পদ্মার খবর

পদ্মার খবর সাপ্তাহিক পদ্মার খবর

24/10/2025

এ সরকার নির্বাচন চাইলেও দু-একটি রাজনৈতিক দল নির্বাচন চাচ্ছে না- হাবিবুর রহমান হাবিব

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধিঃ
বিএনপি'র চেয়ারপার্সনের উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপি'র আহবায়ক হাবিবুর রহমান হাবিব বলেছেন, জাতীয়তাবাদী দল বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অনেক আগেই বলেছিলেন এবারের নির্বাচন অনেক কঠিন হবে, চ্যালেঞ্জের হবে। এদেশের মানুষ তার সত্যতা পেয়েছে। আগামী জাতীয় নির্বাচন বানচাল করতে ইতিমধ্যে দেশি-বিদেশি ষড়যন্ত্র শুরু হয়েছে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ফেব্রুয়ারিতে নির্বাচন চাইলেও দু-একটা রাজনৈতিক দল নির্বাচন চাচ্ছে না।

শুক্রবার (২৪ অক্টোবর) বিকালে ঈশ্বরদীর মুলাডুলি মুক্তমঞ্চে ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠন আয়োজিত কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, নির্বাচন বাদেই যারা সুবিধা ভোগ করছে। তারাই নির্বাচন পেছানোর টালবাহানা শুরু করেছে। দেশের ক্রান্তিলগ্নে ঐক্যবদ্ধ বিএনপি সব সময়ই সকল ষড়যন্ত্র রুখে দিয়েছে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামীর বাংলাদেশ কিভাবে পরিচালিত হবে তা ইতিমধ্যে ঘোষনা করেছেন। আগামী দিনেও সকল ষড়যন্ত্র রুখে দিতে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের সকল নেতাকর্মীরা ঐক্যবদ্ধ থাকবে।

মুলাডুলি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক শাহনাজ পারভীন মাহফুজার সভাপতিত্বে এবং বিএনপি নেতা আব্দুর রাজ্জাক ও এনামুল হকের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, ঈশ্বরদী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক জিয়াউল ইসলাম সন্টু সরদার, সাবেক সাধারণ সম্পাদক আলাউদ্দিন বিশ্বাস, সাবেক সদস্য সচিব আজমল হোসেন সুজন, আটঘরিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব মনোয়ার হোসেন আলম,দাশুড়িয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম তুহিন, রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতা মাহবুবুর রহমান পলাশ, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আজমল হোসেন ডাবলু, সাহাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হামিদুল ইসলাম হামদু মেম্বার, সলিমপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হাসান আলী বিশ্বাস,ঈশ্বরদী সরকারি কলেজের সাবেক ভিপি রেজাউল করিম ভিপি শাহীন, উপজেলা যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রকি,পাবনা জেলা ছাত্রদলের সহ-সভাপতি রফিকুল ইসলাম নয়ন, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক তানভীর হাসান সুমন, উপজেলা মহিলা দলের সভানেত্রী চামেলী খাতুন, উপজেলা শ্রমিক দলের সভাপতি ভাষা প্রামানিক, সাধারণ সম্পাদক ছবি মন্ডল, উপজেলা কৃষকদলের সভাপতি পাঞ্জুর রহমান, পৌর যুবদলের যুগ্ন আহবায়ক মিজানুর রহমান মিজান, সলিমপুর ইউনিয়ন যুবদলের সভাপতি সুমন মালিথা,উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক মইনুল ইসলাম, দাশুড়িয়া ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব নাজমুল হাসান মুকুল মেম্বার,বিএনপি নেতা আবুল কাশেম,যুবদল নেতা হাফিজুর রহমান মুকুল, শরিফুল ইসলাম শরীফ,উপজেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক খন্দকার হেদায়েতুল ইসলাম অনিক, যুবদল নেতা বিপুল মোল্লা,উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক বিপুল হোসেন বুদু, হাবিব মহলদার সহ অন্যান্যরা।

এসময় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিএনপি ও এর অঙ্গ সংগঠনের সহস্রাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

22/10/2025

সদ্য ঘোষিত ঈশ্বরদী সরকারী কলেজের ছাত্রদলের কমিটি ঘোষণা হ্ওয়ার পর আবার তা বাতিলের দাবীতে (২২অক্টোবর )বুধবার বিকালে ঈশ্বরদী প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে ঈশ্বরদী সরকারী কলেজের সাবেক ও বর্তমান কমিটির নেতৃবৃন্দ।লিখিত বক্তব্য পাঠ করেন ছাত্র দলনেতা ইব্রাহিম হোসেন ।

20/10/2025

২০ অক্টোবর রাতে ঈশ্বরদী সরকারি কলেজের সামনে থেকে ঢাকায় ছাত্রদল নেতা জোবায়েদ হোসেন হত্যার প্রতিবাদে ২০ অক্টোবর রাতে ঈশ্বরদী সরকারি কলেজ গেটের সামনে থেকে মশাল মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবারও সরকারি কলেজ গেটে এসে মিছিলটি শেষ হয় ।মশাল মিছিলটির নেতৃত্বে ছিলেন ঈশ্বরদী সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি রফিকুল ইসলাম নয়ন ।

