সিদরাতের কথন

সিদরাতের কথন Sales

26/04/2025

🦋"বাবা মায়ের ব্যক্তিত্বেই গড়ে সন্তানের ভাগ্য।"

🖋️🖋️যে বাবা মায়ের সম্পর্ক যত সুমধুর মজবুত,সেই সন্তানের ভবিষ্যৎ তত সুন্দর।যে বাবা মা ব্যক্তি হিসেবে যতটা শালীন,ব্যক্তিত্ববান তাদের সন্তান ততটাই উন্নত মানসিকতা,চরিত্রবান এবং সুন্দর ব্যক্তিত্বর অধিকারী হয়ে গড়ে উঠে।

🖋️🖋️বাচ্চারা অনুকরণ অনুশীলন প্রিয় হয়।আর তাদের জীবনের প্রথম শিক্ষক তাদের বাবা মা।সন্তান তার বাচন ভঙ্গি কাজ করার কৌশল সব কিছুই শিখে বাবা মায়ের কাছে।বাবা মায়ের আচরন এর প্রভাব সন্তানের ব্যক্তিত্বের ওপরে প্রধান প্রভাব বিস্তার করে।
বাবা মা একে অপরের প্রতি কতটা শ্রদ্ধাশীল,বিনয়ী যত্নশীল,তারা কতটা নীতিবান সামাজিক তা একজন সন্তানের ভালো মানুষ হয়ে ওঠার প্রধান উপাদান হিসেবে কাজ করে।

◾যদি কোন সন্তান দেখে তার বাবা মা অনৈতিক কর্মকান্ডে লিপ্ত,তাদের বাচন ভঙ্গি অশালীন সন্তান এর মাঝেও সেই আচরন প্রভাব বিস্তার করে।আস্তে আস্তে সন্তান বাবা মায়ের অবাধ্য হতে শুরু করে।অনৈতিক কাজে লিপ্ত হয়।সামাজিক আচরন সৌজন্যতা থেকে দূরে সরে যায়।
সন্তানকে শুধু দামী পোশাক বিলাসবহুল জীবন যাপনে অবভস্ত্য করলেই সে ভদ্র সভ্য হবেনা।সে তাই করবে যা তার বাবা মাকে সে করতে দেখবে।সে যদি দেখে তার বাবা মা সবার সাথে উচ্চ্যবাচ্য করে,অভদ্রতা করে,উদারতা নেই,অন্যের কাছে সুযোগ সুবিধা নিচ্ছে কিন্তু নিজে কাউকে সাহায্য করেনা,তাহলে সন্তান তাই শিখবে।স্বার্থপর হয়ে গড়ে উঠবে।

🔶আপনি নিজে সি'গারেট খেয়ে আশা করতে পারেন না আপনার সন্তান নে*শা থেকে বিরত থাকবে।আপনি নিজে দ্বিচারিতা করে আশা করতে পারেন না আপনার সন্তান চরিত্রবান হবে।কারন বাবা মায়ের চারিত্রিক বৈশিষ্ট্য সন্তানের মাঝে প্রকাশ পাবেই।সন্তান বাবা মাকে দেখেই শেখে।আপনার ব্যক্তিত্ব আপনার সন্তানের ভাগ্য গড়বে।

◾জানেন তো গোবরে সবসময় পদ্মফুল ফোটেনা।তাই ভাববেন না আপনি খা'রাপ তবুও সন্তান ভালো চরিত্রের হবে।💔

✏️✏️সন্তানকে ডাক্তার ইঞ্জিনিয়ার বানাতে বড় নামীদামী শিক্ষাপ্রতিষ্ঠানে পড়াশোনা শিখালেন কিন্তু মনুষ্যত্ব শিখালেন না।তাহলে শেষ জীবনে বিপদ আপনারই হবে।আপনি অসুস্থ হলে সন্তান ডাক্তার নয় উকিল ডাকবে আপনার সম্পত্তির ভাগাভাগি করতে।

⚫আপনার নৈতিকতা নির্ধারন করবে আপনার সন্তান শেষ বয়সে আপনার সেবা করবে নাকি বৃদ্ধাশ্রমে পাঠাবে।

▪️"সন্তানকে অফিসার বানানোর আগে মানুষ বানান,যেনো অসুস্থ হলে ডাক্তার ডাকে উকিল নয়।"

©লেখা:আফরোজা ইয়াসমিন।

09/02/2025

বাবাকে চিনতে একটা জীবন লেগে যায়

৪ বছর বয়সে; আমার বাবা সেরা!

