬টি গরুর মৃত্যু,২০ টি হরু অসুস্থ

পাবনা প্রতিনিধি
পাবনার ঈশ্বরদীতে বিষক্রিয়ায় ১৬টি গরুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও ২০টি গরু অসুস্থ হয়ে পড়েছে। বুধবার (৬ নভেম্বর) উপজেলার পাকশী ইউনিয়নের চররূপপুরের পদ্মার চরে এ ঘটনা ঘটে।

জানা গেছে, প্রতিদিনের মতো বুধবার সকালে গরুগুলোকে চরে ঘাস খাওয়ানোর জন্য নিয়ে যান রাখালরা। ঘাস খাওয়ার একপর্যায়ে গরুগুলো চরের একটি কলাবাগানের কিছু কলা গাছের চারা খেয়ে ফেলে।

এরপর চর থেকে সন্ধ্যায় বাড়ি ফেরার পথে মাঠেই পাঁচটি গরু মারা যায়। আর নদীর কিনারায় এসে মারা যায় আরও তিনটি গরু। পরে বাড়িতে এসে মারা যায় আরও ছয়টি।

এরমধ্যে চররূপপুর গ্রামের মফেজ্জল বিশ্বাসের ৯টি, সাহাবুল বিশ্বাসের তিনটি, জয়নাল বিশ্বাসের একটি, বিকুল প্রামাণিকের দুইটি ও ইকবাল প্রামাণিকের একটি গরু।

স্থানীয় বাসিন্দা এজাজ বিশ্বাস বলেন, লক্ষ্মীকুন্ডার কৈকুন্ডা গ্রামের ড্রাগ আনিসের জমির কলা গাছ খেয়েই মূলত গরুগুলো অসুস্থ হয়ে মারা যায়।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কলা গাছ গুলোতে বিষ প্রয়োগ করে রেখেছিলেন। গরু কলাবাগানের ক্ষতি করে সেই রাগে কলা বাগানের মালিক বাগানে বিষ দিয়েছিলেন।

তিনি আরও বলেন, ঈশ্বরদী উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্মকর্তারা বৃহস্পতিবার সকালে অসুস্থ গরুগুলোর চিকিৎসা করেছেন এবং মৃত গরুগুলোর মৃত্যুর কারণ অনুসন্ধানের জন্য রক্ত লালা ও মাংস ল্যাব টেস্টের জন্য নিয়ে গেছেন।

তারা প্রাথমিকভাবে ধারণা করছেন খাদ্যে বিষক্রিয়ার কারণে এই গরুগুলোর মৃত্যু হয়েছে। তবে ল্যাব টেস্টের ফলাফলের ভিত্তিতে পরবর্তীতে গরুর মালিকদের গরুগুলোর মৃত্যুর প্রকৃত কারণ জানানো হবে।

এ বিষয়ে জানতে কলাবাগানের মালিক আনিসের বাড়িতে গিয়ে তার কোনো খোঁজ পাওয়া যায়নি।

ঈশ্বরদী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম শহীদ বলেন, এ ধরনের খবর আপনাদের (সাংবাদিক) মাধ্যমেই জানতে পেরেছি।

কারও পক্ষ থেকে এ বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আবদুল মতিন।
পাবনা প্রতিনিধি।

মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে কটুক্তি প্রতিবাদে চাটমোহরে বিক্ষোভ মিছিল চাটমোহর অফিস : ভারতে মহানবী হযরত মুহাম্মদ (স...
29/09/2024

মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে কটুক্তি প্রতিবাদে চাটমোহরে বিক্ষোভ মিছিল
চাটমোহর অফিস : ভারতে মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে কটুক্তি করায় পাবনার চাটমোহরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বাদ জুম’আ ঐতিহাসিক শাহী মসজিদ থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে শাহী মসজিদের সামনে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সভায় বক্তব্য দেন, মুফতি মওলানা মাহমুদ হাসান, মডেল মসজিদের খতিব মুফতি মওলানা মাহদি হাসান খান, বিএনপি নেতা নুরুল করিম খান আরজ, তৌহিদুল ইসলাম তাইজুল, শেখ জাবের আল শিহাব, হাফেজ মোঃ সোলাইমান হোসেন, মোঃ হাসানুজ্জামান সবুজ, ইমরান হোসেন প্রমুখ। বক্তারা ভারতে মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে কটুক্তি করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সরকারকে পদক্ষেপ গ্রহণ করার দাবি জানান।

