04/06/2025
সত্যি বলছি… আজ আর নিজেকে ধরে রাখতে পারলাম না… 😢
মাদ্রাসায় ছুটি হয়ে গেছে, সবাই একে একে বাড়ির পথে রওনা দিয়েছে।
কিন্তু তারপরও কিছু ছোট্ট মুখ মাদ্রাসায় রয়ে গেছে।
আমি এগিয়ে গিয়ে জিজ্ঞেস করলাম,
— “বাবা, তুমি এখন কোথায় যাবে?”
শুধু একটিই উত্তর…
— “হুজুর, আমার তো কোথাও যাওয়ার জায়গা নেই… আমি মাদ্রাসাতেই থাকি…” 😭
এই কথা বলেই সে ধীরে ধীরে মাদ্রাসার এক কোনায় চলে যায়… চোখের জলে ভেজা মুখখানা বালিশে গুঁজে, নিঃশব্দে ঘুমিয়ে পড়ে…
এমন অনেক এতিম শিশু আছে, যারা ছুটির পরেও মাদ্রাসা ছেড়ে কোথাও যেতে পারে না।
কারণ… তাদের আর কেউ নেই… মা নেই, বাবা নেই…
মাদ্রাসাই এখন তাদের একমাত্র আশ্রয়… 💔
হায়! যদি আজ বাবা-মা থাকতো…
দয়া, করে সবাই দোয়া করবেন—
আল্লাহ যেন এই এতিম সন্তানদের কোরআনের হাফেজ ও আলেম হিসেবে কবুল করেন।
আল্লাহ যেন তাদের জীবনে শান্তি, ভালোবাসা আর সম্মান এনে দেন… 🤲
post