প্রতিধ্বনি

প্রতিধ্বনি সততার সাথে আসুন আওয়ামী লীগের সৈনিক হিসেবে কাজ করি।

15/06/2024

পজিটিভ চিন্তা মানুষকে সঠিক পথ দেখায়।
মানুষের চিন্তাশক্তি ততটুকু,
যতটুকু তার knowledge আছে।knowledge এর বাইরে চিন্তা করে সিন্ধান্ত দিলেই ভুল হবে ।

27/05/2024

কারো ইমেজ,সম্মান নষ্ট করতে হলে, নিজের ইমেজ,সম্মান তার চেয়ে বেশি থাকতে হয়। না হলে কেউ শুনবে না কোন কথা বরং নিজের সম্মান হারাতে হবে।

25/05/2024

৪১/ কারো মাঝে যখনই ঝামেলা হয়,মন মালিন্য হয় এককভাবে দায়ী কেউ নয়। তবে রাগ করা মোটেই উচিৎ নয়, রাগ সবসময় ক্ষতি করে। কম বেশি দুজনের দোষ থাকে। বহু বিচারে দেখেছি দোষীর দোষ বেশি থাকলেও নির্দোষ ব্যাক্তিরও দোষ উঠে আসে। কিন্তু বিচারে না আসা ব্যাক্তিগুলো দূর থেকে রায় দেখেই একজনকে কুনজরে নিয়ে নেয়। আর রাজনীতিতে একজন আরেকজনের কাছে ভালো হতে বিভিন্ন কৌশল করে সম্পর্কগুলো নষ্ট করছে।

25/05/2024

৪০/ শয়তান এর সাথে থাকলে মানুষ শয়তান হয়। এরা আগে বিশ্বাস অর্জন করবে তারপর আপনার দূর্বল জায়গাগুলো জানবে তারপর এমনভাবে আঘাত করবে আপনি বুঝতে বুঝতে ক্ষতি করে দিবে। তবে সততা থাকলে ভয়ের কিছু নেই। আমি সব সময় খারাপ এর মাঝে ভালো খুঁজে বেড়াই। কেউ কাউকে খারাপ বললেও নিজে না দেখা পর্যন্ত বিশ্বাস করি না। এটারও কারন আছে মানুষ একজন আরেকজনকে শত্রুতা করে খারাপ বলে। কিন্তু যারা আসলেই খারাপ তাদের বিশ্বাস করে বহুবার ঠকেছি।

23/05/2024

বিশ্বাস করে জীবনে যতবার নিজের সিদ্ধান্ত নিতে আরেকজনের কথা শুনেছি ,ততবারই তারা ভুল সিন্ধান্ত দিয়েছে শুধুমাত্র নিজেদের সার্থের জন্য।

27/03/2024

৩৯/ প্রতিটি সম্পর্ক শক্তিশালী হওয়ার পিছনে অনেকগুলো কারন থাকে। একজন আরেকজনের প্রতি রেস্পেক্ট যেমন জরুরী, তেমনিভাবে দুজনকে বুঝতে পারা আরো জরুরী। কাউকে গুরুত্ব দিয়ে থাকলে কেউ গুরুত্ব দিবে না তা কখনো হয়না। আবার বুঝাপড়াটা না থাকলে কেউ কাউকে ঠিকভাবে না বুঝতে পারলে মিস কমিনিউকেশন হওয়া খুব স্বাভাবিক। তবে সম্পর্ক টিকিয়ে রাখতে খুব বেশি টেনশনের কারন নেই। সঠিক কথা, সত্যবাদী, আর আচরণ ঠিক রাখলে হাজার ভালোবাসা গড়ে উঠবে মানুষের সাথে।

24/03/2024

নিজেকে চেনার জন্য সময় দেওয়া শুরু হয়েছে অনেক আগে, খুব কঠিন মনে হচ্ছে, নিজেকে চেনা শেষ হলেই সবাইকে চেনা সহজ হবে। অনেকটাই এগিয়ে যাচ্ছি।

02/03/2024

38/নেতার গুণের প্রশংসা সবাই করে। গুণ না থাকলেও বানিয়ে বানিয়ে প্রশংসা করে। তাহলে নেতার ভুল ধরবে কে?নাকি নেতারা ভুল করে না?

