
10/12/2023
হঠাৎ একদিন আবিষ্কার করলাম লজেন্স খেতে আর ভালো লাগে না, খেয়াল করলাম আম্মু-আব্বুকে ছেড়ে অন্য রুমে ঘুমাচ্ছি, তারপর বাংলা ১ম পত্রে আর কোনোদিন ১০০ তে ১০০ তোলা গেলো না, কলম দিয়ে লিখা ভুল উত্তরটা রাবারে মোছা গেলো না, আম্মুর চুড়ি দিয়ে ড্রয়িং পরীক্ষায় ফুটবল আঁকার সুযোগ শেষ, দিস্তা কাগজে খাতা বানাতে ভুলে গেলাম। চকলেট দৌড় থেকে নিয়ে আসা হলো মোড়গ লড়াইয়ের দলে। লড়াই চলতে থাকলো। কার্টুন নেটওয়ার্ক হয়ে গেলো সিএন, আলিফ লাইলাও বোরিং লাগতে শুরু করলো, চোর-পুলিশ খেলার গ্রুপ হারিয়ে গেল, সবচেয়ে প্রিয় বিজ্ঞান বইটা ভাগ হয়ে গেল পদার্থ, রসায়ন আর জীববিজ্ঞানে। শীতকালে ডিসেম্বর থেকে সরে যেতে লাগলো, আমাদের আগেই জুনিয়ররা ব্যাডমিন্টন মাঠ বানিয়ে ফেললো। ঝরে আম পড়া কমে গেল নাকি কুড়ানোর ইচ্ছা হারিয়ে গেল, সেটা বোঝার সময় হলো না। সবাই মিলে টাকা দিয়ে চিপ্স কিনে খাওয়া বন্ধুরা লুকিয়ে সিগারেট খেতে শুরু করলো, প্রেমে পড়তে ইচ্ছে হলো, রোদের মধ্যে ফুটবল খেলতে গিয়ে হাপিয়ে উঠলাম, দোকানে গিয়ে মোস্তফা খেলার বদলে গেম জোনে গিয়ে সিএস খেলা শিখতে লাগলাম। গিটার শিখতে ইচ্ছা হলো, বড় হতে ইচ্ছা হলো, ক্লাস পালাতে ইচ্ছে হলো, রাত জাগতে ইচ্ছে হলো.. যেভাবে বড়রা রাত জাগে।
সেই যে শুরু হলো আর থামা গেল না। আজকাল ঘুমাতে ইচ্ছা করে। রাতের বেলা কার্টুন নেটওয়ার্কে সোয়াট ক্যাটস দেখে যেভাবে ঘুমিয়ে পড়তাম।
© সাজিদুল করিম দীপু