কোয়েলের আগুনে পুড়ে একটি পরিবার নিঃস্ব।বিশেষ প্রতিনিধি।চাটমোহর উপজেলার বোয়াইলমারী গ্রামের মোঃ মুজিবুর রহমান প্রামানিকপ...
19/02/2024

কোয়েলের আগুনে পুড়ে একটি পরিবার নিঃস্ব।
বিশেষ প্রতিনিধি।
চাটমোহর উপজেলার বোয়াইলমারী গ্রামের মোঃ মুজিবুর রহমান প্রামানিক
পিতা মোঃ বাসের প্রামানিক এর বাড়িতে একটি অগ্নিকাণ্ড ঘটে।
গোয়াল ঘরে প্রতিদিনের মতো আজকেও কোয়েল জ্বালিয়ে দিয়েছিল কিভাবে আগুন লাগলো সেটা জানা যায়নি।
আনুমানিক রাত ১২টা থেকে ১টার মধ্যে কোয়েলের আগুনে গোয়াল ঘরে আগুন লেগে যায় ওই ঘরে গরু ছিল ছয়টি তার মধ্যে দুইটা গরু পুড়ে মারা যায় আরেকটি জবাই করা হয়। আরো তিনটা গরুর অবস্থা ভালো না । মুজিবুর রহমান গরু বাছুর লালন পালন করে জীবিকা নির্বাহ করত। তার গরুগুলো পুড়ে যাওয়ায় সে একেবারে নিঃস্ব হয়ে গেছে আনুমানিক ওনার ক্ষতির পরিমাণ প্রায় ৭ থেকে ১০ লক্ষ টাকা। এই আগুন লাগার বিষয়টি ছাইকোলা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ নুরুজ্জামান নুরু সাহেবকে জানানো হয়।

চাটমোহরে ফসলি জমিতে চলছে পুকুর খনন।চাটমোহর প্রতিনিধি পাবনার চাটমোহরে ফসলি জমিতে পুকুর খনন চলছে। এ যেন দেখার কেউই নেই। উপ...
07/02/2024

চাটমোহরে ফসলি জমিতে চলছে পুকুর খনন।
চাটমোহর প্রতিনিধি
পাবনার চাটমোহরে ফসলি জমিতে পুকুর খনন চলছে। এ যেন দেখার কেউই নেই। উপজেলার যত্রতত্র কৃষি জমির উপরিভাগের মাটি তথা টপ সয়েল কাটার হিড়িক পড়েছে। বিভিন্ন এলাকায় ফসলি জমিতে পুকুর খননের যেন উৎসব শুরু হয়েছে। ফলে কৃষি জমির উর্বর মাটি চলে যাচ্ছে অবৈধভাবে স্থাপিত ইটভাটাসহ নানা স্থানে। এতে একদিকে যেমন কৃষি জমির উর্বরতা হ্রাস পাচ্ছে,সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতার, অপরদিকে উৎপাদন ঘাটতির শঙ্কাও দেখা দিয়েছে।
একাধিক সূত্র জানায়, উপজেলার হান্ডিয়াল ইউনিয়নেই পুকুর খননের ঘটনা ঘটছে বেশি। সিদ্দিনগরে জনৈক আঃ মতিন এস্কেভেটর দিয়ে মাটি কেটে বিক্রি করছেন। একই ইউনিয়নের বাঘলবাড়ি চারমাথা কুপিশ্বর বটতলায় নজরুল ইসলাম নামের এক ব্যক্তি ফসলি জমিতে পুকুর খনন করে মাটি বিক্রি করছেন বিভিন্ন ইটভাটায়। এছাড়া বেলঘরিয়ায় ফের পুকুর খনন করা হচ্ছে। রাতের আঁধারে প্রভাবশালী এক ব্যক্তি এই পুকুর খনন জোরেসোরে শুরু করেছে বলে এলাকাবাসী জানান।
এছাড়াও মথুরাপুর ইউনিয়নের চিরইল বিলে, ছাইকোলা ইউনিয়নের বোয়াইলমারী মাঠে, ডিবিগ্রাম এবং মুলগ্রাম ইউনিয়নের বিভিন্ন মাঠে ফসলি জমিতে পুকুর খনন চলছে।
ইতোমধ্যে উপজেলা প্রশাসন অভিযান চালিয়ে একাধিক ব্যক্তিকে অবৈধভাবে পুকুর খনন করায় জরিমানাও করেছে। তবুও থেমে নেই ফসলি জমিতে পুকুর খননের কাজ।
চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রেদুয়ানুল হালিম ফসলি জমিতে পুকুর খননকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানিয়েছেন।
আব্দুল মতিন।
চাটমোহর (পাবনা) প্রতিনিধি
৭ ফেরুয়ারি ২৪ ইং
০১৭২৩৩৫৮৫১০