নেতার ভুল নেতার সিনিয়ররা ধরে দিবে,জুনিয়ররা সম্মান দিয়েও নেতার ভুল ধরে দিতে হবে। তবে এদেশের নেতারা জুনিয়রদের যুক্তিসংগত কথাও কম নেয়। সবার কথা নিতে হবে না হলে সঠিক নেতৃত্ব আসবে না। প্রতিটি মানুষের দোষ গুণ আছে ভুল হতেই পারে, ভালো কিছু করতে হলে প্রতিটি সময় নিজেকে কারেকশন করতে হবে।

22/02/2024

৩৬/ আজকাল ম্যানেজ পলিটিক্স খুব বেশি করছে সবাই। আর তা করতে গিয়ে সবার মন যোগানো, সবাইকে সহযোগিতার আশ্বাস,কথা রাখতে পারবে কি পারবে না কিন্তু প্রতিশ্রুতি দেওয়া, এমন বহু সত্য মিথ্যার সংমিশ্রণে চলছে ম্যানেজ পলিটিক্স। এর জন্য নেতার সাথে কর্মী কেউ বাড়ছে বা কমছে আর ভুক্তভোগী হচ্ছে যারা নেতার অনুগত কর্মী। প্রশ্ন হলো ম্যানেজ পলিটিক্স নেতার জন্য সুফল বয়ে আনবে না কুফল?? অবশ্যই ভালো কিছু হবে না নিসন্দেহে বলা যায়।

৩৭/ কর্মীকে বিনা অপরাধে গ্রামের প্রভাবশালী একজন মারধর করেছে। নেতাকে জানানোর পর নেতা প্রভাবশালী ব্যাক্তিকে ফোন দিয়ে গালিগালাজ করছে। প্রভাবশালী লোকটা নেতাকে শুধু একবার বলছে ওর পক্ষে আপনি কথা বলবেন কেন? আমরা কি আপনার কেউ নই, ওর পক্ষে কথা বললে ভাই আপনার পক্ষে আমরা নাই। এই কথা শুনার পর নেতা বলছে ওকে শুনালাম তোমরাও আমার আপন, যাদেরকে মারধর করছো তারাও আমার সাথে থাকে বুঝনা বিষয়গুলো। অথচ যে মারছে সে কখনো এই নেতার পক্ষের লোক নয়। এমন নেতার ভবিষ্যৎ কি আপনারাই বলুন? তাই ম্যানেজ পলিটিক্স নয় বরং টেকসই, ন্যায়, নীতির সাথে নেত্বত্ব দিলে কর্মীর অভাব হবেনা।

20/02/2024

৩৪/ সবকিছু দিয়ে কাউকে ভালোবাসা দিলেও তারপরও বেশির ভাগ মানুষ সুযোগ নিবে নিজের লাভের জন্য আপনার ক্ষতি করার। এর কারন নিজের সার্থকে বড় করে দেখা,কাউকে হারিয়ে তৃপ্তি পাওয়া,আর্থিক সুবিধা নেওয়াই বড় কারন। এই কাজগুলো সাধারণ মানুষের চেয়ে বিচক্ষন বুদ্ধিমান, শিক্ষিত মানুষ গুলো বেশি করছে। পাশাপাশি কাজগুলো করানোর জন্য হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে সাধারণ মানুষকে।

৩৫/ সার্থের জন্য যেমন মানুষ অন্যকে ব্যবহার করছে তেমনি একই কারনে মানুষের সাথে মানুষ সম্পর্ক তৈরী করছে। এই দুনিয়াতে আল্লাহর ইবাদৎ ছাড়া যা কিছু করা হচ্ছে সব কিছু ব্যক্তি সার্থের বাইরে নয়। তবে সার্থের বাইরেও কিছু মানুষ আছে যে কারনে সততা, বিশ্বাস,পরোউপকারী,মহানুভবতার মত সত্যতা থেকে যাবে সব কিছুর উপরে।

Address

Pungoli, Faridpur, Pabna
Pabna
6650

Telephone

+8801714526598

Website

Alerts

Be the first to know and let us send you an email when প্রতিধ্বনি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to প্রতিধ্বনি:

Share