Travel With Rahad

Travel With Rahad অপেক্ষা☺️

অপেক্ষা💜🖤
28/10/2025

অপেক্ষা💜🖤

27/10/2025

আমার আম্মুর কাছে শুনছিলাম, আমি যখন পৃথিবীতে প্রথম মায়ের গর্ভথেকে বের হওয়ার পর আমার কোন সেন্স ছিলনা।মানে হসপিটালের নার্স আমার পিঠের উপর সজোরে থাপ্পড় দিচ্ছিলো তারপর কোন রেসপন্স ছিলনা আমার। আমার কান্নার শব্দ শোনার জন্য আমাকে নাকি উল্টো করে পা ধরে ঝুলিয়ে পিঠে থাপ্পড় দেওয়া হচ্ছিল। অনেক খন সময় পার হওয়ার পর কান্নার শব্দ শুনতে পারছিল সবাই।বিষটা আসলে সেইটা না।
সব থেকে গুরুত্বপূর্ণ আর মেজর যেই বিষয়টা সেটা হচ্ছে প্রিয় মানুষকে আজ প্রথম আলিংগন করে পৃথিবী। আমার এই টা ভেবে সব থেকে বেশি ভালো লাগে যে বাবার তিন মেয়ের পর আবার আর একটা মেয়ে। ভাগ্য কত ভালো হয়লে এমন হয়। আমার বরাবরই কন্যা সন্তান প্রিয়।আমার সেই হাদিসের কথা মনে পরে গেল। রাসুলুল্লাহ সাঃ সাহাবীকে বললেন আরে তুমি তো চারটা জান্নাতের মালিক। অন্য এক সাহাবী বলল ইয়া রাসুলুল্লাহ সাঃ, আমার তো পাঁচ মেয়ে।...
আমি এমন হাদিস পড়িও নাই কখন শুনতে পারি নাই, যে রাসুলুল্লাহ সাঃ বলছে তুমি ছেলে সন্তান জন্ম দিছো তুমি জান্নাতের মালিক।
ধন্য সেই বাবা মা। 💜🖤

24/10/2025

জীবনের স্রোত

চড়ুই পাখির কি নিজস্ব  ঘর থাকে?থাকে না তো।  আমার অবস্থা এখন আমার প্রিয় চড়ুই পাখির মতো। আমি যখন ক্লাস থ্রি ফোরে পড়তাম  তখ...
20/10/2025

চড়ুই পাখির কি নিজস্ব ঘর থাকে?
থাকে না তো। আমার অবস্থা এখন আমার প্রিয় চড়ুই পাখির মতো। আমি যখন ক্লাস থ্রি ফোরে পড়তাম তখন আমাদের ঘরের আধভাঙ্গা ভেন্টিলেটর মধ্যে চড়ুই পাখি বাসা বাঁধত আমার খুব ভালো লাগতো। সব থেকে তখনই আমার খুশির সীমানা থাকতো না যখন বাচ্চা পাখির ঢাক শুনতাম। কিন্তু আমার কষ্টে কান্না করার সময় খুব শিগগিরই চলে আসতো। আমি স্কুল থেকে এসে যখন দেখলাম বাচ্চা আর ঢাকে না ঘরের মধ্যে খড়কুটো বাইরের দিকে বের হয়ে আছে। পাশেই চড়ুই পাখি দুইটা কিচির মিচির করতেছে। সেই ঘটনা আমার এখন মনে পড়ে। মাঝে মাঝে আমি সেই চড়ুই পাখির মধ্যে নিজেকে খুঁজে পাই। আমি নিজেও জানি না আমার শারীরিক মানসিক অবস্থার কতটা উন্নত হবে।আমার যে অবস্থা এই অবস্থা থেকে আল্লাহ র পথে ফিরে আসা ছারা কোন উপায় নাই।🥹🥹

16/10/2025

1.what is definitely of love?
আমি তখন বলি নাই।
আমি যা বুঝি, প্রিয় মানুষের জীবনের জন্য যা কিছু করা দরকার(যখন প্রয়েজন বা প্রয়েজন নয়) তখনই করার নাম হচ্ছে ভালোবাসা।
★বিশ্বাস
★দায়িত্ব ও কর্তব্য
★যত্ন
★মহাব্বত
এটা ছারা আর কিছু বুঝি না।❤️🥺🥺
সেইদিন তোমার বিশ্বাস ভঙ্গ করার মতো কিছুই করছিলাম না। বরং আমার পরিবার এটা বুঝতে চাইছিলাম তুমিও আমাকে ভালোবাস। আমার দোষ। আমিই আমার দোষে হারাইলাম🥺🥹🥹