17/10/2025

ঈশ্বরদীতে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি:
ঈশ্বরদীতে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
‎১৭ অক্টোবর শুক্রবার বিকেলে মিরকামারী আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত টুর্নামেন্টের ফাইনাল খেলায় অংশ গ্রহণ করেন মরহুম হাফিজুল মহলদার স্মৃতি সংঘ ও মিরকামারী ইয়াং স্টার সংঘ ।

‎দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই খেলায় মিরকামারী ইয়াং স্টার ২-০ গোলে মরহুম হাফিজুল মহলদার স্মৃতি সংঘকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় ।

‎মিরকামারী দিশারী সেবা সংঘের আয়োজনে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নিজের পায়ে বলে শর্ট দেওয়ার মাধ্যমে শুভ উদ্বোধন করেন ৯০ এর স্বৈরাচার বিরোধী আন্দোলনের মহানায়ক,বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব।

সলিমপুর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব ও ইউপি সদস্য ওহিদুজ্জামান ওহিদুল মেম্বারের সভাপতিত্বে এবং সলিমপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সদস্য সচিব রাসেল মাহমুদের সার্বিক সহযোগিতায় উপস্থিত ছিলেন ঈশ্বরদী উপজেলা বিএনপির সাবেক আহবায়ক জিয়াউল ইসলাম সন্টু সরদার, সলিমপুর ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রহমত আলী মণ্ডল, ঈশ্বরদী উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও সাবেক চেয়ারম্যান আতিয়ার রহমান, ইউনিয়ন বিএনপি'র সাবেক আহ্বায়ক হাসান আলী বিশ্বাস, বিএনপি নেতা আবুল কাশেম,উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শরিফুল ইসলাম শরিফ, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক তানভির হাসান সুমন, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক ছবি মন্ডল, উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক মইনুল ইসলাম, ইউনিয়ন বিএনপি'র সাবেক যুগ্ন আহবায়ক আলম প্রামানিক, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি হাফিজুর রহমান মুকুল, যুবদল নেতা আব্দুর রাজ্জাক,ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রতন, oবিএনপি নেতা আব্দুল মজিদ, শাজাহান আলী, বিএনপি নেতা রাজন আলী, হাবিব মহলদার, সানাউল হক,ছাত্রদল নেতা ইমন, যুবদল নেতা মোহন সহ অনেকেই ।

‎খেলা শেষে প্রধান অতিথি বিজয়ী মিরকামারী ইয়াং স্টার সংঘ ও রানার্সআপ মরহুম হাফিজুল মহলদার স্মৃতি সংঘের হাতে ট্রফি ও প্রাইজ মানি তুলে দেন।

16/10/2025

পাবনা প্রেসক্লাবের উদ্যোগে বৃহস্পতিবার ১৬ অক্টোবর সকালে আলোচনা সভা ও কেক কেটে ইতিহাস সমৃদ্ধ পাবনা জেলার ১৯৭ বছর পালন করা হয়। অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী, দৈনিক দিনকালের ব্যবস্থাপনা সম্পাদক অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আক্তারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা জেলা প্রশাসক মফিজুল ইসলাম, পাবনা পুলিশ সুপার মোর্তুজা আলী খান, বিশিষ্ট শিক্ষাবিদ ও পাবনা প্রেসক্লাবের সাবেক সভাপতি শিবজিত নাগ, পাবনা প্রেসক্লাবের সাবেক সভাপতি এবিএম ফজলুর রহমান, পাবনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম। এছাড়া পাবনার সকল ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়া সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

12/10/2025

১২ অক্টোবর বিকালে দরগা বাজারে দাশুড়িয়া ইউনিয়ন এর ৬নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে ঈশ্বরদী উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান শরিফুল ইসলাম তুহিনকে সংবর্ধনা দেয়া হয় ।উক্ত সংবর্ধনা ও কমী সভা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন শরিফুল ইসলাম তুহিন ।

https://www.kalbela.com/country-news/230890
11/10/2025

https://www.kalbela.com/country-news/230890

পাবনার ঈশ্বরদীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের লাঠির আঘাতে আয়েশা বেগম নামের এক বৃদ্ধ নারীর মৃত্যু হয়েছে.....

https://www.kalbela.com/country-news/229414
06/10/2025

https://www.kalbela.com/country-news/229414

ঈশ্বরদীতে কোটি টাকা নিয়ে উধাও হয়েছেন জনতা ব্যাংক পাকশী শাখার ম্যানেজার খালেদ সাইফুল্লাহ। রোববার (৫ অক্টোবর) দুপু...

