Mimi's kitchen & vlog

Mimi's kitchen & vlog আস্সালামুআলাইকুম।
(45)

29/04/2025

আমার মেয়ের বিয়েতে ভরি ভরি গয়না আর ফার্নিচার না দিয়ে অল্প পরিমান কিছু দিবো।কিন্তু আমার কাছে মেয়ে ওয়ারিস হিসেবে যেই সম্পত্তি পাবে,সেটা দিয়ে মেয়েকে ছোট করে হলেও একটা ঘর বানিয়ে দিবো।অথবা ঘর করার একটা ছোট জায়গা কিনে দিবো।যেইটাতে একমাত্র হস্তক্ষেপ থাকবে আমার মেয়ের।তার স্বামী,সন্তান,বাবা,ভাই,কেউ সেখানে কোনো অংশ পাবে না তার মৃত্যুর আগ পর্যন্ত।।এর ফলে অন্তত কোথাও অবহেলিত হবে না।
যেন আমার মেয়ে অন্তত বাসাটা ভাড়া দিয়ে মান্থলি একটা ইনকাম করতে পারে।
((জানো তো,আজকাল টাকা আর জায়গা ওয়ালা মানুষের খুব দাম!!🙂))

আর বাবার বাড়িতে ভাইয়ের সংসারে বা স্বামীর বাড়িতে অথবা নিজের ছেলের সংসারে অশান্তিতে থাকলে অন্তত আমার মেয়ে দিনশেষে এইটা ভেবে স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারে যে,
আমার একটা ঘর আছে।
এই ঘর টায় এসে মাঝে মাঝে আমার মেয়ে আনন্দে চোখের জল ফেলবে।।মন চাইলে বেলা গড়িয়ে ঘুম থেকে উঠবে,দেরিতে খাবে।।কেউ এসে একটা কথা শুনানোর অধিকার থাকবে না।।

কথাগুলোতে অনেক প্রশ্ন উঠবে আমি জানি,কিন্তু বাস্তবতা বড্ড তিক্ত🙂যারা ভুক্তভোগী তারাই বুঝবে আমার কথা গুলোও মর্ম।।

জীবনে মেয়েরা একটা সময় একটা ঘরের খুব অভাব বোধ করে।একটা ব্যক্তিগত ঘরের অভাব।💔

Collected

২০০ টাকার গামছা ৩০০ টাকার পাঁখা এবং ৫০০ টাকার অন্যান্য জিনিসপত্র! মাত্র কয়েক হাজার টাকা মূল্যের সেটআপ ব্যবহার করে একটি জ...
14/04/2025

২০০ টাকার গামছা ৩০০ টাকার পাঁখা এবং ৫০০ টাকার অন্যান্য জিনিসপত্র! মাত্র কয়েক হাজার টাকা মূল্যের সেটআপ ব্যবহার করে একটি জাতিকে শুভেচ্ছা জানিয়েছেন। এ যেন খাটি বাঙালির আসল ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতিকে রিপ্রেজেন্ট করে।

এমন দৃশ্য আগে কখনো দেখেছেন?

একটা মানুষ বার বার রাজনৈতিক নেতাদের মেসেজ দিচ্ছে, তোমরা দেশপ্রেমিক হও! কিভাবে মিতব্যয়ী হও!
টাকা পাচার ,দুর্নীতি কইরোনা! বেকারত্ব দূর করো ,দেশ ও জাতির জন্য কাজ করো! সবকিছু প্র্যাকটিক্যালি করে যাচ্ছেন! এ যেন গোটা জাতির জন্য মেসেজ!

তবে অসংখ্য ধন্যবাদ! যারা নতুন বাংলাদেশ বিনির্মানে সম্মিলিতভাবে দেশ ও জাতির জন্য কাজ করছে।আপনারা পথ হারালে পথ হারাবে বাংলাদেশ!
পথ হারাবে এদেশের শিক্ষিত তরুণ প্রজম্ম!!!❤️

13/04/2025

আগামীকাল সাংবাদিকদের সামনে বেজ্জতি হওয়ার আগে জেনে নিন,
"পহেলা বৈশাখ" বাংলা মাসের প্রথম মাস বৈশাখের ১তারিখ,বাংলা সন ১৪৩২ হবে আর বাংলা ১২মাসের নাম একটু রিভাইস করেন! চৈত্র শেষ হয়ে বৈশাখ আসলো 🙂

মার্চ ফর গাজা আজকের পিক ❤️❤️
12/04/2025

মার্চ ফর গাজা আজকের পিক ❤️❤️

মার্চ ফর গা'যাআলহামদুলিল্লাহ ❤️
12/04/2025

মার্চ ফর গা'যা
আলহামদুলিল্লাহ ❤️

বাংগালী ফিলিস্তিনে যাইতে পারলে ইসরাইলের বিরুদ্ধে যুদ্ধ করতো না বরং ফিলিস্তিনিদের ভাংগা বিল্ডিংয়ের রড চুরি করতো অন্তত আজক...
07/04/2025

বাংগালী ফিলিস্তিনে যাইতে পারলে ইসরাইলের বিরুদ্ধে যুদ্ধ করতো না বরং ফিলিস্তিনিদের ভাংগা বিল্ডিংয়ের রড চুরি করতো অন্তত আজকের ঘটনা এটাই প্রমান করে 👍

No Work Or No School
06/04/2025

No Work Or No School

রা'ফা'হ শেষ হয়ে গেছে, উত্তর গা'জা শেষ হয়ে গেছে এবং পৃথিবী এটাতে অভ্যস্ত হয়ে গেছে! 💔চারদিক দিয়ে পথ বন্ধ। আল্লাহ তা'আলার স...
06/04/2025

রা'ফা'হ শেষ হয়ে গেছে, উত্তর গা'জা শেষ হয়ে গেছে এবং পৃথিবী এটাতে অভ্যস্ত হয়ে গেছে! 💔
চারদিক দিয়ে পথ বন্ধ। আল্লাহ তা'আলার সরাসরি সাহায্য ছাড়া আর কোনো পথ নেই!
ইয়া রব, আপনি অভিভাবক হিসেবে আমাদের জন্য যথেষ্ট হয়ে যান!!!


04/03/2025

Please follow my new page

Address

Pabna

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mimi's kitchen & vlog posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share