Md Kawsar Ahmed Konok

Md Kawsar Ahmed Konok I'm a Digital Marketer

17/08/2024

ভালো ঘরের চেয়েও ঘরের মানুষগুলো ভালো হওয়াটা অনেক বেশি জরুরী, ওটাই অনেক বেশি শান্তির।
❤️আলহামদুলিল্লাহ❤️

16/06/2024

আসসালামু আলাইকুম।

পবিত্র ঈদ-উল আযহার ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক সকলের জীবন।
ঈদ মোবারক।

04/05/2024

খলিফা হারুন অর রশিদ পানি পান করতে যাবেন, গ্লাস ঠিক ঠোঁটের কাছে নিয়েছেন, এমন সময় হযরত বহলুল (রহঃ) বললেন, "আমিরুল মুমিনীন! একটু থামুন। পানি পান করার আগে আমার একটি প্রশ্নের উত্তর দিন।"

খলিফা বললেন, "বলো কি জানতে চাও?"

বহলুল (রহঃ) বললেন, "মনে করুন আপনি প্রচন্ড তৃষ্ণার্ত হয়ে এমন মাঠে আছেন যেখানে পানি নাই। পিপাসায় আপনার প্রাণ ওষ্ঠাগত। এমন অবস্থায় আপনি এক গ্লাস পানির জন্য কতটা মূল্য ব্যয় করবেন?"

খলিফা বললেন, "যেহেতু পানি না পেলে আমার মৃত্যু হবে তাই আমার পুরো সম্পত্তিও ব্যয় করে দিতে পারবো।"

হযরত বহলুল (রহঃ) বললেন, "ঠিক আছে এবার বিসমিল্লাহ বলে পানি পান করেন।"

খলিফা পানি পান করলেন। এবার হযরত বহলুল (রহঃ) বললেন, "আমার আর একটি প্রশ্ন আছে।"

খলিফা বললেন, "বলো।"

বহলুল (রহঃ) বললেন, "এই পানি যদি আপনার শরীর থেকে না বের হয়, পেটেই জমা থাকে। প্রসাব বন্ধ হয়ে যায়, সেই পানি বের করবার জন্য কত টাকা ব্যয় করবেন?"

-প্রসাব বন্ধ হলে তো আমি সহ্য করতে পারবো না। মারা যাবো। জীবন বাঁচাতে একজন ডাক্তার যতটা চায় ততটাই দিবো। আমার পুরো রাজত্ব চাইলেও দিয়ে দিবো।"

হযরত বহলুল (রহঃ) বললেন, তাহলে বোঝা গেল আপনার পুরো রাজত্ব এক গ্লাস পানির দামের সমানও নয়। মাত্র এক গ্লাস পানি পান করতে বা বের করতে আপনি পুরো রাজত্বও দিয়ে দিতে চান। তাহলে কত গ্লাস পানি নিয়মিত পান করেন আর বের করেন, এটা একটু ভাবেন আর এই নেয়ামত যিনি দিয়েছেন তার শুকরিয়া আদায় করেন।"
সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ 😍
Alhamdulillah

10/04/2024

সবাইকে ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা
ঈদ মোবারক

02/04/2024

কথা বলা এক ধরনের শিল্প।
কথার নাম মধুবানী, যদি কথা কইতে জানি।
কথায় লোকে হাতি পায়
কথায় লোকে লাথি খায়।
কথায় লোকের ইজ্জত যায়।
কথায় মানুষকে জ্ঞানী বা মূর্খ দেখায়।
👉বাস্তবতা👈

Address

Pabna

Telephone

+8801738030295

Website

Alerts

Be the first to know and let us send you an email when Md Kawsar Ahmed Konok posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Md Kawsar Ahmed Konok:

Share