চাটমোহর সরকারি রাজা চন্দ্রনাথ ও বাবু শম্ভুনাথ পাইলট মডেল হাইস্কুলের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠিত চাটমোহর প্রতিনিধি পাবনার চাট...
07/02/2024

চাটমোহর সরকারি রাজা চন্দ্রনাথ ও বাবু শম্ভুনাথ পাইলট মডেল হাইস্কুলের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠিত
চাটমোহর প্রতিনিধি
পাবনার চাটমোহর সরকারি রাজা চন্দ্রনাথ ও বাবু শম্ভুনাথ পাইলট মডেল হাইস্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) বিদ্যালয়ের নিজস্ব মাঠ বালুচরে অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রেদুয়ানুল হালিমের সভাপতিত্বে অনুষ্ঠিত ক্রীড়া অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক (চলতি দায়িত্ব) আবুল কালাম মুহাম্মদ নুর-ই- মোরতজা। এসময় সাবেক পৌর মেয়র মির্জা রেজাউল করিম দুলাল, পাবনা জেলা পরিষদ সদস্য সাইদুল ইসলাম পলাশ, মথুরাপুর ইউপি চেয়ারম্যান মোঃ শাহ আলম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মগরেব আলী, আওয়ামী লীগ নেতা খন্দকার বজলুল করিম খাকছার, চাটমোহর টেকনিক্যাল এন্ড বিএমআই’র অধ্যক্ষ আঃ রহিম কালু, চাটমোহর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কে এম আর আব্দুর রব মিঞা,সাবেক প্রধান শিক্ষক মোঃ আঃ ছালাম, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সহকারী অধ্যাপক অশোক কুমার চক্রবর্তী, প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক আমাদের বড়াল সম্পাদক হেলালুর রহমান জুয়েল, চাটমোহর অনলাইন প্রেসক্লাবের সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম প্রমুখ উপস্থিত ছিলেন। দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতা শেষে বিকেলে পুরস্কার বিতরণ করা হয়।

আব্দুল মতিন।
চাটমোহর (পাবনা) প্রতিনিধি
৭ফেরুয়ারি ২৪ ইং
০১৭২৩৩৫৮৫১০

31/01/2024

চাটমোহরে গৃহবধূকে জোরপূর্বক ধর্ষনের অভিযোগে একজন আটক।
স্টাফ রিপোর্টার : পাবনার চাটমোহরে গৃহবধূর ঘরে ঢুকে তাকে জোরপূর্বক ধর্ষনের অভিযোগে এক ব্যক্তিকে আটক করে পুলিশে দিয়েছে গ্রামবাসী। ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার (৩০ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ৮টার দিকে উপজেলার গুনাইগাছা ইউনিয়নের চরপাড়া গ্রামে। আটককৃত ব্যক্তি হলেন চরপাড়া গ্রামের মৃত আনসার সরকারের ছেলে আলী আজগর সরকার (৪৮)।
এলাকাবাসী ও পুলিশ সুত্রে জানা গেছে, ঘটনার দিন রাত ৮টার পর আলী আজগর চরপাড়া গ্রামের আবুল কালাম আজাদের বাড়িতে গিয়ে তার স্ত্রীর (৩২) ঘরে ঢোকে। এসময় বাড়িতে কেউ ছিল না। এক পর্যায়ে ওই গৃহবধূকে জোরপূর্বক ধর্ষন করে। গৃহবধূর চিৎকারে আশপাশের লোকজনসহ গ্রামবাসী এসে আলী আজগরতে আটক করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ধর্ষনের অভিযোগে আলী আজগরকে গ্রেফতার করে। এ ব্যাপারে বুধবার (৩১ জানুয়ারি) চাটমোহর থানায় ধর্ষনের শিকার গৃহবধূ আরজিনা খাতুন একটি মামলা দায়ের করেছেন। পুলিশ গৃহবধূর ডাক্তারী পরীক্ষার জন্য পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।
এ ব্যাপারে চাটমোহর থানার অফিসার ইনচার্জ মোঃ সেলিম রেজা জানান, ধর্ষনের ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। ধর্ষিতা গৃহবধূর ডাক্তারী পরীক্ষা করাতে পাবনা পাঠানো হয়েছে। থানায় মামলা হয়েছে। গ্রেফতারকৃত আলী আজগরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

