
14/11/2024
রামচন্দ্রপুর মল্লিকচক সরকারি প্রাথমিক বিদ্যালয় ভাঙ্গুড়া,পাবনা। শিশু শ্রেণির ২ জন ছাত্রী স্কুল ছুটির পরে রাস্তা পারাপারের সময় যমুনা তেলবাহি লরির সাথে মুখমুখি এক্সিডেন্ট হয়, ১ জন শিশু লরির চাকায় পিষ্ট হয়ে মাথার খুলি আলাদা হয়ে যায় এবং মাথার বিভিন্ন টুকরো রাস্তায় ছড়িয়ে পড়ে অতপর শিশুটি ওই যায়গাতেই মৃত্যুবরণ করে এবং আরেকজনকে পাবনা মেডিকেলে গুরুতর অবস্তায় ভর্তি করা হয়েছে।মৃত ছাত্রীর বাসা ভাঙ্গুরা উপজেলার মল্লিকচক গ্রামে। এলাকাবাসীর অভিযোগ স্কুল ছুটির পরে শিক্ষক বা শিক্ষিকা উপস্থিত থেকে রাস্তা পারাপারের দায়িত্ব থাকলেও যথাযথভাবে কখনোই তা পালন করেন না তারা, তারই ফল এই দুর্ঘটনা। দুর্ঘটনার পরে কোন শিক্ষক বা শিক্ষিকাই সাহায্য করতে না এসে স্কুলের গেট তলা দিয়ে অফিসে বসে ছিলেন।ঘটনাস্থলে ভাঙ্গুরা উপজেলা অফিসার,ভাঙ্গুরা থানা পুলিশ এবং সেনাবাহিনীর একটি ইউনিট এসে উপস্থিত হয়।