বিয়ে বাড়ি, চারচিকে কোলাহল,  ব্যাস্ততা, কত আয়েজন।ভাগিনা খুব কান্না করতেছিলো। আমি বললাম আমার কাছে দেও কান্না করবে না, দেখব...
16/10/2025

বিয়ে বাড়ি, চারচিকে কোলাহল, ব্যাস্ততা, কত আয়েজন।ভাগিনা খুব কান্না করতেছিলো। আমি বললাম আমার কাছে দেও কান্না করবে না, দেখবে এই শাটের গন্ধে সে ঘুমিয়ে পড়বে। সত্যি সত্যি এক মিনিটের মধ্যে কান্না থামিয়ে দিলো কিছু সময়ের মধ্যেই ঘুমিয়ে পড়লো। অদ্ভুত বেপার না!!??
আমি অনেক বার বলছি আমার লাইফে এক ম্যাজিসিয়ান আছে। আমাকে কখন ঘুমের মধ্যে স্বপ্নে শান্তনা দেয়। বলে, ''আরে তুমি এত চিন্তা কর কেন, আমি তো আছিই তোমার সাথে। কেন চিন্তা কর। তোমাকে নিষেধ করছি তো কান্না করতে। আবার কান্না করলে থাপ্পড় খাবি। ''

🥹💜🖤
16/10/2025

🥹💜🖤

ভোর বেলা।
13/10/2025

ভোর বেলা।

আমার সব থেকে পছন্দের হিমালয় পাহাড় হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। আমার খুব ইচ্ছে  এই পাহাড়কে খুব কাছ থেকে দেখার। আমি একবার স্বপ্নে দে...
11/10/2025

আমার সব থেকে পছন্দের হিমালয় পাহাড় হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। আমার খুব ইচ্ছে এই পাহাড়কে খুব কাছ থেকে দেখার। আমি একবার স্বপ্নে দেখছি এই পাহাড় তাও আমি একা না, আমার পাশে একজন ছিল। আমার খুব কাছের মানুষটা, আমি স্বপ্নের মধ্যে বলছিলাম তাকে, দেখ কি সুন্দর দৃশ্য। তুমিতো প্রথমে আসতেই চাইলে না।
কিছুখন আগে Gemini প্রশ্ন করলাম, আচ্ছা এই কাঞ্চনজঙ্ঘা পাহাড় যত বরফ আছে বর্তমানে যেই ভাবে বরফ গলছে এই ভাবে গলতে থাকলে কতদিন সময় লাগবে। মানুষের গড় আয়ু থেকে একটু বেশি।
দেখেই কেমন যেন মনটা খারাপ হয়ে গেল। বাংলাদেশ থেকেও দেখা যায়।খুব ইচ্ছে করে সাথে নিয়ে যেতে।

অক্টোবরের চাঁদ
10/10/2025

অক্টোবরের চাঁদ

07/10/2025

প্রতিটা রাত সেই দিনকার পর থেকে বিভৎস রকমের খারাপ লাগে।🥺
রাত ২:০৮ এটা কি মাঝ রাত না ভোর রাত??
মাঝে মাঝে মনে হয় জীবনের গোধূলির আর কোন আলো অবিশিষ্ট নেই। তারপরেও মেঘ কেটে যাওয়ার অপেক্ষায়। এই অপেক্ষা আমার কাছে কোন বিরক্ত অনুভব হয় না। আমি স্থির থাকি। মেইল চেক করি, আনব্লক হয়ছে কি না সেটা চেক করি। কই হয়নি তো।প্রতিদিনের কাজ। মাঝ রাতে খুব পরছে মনে এই কথাটা কেম্নে বলি। অর্নবদার গানটা মনে পরে গেল। ☺️

🥺🥹
07/10/2025

🥺🥹

Address

Pabna

Alerts

Be the first to know and let us send you an email when Travel With Rahad posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Travel With Rahad:

Share

Category