চারবারের নির্বাচিত এমপি আলহাজ্ব  মকবুল হোসেনকে চাটমোহর উপজেলা প্রশাসনের ফুলের শুভেচ্ছা।চাটমোহর প্রতিনিধি পাবনার চাটমোহর ...
28/01/2024

চারবারের নির্বাচিত এমপি আলহাজ্ব মকবুল হোসেনকে চাটমোহর উপজেলা প্রশাসনের ফুলের শুভেচ্ছা।
চাটমোহর প্রতিনিধি
পাবনার চাটমোহর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পাবনা-৩ আসনে চারবারের নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব মোঃ মকবুল হোসেনকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। গত বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) সকালে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী অফিসার মোঃ রেদুয়ানুল হালিম এই শুভেচ্ছা জানান। এসময় চাটমোহর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এস,এম নজরুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সভাপতি নাজিম উদ্দিন মিয়া, সাবেক পৌর মেয়র মির্জা রেজাউল করিম দুলাল, উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ ফিরোজা পারভীন, থানার ওসি সেলিম রেজাসহ সকল দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক নেতৃবৃন্দ, ইউপি চেয়ারম্যানবৃন্দ, সাংবাদিক ও সুধিজন উপস্থিত ছিলেন।

28/01/2024

চাটমোহরে কর্মসৃজন প্রকল্পের শ্রমিকরা এখনও মজুরি পায়নি।
চাটমোহর প্রতিনিধি
পাবনার চাটমোহর উপজেলায় হতদরিদ্রদের জন্য কর্মসৃজন প্রকল্পের কাজ শেষ করেও মজুরীর টাকা পাচ্ছেন না শ্রমিকরা। বিধি অনুযায়ী তাদের প্রতি সপ্তাহে মজুরীর টাকা দেওয়ার কথা। মজুরীর টাকা না পাওয়ায় শ্রমিকরা পরিবার পরিজন নিয়ে মাঘের এই শীতে মানবেতর জীবন যাপন করছেন।
উপজেলা প্রকল্প বাস্তবায়স দপ্তরের তথ্যমতে এবার চাটমোহর উপজেলায় ৪৪টি প্রকল্পে হতদরিদ্রদের জন্য কর্মসৃজন কাজে মাটি কাটার কাজ করেন ১ হাজার ৩৩৫ জন নারী ও পুরুষ শ্রমিক। দৈনিক তাদের মজুরী ৪০০ টাকা। সর্দারের মজুরী ৪৫০ টাকা। কাজ শুরু করা হয় গত নভেম্বর মাসে। চলতি মাসের প্রথম সপ্তাহে কাজ শেষ হয়েছে।
উপজেলার ১১টি ইউনিয়নে শ্রমিকেরা রাস্তা, কবরস্থান, ঈদগাহ মাঠসহ বিভিন্ন স্থানে মাটি ভরাটে কাজ করেন।
উপজেলার বিলচলন ইউনিয়নের চরসেনগ্রামের শ্রমিক আব্বাস আলী, আ.ছাত্তারসহ অন্যরা জানান, আগে ৭ দিন পরপর টাকা দেওয়া হতো। এবার ৪০ দিন মাটির কাজ শেষ করেও টাকা পাচ্ছিনা। আমরা এই শীতে চরম দুরাবস্থায় আছি। জানিনা কবে টাকা পাবো। পরিবার পরিজন নিয়ে দুর্মূল্যের বাজারে সংসার চালাতে পারছিনা।
আরেক নারী শ্রমিক আজমেরী বেগম বলেন, মাটি কাটা শেষ হয়েছে, তাও এক টাকাও দেয় নাই। ধার দেনা করে চলতে হচ্ছে। এভাবে আর কতদিন চলবো।
বিলচলন ইউপি চেয়ারম্যান মোঃ আকতার হোসেন জানান, কাজ শেষ করার পর বিল জমা দেওয়া হয়েছে। সাপ্তাহিক কোন মজুরীতো শ্রমিকরা পাননি। কাজ শেষ করার পরও মজুরী দেওয়া হচ্ছেনা। আমরা প্রতিদিনই খোঁজ নিচ্ছি, কিন্তু বিল আসছে না।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এস এম শামীম এহসান জানান, কমূসৃজন প্রকল্পের শ্রমিকদের বিল দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে পাঠানো হয়েছে। আমরাই প্রথম বিল পাঠিয়েছি। টাকা ছাড় হলে আমরাই প্রথম পাবো। টাকা প্রদানের প্রক্রিয়াি চলছে। দু.চারদিনের মধ্যেই হয়তো শ্রমিকরা মজুরীর টাকা পেয়ে যাবেন।