৬ বছর বয়সে: বাবা সবাইকে চেনে।

১০ বছর বয়সে: বাবা ভালো, কিন্তু একটু কঠোর।

১২ বছর বয়সে: বাবা ছোটবেলায় অনেক ভালো ছিলেন।

১৪ বছর বয়সে: বাবা কেমন জানি বদলে যাচ্ছেন।

১৬ বছর বয়সে বাবা কিছুই বোঝে না।

১৮ বছর বয়সে: বাবা দিন দিন আরও কঠোর হচ্ছেন।

২০ বছর বয়সে: বাবার ব্যবহার সহ্য করা কঠিন। মা কিভাবে সহ্য করতেন?

২৫ বছর বয়সে: বাবা সবকিছুতেই মতের বিবোধ করেন।

৩০ বছর বয়সে: বাবার সাথে একমত হওয়া খুব কঠিন। দাদাও কি বাবাকে এভাবেই দেখতেন?

৩৫ বছর বয়সে: বাবা আমাকে নিয়মের মধ্যে বড় করেছেন, আমাকেও আমার সন্তানদের তাই শেখাতে হবে।

৪০ বছর বয়সে; বাবা এত কষ্ট করে আমাদের বড় করেছেন,

আমি বুঝতে পারছি!

৪৫ বছর বয়সে; আমার সন্তানদের

সামলানো কঠিন, বাবা কত কষ্ট করেছেন আমাদের ঠিক পথে রাখতে!

৫০ বছর বয়সে: বাবা সবকিছু দীর্ঘমেয়াদী পরিকল্পনা

করতেন, তিনি ছিলেন দয়ালু ও বিশেষ একজন মানুষ। সত্যিই, আমার বাবা সেরা। এই পুরো চক্রটি শেষ হতে ৫০ বছর লেগেছে, কিন্তু

শেষ পর্যন্ত আমরা আবার প্রথম জায়গায় ফিরে যাই-

'আমার বাবা সেরা! "যাদের বাবা বেঁচে আছেন, তাদের সম্মান করুন, ভালোবাসুন। আর যাদের বাবা নেই, আল্লাহর কাছে দু'আ করুন যেন তিনি তাদের ক্ষমা করেন ও শান্তি দেন। আমরা চাই, আমাদের সন্তানরা যেন আমাদের আরও ভালোবাসে ও সম্মান করে, যেমনটা আমরা আমাদের বাবাকে করেছি বা করতে পারিনি।

বই: মা-বাবার সঙ্গে সদাচারের গল্প।

23/12/2024

সেদিন থেকে আমি ভালো আছি

যেদিন থেকে বুঝেছি
মানুষের কাছে প্রত্যাশা রাখতে নেই।

মানুষ স্বার্থের জন্যে পাশে থাকে
স্বার্থ শেষ হলে ছুড়ে ফেলে

আমি তাই কখনো কৃতজ্ঞ মানুষ খুঁজি না
ভাবিনা কেউ আমাকে মাথায় তুলে রাখুক।
পাশে বসে চায়ে চমুক দিয়ে বলুক
থ্যাঙ্কিউ!
আপনি না থাকলে হয়ত এতোদূর যেতে পারতাম না।
শুধু আতংকে থাকি
যার জন্যে এতো কিছু করলাম
সে শুধু কৃতঘ্ন না হোক।

একটা সময় ছিল
নিজের জন্যে কত কি করতাম
এখনো করি, তবে অন্যের জন্যে
অন্যকে আনন্দিত দেখার মাঝেও
একটা অন্য রকম সুখ আছে।

এই অন্য রকম সুখটাই হয়ত প্রকৃত সুখ
কৃতজ্ঞ মানুষ খুঁজে
এখন আর তাই কষ্ট বাড়ার ঝুঁকি নেই না।

07/10/2024
28/09/2024

আহা!!

20/09/2024

সুস্থ্যতা যে কত বড় নেয়ামত সেটা সুস্থ্য থাকা অবস্থায় তেমন বোঝা না গেলেও অসুস্থ হলে বেশি বোঝা যায়।বিগত ২ দিন ধরে বলতে গেলে একদম বিছানায় শুয়ে শুয়ে ব্যাথার সাথে দিন গেল।সবার কাছে দোয়ার দরখাস্ত রইল।

মহান আল্লাহ যেন তারাতারি সুস্থ্যতাদান করেন।
আমিন

20/09/2024

Hi everyone! 🌟 You can support me by sending Stars - they help me earn money to keep making content you love.

Whenever you see the Stars icon, you can send me Stars!

Address

Radhanagar
Pabna
6600

Telephone

+8801516315697

Website

Alerts

Be the first to know and let us send you an email when সিদরাতের কথন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to সিদরাতের কথন:

Share