26/09/2025
পিআর পদ্ধতিসহ ৫ দফা দাবিতে ঈশ্বরদীতে জামায়াতের বিক্ষোভ মিছিল
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি :
ঈশ্বরদীতে জামায়াতে ইসলামী বাংলাদেশ আগামী জাতীয় সংসদ নির্বাচন পিআর পদ্ধতিতেসহ পাঁচ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে । শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে আলহাজ্ব মোড়ে গিয়ে সমাবেশ করে।
সংক্ষিপ্ত সমাবেশে জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারির নির্বাচন আয়োজন, নির্বাচনে সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করা, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি নিশ্চিত, ফ্যাসিস্ট সরকারের গণহত্যা ও দুর্নীতির বিচারসহ ৫ দফা দাবি জানান বক্তরা।
বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য, পাবনা জেলা আমির ও দলটির পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক আবু তালেব মন্ডল।
ঈশ্বরদী উপজেলা আমির ডক্টর নুরুজ্জামান প্রামাণিক এর সভাপতিত্বে ও সেক্রেটারি মো. সাইদুল ইসলামের পরিচালনায় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা গোলাম রাব্বানী খান জুবায়ের, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহসভাপতি মজিবুর রহমান, ঈশ্বরদী উপজেলা নায়েবে আমির মাওলানা নুর মোহাম্মদ, পৌর আমির মাওলানা গোলাম আজম খান, উপজেলা আইন বিষয়ক সম্পাদক হাফিজুর রহমান খান, প্রচার ও মিডিয়া সেক্রেটারি মাসুদ রানা মাসুম, যুব ও ক্রীড়া বিষয়ক সেক্রেটারি বাকী বিল্লাহ খান ও উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি মাহফুজুর রহমান প্রমুখ।