চাটমোহরে প্রবাসী স্ত্রী ও সন্তানকে হত্যা মরদেহ উদ্ধার।চাটমোহর প্রতিনিধি পাবনার চাটমোহরে লাবনী খাতুন (৩৫) ও রিয়াদ হোসেন ...
27/01/2024

চাটমোহরে প্রবাসী স্ত্রী ও সন্তানকে হত্যা মরদেহ উদ্ধার।

চাটমোহর প্রতিনিধি
পাবনার চাটমোহরে লাবনী খাতুন (৩৫) ও রিয়াদ হোসেন (৮) নামের এক প্রবাসীর স্ত্রী ও সন্তানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৬ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ফৈলজানা ইউনিয়নের দিঘুলিয়া গ্রাম থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
লাবনীর মরদেহ রান্নাঘরে পড়ে ছিল এবং রিয়াদের মরদেহ ঝুলছিল পাশের এক গাছে। তাদের মৃত্যু কীভাবে হয়েছে তা এখনো জানা না গেলেও পুলিশ ধারণা করছে, তাদের হত্যা করা হতে পারে। নিহত দুজন দিঘুলিয়া গ্রামের আব্দুর রশিদের স্ত্রী-সন্তান। রশিদ দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় থাকেন।
স্থানীয়দের বরাত দিয়ে ফৈলজানা ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান বলেন, সকালে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেওয়া হয়। কারও সঙ্গে শত্রুতা ছিল না। রাতে কোন এক সময় দুবৃত্তরা তাদের হত্যা করে পালিয়ে গেছে।
স্থানীয় মেম্বার মো. নান্নু বলেন, লাবনী খাতুন তার শিশুছেলে ও শাশুড়িকে নিয়ে থাকতেন। বাড়ির ভবন তৈরির কাজ চলছে। ধারণা করা হচ্ছে- কেউ হয়তো টাকা পয়সা চুরি বা ডাকাতি করতে গিয়ে এ ধরনের ঘটনা ঘটিয়েছে।
চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সেলিম রেজা বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। কাজ চলমান আছে। হত্যার ঘটনায় তদন্ত চলছে। (ছবি আছে)
চাটমোহরে প্রবাসী স্ত্রী ও সন্তানকে হত্যা মরদেহ উদ্ধার
চাটমোহর প্রতিনিধি
পাবনার চাটমোহরে লাবনী খাতুন (৩৫) ও রিয়াদ হোসেন (৮) নামের এক প্রবাসীর স্ত্রী ও সন্তানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৬ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ফৈলজানা ইউনিয়নের দিঘুলিয়া গ্রাম থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
লাবনীর মরদেহ রান্নাঘরে পড়ে ছিল এবং রিয়াদের মরদেহ ঝুলছিল পাশের এক গাছে। তাদের মৃত্যু কীভাবে হয়েছে তা এখনো জানা না গেলেও পুলিশ ধারণা করছে, তাদের হত্যা করা হতে পারে। নিহত দুজন দিঘুলিয়া গ্রামের আব্দুর রশিদের স্ত্রী-সন্তান। রশিদ দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় থাকেন।
স্থানীয়দের বরাত দিয়ে ফৈলজানা ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান বলেন, সকালে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেওয়া হয়। কারও সঙ্গে শত্রুতা ছিল না। রাতে কোন এক সময় দুবৃত্তরা তাদের হত্যা করে পালিয়ে গেছে।
স্থানীয় মেম্বার মো. নান্নু বলেন, লাবনী খাতুন তার শিশুছেলে ও শাশুড়িকে নিয়ে থাকতেন। বাড়ির ভবন তৈরির কাজ চলছে। ধারণা করা হচ্ছে- কেউ হয়তো টাকা পয়সা চুরি বা ডাকাতি করতে গিয়ে এ ধরনের ঘটনা ঘটিয়েছে।
চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সেলিম রেজা বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। কাজ চলমান আছে। হত্যার ঘটনায় তদন্ত চলছে।