05/10/2025

কুষ্টিয়ার গ্রুপঅন সার্ভিসেস প্রাইভেট লিমিটেডের মিথ্যাচারের বিরুদ্ধে ঈশ্বরদীতে সংবাদ সম্মেলন

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি:
ঈশ্বরদীর এটি এন্টারপ্রাইজ এর স্বতাধিকারী ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব মেহেদী হাসান ও তার পরিবারের নামে "কুষ্টিয়ার গ্রুপঅন সার্ভিসেস প্রাইভেট লিমিটেড "কর্তৃক কুষ্টিয়াতে মিথ্যা কুরুচিপূর্ণ সংবাদ সম্মেলন এর প্রতিবাদে ঈশ্বরদীতে সংবাদ সম্মেলন।

রোববার (৫ অক্টোবর) সন্ধ্যায় ঈশ্বরদী প্রেসক্লাব মিলনায়তনে এটি এন্টারপ্রাইজ আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন প্রতিষ্ঠানের স্বতাধিকারী ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব মেহেদী হাসান। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক ও ঈশ্বরদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম ফজলুর রহমান, যুবদল নেতা ফয়সাল আহমেদ জুয়েলসহ দলীয় বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ও এটি এন্টারপ্রাইজ এর কর্মকর্তা ও কর্মচারীরা।

মেহেদী হাসান অভিযোগ করে বলেন, আমার বিরুদ্ধে পদ্মা নদীতে চাঁদাবাজির কথা বলা হয়েছে । কিন্ত তাদের জানা নেই আমি বাংলা ১৪৩২ সালে ঈশ্বরদী উপজেলার সাঁড়া রানাখড়িয়া তরিয়া মহাল ঘাটের বৈধ ইজারাদার। আমি সেখানে ইজারা আদায় করবো এতে প্রশাসন সার্বিক ভাবে সহযোগিতা করবে এটাই আইনগত প্রক্রিয়া। মেহেদী অভিযোগ করে বলেন, খন্দকার ট্রেডার্স বি আই ডাব্লিউ টি এ কর্তৃক পাকশী হতে গোয়ালনন্দঘাট পর্যন্ত নৌ চ্যানেলের ইজাদার হলেও তারা ইজারা সীমানার বাহিরে সাঁড়া ইউনিয়নে এসে ইজারা আদায় করেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে খতিয়ে দেখার দাবি জানান।

https://www.kalbela.com/country-news/229063 I’m
05/10/2025

https://www.kalbela.com/country-news/229063 I’m

পাবনার ঈশ্বরদীতে ধানক্ষেতের আইল থেকে সিরাজুল ইসলাম নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ‎রোববার (৫ অক্টোব....

https://www.kalbela.com/country-news/228559
03/10/2025

https://www.kalbela.com/country-news/228559

পাবনার ঈশ্বরদীতে ট্রেনে কাটা পড়ে ইমরান হোসেন (২৪) নামে যুবক মারা গেছেন। শুক্রবার (৩ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে উপ....

02/10/2025

যুবদলের নামে অপপ্রচারের অভিযোগ
প্রতিবাদে সংবাদ সম্মেলন

ঈশ্বরদী পাবনা প্রতিনিধি:
পাবনার ঈশ্বরদীতে ট্রাক ভর্তি জিরা ছিনতায়ের অভিযোগে তিন জনকে গ্রেপ্তারের ঘটনায় যুবদলের নাম জড়িয়ে সংবাদ প্রচারের প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২ অক্টোবর) বিকেলে উপজেলার সলিমপুর ইউনিয়নের ভাড়ইমারি আনন্দবাজারে ইউনিয়ন যুবদলের কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সলিমপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক সোহেল রানা সুমন মালিথা।
তিনি বলেন, গত ৩০ সেপ্টেম্বর দাশুড়িয়া বাজার থেকে ট্রাকভর্তি জিরা চোরাচালানের অভিযোগে ভাড়ইমারী এলাকার নাজমুল মালিথা, তামিম কাউছার এবং মোজাহার মালিথা কে গ্রেফতার করে পুলিশ। পরবর্তীতে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।
বিষয়টি নিয়ে বিভিন্ন গণমাধ্যমে আটককৃতদের যুবদল কর্মী হিসেবে পরিচয় দেওয়া হয়েছে। কিন্তু আটককৃতদের সাথে উপজেলা বা ইউনিয়ন যুবদলের কোনো রাজনৈতিক কোনো সম্পৃক্ততা নেই।

একটি কুচক্রী মহল বিএনপি ও যুবদলের সুনাম ক্ষুন্ন করার জন্য এ ধরনের মিথ্যা তথ্য দিয়ে সংবাদ প্রচার করেছে। যা অত্যন্ত দুঃখজনক। ভবিষ্যতে সংবাদ প্রকাশের ক্ষেত্রে সাংবাদিকদের আরো তথ্য যাচাই-বাছাই করে সংবাদ প্রকাশের অনুরোধ করেন তিনি ।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, সলিমপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ড বিএনপির সহ সভাপতি মোহাম্মদ আলী, সাধারন সম্পাদক শামসুল সরদার, যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন, বিএনপি নেতা তরিকুল সরদার, পাঞ্জাব আলী, যুবদল নেতা করিম মালিথা, রিপন, শিহাব, মামুন, শাওন, আলম মান্নান সহ অন্যান্যরা।

Address

Joynagor, Ishurdi
Pabna
6620

Telephone

+8801711129954

Website

Alerts

Be the first to know and let us send you an email when পদ্মার খবর posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share