04/07/2025
ঈশ্বরদীতে খায়রুল গ্রুপের ক্রিকেট প্রিমিয়ার লীগের উদ্বোধন
ঈশ্বরদী পাবনা প্রতিনিধি:
সুস্থতায় সুন্দর, সুন্দরই জীবন। তাই দেহ মনে সুস্থ ও সুন্দর স্বাভাবিক জীবন যাপনের জন্য খায়রুল গ্রুপের কর্মচারীদের অংশগ্রহণে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে খায়রুল গ্রুপ ক্রিকেট প্রিমিয়ার লীগ। শুক্রবার (৪ জুলাই) বিকালে স্বনামধন্য স্বপ্নদ্বীপ রিসোর্টের অভ্যন্তরে জমকালো আয়োজনের মধ্য দিয়ে এ প্রিমিয়ার লীগের শুভ উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সলিমপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আতিয়ার রহমান। খায়রুল গ্রুপের স্বত্বাধিকারী আলহাজ্ব খায়রুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বিশেষ অতিথি ছিলেন, বিএনপি নেতা আবুল কাশেম, সলিমপুর ইউনিয়ন যুবদলের আহবায়ক সুমন মালিথা, সদস্য সচিব মশিউর রহমান রতন, যুবদল নেতা আনোয়ার হোসেন বাচ্চু, সানাউল হক, সেলিম হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল লতিফ বিশ্বাস, জয়নগর বাজার সমিতির সভাপতি মনসুর রহমান সরদার প্রমুখ।
আলহাজ্ব খায়রুল ইসলাম বলেন, সুখী সুন্দর জীবন যাপনের জন্য সুস্থতার বিকল্প নেই। স্বাস্থ্যই সকল সুখের মূল। স্বাস্থ্য ভালো না থাকলে মনও ভালো থাকেনা। কোন কিছুতেই মন বসেনা, এক কাজে মনকে স্থির করা যায় না। আর শারীরিক সুস্থতার প্রধান বাহন হলো ব্যায়াম ও খেলাধুলা। ব্যায়াম ও খেলাধুলা শুধু দেহের বৃদ্ধি ঘটায় না, মনের উন্নতি সাধন করে। তাই কর্মচারীদের মনোবল দৃঢ় করতে ও সুস্থ স্বাভাবিক জীবনযাপনের জন্যই খায়রুল গ্রুপ এই খেলার আয়োজন করেছে।
উদ্বোধন খেলার প্রথম ম্যাচে খায়রুল ইন্টারন্যাশনাল হোটেল-স্বপ্নদ্বীপ রিসোর্ট কে ২৮ রানে পরাজিত করে বিজয়ী হয় এবং দ্বিতীয় ম্যাচে রুফটপ রেস্টুরেন্ট-খায়রুল এগ্রোফুড কে ৭ উইকেটে পরাজিত করে বিজয়ী অর্জন করে। উল্লেখ, এই ক্রিকেট প্রিমিয়ার লীগে খায়রুল গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত কর্মচারীগন অংশগ্রহণ করছে। ৩টি রাউন্ড শেষে এ প্রিমিয়ার লীগের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।