চাটমোহর( পাবনা) প্রতিনিধি
২৬ জানুয়ারি ২০২৪

24/01/2024

চাটমোহরে অবৈধভাবে পুকুর খনন, এক্সেভেটর চালককে জরিমানা।
চাটমোহর প্রতিনিধি
পাবনার চাটমোহরে ফসলি জমিতে অবৈধভাবে পুকুর খননের কাজ করায় সংশ্লিষ্ট এক্সেভেটরের চালককে ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (২৩ জানুয়ারি) বিকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রেদুয়ানুল হালিম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানার আদেশ দেন।
জরিমানা করা চালক হলেন হান্ডিয়াল ইউনিয়নের বেলঘড়িয়া গ্রামের সোলাইমান হোসেন (৩৫)। তিনি হান্ডিয়াল ইউনিয়নের বহিরগাতি এলাকায় পুকুর খননের কাজ করছিলেন। মঙ্গলবার পুকুর খনন করার সময় সেখানে অভিযান চালান উপজেলা নির্বাহী কর্মকর্তা রেদুয়ানুল হালিম।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রেদুয়ানুল হালিম সাংবাদিকদের জানান, বালুমহাল ও মাটি ব্যাবস্থাপনা আইন, ২০১০ ধারা অনুযায়ী দোষ স্বীকার করায় ওই চালকে ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে ৬ মাসের কারাদণ্ডাদেশ দেওয়া হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে ৭৫ হাজার টাকা জমা দিয়ে মুক্ত হন তিনি। অবৈধ পুকুর খননের বিরুদ্ধে এ অভিযান অব্যহত থাকবে বলেও জানান তিনি।

24/01/2024

দৈনিক আমাদের বড়ালের ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত।
চাটমোহর প্রতিনিধি।
পাবনার চাটমোহর থেকে প্রকাশিত পাঠকপ্রিয় পত্রিকা ‘দৈনিক আমাদের বড়াল’র ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।
এ উপলক্ষে বুধবার (২৪ জানুয়ারি) সকালে পৌর সদরের স্থানীয় একটি সংস্থার হলরুমে আলোচনা সভা ও কেককাটার আয়োজন করা হয়।
ঘরোয়া পরিবেশে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দৈনিক আমাদের বড়ালের উপদেষ্টা আঃ সালাম সরকার। পত্রিকার সম্পাদক হেলালুর রহমান জুয়েলের সঞ্চালনায় সংক্ষিপ্ত বক্তব্য দেন, চাটমোহর উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ১ ফিরোজা পারভীন, উপজেলা শিক্ষক সমিতির সাধারন সম্পাদক তাপস রঞ্জন তলাপাত্র, চাটমোহর প্রেসক্লাবের আহবায়ক রকিবুর রহমান টুকুন, চাটমোহর টেকনিক্যাল এন্ড বিএমআই’র অধ্যক্ষ আব্দুর রহিম কালু, চাটমোহর ব্যবসায়ী সমিতির সভাপতি মোখলেছুর রহমান বিদ্যুৎ, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম, প্রধান শিক্ষক আখেজ উদ্দিন, সাংবাদিক ও শিক্ষক এম এ জিন্নাহ প্রমূখ।
বক্তারা বলেন, একটি মফস্বল শহর থেকে দৈনিক পত্রিকা বের করা ও তার প্রকাশনা অব্যাহত রাখা খুবই দুরুহ ও সাহসিকতার কাজ। দৈনিক আমাদের বড়াল তার নিয়মিত প্রকাশনা অব্যাহত রেখে এলাকার মানুষেন আস্থা অর্জন করেছে। নানা প্রতিকূলতার মধ্যেও পত্রিকাটি সত্য ও বস্তুনিষ্ট সংবাদ পরিবেশন করে পাঠকপ্রিয়তা অর্জন করেছে। দৈনিক আমাদের বড়ালের চলার পথ কখনও মসৃণ ছিল না। দৈনিক আমাদের বড়াল সবসময় সাদাকে সাদা ও কালোকে কালোই বলেছে। বক্তারা দৈনিক আমাদের বড়ালের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
এসময় এলাকার বিশিষ্টজন ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। পরে আমন্ত্রিত অতিথিরা কেক কাটেন।

Address

Pabna
6630

Telephone

+8801723358510

Website

Alerts

Be the first to know and let us send you an email when Abdul motin press posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category